Rose Roseঈদ পুনর্মিলনী Rose Rose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৪৪:৫৩ দুপুর

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই, বুবু এবং আপারা? বোধ করি ভালোই আছেন। কুরবানীর গোশত খেয়ে কিঞ্চিৎ মোটা তাজা হয়েছেন। তবে সবাই সুবিধা করে উঠতে পারেন নাই, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। যারা দাঁত থেকেও গোশত চিবুতে পারেন নাই, পেট থেকেও ওটার ঈদ খোরাক জুগাতে পারেন নাই, তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। যাই হোক, ঈদ চলে গেছে, কিন্তু আমরা তো যাইনি, এইবার আসেন, সবাই পুনরায় মিলিত হই, ঈদ স্মৃতি রোমন্থন করি।

কুরবানীর আসলে সবচেয়ে বেশি হতাশায় ভুগেন ডায়াবেটিস, কিডনির রোগে আক্রান্তরা। চোখের সামনে সবাই চুক চুক আওয়াজ করে গোশত চিবুচ্ছে আর হাডডি চুষে খাচ্ছে, তা দেখে আপনার জিহ্বার জল গড়িয়ে পড়ছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে এক দুই টুকরার বেশি খাওয়া যাবেনা! রাগে দুঃখে বসে বসে কপাল চাপড়াচ্ছেন আর ডাক্তারের মুন্ডুপাত করছেন! আপনাদের সুস্থতায় আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া।

আবার কেউ কেউ গোশত যা একটু খেতে পারছেন, কিন্তু মুশকিল দেখা দেয় খাওয়ার মাঝখানে অথবা খাওয়ার পর। দাঁতের চিপায় আটকে গিয়ে অসহ্য যন্ত্রণা, খোঁচাতে খোঁচাতে দিন পার! ভাই এবং বোনেরাআমার, আপনাদের জন্যও সমবেদনা।

আবার কেউ কেউতো গোশত কাটায় বাহাদুরী দেখাতে গিয়ে হাত পা কেটে ওহ ওহ করছেন! কেউ আবার গরু শোয়ায়তে গিয়ে লাথি খেয়ে ঈদের আনন্দটাই মাটি করেছেন! সমবেদনা রইল।

আরো নানান ঘটনাই হয়ত ঘটেছে আপনার এই ঈদে।

আসুননা, একটু বাকচিত করি কার ঈদ কেমন কেটেছে, কে কোথায় ঈদ করেছেন দেশে অথবা বাইরে গ্রামে অথবা শহরে।

শেয়ার করে ফেলুন ঈদে ঘটে যাওয়া আপনার মজার ঘটনাটি।

আমিও খানিকটা শেয়ার করি। প্রথমবারের মত আমাদের দুই ভাইয়ের টাকায় গরু কুরবানী হয়েছে। আলহামদুলিল্লাহ্‌। সত্যি, পরিবারের জন্য কিছু করতে পারার তৃপ্তির তুলনা হয়না।

আমার বন্ধু মেয়ে সন্তানের বাবা হয়েছে ছয় মাস আগে। দেখতে গিয়ে কোলে নিয়ে অনে..................ক গুলো পাপ্পা দিয়েছি। আদর পেয়ে খুট খুট করে হেসে আমার মনটা ভরিয়ে দিল। আর বাবা-মা, ভাই-বোন, ভাগিনা-ভাগনির সাথে আলহামদুলিল্লাহ্‌ সবমিলিয়ে বেশ উপভোগ্য হয়েছে ঈদ।

এইবার আপনাদের ঈদ স্মৃতি শোনার অপেক্ষায়......

বিষয়: বিবিধ

১৮৬৩ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377664
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে,ব্লগে এখন আর মজা পাই না।
ঈদ মোবারক সবাইকে।
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০৮
313001
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন। তবুও ব্লগটা এখনও টিকে আছে, এতেই আমি সন্তুষ্ট।
কিছুদিন আগে যে ৩৩ টা নিউজ পোর্টাল বন্ধ করেছে, তার মধ্যে এই ব্লগের ম্যাগাজিনও ছিল।
আপনাকেও ঈদ মোবারক।
আর সম্প্রতি আপনার পোস্টগুলো আমি দেখেছি কিছু এবং পড়েছি,শুধু মন্তব্যটাই করা হয়নি।
377667
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৫
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

সকাল সোয়া সাতটায় ঈদের জামাত শেষে ৮ টার দিকে বড় ভাইয়ের বাসায় যাবার জন্য রেডি হই (যেখানে গরু কুরবানি হচ্ছে) । ফোনে উনি তাড়া দিয়ে বললেন যে - গরু জবাই করে চামড়া ছিলা শেষ হয়ে গেছে । তখন আরেক ভাইকে নিয়ে উনার বাসায় গিয়ে পৌছি প্রায় সাড়ে ৯ টায় । দেখি যে মাংশ ভাগাভাগি প্রায় শেষ !!

এত দ্রুত কমপ্লিট গত ২০/২৫ বছরে হয়েছে কিনা সন্দেহ (কারণ ম্যাক্সিমাম টাইমে দেখেছি কসাইদের গড়িমসি ও আনাড়িপনার কারণে বিকাল ৩/৪ টা লেগে যায়)।

মাশা আল্লাহ , ভাইজান এবার আগে থেকেই প্রিকশন নিয়েছিলেন।

গোস্ত নিয়ে বাসায় ফিরতে ফিরতে সাড়ে ১১ টা । বউয়ের সাথে গোস্ত সেপারেশনে হাত লাগিয়ে ছিলাম।

সন্ধ্যার দিকে মা , ভাই ভাবী ও ভাতিজারা আসে ।

আল্লাহর অশেষ রহমতে আল'হামদুলিল্লাহ ভালই কেটেছে । পরের দিন শশুর বাড়ি গিয়ে রাতে উনাদের ওখানে খেয়ে বাসায় ফিরি । মাঝে দাদি ও চাচাতো বোনের বাসা থেকে ঘুরে আসি।
১৮ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৫২
313003
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো এডভান্স!!!!!!!
এইবার কেন জানি আমাদেরও গরু কাটা দ্রুত শেষ হয়ে গেছে। অন্য সময় দুপুরের পরেও শেষ হতোনা, আর এইবার সাড়ে এগারোটায় শেষ।
আপনারা কি ঢাকায় ঈদ করেন? যদি তাই হয়, তাহলে আমার থেকে যাওয়া উচিৎ ছিল। আসা যাওয়ায় অনেকগুলো টাকা গাড়ি ভাড়া লেগেছে!
আপনার ঈদ স্মৃতি শুনে খুবই ভাল লাগছে। কিছুটা ব্যতিক্রমি।
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৩১
313021
হতভাগা লিখেছেন : জ্বী ঢাকাতেই ঈদ করি আল্লাহর রহমতে।
২৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:২৪
313174
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ঢাকায় ঈদ করেন! আপনি আসলেই হতভাগা।Tongue Tongue Tongue Crying Crying Crying Crying
377674
১৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রবাসের ঈদটা যেমন যায় আরকি ! রমজানের ঈদ করেছিলাম পরিবারের সাথে কত ভাল লেগেছিল । নিজের ভাগ্য নিয়ে আবারও সেই একাকি ঈদ
তারপরেও আলহামদুল্লিলাহ
সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১৩
313017
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রবাসেও তো আপনাদের অনেক স্বজাতি ভাই আছে। তাদের নিয়েও তো ভালো ভাবে ঈদ করা যায়। তাদের দিয়েই পরিবারের অভাবটা দূর করে নিতে পারেন।
ঈদের দিন প্রবাসে আপনারা কি কি করেন, তা যদি সবিস্তারে একটু বলতেন, শুনে ভালো লাগতো
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, ঈদ স্মৃতি শেয়ার করার জন্য।
377679
১৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিও ভাই হার্ট এর রোগি!!!
দুপুরে চার টুকরা আর রাত্রে চার টুকরা এই আমার ঈদ!!
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:১৬
313018
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনে খারাপ লাগল।
আমি বেশ কয়েকজন রোগী নিয়ে কিডনি আর ডায়াবেটিস হাসপাতালে আসা যাওয়ার কারণে তাদের খাদ্য তালিকা দেখে খুবই অবাক হয়েছি। এক কিডনি রোগীর জন্য ফল খাওয়ার অনুমতি মাত্র চারটি!
পানি দিনে এক লিটারের বেশি নয়!
মাংস মাছ দিনে দুই টুকরা!
আল্লাহ্‌র কাছে নামাজ পড়ে বেশি বেশি করে দোয়া করেন, যেন সুস্থতা দান করেন। এভাবে সত্যিই কঠিন।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১২
313120
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সবুজ ভাইয়ার দু:খে আমি দু:খীত হয়ে এই ঈদে কোথাও যাইনি..... আহারে....বেচারা মাত্র ৪ টুকরা খেয়েছেন!!!!
২৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৪৬
313155
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Crying Crying Crying
377686
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:০২
আফরা লিখেছেন : ঈদের দিন কি করেছি তাতো পোষ্ট দিয়েই বলেছি আর কি বলব !!

তবু বলছি ঈদের দিন সকাল ৭-১৩ টা পর্যন্ত অফিস করে বাসায় এসে মামনি ,ভাইয়া , ভাবীর সাথে দুষ্টামি করে করে একটু কান্না ও করলাম , এর পর খেয়ে দেখে ঘুম । ঘুম যখন ভাঙ্গল তখন দেখি ঈদ শেষ মানে রাত হয়ে গিয়েছে ।

এই তো ঈদ ।

Good Luck Good Luck Rose Rose
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২০
313019
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার পোস্টটা কাল দেখেছি কিন্তু ঘুম চলে আসায় পড়তে পারিনি। আজ চেষ্টা থাকবে পড়ার।
ঈদের দিনেও অফিস! ঈদ না হয় তাদের নয়, কিন্তু তারা কি জানেওনা এটা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উতসবের একটি?
গরু জবাই হয়েছে কি?
খেয়ে দেয়ে নামাজ পড়ে আমিও লম্বা ঘুম দিয়েছি। তারপর বিকেলে আমার এক বোনের বাসায় গোশত নিয়ে গেছি, সেখানেও খেলাম প্রচুর।
খেয়ে খেয়ে খালি লম্বা ঘুম দিয়েছি।
ঈদের দিন শেষ হয়েছে, কিন্তু আনন্দের রেশ তো অনেক দিন থাকে, তাই বেশি বেশি খান, সাথে ওরস্যালাইন অথবা রাইস স্যালাইন রাখতে মোটেও ভুল করবেন না!
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:১৫
313027
আফরা লিখেছেন : জী না ঈদের দিনের কোন ছুটি এখানে নেই ।তবে কেউ চাইলে্ নিতে পারে । আমি ইচ্ছে করেই নেইনি । জী গরু জবাই হয়েছে তবে গরু কিনতে হাটে ও যেতে হয়নি গরু জবাই ও করতে হয় নি । শুধু টাকা দিতে হয়েছে ঈদের পরের দিন গোস্ত পেয়েছি অনেক ।
১৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:২৪
313040
হতভাগা লিখেছেন :
জী না ঈদের দিনের কোন ছুটি এখানে নেই ।


০ কি দেশরে ভাই , ঈদের দিনেও সাধারণ ছুটি দেয় না ! Surprised Surprised

এরা কি অন্য ধর্মাবলম্বীদের বিশেষ দিনেও কি ছুটি দেয় না ! ক্রিসমাসে কি ছুটি দেয় ?
১৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:২৯
313042
আফরা লিখেছেন : কেন ভাইয়া ইউরোপের কোন দেশেই তো ঈদের ছুটি নেই । শুধু ক্রিসমাসে ১৫ দিন ও আর ও ধর্মীয় উৎসব আছে সে গুলোতে ২/৩ দিন ছুটি দেয় ।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১৩
313121
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আফরা আপুর পোস্ট পড়ে আমার ঘুম আসতেছে...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
377710
১৯ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৩৫
সাম্য বাদী লিখেছেন : নামাজ পড়ে এসে, সারা দিন গেলো গরু কাটতে কাটতে।
১৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:২৭
313053
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাদের হাত কাঁচা, তাই এতো সময় লাগল। কাটার মাঝখানে গোশত খেয়েছেন তো?
১৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৭
313054
সাম্য বাদী লিখেছেন : ভাই নামাজ পড়ে বাসায় এলাম গরুর জন্য অপেক্ষা, ফার্ম থেকে গরু আসলো দশটার পরে. সব আনাড়ি লোক হবার কারণে একটা গরু জবাই করতেই সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা. কারণ গরুটা অনেক তাগড়া, গাড়ি থেকে নামানোই যাচ্ছিলোনা, তখন গাড়িতে রেখেই পা বেঁধে ফেলা হলো, তারপরে গিয়ে জবাই.
১৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৮
313056
সাম্য বাদী লিখেছেন : ভাই আমরা খাবার ব্যাপারে আনাড়ি নই।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১৫
313122
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সাম্য বাদী ভাই, আপনি ভুল করলেন, আপনি যদি আমাদের জাত কসাই সালাউদ্দিন সাল্লু ভাইকে হায়ার করতেন....তাহলে কয়েক মিনিটেই সব শেষ করে দিত।Love Struck Love Struck
377716
১৯ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৮
সাম্য বাদী লিখেছেন : ভাই আমরা খাবার ব্যাপারে আনাড়ি নই।
১৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৯
313057
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, মজা পেলাম। ঈদের সময় অন্তত আনাড়িপনা দেখানো যাবেনা।
377735
২০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৫২
রাইয়ান লিখেছেন : আলহামদুলিল্লাহ ! ঈদ খুব ভালো কেটেছে ....
সকালে নামাজ শেষে প্রিয় ভাই বোনদের বাড়িগুলোয় বেড়ানো , ফোনে কুশল বিনিময় , দ্বীনি ভাইয়েরা আমাদের কুরবানীর গোশত আমাদের বাসায় পৌঁছে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন....
রাতে এলাকাবাসীর আয়োজনে একটি ঈদ গ্যাদারিং , প্রচুর খাবারের আয়োজন , বাচ্চাদের কলকাকলি মুখর সুন্দর একটি সন্ধ্যা কাটিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে নীড়ে ফেরা ...
এইতো ...
২০ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৪৯
313088
গাজী সালাউদ্দিন লিখেছেন : বোন, অনেক দিন পর আপনার উপস্থিতি পেয়ে ধন্য হলাম।
শুনে খুশি হলাম। আপনাদের মিলনমেলায় আমিও যদি শামিল হতে পারতাম!
আপনি এতো লোকের সাথে ঈদ শুভেচ্ছা কুশল বিনিময় করলেও আমার সাথে কিন্তু করেন নি! তবুও স্বান্তনা যে পুনর্মিলনী তে করলেন।
আপনার জন্য অনেক অনেক দোয়া বোন। আল্লাহ্ আপনাদের ভালো রাখুন।
377760
২১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৫৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এবার ঈদে দীর্ঘ আটদিন ছুটি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তবে কেটেছে খুব দৌড়ের উপর। ঢাকা হতে প্রথমে বউয়ের বাড়ি মানে বউয়ের কর্মস্থলে গেলাম। বউ আর ছেলেকে নিয়ে এরপর গেলাম বরগুনা, শ্বশুড়বাড়িতে। দুইদিন থেকে সপরিবারে বরিশাল এসে কাটালাম একদিন ট্যুরিস্ট হিসেবে। এরপর বরিশাল হতে আবার বউয়ের বাড়ি, তারপর কুরবানীর আগের দিন সপরিবারে নিজের বাড়ি। কুরবানীর দিন কাজ শেষ করে গোশত খেতে খেতে সন্ধ্যা হয় হয় অবস্থা। ঈদের পরদিন আবার বউয়ের বাড়ি, দুইদিন পর আবার ঢাকায়। Cook Cook Cook Hot Hot Hot Loser Loser
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১৮
313123
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কিরে ভাই, দুনিয়াতে এ্ত্ত বাড়ি থাকতে আপনি শুধু বউ আর নিজ বাড়িতেই দোড়াদোরি করলেন!!! বুঝতে পারলাম, অন্য কোথাও যাওয়ার অনুমতি ভাবি আপনাকে দেয় নাই।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৩
313134
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনারা তো দেখি চির কাঙ্গাল আর কাঙ্গালিনী!
একজন টেকনাফ, আরেকজন তেতুলিয়া। চাতক পাখির মত দুজন দুজনার তরে তাকিয়ে থাকে, একটু ছুটি পেলে দৌড়!
ঈদের সময় যে ভোগান্তি, তখন এতো ছোটাছুটি কেমনে করেছেন ব্রাদার?
আপনার ধৈর্য আছে দেখছি।
যাই হোক, আপনাদের ঈদ স্মৃতি শুনে খুবই ভালো লেগেছে।
আল্লাহ্‌ আপনাকে ভালো রাখুন।
১০
377765
২১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৭
ফখরুল লিখেছেন : ঈদে ৯ দিনের লম্বা ছুটি পেয়েছি,
ফজরের নামাজের একটু পরেই ঈদের নামাজ পড়ে বাসায় এলাম, জামা চেইঞ্জ করে কোরবানির জন্য বের হলাম, কোরবানি করে দুপুরের পরে বাসায় ফিরলাম। তার কোরবানির গোস্ত খেয়ে একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়েই বেরিয়ে পড়লাম, কি ভাবলেন ঘুরতে? না সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল। আমার মন্দ কপাল ঈদে ঘুরে ঘুরি আমার কপালে জোটে না সেই ২০০২ সাল থেকেই। নামের সাথে সাংস্কৃতিক কর্মী জোগ করার পর থেকে ঈদে ঘুরাঘুরি শেষ. যাইহোক ঈদের পরের দিন একটি সাংস্কৃতিক উৎসব ঈদযাপনের মাধ্যমে শেষ হলো ঈদের ব্যস্ততা।
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৭
313135
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি শিল্পী! আপ০নাদের ব্যাপার স্যাপার আলাদা ভাই। আমাদের তো এমন কোনো যোগ্যতা যে ঈদের দিনেও লোকে বসে থাকবে আমার অপেক্ষায়, শুনবে প্রাণভরে গান।
আপনি সংস্কৃতি কর্মী। শুনে খুশি হলাম, কিন্তু একটা অনুরোধ, আপনাদের কর্মকান্ডে যেন অনৈসলামিক প্রভাব না পড়ে, যা আজকাল হরহামেশায় হয়ে থাকে। একজন ইসলামি শিল্পী ইসলামী গান গাইবে আবার দুমায়ে অন্যান্য গানও সমান তালে গাইবে, এমন যেন না হয়।
আপনার ঈদ স্মৃতি খুবই ভালো লেগেছে। আল্লাহ্‌ আপনাকে ভালো রাখুন জনাব।
২২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:১১
313137
ফখরুল লিখেছেন : দোয়া করবেন যেন রাইট ট্র‍্যাকে থাকতে পারি।
১১
377793
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ৩ দিন ছুটি পাইছিলাম.....শুধু দাওয়াত খাইছি....তবে কাউকে খাওয়াই নাই
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৮
313136
গাজী সালাউদ্দিন লিখেছেন : দমদমা হুজুররা খালি মানুষের বাড়িতে খায়, নিজের ঘরে দাওয়াত করে খাওয়ায় না, এটা চিরায়ত। তাই আমরা মেনে নিচ্ছি!
১২
377809
২২ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। ঈদ উপলক্ষে চার দিনের ছুটি কাটিয়েছি। কিন্তু সময় কীভাবে কেটেছে টেরই পাইনি। দাওয়াত খেয়েছি আর মেহমানদেরকে আপ্যায়ন করতেই সময় শেষ হয়েছে। প্রতিটি মুহূর্তেই আনন্দ পেয়েছি অনেক। সবাইকে নিয়ে অনেক ভালো সময় কেটেছে।

তবে অবিশ্বাস্য হলেও সত্য ঈদের পর থেকে এক নাগাড়ে ৯৭ ঘণ্টা কর্মস্থলে কেটেছে। তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও ব্লগে ঢু মারতে পারিনি। তবে এবারের ঈদের অনুভূতি একটু ব্যতিক্রমী।

প্রথমবারের মত বাবা মা আমি ও সন্তানসহ সকলের কোরবানী ইউ কে-তেই দিয়েছি। তাই আনন্দের মাত্রাটাও একটু বেশীই ছিল।

নিজ হাতে সবাইকে পরিবেশন করেছি। দেশের মত। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি ঈদ উদযাপন করেছি এখানে। যদিও আপনজনদের নাড়ীর টান অনুভব করেছি পাশাপাশি।

আপনার লিখায় আমার প্রিয় অনেক ব্লগারদের অনুভূতি জেনে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ্‌।
ধন্যবাদ
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০১
313345
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও আমার আপাকে জানানোর ব্যবস্থা করতে পেরে আনন্দ বোধ করছি।
আপনাকেও অনেক ধন্যবাদ আপা।
আপনার পাতায় একবার জবাব দিয়েছি, তাই এখানে মন্তব্য ছোট করতে হয়েছে।
১৩
377837
২৩ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:০৪
দ্য স্লেভ লিখেছেন : ঈদে যে লোক দাওয়াত করে সে লোক দেশে গেছে তাই ঈদগাহে গন খাবার খেয়েছি। তারপর কাজ ছিলোনা তাই কর্মস্থলে গিয়েছি। পরের দিন নানান খাবার রান্না করেছি। তবে মনে শান্তি ছিলো...আমার কুরবানীর পশু দেশে জবেহ হয়েছে
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০২
313346
গাজী সালাউদ্দিন লিখেছেন : গুড গুড গুড!
আমেরিকাতে কি ঈদের ছুটি দেওয়া হয়না?
আলহামদুলিল্লাহ্‌।
ফ্যামিলি খেলেই তো আমাদের খাওয়া হয়
২৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:২৮
313370
দ্য স্লেভ লিখেছেন : হ্যা ছুটি চাইলে ছুটি দেয়। তবে আমি সময় পেয়েছিলাম নামাজের। এরপর কাজে গিয়েছি কারন কিছু করার ছিলোনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File