আগামী ২ জুলাই রমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের সর্ব শেষ পর্ব শুরু হচ্ছে
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ৩০ জুন, ২০১৬, ১১:১৫:০৮ সকাল
আলহামদুলিল্লাহ্। আমাদের মাঝে মাহে রমাদান শুরু হয়ে এখন প্রায় শেষ পর্যায়ে। এই রমাদান উপলক্ষ্যে পুরো মাস জুড়ে ব্লগ আয়োজন করার কর্মসূচী আমরা হাতে নিয়েছি। সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে ব্লগীয় আয়োজনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্ব অনুষ্ঠিত হওয়ার পর ৬ষ্ঠ অর্থাৎ সর্বশেষ পর্ব স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর ইতোমধ্যে কিছু দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাননি তো? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও হাজির হলাম বিষয় বস্তু নির্বাচন এবং বণ্টন নিয়ে।
২ জুলাই, আপনার উপর যে বিষয়ে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, সে বিষয়ে ২ জুলাই তারিখে সকাল থেকে রাত পর্যন্ত আপনার সুবিধামত সময়ে তা পাবলিশ করার জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ করা হচ্ছে। উক্ত তারিখে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নির্ধারিত বিষয়ে পোস্ট করবেন, পরিচালক তাতে কমেন্ট করে উৎসাহ দেবেন, করবেন গঠনমূলক সমালচনা, সংযোজন বা বিয়োজন থাকলে তা করবেন। তবে তার একদিন পর সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখে সবগুলো পোস্টের লিংক পরিচালক তার পোস্টে জুড়ে দেবেন।
আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করার পরিকল্পনা নিয়েছি। রোজার শেষ কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রমাদান মাসের চার বা পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন।
২ জুন
পরিচালক- গাজী সালাউদ্দিন
রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।
রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত
পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন
রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন
চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি
রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী
রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম
৮ জুন
পরিচালক- হক কথা
সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা
সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ
ইফতারের ফজিলত-তটরেখা
ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান
রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম
আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ
রামাদান কুরআন নাজিলের মাস- মিশু
১৪ জুন
পরিচালক- দি স্লেভ
রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা
যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম
তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ
গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা
রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে
জুমাতুল বিদা- জ্ঞানের কথা
২০ জুন
মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা
প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন
ইতিকাপের ফজিলত- হক কথা
ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন
অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট
২৬ জুন
পরিচালক- গাজী সালাউদ্দিন
রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী
রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই
রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার
রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি
চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম
যাকাতের ভূমিকা- সাদাচোখে
২ জুলাই
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর- এলিট
সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন
এছাড়াও উক্ত বিষয়গুলো নিয়ে ২ তারিখ লেখা পোস্ট করার জন্য যাদেরকে অনুরোধ করছি, তারা হলেনঃ
আনোয়ার আলী, তরবারী, মো কবির হোসেন, নয়া জামানার ডাক, সত্য নির্বাক কেন, ফারদিন ইসলাম, মুহাম্মদ সামি, আব্দুস সবুর, ব১কলম, মোহাম্মদ রিগান, তীর্যক, সেনাপতি, জিসান এন হক, বিভীষিকা, আব্দুল্লাহ আল রাহাত, মাহমুদ নাইস, ইপ্সিতা চৌধুরী, শিহাব আহমদ, সানজিদ হোসেন ইরাজ, আবু নাইম, হানিফ খান, সৈয়দ মাসুদ, নাবিক, শরফুদ্দিন আহমদ লিংকন, সবুজ মিনার, মুহাম্মদ হোসাইন সজিব প্রমুখ।
খুব করে অনুরোধ করছি, যদি আপনাদের সময় হয়, তাহলে শেষ পর্বে লিখবেনঃ
মাহবুবা সুলতানা লায়লা, সাদিয়া মুকিম, রিদওয়ান কবির সবুজ, শেখের পোলা, দিল মোহাম্মদ মামুন, মিনহাজুল ইসলাম মুহাম্মদ মাছুম, হতভাগা, তটরেখা, মিশু,
তাহলে উক্ত তারিখে আপনাদের সরব অংশগ্রহণ পাবো বলেই আশা রাখি। আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।
আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।
এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।
খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।
উল্লেখ্য, আপনি লিখুন, অথবা নাই লিখুন, যারা লিখছে, তাদের লেখাগুলো পড়ে মন্তব্য করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকে অফিস হয়ে লাগাতার ৯ দিনের ছুটি পেয়ে কিছু মানুষ নাড়ীর টানে চলে যাবে আর কিছু মানুষ মার্কেট-শপিংমলে ঝাঁপিয়ে পড়বে।
এতো শপিং শপিং শপিং! ভাল্লাগেনা!
আলহামদুলিল্লাহ, ঈদে আমার কিছু লাগেনা। পুরনোগুলোকেই নতুন করে পড়বে। নতুন জামা কেনার যে ট্রাডিশন চালু হয়েছে, আমি এর খ্যাতা মারি!
আমি প্রয়োজনকে প্রাধান্য দেই। আমার প্রয়োজনে পোশাক আশাক কিনবো। বাস।
আফটার ম্যারেজ, আপনার বক্তব্য মিথ্যায় পর্যবসিত হবে, আশাকরি..
হা হা হা, আসলে তখনও আমার কিছু লাগবেনা, তবে বিবি এবং শ্বশুর বাড়ির লোকজন যদি আজকালকার মানুষের মত হাজারটা বায়না ধরে বসে, তখন ব্যার্থ তো হতেই হবে।
তবুও আশাবাদী। আমার বিবি প্রয়োজনের তাগিদেই কিছু আনতে বলবেন, ফালতু শখের বশে বা অন্যের দেখাদেখি কিছু এনে দিতে বলবেনা।
আমার মানসিকতাও এমন, কিন্তু আশপাশের মানুষ যখন নতুন নতুন জামা নিয়ে আসবে, তখন জান্নাতের মনের অবস্থা কেমন হবে ভাবতেই অশ্রু সিক্ত হয়ে আসে।
তাই পরিস্থিতির কারণে খ্যাতা মারা চলে না।
ধন্যবাদ
তামাশার কথা কইয়েন না! আপনিও লিখবেন এই পর্বে!
হা, এটা ঠিক বলেছেন, ছোট বাচ্চাদের মানানো কঠিন। তবে তাদেরকে দেওয়াতে কোনো অসুবিধা দেখিনা, কিন্তু বুইড়া ফাডাডি এরম করে কিল্লাই জামা গাদ্দনের লাই!
আমিও বুঝি রে জান্নাতের বাপ। কষ্ট লাগে এই জন্য, এই ট্রাডিশন আমাদের সর্বশান্ত করে ফেলছে
আপনাকেও ধন্যবাদ জনাব
আপনাদের আয়োজনের কথা শুনে খুবই ভালো। সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন, এই দোয়া।
আপনার চেষ্টা আল্লাহ্ দেখবেন।
খাদ্য সামগ্রীর কমতি নেই কিন্তু খাচ্ছি না ! পিপাসায় মুখের থুথু বন্ধ হয়ে কণ্ঠস্বরে অস্বাভাবিকতা চলে আসছে কিন্তু পানি পান করছিনা, এমনকি গড়গড়া করে কুলি পর্যন্ত করছিনা ! কেন এবং কার ভয়ে ? সেই ভোর ৩ টা ৩৬ মিনিট থেকে রাত ১০ টা ০১মিনিট পর্যন্ত । এ সময়ের ১ সেকেন্ডের ভগ্নাংশের আগেও নয় বরং আরও ২ কিংবা ৩ মিনিট অপেক্ষা করতেও ক্লান্তি নেই ! অথচ এ কাজ যথাযথভাবে শেষ করতে আমার পেছনে কোনও আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা নিয়োগ করা হয়নি । নিজ থেকেই তা পালন করে যাচ্ছি ।
গতকাল রোববার অন্যান্য দেশের মতো ফ্রান্স এ অতিবাহিত হয়ে গেল প্রায় ১৮ ঘণ্টা ২৫ মিনিটের ২৮তম রামাদান । সাহরির শেষ সময় ছিল ৩ টা ৩৬ এবং ইফতার ছিল রাত ১০ টা ০১ মিনিটে । জীবন থেকে আরেকটি রহমতপূর্ণ দিন শেষ হয়ে গেল । বয়স বাড়ছেনা ; ক্রমেই চূড়ান্ত মঞ্জিলের পথে অর্থাৎ শেষ সীমায় বা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছছে । প্রত্যেক রামাদান পালনকারীই ক্ষুধা,তৃষ্ণাসহ বেঁচে থাকার জন্য নানাবিধ প্রয়োজন অনুভব করি। কিন্তু সৃষ্টিকর্তা এবং শেষ বিচারকের ভয়ে তা হতে বিরত থাকি। এই প্রায় ১৮ ঘণ্টা ২৫ মিনিটের মধ্যে তীব্র প্রয়োজনীয়তা অনুভব করা সত্ত্বেও এমন কোন ও জায়গা কি খোঁজে পাইনি ; যেখানে প্রভু আমার কৃতকর্ম দেখবেনা ? না, তেমনটি পাইনি বলেই তা পালন করেছি । কিন্তু সেই আমিই আবার এ অবস্থায় থেকেও বিভিন্ন প্রকার অসৎ কর্ম করে যাচ্ছি । তাহলে কি এ ক্ষেত্রে আমার সেই একই প্রভু কাজ করছেনা ? তিনি কি দেখছেন না ? নিশ্চয়ই তিনি দেখছেন । আমার রামাদান পালনের মাধ্যমে সেটাই প্রমাণ করছি । অথচ চিন্তা করছিনা !
অতএব, সকল কৃতকর্মের দান- প্রতিদান,বিচার -ফয়সালা,হার -জিত, স্বর্গ -নরক , জান্নাত -জাহান্নাম অবশ্যই আছে । তাই সাবধান হয়ে যাই , বিবেকের বিরুদ্ধে এবং জ্ঞাতসারে আমাদের দ্বারা যেন কোন প্রকার খারাপ কাজ না হয় । শয়তানের ধোঁকায় না পড়ে রামাদানের ন্যায় এ অবস্থা যেন আমাদের সবসময় এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত অব্যাহত থাকে । সৃষ্টিকর্তা আমাদের সে ক্ষমতা ও তৌফিক দান করুক । আমীন ।
তয় ভাইছা স্যরি...।
মন্তব্য করতে লগইন করুন