ব্লগ আয়োজনের ৫ম পর্বে বিষয়ভিত্তিক একটা লেখাও পোস্ট হয়নি! সত্যিই অবিশ্বাস্য! তবুও আশাবাদী।
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৭ জুন, ২০১৬, ০১:৪২:২১ দুপুর
জানি, আপনাদের অনেক ব্যস্ততা। তবুও বুকে হাত দিয়ে বলেন তো, এক মাসেরও বেশি সময় আগে ঘোষণা দেওয়া এবং সময়ে সময়ে দাওয়াত দিয়ে যাওয়ার পরেও একটা লেখা, অন্তত একটা লেখা তৈরি করার সময় আপনার হয়নি? হে ভাই ও বোনেরা, এতো ব্যস্ততার মাঝে কোন কাজটা থেমে ছিল?
গত দুই বছর ধরে ব্লগে আছি। আপনাদের লেখার কার কোন স্টাইল, তা মোটামুটি জানা হয়ে গেছে, তাই সে আলোকেই আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। লিখতে পারবেনা, বা উক্ত বিষয়ে লেখার যোগ্যতা রাখেন না, এমন বিষয় সম্ভবত চাপিয়ে দেইনি, তবুও কেন এমন নীরবতা?
আমি বিশ্বাস করি, ধারাবাহিক আয়োজনের সব পর্বে একই রকম সাড়া পড়েনা, কম বেশি হয়েই থাকে। আমাদের আয়োজনটিও তার ব্যতিক্রম নয়। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়, যখন দেখি একটা পর্বে একটা সিঙ্গেল পোস্টও হয়না। তবুও আশাবাদী।
হয়নি বলে হবেনা, এ আমি বিশ্বাস করিনা। অবশ্যই হবে। জোয়ার হলে ভাটা হবেই। গত পর্বের ভাটা কাটিয়ে আগামী পর্বে জোয়ার আসবে, ইনশাআল্লাহ।
আমাদের আয়োজনটি শুধু রমজানের আনুষ্ঠানিকতা ছিলনা। আমার উদ্দেশ্য ছিল, ধর্মীয় বিষয়গুলো নিয়ে সবার মাঝে অধ্যয়নের মানসিকতা তৈরি করা, যার চর্চা এখন খুব কমই হয়ে থাকে। আমরা ইমাম বুখারী, আবু হানিফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ী, হামবলী, ইবনে সিনা, ইবনে খালদুন প্রমুখ ব্যক্তিদের নিয়ে আমাদের গর্বের জায়গাটা অপরাপর ধর্মের সামনে স্ফীত করে তুলি, কিন্তু যে সাধনা করে তাঁরা এমন অনন্য উচ্চতায় পৌঁছেছেন, সেরকম সাধনা, অধ্যাবসায় আমরা কতটুকু করছি।
খুব একটা করিনা, কিন্তু করবোনা, এমনটাও বলছিনা। তাইতো চেষ্টা থাকবে এমন কিছু আয়োজন করার, যাতে কিনা বারকয়েক করে হলেও মাথাটাকে নাড়াচারা দিতে হয়। তেমনই একটি আয়োজন, ‘রমজান উপলক্ষে ছয় পর্বের ব্লগ আয়োজন’।
আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই সে চেষ্টা করেছেন। আপনি নিজেই হয়তো বলবেন, তা করতে গিয়ে আপনি কতটা সাধনা করেছেন আর কতটা লাভবান হয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে অধ্যাবসায়ী হওয়ার তাওফীক দান করুন।
এই পর্বে যাদের উপর দায়িত্ব ছিলনা, তবুও আয়োজনকে স্বার্থক করতে একটি করে লেখা পোস্ট করেছেন, তারা হলেন শ্রদ্ধেয় ব্লগার ‘কুয়েত থেকে’, এবং ‘মাহবুবা সুলতানা লায়লা’। উনাদেরকে আল্লাহ উত্তম জাযা দিন।
নির্দিষ্ট দিনে পোস্ট করতে না পারার অপারগতা প্রকাশ করে এই পর্বে পোস্ট করেছেন ব্লগার এলিট। আল্লাহ ভাইটিকে উত্তম জাযা দান করুন।
আরো কয়েকটি লেখা পোস্ট হয়েছে, কিন্তু আমি জানিনা, তাদের লেখাগুলো আয়োজনের উদ্দেশ্যে কিনা।
সবশেষে সবার সর্বাঙ্গীন কল্যাণ করে আগামী পর্ব ২ জুলাই, সর্বশেষ পর্বে সবাইকে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য জোর অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি নিয়ে লিখবে , কিই বা লিখবে - এটা ভেবেই কবি উদাসিন
সবাই এখন মার্কেটিং এ মশগুল । আপনার এই আয়োজনের ঘোষনায় আমার এই আশংকাটাই হচ্ছিল , তাই আমি বারংবার ২৭-২৯/৩০ করতেছিলাম ।
আমিও তাই বারবার বলার চেষ্টা করেছি, আপনি পারবেন তো অন্য কাউকে বলুন।
ব্লগ সুন্দর করার জন্য এমন আয়োজনে সাড়াদান জরুরী।
আপনাকেও ধন্যবাদ
আর ইসলাম এমন এক বিষয়, যে কেউ এ বিষয়ে লিখতে পারে, দরকার একটু সাধনা। এটা জাগতিক বিষয়াদির মত কাঠখোট্টা নয়।
আপনার সমীপে তারিখসহ উপস্থাপিত হলো :
১। রমজান ও দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে-২৮ মে, ২০১৬, ০৬:১৯:৪২ সন্ধ্যা
২। মাহে রমজানের গুরুত্ব ও রোজাদারের ভুমিকা-০২ জুন, ২০১৬, ০৮:০২:০৬ রাত
৩। আত্মশুদ্ধি অর্জনে এক মাসব্যাপী ট্রেনিং কোর্স রমজান-২০ জুন, ২০১৬, ০২:৪৮:৪৭ দুপুর
৪।বিজয়ের মাস রমজান : এক অপ্রতিরোধ্য বীর মুসলিম জাতির আবির্ভাবে আলোকিত বিশ্ব-২৩ জুন, ২০১৬, ০৩:৫০:২৬ দুপুর
৫।মহিমান্বিত রজনী : লাইলাতুল কদরের তাৎপর্য ও করণীয়-২৭ জুন, ২০১৬, ০১:২৬:১১ রাত
অন্যান্য পোস্ট-৮ পোস্ট মোট১৩টি
যাক, আপনার আহ্বানে সাড়া দেয়ার চেষ্টা করেছি প্রিয় ভ্রাত!
তবে একটা জিনিস না বলেই পারছি না আয়োজকদের আরো বেশি এ্যাকটিব থাকা উচিত ছিল , শুধু আগের দিন একটা ঘোষনা দিলেই হয় বরং প্রতিটা দিন ই ব্লগটাকে সর-গরম রাখা দরকার ছিল । তবে বাস্তবতা ও আমাদের মেনে নিতে হবে আমার যেমন ব্যাস্ততা আছে আপনার ও আছে ।আর ব্লগীং তো আমাদের কারো পেশা নয় ।
যাই হোক মন খারাপের কিছু নেই আশা করি শেষ আয়োজন টা ভাল হবে । ইনশা আল্লাহ ।
এতো ভুল পেয়েছেন, অথচ শুধরে দেওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও বসে বসে চিড়া চিবিয়ে এখন শেষ বেলাতে আসছেন 'অনেক ভুল আছে, কিন্তু বলবো না' টাইপের মন্তব্য করতে।
আপনি যখন একটা দিন পরিচালনা করার দায়িত্ব নেননা, খালি অজুহাত দেখিয়েছেন, সেখানে আমরা কিভাবে একটিভ থাকি! আবার বস্তার মুখ আপনিই বন্ধ করছেন এই বলে, আমারও ব্যস্ততা আছে। আমার ব্যস্ততা খুব সুন্দর উপলব্ধি করেছেন!
সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা কিভাবে করতে হয়, বোধ করি আপনার ভালো করেই জানা আছে। তা জানাতে সীমাবদ্ধ না রেখে প্রয়োগের ধারাটা জারি রাখবেন।
আপনার গঠনমূলক সমালোচনার অপেক্ষায়...
ইদানিং আপনার কিছু একটা হয়েছে।
আসলে গঠনমূলক সমালোচনা কি করব ----- যে কোন আয়োজন সফল না হলে তার ব্যার্থতা আসে আয়োজক বা পরিচালকের উপর আসলে এটা ঠিক না যে কোন কাজে সবাই যদি উৎসাহ নিয়ে অংশগ্রহন না করে তাহলে একা পরিচালকের পক্ষে সেটা সম্ভব নয় ।
তবে একটা রমজান আয়োজন কখনো একটা স্বাধীনতা দিবস আয়োজন বা ঈদ আয়োজনের মত হবে না এটা ও পরিচালক বা অন্যদের বুঝতে হবে ।
আমি এই ব্লগটাকে অনেক ভালবাসি ,যখন আমার খুব মন খারাপ হয় তখন ব্লগে আসি সবার সাথে ফান করি দুষ্টামী করি আমার মন ভাল হয়ে যায় আবার যখন মন খুব ভাল থাকে তখনও ব্লগে আসে আমার ভাল লাগাটা আরো বৃদ্ধি পায় ।
অনেক প্রতিকুল অবস্থায় ও আমি ব্লগ ছেড়ে যাওয়ার চিন্তাও করি নাই । এখন ও করি না তবে আগের মত ধৈর্য সৈয্য নেই কষ্ট পেতে না চাইলে ও কেন যেন খুব কষ্ট লাগে ।তা ছাড়া ব্যস্ততাও আছে তাই সময় দিতে পারি না এই যা ।
আমিও বিশ্বাস করি। অল্প থেকেই অনেক হবে।
আপনাকেও ধন্যবাদ ভাই
বুবু, আমি হতাশ নই, বিস্মিত।
দিন তো যাচ্ছে বুবু, কিয়ামতের ক্ষণ ধেয়ে আসছে।
বুবু, দোয়া করবেন যেনো, পাপ মুক্ত হয়ে মরতে পারি। জীবনে এতো বেশি পাপ করেছি, নিজের উপর ভরসা পাইনা।
আমিন।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিক
হতাশ হবেন না, হতাশ হওয়া মুমিনের জন্য বেমানান। জাজাকাল্লাহ।
আমি আশাবাদীদের দলে। হতাশা মানুষকে থামিয়ে দেয়, আমি চলতে এসেছি, থামতে নয়।
নারে ভাই, আবিয়াইত্তাদের চাইতে বিয়াতিরা অনেক কর্মনিষ্ঠ নয়। আমিও বিয়াইত্তা হতে চাই!
নতুনদের জন্য লেখা সিলেক্ট না করলেও তাদের কে এই আয়োজনে যে কোনো বিষয়ে লেখার দাওয়াত দিয়েছি।
নতুনদের আমি অনেক উতসাহ দেই, কিন্তু এখন কিছুটা ব্যস্ততার জন্য ব্লগে তেমন সময় দিতে পারিনা।
আপনার পরামর্শ খুবই ভালো লেগেছে।
জাযাকাল্লাহু খাইর
এই দোয়াক্রি..
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন।
আগামী দুই তারিখ কিছু একটা লিখবেন প্লিজ।
মন্তব্য করতে লগইন করুন