Roseরমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের ৪র্থ পর্ব শুরু হচ্ছে আগামীকাল Rose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৯ জুন, ২০১৬, ০৯:২৮:৪০ সকাল



আলহামদুলিল্লাহ্‌। আমাদের মাঝে শুরু হয়েছে মাহে রমাদান। এই রমাদান উপলক্ষ্যে পুরো মাস জুড়ে ব্লগ আয়োজন করার কর্মসূচী আমরা হাতে নিয়েছি। সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে ব্লগীয় আয়োজনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর ৪র্থ পর্ব স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর ইতোমধ্যে কিছু দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাননি তো? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও হাজির হলাম বিষয় বস্তু নির্বাচন এবং বণ্টন নিয়ে।

আগামীকাল, ২০ জুন, আপনার উপর যে বিষয়ে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, সে বিষয়ে আগামী কাল দুপুরের পর থেকে তা পাবলিশ করার জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ করা হচ্ছে।আগামীকাল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নির্ধারিত বিষয়ে পোস্ট করবেন, পরিচালক তাতে কমেন্ট উৎসাহ দেবেন, গঠনমূলক সমালচনা, সংযোজন বা বিয়োজন থাকলে তা করবেন। তবে তার একদিন পর সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখে সবগুলো পোস্টের লিংক পরিচালক তার পোস্টে জুড়ে দেবেন।

আয়োজনের ৪র্থ পর্ব পরিচালনার দায়িত্বে যিনি থাকার কথা, অনিবার্য কারণবশত তিনি থাকতে পারছেন না। তাই অন্য কেউ যদি নিজ ইচ্ছায় পরিচালনার দায়িত্ব নিতে চান, তাহলে কৃতজ্ঞ হবো।

এই পর্বটা কিন্তু বলা যায় আম, শুধু দায়িত্বশীলদের জন্য খাস নয়। এই পর্বে আপনি তুলে আনতে পারেন আপনার ছোটবেলায় প্রথম রোজা রাখার সুখ স্মৃতি। তাহলে এখনই বসে পড়ুন, আর লিখুন মনের মাধুরী মিশিয়ে আপনার স্মৃতি।

আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার শেষ কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রমাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেনই।

২ জুন

পরিচালক- গাজী সালাউদ্দিন



রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।

রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত

পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন

রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন

চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি

রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী

রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম


৮ জুন

পরিচালক- হক কথা



সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা

সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ

ইফতারের ফজিলত-তটরেখা

ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান

রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম

আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ

রামাদান কুরআন নাজিলের মাস- মিশু


১৪ জুন

পরিচালক- দি স্লেভ


রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা

যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম

তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ

গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা

রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে

জুমাতুল বিদা- জ্ঞানের কথা



২০ জুন



মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা

প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন

ইতিকাপের ফজিলত- হক কথা

ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন

অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট


২৬ জুন

পরিচালক- আবু জান্নাত


রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী

রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই

রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার

রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি

চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম

যাকাতের ভূমিকা- সাদাচোখে


২ জুলাই

পরিচালক- নূর আয়শা আব্দুর রহিম


প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা

রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন

রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর

শবে কদর- এলিট

সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন



তাহলে আগামীকাল সহ রোজার বাকী দিনগুলোতে আপনাদের সরব অংশগ্রহণ পাবো বলেই আশা রাখি। আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।

আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।

এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।

খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।

উল্লেখ্য, আপনি লিখুন, অথবা নাই লিখুন, যারা লিখছে, তাদের লেখাগুলো পড়ে মন্তব্য করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।



বিষয়: বিবিধ

১৫৯৬ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372453
১৯ জুন ২০১৬ সকাল ০৯:৩৩
নাবিক লিখেছেন : বেশ চমতকার ১টি উদ্যোগ
১৯ জুন ২০১৬ সকাল ০৯:৫১
309217
গাজী সালাউদ্দিন লিখেছেন : উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য শুকরিয়া।
সময় থাকলে আপনিও লিখুন না
372454
১৯ জুন ২০১৬ সকাল ০৯:৪০
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ, প্রচেষ্টা সফল হোক
১৯ জুন ২০১৬ সকাল ০৯:৫২
309218
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন।
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদানে ধন্য করুন
372459
১৯ জুন ২০১৬ সকাল ১০:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যদিও ৪র্থ পর্বে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছি।.. (তবে রমজান সংক্রান্ত হলেও নির্ধারিত বিষয়ের সাথে অমিল হবে) ধন্যবাদ স্মরণ করিয়ে দেয়ার জন্য।
১৯ জুন ২০১৬ সকাল ১০:৪৬
309223
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোনো অসুবিধা নেই প্রিয়।
আমি খুবই খুশি হবো, যদি আপনি লেখা পরিবেশন করেন।
আপনাকেও অনেক ধন্যবাদ আমার স্মরণে রেস্পন্স করার জন্য
372479
১৯ জুন ২০১৬ দুপুর ০১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:০০
309249
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
আপনাকেও ধন্যবাদ রহিম ভাই
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:০৩
309253
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
আপনাকেও ধন্যবাদ রহিম ভাই
এই পর্বে কিন্তু আপনার ছোট্ট বেলার সুখ স্মৃতি চাই চাই!
১৯ জুন ২০১৬ রাত ০৮:১৬
309274
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরো একটু আগে বললে ইতো জানিনা এখন পারবো কিনা।
372480
১৯ জুন ২০১৬ দুপুর ০২:০৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ইন শা আল্লাহ, সাথে থাকবো।

তবে আগামী পর্বের আমার পরিচালনার ব্যাপারটি আপনাকে অর্পন করলাম। অনগ্রহ করে গ্রহন করুন। কারণ রামাদানে ব্যস্ততা অনেক অনেক অনেক। ডিউটি অনেক বেড়েছে।

শুকরিয়া।

১৯ জুন ২০১৬ দুপুর ০৩:০১
309250
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
জেনে খুশি হলাম
কি আর করা, বিবাহিত মানুষের ব্যাপার সেপারই আলাদা। আল্লাহর উপর ভরসা করে গ্রহণ করলাম।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:০৩
309252
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
জেনে খুশি হলাম
কি আর করা, বিবাহিত মানুষের ব্যাপার সেপারই আলাদা। আল্লাহর উপর ভরসা করে গ্রহণ করলাম।
এই পর্বে কিন্তু আপনার ছোট্ট বেলার সুখ স্মৃতি চাই চাই!
372484
১৯ জুন ২০১৬ দুপুর ০২:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট।

রমযানের মহতী আহ্বান নিয়ে উপস্থিত হয়েছেন দেখে আনন্দিত হলাম।

আশাকরি ধর্মীয়বোধ থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে পূর্বের ন্যায় আগামীদিনের আয়োজনকেও সফল করে তুলবেন ইনশাআল্লাহ্‌।
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:০২
309251
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
আপনি আনন্দিত হয়েছেন জেনে আমি কি কম আনন্দিত হয়েছি!
ইনশাআশাল্লাহ, আমিও তাই আশা করি।
এই পর্বে কিন্তু আপনার ছোট্ট বেলার সুখ স্মৃতি চাই চাই!
১৯ জুন ২০১৬ দুপুর ০৩:৪৩
309260
সন্ধাতারা লিখেছেন : এ পর্বে বড় বেলার প্রবাসী স্মৃতি লিখার চেষ্টা থাকবে ইনশাল্লাহ।
372502
১৯ জুন ২০১৬ রাত ০৮:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আমি আপনাদের লেখাগুলিতে মন্তব্য করার চেষ্টা করছি নিয়মিত। আসলে এখন আমাকে কোন টপিক না দেয়াই ভাল। আমি আমার এখনকার লেখাটা শেষ না করতে পারলে আর হবেওনা। জাঝাক আল্লাহ
১৯ জুন ২০১৬ রাত ১১:১৭
309285
গাজী সালাউদ্দিন লিখেছেন : টপিকতো দিয়েছি বহু আগে। কিন্তু রেসপন্স তো করেন নি। খোচা হজম করতে বেশামাল হয়ে যাচ্ছেন!
পারিবারিক ট্রাডিশান অনুযায়ী ভাই না ডেকে ভাইয়া ডেকেছেন, কিঞ্চিত গলে গেছি, তাই কথাগুলোও বিবেচনায় নিলাম।
372512
১৯ জুন ২০১৬ রাত ০৯:৪৯
১৯ জুন ২০১৬ রাত ১১:১৮
309286
গাজী সালাউদ্দিন লিখেছেন : Winking) Winking) Winking) Winking)
372532
১৯ জুন ২০১৬ রাত ১০:৫৭
শেখের পোলা লিখেছেন : আপনাদের মহতি উদ্যোগ আল্লাহ কবুল করে এর বদলা দিক এটাই কামনা রইল। সংশ্লিষ্ট সকলের জন্য রইল শুভেচ্ছা।
১৯ জুন ২০১৬ রাত ১১:১৯
309287
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন আমিন আমিন
আপনার সুস্থতা কামনা করছি
১০
372544
২০ জুন ২০১৬ রাত ০২:০৫
মুহামমাদ সামি লিখেছেন : সালাম, আপনাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। জাজাকাল্লাহ
২১ জুন ২০১৬ দুপুর ০২:২১
309465
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম জনাব
জাযাকাল্লাহু খাইর
১১
372580
২০ জুন ২০১৬ দুপুর ০৩:০৭
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : অনেক দেরি করে ফেলেছি। শুরু করব নাকি কিছু লেখার চেষ্টা?
২১ জুন ২০১৬ দুপুর ০২:২২
309466
গাজী সালাউদ্দিন লিখেছেন : সামনে আরো দুই পর্ব বাকি আছে। তখন না দিলে কিন্তু খবর আছে!
২১ জুন ২০১৬ দুপুর ০৩:৫২
309471
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ইনশাআল্লাহ লিখব। কিন্তু কোনো বিষয়ভিত্তিক হতে হবে কিনা?
১২
372717
২১ জুন ২০১৬ দুপুর ০১:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার ১ম রোজা নিয়ে একটা লিখা পোস্ট করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারনে পারিনি। ধন্যবাদ আপনাকে
২১ জুন ২০১৬ দুপুর ০২:২২
309467
গাজী সালাউদ্দিন লিখেছেন : সমস্যা নেই। পরের পর্বে পড়ার অপেক্ষায় রইলাম।
আপনাকেও ধন্যবাদ
১৩
372851
২২ জুন ২০১৬ বিকাল ০৫:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট ভাইয়া। আপনার ও সন্ধ্যাতারাপির উদ্যোগে আয়োজিত এই মহতী আয়োজনের এপর্বে (হাজী+রোজাদার মেহমান ছিলো বাসায়)। সময় মতো হাজিরা দিতে পারিনি সেজন্য দুঃখীত। তবে একটি লেখা পোস্ট করেছি।
জাজাকাল্লাহু খাইরান সকল আয়োজককে।
১৪
373055
২৫ জুন ২০১৬ রাত ০৪:০৫
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. I am very sorry to say that due to my unavoidable circumstances I shall be unable to attend in coming two dates discussion. Plz pray for me. Jaiakallahu khair for your hard work. It is really appreciable. God will give you the best returns.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File