Thumbs Upচলতে ফিরতে মোবাইল ক্যামেরা যখন তৎপর হয়ে ওঠে (ছবি ব্লগ)Thumbs Up

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১২ জুন, ২০১৬, ১২:১১:৫১ দুপুর

রঙিলা বুবু....



শবে বরাতে যা আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকে





শাহবাগের জ্যামে আটকে থাকার একটি মুহুর্ত



আজিমপুর খেলার মাঠে ফেলে আসা তারুণ্য ফিরে পাওয়ার চেষ্টায় বৃদ্ধরা



একটু বৃষ্টিতেই যখন বন্যা দেখা দেয়











কথাগুলো সত্যিই ভাবায়



আশির পরে গিয়ে উনি তিন সন্তানের জন্ম দিলেন, আল্লাহ চাহেতো, আমি কেন নয়!



বাঁচতে হলে নাকি নাচতে হবে! কিতা করতাম আমি!



রমনা উদ্যানে নাচানাচি করে শতায়ু করার স্থান





বানানের যখন এমন শ্রী



দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও যদি বাসে উঠার সুযোগ পাওয়া না যায়, তখন তো মাথায় হাতটা অটোমেটিক চলে যায়







উঠতে পারার সম্ভাবনা ক্ষীণ। তবুও আশায় চোখ বুলায় যদি একখান সীট পাওয়া যায়





এ যুদ্ধের চেয়েও কোনো অংশে কম নয়। মৃত্যু ঝুঁকি নিয়েই যুদ্ধে যায়, এখানেও ঝুঁকি নিয়ে বাসে উঠতে হয়









রমজানে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করেও বাস না পাওয়ার কিছু চিত্র









প্রচন্ড গরমে রমনা উদ্যানে এভাবেই মানুষ স্বস্তির ঘুম ঘুমাচ্ছে





বিষয়: বিবিধ

১৬০৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371778
১২ জুন ২০১৬ দুপুর ০২:৪৫
সন্ধাতারা লিখেছেন : Salam......
১২ জুন ২০১৬ দুপুর ০২:৫০
308525
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা
371779
১২ জুন ২০১৬ দুপুর ০২:৪৯
সন্ধাতারা লিখেছেন : Exceptional thought and presentation mashallah. Jajakallahu khair little brother.
১২ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
308526
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপা, এই নিয়ে বেশ থাকি। আল্লাহর কাছে শুকরিয়া, সেলফির রোগে আক্রান্ত নই।
আপা, আগামী পর্বের জন্য কিছু লোককে দাওয়াত দিয়েছি। আপনিও দেন, যদি হাতে সময় থাকে।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিক
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৭
308532
সন্ধাতারা লিখেছেন : ছবিগুলো দেখে আসলেই অবাক লাগছে!! ভাবনারও উদ্রেক করেছে অনেক......

অবশ্যই দাওয়াত দেয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

একই দোয়া ও শুভেচ্ছা ছোট ভাইটির জন্যও রইলো। মহান রব আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুণ। আমীন।
371780
১২ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
কুয়েত থেকে লিখেছেন : হায়রে..! ডিজিটেল দেশের করুন অবস্থা ধন্যবাদ আপনাকে
১২ জুন ২০১৬ দুপুর ০৩:০৩
308527
গাজী সালাউদ্দিন লিখেছেন : ডিজিটালের জোয়ারে ভাসছে রাস্তাঘাট।
আপনার কিন্তু আগামী পর্বে লেখা দেওয়ার কথা। রেডি করেছেন?
১২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২০
308533
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় কুয়েত থেকে ভাইয়া।

আবারো রমযানের আয়োজনে আপনার সরব উপস্থিতি ও লিখা উপহার দেয়ার জন্য অনুরোধ রইলো।
371785
১২ জুন ২০১৬ বিকাল ০৫:৩৩
আফরা লিখেছেন : মোবাইলের তো বহুত গুণ ! মানুষের সাথে কথা বলা যায় আবার ক্লিক--- ক্লিক----ছবি ও তোলা যায় ।

ধন্যবাদ রাতকানা সাকা ভাইয়া ।
১৩ জুন ২০১৬ রাত ০৪:২৯
308561
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, আমনে হাছাই কইছুন।
মোবাইলের একটা ছবি অনেক ইঙ্গিত বহন করে, অনেক কিছু বুঝিয়ে দেয়।
আবার মোবাইলে ক্লিক ক্লিক সেলফী তোলাও নয়া জামানার অনেক কিছু বুঝিয়ে দেয়।
ভাগ্যিস এখনো দিনকানা হইনি। হইলে কি যে সাংঘাতিক অবস্থা হবে! বিয়েটা যাবে আটকে। হে খোদা রহম কইর।
371793
১২ জুন ২০১৬ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : আপনিকি ফটো সাংবাদিক? ছবিতোলায় বেশ অভিজ্ঞ মনে হল। ধন্যবাদ।
১৩ জুন ২০১৬ রাত ০৪:৩৩
308562
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার সেলফী তোলার রোগ নাইতো, তাই এই কাজে এই যত্ন দেওয়া হয়ে যায়।
এটা স্রেফ ভালো লাগা থেকেই করি।
কম দামি মোবাইল দিয়ে চাইলেও মনের মত করে ছবি তোলা যায়না, তবুও চেষ্টা করে যাই, যতদূর করা যায়।
আপনাকেও ধন্যবাদ
371801
১২ জুন ২০১৬ রাত ০৯:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Thinking Thinking Thinking Thinking
চিন্তাই করে যাই!!!
১৩ জুন ২০১৬ রাত ০৪:৪৪
308563
গাজী সালাউদ্দিন লিখেছেন : হ্যাঁ, চিন্তাই করে যাই, ক্ষমতা যখন নাই, তখন কিইবা করার আছে ভাই
371814
১২ জুন ২০১৬ রাত ১০:৩৫
দ্য স্লেভ লিখেছেন : দারুন সব ছবি। মাশাআল্লাহ
১৩ জুন ২০১৬ রাত ০৪:৪৫
308564
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছবির মর্মবাণী কিন্তু মোটেও দারুণ নয়
371815
১২ জুন ২০১৬ রাত ১১:২৪
আওণ রাহ'বার লিখেছেন : আপনি আমার ৮ নম্বর ভাই। একদম জীবনের ছবি দিছেন মিয়া! ঐ ফার্মগেট, কাওরান বাজার, সায়েদাবাদ, যাত্রাবাড়ী।
ভাই আজ সন্ধ্যার পরে ইফতার/ নামাজ শেষে কোনরকম একটা বাসের হ্যান্ডেল ধরে ঝুলেছিলাম।
১৩ জুন ২০১৬ রাত ০৪:৫১
308565
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিকই বলেছেন, এক নম্বর হওয়ার ভাগ্য কি সবার হয়!
আমিতো ভাবছি, সেই ছবিগুলোর মাঝে আপনি আছেন কিনা।
জানেন, অনেক লোক আছে গাড়িতে খুব অসহিষ্ণু হয়ে পড়ে, সহজে চটে যায়, ড্রাইভার হেলপারের মা বোনকে টেনে নিয়ে আসে গালাগালিতে, তা দেখে আমি কেবল হাসি।
একদিন টিপ্পনি কেটে দেখব, আমার পাশের লোকটি জুয়েল ভাই কিনা।
ঝুলে যে যেতে পেরেছেন, এও কম কিসে।
১৩ জুন ২০১৬ সকাল ০৭:২৯
308566
আওণ রাহ'বার লিখেছেন : আমি বাসে উঠলে একদম দরবেশ হয়ে যাই।
371844
১৩ জুন ২০১৬ দুপুর ০১:৫২
আবু জান্নাত লিখেছেন : বাহ! চমৎকার সাজিয়েছেন।
আশির পরে গিয়ে উনি তিন সন্তানের জন্ম দিলেন, আল্লাহ চাহেতো, আমি কেন নয়!

এর মানে কি! বিয়ে না করেই আইবুড়ু হতে চান? সমস্যা নেই আমরাও নাতি পুতিসহ বিয়ের অনুষ্ঠানে হাজিরা দেব।


১৯ জুন ২০১৬ দুপুর ১২:৪৪
309235
গাজী সালাউদ্দিন লিখেছেন : বলা যায়না, আপনার পুতি হতে হতে আমি চার সংখ্যা পূরণ করতে পারি!
১০
371926
১৪ জুন ২০১৬ দুপুর ০২:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ব্লগার থেকে নব্য ফটোগ্রাফার..!!
১৯ জুন ২০১৬ দুপুর ১২:৪৫
309236
গাজী সালাউদ্দিন লিখেছেন : যিনি ফটো তুলেন, তিনিই ফটোগ্রাফার। সেই অর্থে আমি ফটোগ্রাফার!
১১
372180
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:০২
ক্রুসেড বিজেতা লিখেছেন : শুরু টাই জগত্ ধাঁধার ক্যাফেইন রঙিলা বুবু দিয়ে,,, সবাই কেন- সর্বাধিক ক্ষেত্রে এদের উপস্থিতি উপাস্হাপন করেন বোধগম্য নয়,, না কি এখানেও মহাকর্ষ অভিকর্ষের কোন ধান্দা আছে !! যাই হোক - বিচিত্র সব ছবি নিয়ে ব্যাতিক্রম ধর্মীয় পোস্ট সত্যিই প্রশংসার যোগ্য। যা ব্লগে অন্যান্য মাত্রা যোগ করেছে।
১৯ জুন ২০১৬ দুপুর ১২:৫০
309237
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিসের ক্যাফেইন কিসের জগত ধাধা
আমিতো বুঝিনা এইসবের আগা মাথা!
সোজাসাপটা বলে ফেলেন
শুরু আর শেষ কি, নিচে দিলেও তো আপনি জিনিসটা দেখতেন।
১২
372275
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:৫৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : দামি মোবাইল মনে হচ্ছে ছবিগুলো খুব ক্লিয়ার। মোবাইল ক্যামেরাম্যান।
১৯ জুন ২০১৬ দুপুর ১২:৫১
309238
গাজী সালাউদ্দিন লিখেছেন : মোবাইল খুবই কম দামি, কিন্তু ছবিগুলো অনেক কষ্ট করে তোলা।
জি মোবাইল ক্যামেরাম্যান
১৩
372501
১৯ জুন ২০১৬ রাত ০৮:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, বুঝা গেছে কষ্ট ছাড়া আপনি পোস্ট দেননা।
২১ জুন ২০১৬ দুপুর ১২:৪৪
309446
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
বুঝতে পেরেছেন জেনে খুশি হলাম জনাব
১৪
372707
২১ জুন ২০১৬ দুপুর ১২:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আবিওইত্তা পোলাপাইন নিয়ে যত্ত্বসব সমস্যা! ঢাকা গেছে, কাজ শেষ করে চলে আসবে, তা না করে উনাকে ছবি তুলতেই হবে!! আরোও তো অনেক ছবি তোলা হইছিল, ঐগুলো কই?? আমি দেশে আসতেছে, দিমুনে বিয়ে করাইয়া..।
২১ জুন ২০১৬ দুপুর ১২:৪৭
309449
গাজী সালাউদ্দিন লিখেছেন : না না না, বিয়াতিদের নিয়া কোনো সমস্যা নাই!
আমি কি ঢাকায় ক'দিনের জন্য আসছি নাকি! গত ছয় বছর ধরে এখানেই তো আছি মামুন সাহেব, বউ থেকেও বউ হারা শোকাহত যুবক!
কোনো এক সময় অনেক ছবিই তুলতাম, মানুষকে দেখিয়ে বেড়াতাম, কিন্তু এখন ছবি তোলা টা বিশেষ উদ্দেশ্যে। তবে আমি নিজের ছবি তুলিনা, কাউকে দেখাইনা।
জাইনা খুশি হইলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File