রমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের ২য় পর্ব শুরু হচ্ছে আগামীকাল
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৭ জুন, ২০১৬, ০৯:৫৯:০৭ সকাল
আলহামদুলিল্লাহ্। আমাদের মাঝে শুরু হয়েছে মাহে রমাদান। এই রমাদান উপলক্ষ্যে পুরো মাস জুড়ে ব্লগ আয়োজন করার কর্মসূচী আমরা হাতে নিয়েছি। সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে ব্লগীয় আয়োজনের প্রথম পর্ব সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর ২য় পর্ব স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর ইতোমধ্যে কিছু দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাননি তো? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও হাজির হলাম বিষয় বস্তু নির্বাচন এবং বণ্টন নিয়ে।
আগামীকাল, ৮ জুন, আপনার উপর যে বিষয়ে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, সে বিষয়ে আগামী কাল দুপুরের পর থেকে তা পাবলিশ করার জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ করা হচ্ছে। আগামীকাল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নির্ধারিত বিষয়ে পোস্ট করবেন, পরিচালক তাতে কমেন্ট উৎসাহ দেবেন, গঠনমূলক সমালচনা, সংযোজন বা বিয়োজন থাকলে তা করবেন। তবে তার একদিন পর সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখে সবগুলো পোস্টের লিংক পরিচালক তার পোস্টে জুড়ে দেবেন।
আয়োজনের ২য় পর্ব পরিচালনার দায়িত্বে থাকবেন ব্লগার হক কথা ভাই। আশা করি, উনি উনার পরিচালনার কাজটি সময়মত সঠিকভাবে আঞ্জাম দেবেন।
প্রথম পর্বে দেখতে
Click this link
আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হবে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার শেষ কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রমাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেনই।
২ জুন
পরিচালক- গাজী সালাউদ্দিন
রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।
রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত
পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন
রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন
চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি
রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী
রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম
৮ জুন
পরিচালক- হক কথা
সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা
সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ
ইফতারের ফজিলত-তটরেখা
ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান
রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম
আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ
রামাদান কুরআন নাজিলের মাস- মিশু
১৪ জুন
পরিচালক- আফরা
রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা
যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম
তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ
গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা
রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে
জুমাতুল বিদা- জ্ঞানের কথা
২০ জুন
পরিচালক- দ্যি স্লেভ
মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা
প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন
ইতিকাপের ফজিলত- হক কথা
ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন
অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট
২৬ জুন
পরিচালক- আবু জান্নাত
রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী
রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই
রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার
রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি
চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম
যাকাতের ভূমিকা- সাদাচোখে
২ জুলাই
পরিচালক- নূর আয়শা আব্দুর রহিম
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর- এলিট
সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন
তাহলে আগামীকাল সহ রোজার বাকী দিনগুলোতে আপনাদের সরব অংশগ্রহণ পাবো বলেই আশা রাখি। আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।
আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।
এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।
খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।
উল্লেখ্য, আপনি লিখুন, অথবা নাই লিখুন, যারা লিখছে, তাদের লেখাগুলো পড়ে মন্তব্য করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.bd-desh.net/blog/blogdetail/detail/11098/MinhazMasum/77247#.V1ezKzV97IU
ধন্যবাদ।
জাযাকাল্লাহ খায়ের।
জাযাকাল্লাহু খাইর
রহম কর।
হায় হায়
কি কন!!!!
আগে ই ত দিয়ে দিলেন,
এক কাজ করেন, আপনি লিখে
আমাকে দিয়ে দেন
So, if you get a little spare time after finishing all of task, will join with us
Thanks for keeping me in your prayer
রোজা নিয়ে আমার লেখা হবে না! হ. তবে অন্য একটি লেখা দেবো। ইনশাআল্লাহ।
পারলে একটা পোস্ট দিয়েন। ভাই খুশি হবে
আমি সরি ভাইয়া আমি পারছি না ।
ধন্যবাদ ।
একবার না পারিলে চেষ্টা করো না বারবার।
উনাদের দুজনের সাথে বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার মিটিং করবো
আপনাকেও ধন্যবাদ
আল্লাহ্ তাওফীক দিয়েছেন, আর আপনিও সম্ভবত আন্তরিকতা দিয়ে অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছেন। শুকরিয়া
শুভেচ্ছা নিন। ভালো থাকুন
ধন্যবাদ
আমি তো আছি বুবু।
আমারও একই প্রশ্ন, পর্যালোচনা কোথায়।
দায়িত্ব ছিল সন্ধাতারা আপার উপর। উনি পারবেনা বলে দায়িত্ব দিয়েছেন হক কথা ব্লগারের উপর।
কিন্তু গত দুই দিনেও কোনো পোস্ট না দেখে আমি নিজেও বিব্রত
মন্তব্য করতে লগইন করুন