রমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের ১ম প্রথম পর্ব শুরু আগামীকাল
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০১ জুন, ২০১৬, ০২:৪০:২৯ দুপুর
আসন্ন মাহে রমাদান উপলক্ষ্যে সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় ব্লগীয় আয়োজন স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর ইতোমধ্যে দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভুলে যাননি তো? আচ্ছা, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবারও হাজির হলাম বিষয় বস্তু নির্বাচন এবং বণ্টন নিয়ে।
যার উপর যে বিষয়ে যে তারিখে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, তিনি সে বিষয়ে উক্ত তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় পোস্ট করবেন। যেদিন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ পোস্ট করবে, তার একদিন পর পরিচালক পোস্টকৃত লেখাগুলোর লিংকসমেত 'একের ভিতর অনেক' টাইপের পোস্ট দেবেন। পোস্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যদি পরিচালনা করতে কোন সমস্যা থাকে, তাহলে পরস্পরের সাথে অদল বদল করে নেবেন অথবা এমন কারো নাম সাজেস্ট করবেন, যাকে দিয়ে আপনার পরিচালনার কাজটি করিয়ে নিতে পারবেন।
আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হবে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার শেষ কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রমাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেনই।
আর হ্যাঁ, সরকার ব্লগটি ব্লক করে দিয়েছে। যাদের ঢুকতে সমস্যা হয়, তারা গুগোল ক্রোমে ট্রাই করে দেখতে পারেন। তাতে কাজ না হলে নিচের লিংক থেকে চেষ্টা করুন।
Click this link
২ জুন
পরিচালক- গাজী সালাউদ্দিন
রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।
রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত
পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন
রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন
চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি
রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী
রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম
৮ জুন
পরিচালক- সন্ধাতারা
সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা
সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ
ইফতারের ফজিলত-তটরেখা
ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান
রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম
আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ
রামাদান কুরআন নাজিলের মাস- মিশু
১৪ জুন
পরিচালক- আফরা
রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা
যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম
তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ
গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা
রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে
জুমাতুল বিদা- জ্ঞানের কথা
২০ জুন
পরিচালক- দ্যি স্লেভ
মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা
প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন
ইতিকাপের ফজিলত- হক কথা
ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন
অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট
২৬ জুন
পরিচালক- আবু জান্নাত
রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী
রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই
রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার
রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি
চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম
যাকাতের ভূমিকা- সাদাচোখে
২ জুলাই
নূর আয়শা আব্দুর রহিম
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর- এলিট
সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন
তাহলে আগামীকাল সহ রোজার বাকী দিনগুলোতে আপনাদের সরব অংশগ্রহণ পাচ্ছি! আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।
আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।
এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।
খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।
বিষয়: বিবিধ
৩৭২৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ভালো লাগা জেনে খুশি হলাম।
আপনার কামনা সত্যি করতে পেরে আমরা আনন্দিত।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আপনার পরামর্শের জন্য জাজাকাল্লাহু। তবে বণ্টিত বিষয়বস্তু ছাড়াও প্রতিটি লেখক লেখিকার রমযান ভিত্তিক লিখাগুলোকে অন্তর্ভুক্ত করা হবে ইনশাআল্লাহ্।
অনেক অনেক ধন্যবাদ
আমাদের আয়োজন সন্ধ্যা কেন্দ্রিক। তাই ব্যক্তিগত ইবাদত নিয়ে কেউ ব্যস্ত থাকবেনা।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জান্নাতের বাপ।
তাই উদাত্ত চিত্তে সবাইকে এগিয়ে এসে ত্রুটি বিচ্যুতি নিয়ে নয়, বরং কি শিখতে পেলাম আর কিভাবে নিজের জীবনে তার প্রতিফলন ঘটবে এই বিষয়গুলোকেই বেশী গুরুত্বের সাথে বিবেচনায় রাখার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ ।
শুধুমাত্র পরিচালক/পরিচালিকার উপর দায়িত্ব না রেখে সকলেই আমরা যেন সমভাবে আমাদের কাজগুলো ভাগ করে নিতে পারি এই প্রত্যাশা।
আমরা জানি সকলের আন্তরিক ইচ্ছা আছে তারপরও জীবন জিন্দেগীর অলঙ্ঘনীয় কিছু বিষয় যেন কিছুতেই উপেক্ষা করা চলে না।
বিষয়টি নিশ্চয়ই বিবেচনাপ্রসূতভাবে ক্ষমাযোগ্য হবে।
জুকারবার্গের ফেসবুক ই ভালো - ছড়িয়ে দিতে লিখার আলো ।।
ভালো থাকুন সর্বদা, ধন্যবাদ।
আমাদের আশা আছে বলেইতো এই ধরণের আয়োজন করার সাহস পাই। প্রথম পর্বে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, তবে সম্ভব হলে উক্ত বিষয়গুলোর উপর একটা পোস্ট দিয়ে দেবেন।
আপনাকেও ধন্যবাদ জনাব।
অনুষ্ঠানগুলো পরিচালনায় সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ ও সেইসাথে কেউ বিশেষ কারনে অনুপস্থিত থাকলে আগ্রহী ভাই বোনদেরকে পাশে পাবার আকাঙ্ক্ষা রইলো।
আমি শেষের দশ দিন ছুটি নেয়ার ফলে কিছুতেই ৮ই জুন ফ্রি থাকতে পাচ্ছি না। তাই যে কোন ভাই বোনকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বানসহ বিনীত অনুরোধ জানাচ্ছি।
একমাত্র অন্তর্যামীই আপনার নিয়্যতের খবর ভাল জানেন এবং রাখেন। তাই ভয়ের কিছুই নেই। আপনি যা করছেন এক কথায় অনুপম, অতুলনীয়। জাযাকাল্লাহ।
শুধু কি আপনারাই লিখবেন? নাকি সবাই লিখতে পারবে?
আল্লাহ্ আপনাকে উত্তম জাযা দিক।
আপনাকেও অনেক ধন্যবাদ হে প্রিয়
জাজাকাল্লাহ
জাযাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন