Rose রমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের প্রস্তুতি ও বিষয় বণ্টনRose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১১ মে, ২০১৬, ০৫:২৬:৪১ বিকাল



সম্মানিত ব্লগারবৃন্দ। কেমন আছে সবাই? যে যেখানে যেভাবে আছেন, সেই অবস্থায় আল্লাহ আপনাদের সুস্থ সবল রাখুন এই কামনা। আমি আপনাদের শুধুই জ্বালাতন করি, তাইনা? কেউ বিরক্ত হবেন না। আপনাদের মঙ্গলের জন্য, ভেতরটাকে নাড়া দিতে, আপনার সুপ্ত প্রতিভাবে একটু ঘষামাঝা করতে রামাদান মাস উপলক্ষ্যে সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় ব্লগীয় আয়োজন স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর কিছু দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেব। কেউ না করবেন না কিন্তু।

যার উপর যে বিষয়ে যে তারিখে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, তিনি সে বিষয়ে উক্ত তারিখে বাংলাদেশ সময় দুপুরের পর হতে পোস্ট করবেন। পোস্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যদি পরিচালনা করতে কোন সমস্যা থাকে, তাহলে পরস্পরের সাথে অদল বদল করে নেবেন অথবা এমন কারো নাম সাজেস্ট করবেন, যাকে দিয়ে আপনার পরিচালনার কাজটি করিয়ে নিতে পারবেন।

পরিচালনা কঠিন কিছু নয়। ভয় পাবেন না। আয়োজনের দিন ব্লগে একটু বেশি সময় দেবেন। পোস্টগুলো প্রকাশ হলে ধন্যবাদ বা শুকরিয়া জ্ঞাপন করে আপনি উৎসাহব্যঞ্জক মূল্যায়ন করবেন। তার একদিন পরে সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখবেন এবং সবগুলো লিংক একসাথে করে আপনার পোস্টে জুড়ে দেবেন। বুঝতে অসুবিধা হলে দেখতে পারেন আমার পরিচালনাটি-

ব্লগ আয়োজন মাহে রমজানের প্রস্তুতির পর্যালোচনা ও কৃতজ্ঞতা স্বীকার

আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হবে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রামাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেন।

২ জুন

পরিচালক- গাজী সালাউদ্দিন


রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।

রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত

পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন

রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন

চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি

রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী

রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম


৮ জুন

পরিচালক- সন্ধাতারহক কথা


সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা

সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ

ইফতারের ফজিলত-তটরেখা

ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান

রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম

আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ

রামাদান কুরআন নাজিলের মাস- মিশু


১৪ জুন

পরিচালক- দি স্লেভ


রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা

যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম

তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ

গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা

রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে

জুমাতুল বিদা- জ্ঞানের কথা


২০ জুন

পরিচালক- সন্ধাতারা (সম্ভাব্য)


মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা

প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন

ইতিকাপের ফজিলত- হক কথা

ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন

অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট


২৬ জুন

পরিচালক- আবু জান্নাত


রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী

রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই

রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার

রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি

চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম

যাকাতের ভূমিকা- সাদাচোখে


২ জুলাই

নূর আয়শা আব্দুর রহিম



প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা

রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন

রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর

শবে কদর- এলিট

সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন


আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।

আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।

এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।

হাতে পর্যাপ্ত সময়। তাই খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।

ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।



বিষয়: বিবিধ

২৬৮১ বার পঠিত, ৮৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368726
১১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নির্ধারিত তারিখ এবং বিষয় ছাড়া কি কেউ আর পোস্ট করতে পারবেন না?
আরো কয়েকটি বিষয় যোগ করুন :
১। রমজান ও দ্রব্যমূল্য
২। কুরআন নাযিলের মাস রমজান
৩। তাকওয়া অর্জনে রমজানের ভুমিকা
৪। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তাকওয়ার প্রভাব
৫। যাকাতের মাসলা-মাসায়েল বা আকহাম
৬। দারিদ্র্য নিরসনে যাকাতের ভুমিকা
৭। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজান
৮। অরপাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভুমিকা
৯। জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য
১০।কিয়ামুল লাইলের তাৎপর্য
প্রিয় ভাই এ বিষয়গুলো যোগ করলে আশাকরি আলোচনা হক আদায় হবে। জাযাকাল্লাহ..
১২ মে ২০১৬ রাত ০২:৫৯
306070
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। গাজী ভাইয়ের দাওয়াতে
আপনার মূল্যবান উপস্থিতি ও উৎসাহদানের পাশাপাশি রেখে যাওয়া বিষয়গুলো অতি উত্তম।

এজন্য মহান রব আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

এ বিষয়গুলো গুরুত্বের সাথে অনুধাবন করে আগ্রহী ভাই ও বোনদেরকে লিখার অনুরোধ জানাচ্ছি।

১২ মে ২০১৬ সকাল ০৬:০৯
306086
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে প্রিয়, অবশ্যই পারবে।
আপনার বিষয়গুলোর কিছু মূল পোস্টে জুড়ে দেওয়া হয়েছে।
জাযাকাল্লাহু খাইর
১২ মে ২০১৬ দুপুর ০১:০২
306127
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : @ সন্ধ্যা তারা : দাওয়াত তো কবুল করতেই হবে, মু'মিন ভাই-বোনের দাওয়াত এড়িয়ে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। বিষয় ভাগ করে দেওয়াতে ব্লগারদের সুবিধা হলো বৈকি!আশাকরি সবার জন্য তা উপকার বয়ে আনবে এবং রমজানের মাহাত্ম্য সঠিকভাবে অনুধাবন করা যাবে। আল্লাহতায়ালা সবাইকে রমজানের ফায়দা হাসিল করার তৌফিক দিন। আপনাকে অনেক ধন্যবাদ । জাযাকাল্লাহ।
@ গাজী ভাইকে ধন্যবাদ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে এড করে নেয়ার জন্য।
368732
১১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
আফরা লিখেছেন : ভাইয়া আপনার খেয়াল আছে কিনা জানি ২০১৪ তে ভিশু ভাইয়া রমজান উপলক্ষে ব্লগ আয়োজন করেছিল । ভিশু ভাইয়া বিষয় ও তারিখ নির্ধারন করে দিয়ে ছিল । মাস শেষে সব কয়েকদিন পর উনি নিজেই সব পোষ্টের লিংক দিয়ে পোষ্ট গুলো একত্র করেন ।সেটা খুব ভাল হয়েছিল ।

ইনশা আল্লাহ ! এবার ও ভাল হবে তারচেয়ে বেশী ।

ধন্যবাদ ।
১১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
306047
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু ভিশুর কোনো পোস্ট এখন আর দেখা যায়না।
সন্ধাতারার পোস্টে আপনার করা পরামর্শে আমরা দুজনই সম্মত হয়েছি।
১১ মে ২০১৬ রাত ০৮:১৪
306052
আফরা লিখেছেন : জী উনি উনার সব পোষ্ট তুলে নিয়ে গিয়েছে ।
১১ মে ২০১৬ রাত ০৯:২৬
306060
সকাল সন্ধ্যা লিখেছেন : আমাগো আফরা আপু এবং সালাউদ্দিন ভাইয়ের যে মিলমিশ হইছে এইটা হুইনা আমাগো পারার সোবাহান হুজুর বহুত খুশি হইয়া দুই রকাত নফল নামাজ পইড়া আমনাগো দুইজনের জন্য দোয়া করেছে আজীবন যেন একসাথে চলতে পারেন এই দোয়া করেছে--Yawn Yawn
১২ মে ২০১৬ রাত ০৩:০১
306071
সন্ধাতারা লিখেছেন : আফ্রামনির আন্তরিক প্রচেষ্টাকে মহান রব কবুল করুন ও উত্তম প্রতিদান দান করুন। আমীন।
১২ মে ২০১৬ রাত ০৩:০৫
306072
সন্ধাতারা লিখেছেন : আমার কেন জানি মনে হয় সব ব্যাপারে হুযুরের মাথা ঘামানো শোভনীয় নয়! এতে করে হুজুরের ওজন কমে বৈকি বাড়ে না! আপনি কী বলেন? সকাল সন্ধা
368740
১১ মে ২০১৬ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : আমি ইহা সমর্থন করলাম। ইনশাআল্লাহ হাজির হব। মিনহাজ মাসুম সাহেবর প্রস্তাবটিও বিবেচনায় আনা যেতে পারে। এ ছাড়া যদি আরও উত্তম প্রস্তাব আসে তাও বিবেচনার অনুরোধ করি।ধন্যবাদ উপস্থাপক সহ সংশ্লিষ্ট সকলের জন্য।
১২ মে ২০১৬ রাত ০৩:০৬
306073
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার সাথে একমত।
১২ মে ২০১৬ সকাল ০৬:১২
306087
গাজী সালাউদ্দিন লিখেছেন : সমর্থন করার জন্য শুকরিয়া।
আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন
উনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
নিশ্চয়ই প্রস্তাব আসলে বিবেচনায় থাকবে
আপনাকেও অনেক ধন্যবাদ
১২ মে ২০১৬ দুপুর ০১:০৪
306128
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় শেখ সাহেব এবং গাজী ভাই।
368750
১১ মে ২০১৬ রাত ০৮:৫০
ইরফান ভাই লিখেছেন : আমি কী কোন পোস্ট করতে পারব?
১১ মে ২০১৬ রাত ০৮:৫৪
306057
গাজী সালাউদ্দিন লিখেছেন : অবশ্যই পারবেন। এখান থেকে যেকোনো একটা তারিখ ও বিষয় বেছে নিন।
আপনার প্রচেষ্টা আল্লাহ্ কবুল করুন।
১২ মে ২০১৬ রাত ০৩:১০
306074
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনাকে সুস্বাগতম আগ্রহ প্রকাশের জন্য। দয়া করে পছন্দনীয় যেকোন বিষয় বেছে নিয়ে লিখে ফেলুন। গাজী ভাইয়ের দাওয়াতি ময়দান সবার জন্যই উন্মুক্ত।
368752
১১ মে ২০১৬ রাত ০৯:২২
সকাল সন্ধ্যা লিখেছেন : সোবাহান হুজুর বলেছে রমাজান মাসে মানসের বাড়ি বাড়ি কোরাআন খতম মিলাদ পড়ে ভাল ভাল খাবার Happy এর লগে বাড়তি কিছু আয় Tongue করতে হবে তাই আমার ব্লগে আসা বন্ধ Sad। মন খারাপ হইলেও ভাল খাবার আর আয়ের কথা ভাইবা মাইনা লইছে -- তাই আপনাগো আয়োজনে আইতে পারুম না তয় আপনাগো আয়োজন সার্থক হক Praying Praying এই কামনার সাথে সোবাহান হুজুরের দোয়া থাকাল আপনাদের সবার জন্য---- Bring it On Bring it On Bring it On Bring it On
১২ মে ২০১৬ রাত ০৩:১১
306075
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
১২ মে ২০১৬ সকাল ০৬:১৪
306089
গাজী সালাউদ্দিন লিখেছেন : যেখানে দাওয়াত খেতে যাবেন, সেখানকার ঠিকানা দিয়েন। আয়োজনের গোষ্ঠী কিলাই। পাওয়া মাত্রই চরম পিটুনি শুরু হবে।
সোবহান হুজুর এবং তার চ্যালা। দুজনকেই।
368765
১২ মে ২০১৬ রাত ১২:১০
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভালো লাগলো, , খুব সুন্দর উদ্যেগ, সফলতা কামনা করছি। ধন্যবাদ
১২ মে ২০১৬ রাত ০৩:১২
306076
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
১২ মে ২০১৬ সকাল ০৭:১৭
306092
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে দিগ্বিজয়ী বীর।
আপনিও লেখা নিয়ে হাজির হয়ে যাবেন।
আপনাকেও ধন্যবাদ।
368766
১২ মে ২০১৬ রাত ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মে ২০১৬ রাত ০৩:১৩
306077
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আশাকরি আপনাকে দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।
১২ মে ২০১৬ সকাল ০৭:১৭
306093
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লাগা অব্যাহত রাখুন
368768
১২ মে ২০১৬ রাত ১২:২৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি ইহা সমর্থন করলাম। ইনশাআল্লাহ হাজির হব। ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মে ২০১৬ রাত ০৩:১৪
306078
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য। লিখার অনুরোধ রইলো।
১২ মে ২০১৬ সকাল ০৭:১৮
306094
গাজী সালাউদ্দিন লিখেছেন : সমর্থন করার জন্য ধন্যবাদ কবি। হে সুন্দরী
368779
১২ মে ২০১৬ রাত ০১:০৫
সন্ধাতারা লিখেছেন : Salam. You have done an excellent job mashallah.
১২ মে ২০১৬ সকাল ০৭:২১
306095
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
মন্তব্য এতো ছোট হয়ে আসে কেন!
১২ মে ২০১৬ রাত ১০:৩৩
306181
সন্ধাতারা লিখেছেন : মন্তব্য সংক্ষিপ্তকরণের কারণ বিস্তর। প্রথমতঃ ব্যস্ততা, দ্বিতীয়তঃ নেট জটিলতা। অনেক কষ্টের মধ্যে একটু সময় বের করে মন্তব্য করতে গেলেই দুর্বিপাকে পড়ে যাই। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও মন্তব্য দীর্ঘ হয়ে উঠে না।

গতকালের প্রতি মন্তব্যগুলো দিতে গিয়ে অনেক কাঠ খড় পোহাতে হয়েছে।

যাক গে সেসব কথা। ভালো থাকবেন।
১৪ মে ২০১৬ সকাল ০৭:৪৮
306263
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপা বুঝতে পারছি।
১০
368784
১২ মে ২০১৬ রাত ০১:৩১
আমীর আজম লিখেছেন : সুন্দর উদ্যোগ।
১২ মে ২০১৬ রাত ০৩:১৫
306079
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য। লিখার অনুরোধ রইলো।

১২ মে ২০১৬ সকাল ০৭:২১
306096
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি হে রসিক চাচা। ভালোইতো আছেন?
১১
368785
১২ মে ২০১৬ রাত ০২:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় গাজী সালাউদ্দীন ভাই আপনাদের ভালবাসায় আমি ধন্য! জানিনা দায়িত্ব পালন করতে পারবো কিনা। ছড়া লিখতে পারবো এতটুকু নিশ্চয়তা দিতে পারি আল্লাহ চাহেতো
১২ মে ২০১৬ রাত ০৩:১৮
306080
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার দ্বারাই সম্ভব। নিশ্চয়ই আল্লাহ্‌ পাক আপনার উদ্যোগকে সহজ করে দিবেন ইনশাল্লাহ। ছড়ার পাশাপাশি লিখারও আবেদন রইলো। Good Luck Good Luck Good Luck Good Luck
১২ মে ২০১৬ সকাল ০৭:২৪
306098
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আমাদের ভালোবাসায় ধন্য হয়ে গেলে বিবির ভালোবাসা বুঝি ফেলনা!
জানাজানির কিছু নাই। বলছি করার জন্য করবেন। কোনো অজুহাত চলবেনা।
১২
368804
১২ মে ২০১৬ সকাল ০৮:৩২
হতভাগা লিখেছেন : রোজার মাসে খায় দিনে

ঈদের ফূর্তি তারাই কিনে




১২ মে ২০১৬ সকাল ১০:১৩
306118
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, ছড়াতো দারুণ হয়েছে।
১৩
368816
১২ মে ২০১৬ সকাল ১১:০৭
awlad লিখেছেন : Alhamdulillah.it's wonderful ,may Allah accepts everyone .i like to suggest 1 point "How Ramadan can change our practical life " JajakAllahKhayran
১২ মে ২০১৬ বিকাল ০৪:২৮
306139
গাজী সালাউদ্দিন লিখেছেন : Ok brother, added your suggested topic with post. I think you should write up in this regard.
১৪
368858
১২ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
বার্তা কেন্দ্র লিখেছেন : রমজানের সব ফজীলত আপনারাই নিয়ে নিবেন? ব্লগে কি আর কোন যোগ্য লেখক নেই। আমাদের জন্য কোন বরাদ্দ নেই কেন? ২৪ ঘন্টার মধ্যে জবাব চাই।
(বি.দ্র: এটা হুমকি নয়, ধমকি মনে করবেন)...
১৩ মে ২০১৬ দুপুর ০১:৫৯
306207
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

বিয়ে পাগল
বেটা ছাওয়াল্রে
এহেন মহান দ্বায়ীত্ব দিলে যা হয় আর কি Broken Heart
১৪ মে ২০১৬ সকাল ০৭:৫২
306264
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেইনি, তো কি করতে পেরেছেন!!!! কিছুইনা।
@ সাংঘাতিক আলয়
আমি মলিন সন্ধ্যাকে একটা দায়িত্ব দিয়েছি!
১৫
368930
১৩ মে ২০১৬ দুপুর ০১:০২
দ্য স্লেভ লিখেছেন : মহতি উদ্যোগ সাথে আছি ইনশাআল্লাহ.....
১৪ মে ২০১৬ সকাল ০৭:৫৪
306265
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইনশাআল্লাহ
১২ জুন ২০১৬ রাত ০৪:৪২
308509
গাজী সালাউদ্দিন লিখেছেন : আফরা অনুরোধ করেছে, ১৪ তারিখের দায়িত্বটা আপনাকে দিতে। যদি পারবেন বলে মনে হয়, তাহলে আজকের মধ্যেই জানান
১২ জুন ২০১৬ রাত ০৪:৪৬
308510
দ্য স্লেভ লিখেছেন : ইনশাআল্লাহ ,ঠিক আছে
১২ জুন ২০১৬ রাত ০৪:৪৭
308511
দ্য স্লেভ লিখেছেন : কি কি করতে হবে বলে দেন,আমি এতসব বুঝিনা। বাংলাদেশ সময় কতটার সময় কি পোস্ট দিতে হবে সেটা বলেন।
১২ জুন ২০১৬ সকাল ১০:০৬
308519
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্লিজ আমার সর্বশেষ পোস্টটি দেখুন। তাতে সবকিছু বলা আছে।
১৬
368931
১৩ মে ২০১৬ দুপুর ০১:৫৬
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম। Good Luck

ইয়া আল্লাহ, রহম করো,

একেই বুঝি বলে,
"কিএর মইধ্যে কি,
পান্তা ভাতে ঘি, " phbbbbt

যদি ব্লগিয় বয়স হিসেব করা হয়,
তাহলে আমি সবচেয়ে
গেদি ব্লগার ( ছুট্ট / পুচকি / নাদান ইত্যাদি) Day Dreaming

আর যদি লেখার মান বিচার করা হয়,
তাহলে আমি হলাম,
" ভুং ভাং ছাব্বিস "
টাইপের লেখিকা। Tongue

দ্বায়িত্ব পালন কারিকে এর জন্য কঠিন
সমালোচনার স্বীকার হতে,
হতে পারে,
প্রস্তুত থাকুন। Rolling on the Floor Rolling on the Floor


তবে আপনাদের এই উদ্যোগ
মহান আল্লাহ কবুল করুক,
আমিন Love Struck
১৪ মে ২০১৬ দুপুর ০১:৪৩
306273
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
ফেসবুকে তো তুফান চালান, এখানেও একটু চালানোর জন্য চাপিয়ে দিলাম।
ব্লগে ছোট তো কি হয়েছে, ফেসবুকে তো মাশাল্লাহ বিরাট বড়। তো সেটাই এখানে করেন।
যেভাবেই নিজেকে বিশেষায়িত করেন না কেন, আপনি কিন্তু লেখিকা। বস পাবলিক।
প্রস্তুতি আমার আছে। তবে লেখিকা যদি ডাউন করার উদ্দেশ্যে অর্পিত দায়িত্ব পালনে খামখেয়ালি করে তাহলে এর দায়ভার মলিন সন্ধাকেই নিতে হবে!
আমিন ছুম্মা আমিন।
১৭
368990
১৪ মে ২০১৬ সকাল ১১:৩৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তায়ালা আপনাদেরকে মূল্যায়নের জাযা দান করুন। কিন্তু কতটুকু উপযুক্ত তাতো আমি আমাকে জানি।

প্রায় ১ সাপ্তাহ শারীরিক অসুস্থ। জুনের শেষের দিকে জান্নাতের সাক্ষাৎ প্রত্যাশি। অতএব বুঝতেই পেরেছেন, কতটা অসুস্থতায় ও ব্যস্ততায় সময় যাচ্ছে/যাবে।

ইন শা আল্লাহ, সময় করে কিছু লিখার চেষ্টা করবো। তবে পরিচালনার দায়িত্ব আমার পক্ষ থেকে আপনাকে পালন করার অনুরোধ করছি।

সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।

১৫ মে ২০১৬ সকাল ১১:৫৩
306357
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসাম।
হে উপযুক্ত মনে করে এবং দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকেই বুঝেছি, আপনি এই বিষয়ে লিখতে পারবেন।
আল্লাহ দ্রুতই আপনাকে আরোগ্য দান করুন। আমিন।
জান্নাতের সাক্ষাৎ যেন বিবির সাক্ষাতকে গৌণ করে না দেয়।
ব্যালেন্স করতে হবে।
এতো ব্যস্ততার মাঝেও অন্যসব কাজ যদি চলতে পারে, তবে এটাও নিশ্চয় পারবেন।
পরিচালনার দায়িত্ব পালনে যদি খুবই অপারগ হয়ে থাকেন, তাহলে কয়েক দিন আগেই জানাবেন।
জাযাকাল্লাহু খাইর।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জনাব।
১৮
369088
১৫ মে ২০১৬ রাত ০২:৫৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইনশাআল্লাহ কবুল করলাম, মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যে কোরান হাদিসের আলোকে এই বিষয়ে একটা সুন্দর নোট তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে এই অধমকে এতবড় একটা দায়িত্ব দেওয়ার জন্য।
১৫ মে ২০১৬ সকাল ১১:৫৫
306358
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌।
আপনি পোস্টে উল্লেখিত আরো কিছু বিষয় নিয়ে লিখবেন, এটা আমার অনুরোধ। যদিও দায়িত্ব দিয়েছি একটা লিখতে।
আমরা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ চাহেতো নিশ্চয় পারবেন।
আপনাকেও ধন্যবাদ জনাব।
১৫ মে ২০১৬ দুপুর ০১:০০
306366
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ইনশাআল্লাহ রোজার উদ্দেশ্য নিয়েও একটা পোস্ট লিখার ইচ্ছা আছে, দোয়া করবেন।
১৯
369132
১৫ মে ২০১৬ দুপুর ০২:৫৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভালো ও সুন্দর উদ্যোগ। আলোচনা শুধু রমজানে সীমাবদ্ধ না রেখে কুরআনের তাফসীর ও হাদীসের আলোচনা হলে আরো ভাল হতো। মডারেটর দৃষ্টি দিলে আয়োজন ব্যাপক জমজমাট হবে।
১৫ মে ২০১৬ দুপুর ০৩:২১
306382
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুন্দর মূল্যায়নের জন্য শুকরিয়া।
আমরা রমজানেই সীমাবদ্ধ থাকবনা। এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজন করেছি। এইবার রোজা, রোজার পর আরো অনেক কিছু আসবে। ইনআশাল্লাহ। আপনিও প্লেন করুন সময় সুযোগ থাকলে।
মডারেটরদের এদিকে দৃষ্টি আছে বলে মনে হয়না।
যাক, আমরা আমাদের কাজ করে যাবো।
২০
369252
১৬ মে ২০১৬ দুপুর ০৩:২৮
ইরফান ভাই লিখেছেন : প্রিয় সালাউদ্দীন ভাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলতে চাই।(এই পোস্টে বা অন্য কোন পোস্টেই বলতে পারব সমস্যা নাই)
১৬ মে ২০১৬ দুপুর ০৩:৫৬
306483
গাজী সালাউদ্দিন লিখেছেন : বলে ফেলেন।
২১
369353
১৭ মে ২০১৬ রাত ০৩:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

চমৎকার আয়োজনের জন্য আন্তরিক শুকরিয়া।

দোআ চাই যে দায়িত্ব পেয়েছি তা যথাযথ পালন করার জন্য।
জাযাকাল্লাহ খাইর।
২৫ মে ২০১৬ সকাল ১১:০৩
307104
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনার জন্য দোয়া করে দিলাম।
জাযাকাল্লাহু খাইর
২২
369772
২২ মে ২০১৬ রাত ০১:০৬
ধ্রুব নীল লিখেছেন : আসসালামু আলাইকুম।
চমৎকার উদ্যেগ। আয়োজনের শতভাগ সফলতা কামনা করছি। রমাদান নিয়ে সবার লেখাগুলো পড়ার জন্য উন্মুখ হয়ে থাকব ইন শা আল্লাহ।
২৫ মে ২০১৬ সকাল ১১:০৫
307105
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
সুন্দর মূল্যায়নের জন্য ধন্যবাদ জনাব।
আল্লাহ আমাদের সবাইকে আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ সবল থাকার তাওফীক দিন।
২৩
369920
২৩ মে ২০১৬ রাত ০৯:২৪
আওণ রাহ'বার লিখেছেন : অনেক উত্তম প্রয়াস। ধন্যবাদ আপনাকে।
আজ ভিশু ভাইটাকে মনে পড়ছে।
ভিশু ভাইটি কই গেলো!? সেই যে গেলো আর ফিরে এলো না!!
২৩ মে ২০১৬ রাত ০৯:৪৩
306983
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ জনাব।
আফরা বলেছিল, ভিশু ভাই নাকি রমজান নিয়ে একটা আয়োজন করেছিলেন, আমি দেখিনি। দেখলে ওটা থেকে ধারণা নেওয়া যেত।
২৪
370064
২৫ মে ২০১৬ দুপুর ০১:৫০
বাকপ্রবাস লিখেছেন : চোখ রাখবো, লিখাগুলো পড়ে ছড়া লেখার চেষ্টা করবো Happy
২৫ মে ২০১৬ দুপুর ০২:০২
307122
গাজী সালাউদ্দিন লিখেছেন : ততক্ষণ পর্যন্ত আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন
২৫
370299
২৮ মে ২০১৬ দুপুর ০২:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন :

মনের কথাগুলো গানে গানে শুনে নিন।
২৮ মে ২০১৬ বিকাল ০৫:৪৮
307295
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু আমি তো কোনো গান পাইনি!
২৬
370300
২৮ মে ২০১৬ দুপুর ০২:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন :

মনের কথাগুলো গানে গানে শুনে নিন।
২৮ মে ২০১৬ বিকাল ০৫:৪৮
307296
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু আমি তো কোনো গান পাইনি!
২৮ মে ২০১৬ রাত ০৮:০৯
307323
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! রাইট বাটনে টিপে view image এ ক্লিক করলেই গান শুনতে পারবেন। জাযাকুমুল্লাহ
২৭
370463
৩০ মে ২০১৬ সকাল ১০:০৯
আবু নাইম লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!আমি অলস ও অজ্ঞ মানুষ। ভাললাগলে পড়তে ভালবাসি। লিখাটা আমার দ্বারা হয়না। আপনারা সবাই লিখেন, যেটা ভাল হয় মন দিয়ে পড়ব। ইন-শা-আল্লাহ।
৩০ মে ২০১৬ সকাল ১০:২২
307406
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার সঙ্গ পাবো। শুকরিয়া
২৮
370474
৩০ মে ২০১৬ দুপুর ১২:০৬
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ।ভাল একটা উদ্যোগ নিয়েছেন।
আল্লাহ রহমত দিতে ইংশাল্লাহ আমি আপনাদের সঙ্গ দিতে পারবো।
২৯
370476
৩০ মে ২০১৬ দুপুর ১২:৪৮
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অত্যন্ত দরকারী একটি উদ্যোগ নেয়াতে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সাথে থাকব ইনশাআল্লাহ।
৩০
370551
৩১ মে ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সাকা ভাইয়া রমাদ্বান উপলক্ষে আমার লেখা কি দুই পর্বে দেয়া যাবে? একপর্বে দিলে দীর্ঘ হবে্ প্লিক আমার ব্লগে এসে জানান দেন। আমি লেখা রেডি করছি বড় হওয়াতে আপনার পরামর্শ কামনা করছি। সাকা ভাইয়া................কোথায় আপনি????????
০১ জুন ২০১৬ দুপুর ০২:৪১
307504
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
বুবু, অবশ্যই দিতে পারবেন। তবে দুইটা লেখার মাঝখানে কয়েক ঘণ্টা সময় নেবেন।
আমি আছি আছি আছি আছি!!!!
৩১
370792
০২ জুন ২০১৬ রাত ০৮:১৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সাকা ভাইয়া আপনি কোথায়? আমার দুইটা লেখাই পোস্ট করেছি কিছু সময় ব্যবধানে দেখুন। আর কোন নির্দেশ থাকলে কমেন্টে জানাবেন প্লিজ
৩২
371073
০৫ জুন ২০১৬ দুপুর ০২:৩৫
ব্লগার শঙ্খচিল লিখেছেন : যাক এবারের মত মনে হয় বেঁচে গেলাম । লিস্টে আমার নাম নেই
৩৩
371781
১২ জুন ২০১৬ দুপুর ০৩:৩৯
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : সুন্দর পরিকল্পনা।
৩৪
372543
২০ জুন ২০১৬ রাত ০১:৪৩
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : কমেন্ট গুলো পড়তে পড়তে রাত শেষ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File