রমাদান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের প্রস্তুতি ও বিষয় বণ্টন
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১১ মে, ২০১৬, ০৫:২৬:৪১ বিকাল
সম্মানিত ব্লগারবৃন্দ। কেমন আছে সবাই? যে যেখানে যেভাবে আছেন, সেই অবস্থায় আল্লাহ আপনাদের সুস্থ সবল রাখুন এই কামনা। আমি আপনাদের শুধুই জ্বালাতন করি, তাইনা? কেউ বিরক্ত হবেন না। আপনাদের মঙ্গলের জন্য, ভেতরটাকে নাড়া দিতে, আপনার সুপ্ত প্রতিভাবে একটু ঘষামাঝা করতে রামাদান মাস উপলক্ষ্যে সন্ধাতারা এবং গাজী সালাউদ্দিনের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় ব্লগীয় আয়োজন স্বার্থক করতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রণ হিসেবে আপনার উপর কিছু দায়িত্ব অর্পন অথবা বলা যায় চাপিয়ে দেব। কেউ না করবেন না কিন্তু।
যার উপর যে বিষয়ে যে তারিখে পোস্ট করার দায়িত্ব অর্পন করা হয়েছে, তিনি সে বিষয়ে উক্ত তারিখে বাংলাদেশ সময় দুপুরের পর হতে পোস্ট করবেন। পোস্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যদি পরিচালনা করতে কোন সমস্যা থাকে, তাহলে পরস্পরের সাথে অদল বদল করে নেবেন অথবা এমন কারো নাম সাজেস্ট করবেন, যাকে দিয়ে আপনার পরিচালনার কাজটি করিয়ে নিতে পারবেন।
পরিচালনা কঠিন কিছু নয়। ভয় পাবেন না। আয়োজনের দিন ব্লগে একটু বেশি সময় দেবেন। পোস্টগুলো প্রকাশ হলে ধন্যবাদ বা শুকরিয়া জ্ঞাপন করে আপনি উৎসাহব্যঞ্জক মূল্যায়ন করবেন। তার একদিন পরে সবগুলো পোস্টের উপর একটা সারাংশ লিখবেন এবং সবগুলো লিংক একসাথে করে আপনার পোস্টে জুড়ে দেবেন। বুঝতে অসুবিধা হলে দেখতে পারেন আমার পরিচালনাটি-
ব্লগ আয়োজন মাহে রমজানের প্রস্তুতির পর্যালোচনা ও কৃতজ্ঞতা স্বীকার
আমাদের আয়োজনটি ৬ পর্বে অনুষ্ঠিত হবে। আপনাদের কষ্ট লাঘব করার চিন্তা মাথায় নিয়েই আয়োজনটি ৬ ধাপে করতে যাচ্ছি। রোজার কয়েক দিন ঈদের প্রস্তুতি শুরু হওয়ায় ব্যস্ততা অনেক বেড়ে যায়, তাই রামাদান মাসের পাঁচ দিন আগে শুরু করে ঈদের পাচঁ দিনে আগেই শেষ করতেই চাই। বিষয় নির্বাচন আমার মাথায় যতটুকু এসেছে, তাই উল্লেখ করেছি। এগুলো ছাড়াও আরো যদি কোন বিষয় সংযুক্ত করার থাকে, তাহলে কমেন্টের ঘরে উল্লেখ করবেন। তবুও অন্য কোনোভাবে করা যায় কিনা, সে পরামর্শতো নিশ্চয় দেবেন।
২ জুন
পরিচালক- গাজী সালাউদ্দিন
রামাদানের লক্ষ্য ও উদ্দেশ্য- রিদওয়ান কবির সবুজ।
রামাদানের ফজিলত- মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত
পূর্ববর্তী ধর্মমতে রামাদান- দিল মোহাম্মদ মামুন
রামাদানে আমল সংক্রান্ত ভুলভ্রান্তি, কুরআন-হাদীসের আলোকে সঠিকটি আলোচনা- ঘুম ভাঙ্গাতে চাই, গাজী সালাউদ্দিন
চাঁদ দেখে রোজা রাখা সংক্রান্ত মাসআলা- ওয়েজ কুরুনী আল বিরুনি
রামাদান মাসে আমল- মহিউদ্দীন মাহী
রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি - মিনহাজুল ইসলাম মাছুম
৮ জুন
পরিচালক- সন্ধাতারহক কথা
সেহরীর ফজিলত- সন্ধাতারা, বিবর্ণ সন্ধ্যা
সেহরী সংক্রান্ত মাসআলা- আবু সাইফ
ইফতারের ফজিলত-তটরেখা
ইফতার সংক্রান্ত মআসআলা- মো: মাসুম সরকার আলআজহারী, মোহাম্মদ লোকমান
রামাদা আত্মসংযমের মাস- শেখের পোলা, মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাসুম
আমাদের বাস্তব জীবনে রমাদান কিভাবে পরিবর্তন নিয়ে আসে- আওলাদ
রামাদান কুরআন নাজিলের মাস- মিশু
১৪ জুন
পরিচালক- দি স্লেভ
রোজা রাখতে বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প- আফরা
যেসব কারণে রোজা নষ্ট হয়- মো: ওহিদুল ইসলাম
তারাবির বিধান- মুহাম্মদ বিন সিরাজ
গর্ভবতী মা অথবা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের রোজা পালন এবং তৎসম্পর্কিত মাসআলা- সাদিয়া মুকিম, আফরোজা হাসান, কানিজ ফাতিমা
রামাদান সম্পর্কিত হাদিস সমূহ- কুয়েত থেকে
জুমাতুল বিদা- জ্ঞানের কথা
২০ জুন
পরিচালক- সন্ধাতারা (সম্ভাব্য)
মাহে রামাদানে স্ত্রী সহবাস, ঋতুস্রাব সংক্রান্ত শরয়ী বিধান- নজরুল ইসলাম টিপু, দ্যি স্লেভ, আবু মসীহা
প্রথম রোজা রাখার অভিজ্ঞতা- এই বিষয়ে যে কেউ লিখতে পারেন
ইতিকাপের ফজিলত- হক কথা
ইতিকাফ সংক্রান্ত মাসলা মাসায়েল- বিন হারুন
অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা- এলিট
২৬ জুন
পরিচালক- আবু জান্নাত
রোজা নিয়ে ছড়া-বাকপ্রবাস, নূর আয়শা আব্দুর রহিম, আবু তাহের মিয়াজী
রামাদান সম্পর্কিত কুরআনের আয়াতসমূহ- আবু জান্নাত, ঘুম ভাঙ্গাতে চাই
রামাদান নিয়ে পাচঁটি বই রিভিও- আওন রাহ’বার
রাসূল এর রোজা পালন- ওয়েজ কুরুনী আল বিরুনি
চিকিৎসা বিজ্ঞানে রোজা- মোঃ ওহিদুল ইসলাম
যাকাতের ভূমিকা- সাদাচোখে
২ জুলাই
নূর আয়শা আব্দুর রহিম
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর- এলিট
সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন
আপনি মনে রাখার চেষ্টা করবেন, যদি না থাকে, মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম।
আর হ্যাঁ, একই বিষয়ে একের অধিক লেখা পোস্ট করতে পারবেন।
এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা ছাড়াও অন্যরা উক্ত বিষয়গুলোতে নির্দিষ্ট দিনে লেখা পোস্ট করতে পারবে।
হাতে পর্যাপ্ত সময়। তাই খুব যত্ন দিয়ে আপনার মূল্যবান লেখাটি প্রস্তুত করতে থাকুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন।
বিষয়: বিবিধ
২৬৮১ বার পঠিত, ৮৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো কয়েকটি বিষয় যোগ করুন :
১। রমজান ও দ্রব্যমূল্য
২। কুরআন নাযিলের মাস রমজান
৩। তাকওয়া অর্জনে রমজানের ভুমিকা
৪। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তাকওয়ার প্রভাব
৫। যাকাতের মাসলা-মাসায়েল বা আকহাম
৬। দারিদ্র্য নিরসনে যাকাতের ভুমিকা
৭। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজান
৮। অরপাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভুমিকা
৯। জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য
১০।কিয়ামুল লাইলের তাৎপর্য
প্রিয় ভাই এ বিষয়গুলো যোগ করলে আশাকরি আলোচনা হক আদায় হবে। জাযাকাল্লাহ..
আপনার মূল্যবান উপস্থিতি ও উৎসাহদানের পাশাপাশি রেখে যাওয়া বিষয়গুলো অতি উত্তম।
এজন্য মহান রব আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
এ বিষয়গুলো গুরুত্বের সাথে অনুধাবন করে আগ্রহী ভাই ও বোনদেরকে লিখার অনুরোধ জানাচ্ছি।
আপনার বিষয়গুলোর কিছু মূল পোস্টে জুড়ে দেওয়া হয়েছে।
জাযাকাল্লাহু খাইর
@ গাজী ভাইকে ধন্যবাদ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে এড করে নেয়ার জন্য।
ইনশা আল্লাহ ! এবার ও ভাল হবে তারচেয়ে বেশী ।
ধন্যবাদ ।
সন্ধাতারার পোস্টে আপনার করা পরামর্শে আমরা দুজনই সম্মত হয়েছি।
আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন
উনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
নিশ্চয়ই প্রস্তাব আসলে বিবেচনায় থাকবে
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনার প্রচেষ্টা আল্লাহ্ কবুল করুন।
মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
সোবহান হুজুর এবং তার চ্যালা। দুজনকেই।
মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
আপনিও লেখা নিয়ে হাজির হয়ে যাবেন।
আপনাকেও ধন্যবাদ।
মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য। লিখার অনুরোধ রইলো।
মন্তব্য এতো ছোট হয়ে আসে কেন!
গতকালের প্রতি মন্তব্যগুলো দিতে গিয়ে অনেক কাঠ খড় পোহাতে হয়েছে।
যাক গে সেসব কথা। ভালো থাকবেন।
মাহে রামাদানের আয়োজনে আপনার আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য। লিখার অনুরোধ রইলো।
আমাদের ভালোবাসায় ধন্য হয়ে গেলে বিবির ভালোবাসা বুঝি ফেলনা!
জানাজানির কিছু নাই। বলছি করার জন্য করবেন। কোনো অজুহাত চলবেনা।
ঈদের ফূর্তি তারাই কিনে
(বি.দ্র: এটা হুমকি নয়, ধমকি মনে করবেন)...
বিয়ে পাগল
বেটা ছাওয়াল্রে
এহেন মহান দ্বায়ীত্ব দিলে যা হয় আর কি
@ সাংঘাতিক আলয়
আমি মলিন সন্ধ্যাকে একটা দায়িত্ব দিয়েছি!
ইয়া আল্লাহ, রহম করো,
একেই বুঝি বলে,
"কিএর মইধ্যে কি,
পান্তা ভাতে ঘি, "
যদি ব্লগিয় বয়স হিসেব করা হয়,
তাহলে আমি সবচেয়ে
গেদি ব্লগার ( ছুট্ট / পুচকি / নাদান ইত্যাদি)
আর যদি লেখার মান বিচার করা হয়,
তাহলে আমি হলাম,
" ভুং ভাং ছাব্বিস "
টাইপের লেখিকা।
দ্বায়িত্ব পালন কারিকে এর জন্য কঠিন
সমালোচনার স্বীকার হতে,
হতে পারে,
প্রস্তুত থাকুন।
তবে আপনাদের এই উদ্যোগ
মহান আল্লাহ কবুল করুক,
আমিন
ফেসবুকে তো তুফান চালান, এখানেও একটু চালানোর জন্য চাপিয়ে দিলাম।
ব্লগে ছোট তো কি হয়েছে, ফেসবুকে তো মাশাল্লাহ বিরাট বড়। তো সেটাই এখানে করেন।
যেভাবেই নিজেকে বিশেষায়িত করেন না কেন, আপনি কিন্তু লেখিকা। বস পাবলিক।
প্রস্তুতি আমার আছে। তবে লেখিকা যদি ডাউন করার উদ্দেশ্যে অর্পিত দায়িত্ব পালনে খামখেয়ালি করে তাহলে এর দায়ভার মলিন সন্ধাকেই নিতে হবে!
আমিন ছুম্মা আমিন।
উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তায়ালা আপনাদেরকে মূল্যায়নের জাযা দান করুন। কিন্তু কতটুকু উপযুক্ত তাতো আমি আমাকে জানি।
প্রায় ১ সাপ্তাহ শারীরিক অসুস্থ। জুনের শেষের দিকে জান্নাতের সাক্ষাৎ প্রত্যাশি। অতএব বুঝতেই পেরেছেন, কতটা অসুস্থতায় ও ব্যস্ততায় সময় যাচ্ছে/যাবে।
ইন শা আল্লাহ, সময় করে কিছু লিখার চেষ্টা করবো। তবে পরিচালনার দায়িত্ব আমার পক্ষ থেকে আপনাকে পালন করার অনুরোধ করছি।
সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
হে উপযুক্ত মনে করে এবং দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকেই বুঝেছি, আপনি এই বিষয়ে লিখতে পারবেন।
আল্লাহ দ্রুতই আপনাকে আরোগ্য দান করুন। আমিন।
জান্নাতের সাক্ষাৎ যেন বিবির সাক্ষাতকে গৌণ করে না দেয়।
ব্যালেন্স করতে হবে।
এতো ব্যস্ততার মাঝেও অন্যসব কাজ যদি চলতে পারে, তবে এটাও নিশ্চয় পারবেন।
পরিচালনার দায়িত্ব পালনে যদি খুবই অপারগ হয়ে থাকেন, তাহলে কয়েক দিন আগেই জানাবেন।
জাযাকাল্লাহু খাইর।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জনাব।
আপনি পোস্টে উল্লেখিত আরো কিছু বিষয় নিয়ে লিখবেন, এটা আমার অনুরোধ। যদিও দায়িত্ব দিয়েছি একটা লিখতে।
আমরা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ চাহেতো নিশ্চয় পারবেন।
আপনাকেও ধন্যবাদ জনাব।
আমরা রমজানেই সীমাবদ্ধ থাকবনা। এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজন করেছি। এইবার রোজা, রোজার পর আরো অনেক কিছু আসবে। ইনআশাল্লাহ। আপনিও প্লেন করুন সময় সুযোগ থাকলে।
মডারেটরদের এদিকে দৃষ্টি আছে বলে মনে হয়না।
যাক, আমরা আমাদের কাজ করে যাবো।
চমৎকার আয়োজনের জন্য আন্তরিক শুকরিয়া।
দোআ চাই যে দায়িত্ব পেয়েছি তা যথাযথ পালন করার জন্য।
জাযাকাল্লাহ খাইর।
আপনার জন্য দোয়া করে দিলাম।
জাযাকাল্লাহু খাইর
চমৎকার উদ্যেগ। আয়োজনের শতভাগ সফলতা কামনা করছি। রমাদান নিয়ে সবার লেখাগুলো পড়ার জন্য উন্মুখ হয়ে থাকব ইন শা আল্লাহ।
সুন্দর মূল্যায়নের জন্য ধন্যবাদ জনাব।
আল্লাহ আমাদের সবাইকে আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ সবল থাকার তাওফীক দিন।
আজ ভিশু ভাইটাকে মনে পড়ছে।
ভিশু ভাইটি কই গেলো!? সেই যে গেলো আর ফিরে এলো না!!
আফরা বলেছিল, ভিশু ভাই নাকি রমজান নিয়ে একটা আয়োজন করেছিলেন, আমি দেখিনি। দেখলে ওটা থেকে ধারণা নেওয়া যেত।
মনের কথাগুলো গানে গানে শুনে নিন।
মনের কথাগুলো গানে গানে শুনে নিন।
আল্লাহ রহমত দিতে ইংশাল্লাহ আমি আপনাদের সঙ্গ দিতে পারবো।
বুবু, অবশ্যই দিতে পারবেন। তবে দুইটা লেখার মাঝখানে কয়েক ঘণ্টা সময় নেবেন।
আমি আছি আছি আছি আছি!!!!
মন্তব্য করতে লগইন করুন