Rose Roseটুডে ব্লগে আমার দুই বছর পূর্ণ Rose Rose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৭ এপ্রিল, ২০১৬, ১২:৫৪:৫০ দুপুর



একটা ব্লগ, সংশ্লিষ্ট ব্লগাররা এতটা প্রিয় হয়ে উঠতে পারে, অবিশ্বাস্য হলেও বাস্তব এটাই। প্রতিদিন হাজারো কাজের ভীড়ে অন্তত একবারের জন্য হলেও ব্লগে ঢু মারেনা, এমন ব্লগার পাওয়া ভার। ঘুমুতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ব্লগ বাড়িটায় একবার না এলে পেটের ভাত যেন হজমই হয়না। প্রিয় সখা-সখী ঘুমানো মাত্রই ব্লগে না এলে ঘুম হয়না। আর সবার মত আমিও ব্লগ পাগলদের একজন। সুখ-দু:খ, আনন্দ-বেদনা, শেয়ারিং-কেয়ারিংয়ের সংমিশ্রণে হাঁটি হাঁটি পা পা করে দুই বছর পূর্ণ করেছি। আলহামদুলিল্লাহ্। আজকের এমন পূর্ণতার দিনে বড়দের প্রতি সালাম ও শ্রদ্ধা, সমবয়সীদের প্রতি অকৃত্তিম ভালবাসা এবং ছোটদের জানাই আন্তরিক স্নেহ-মমতা।

আমার পাড়ায় সর্বোচ্চ মন্তব্যকারী প্রথম ১০ জন:

১ শেখের পোলা ১৩৭ টি

২ রিদোয়ান কবির সবুজ ১২৬ টি

৩ আফরা ১১৫ টি

৪ হতভাগা ১০৯ টি

৫ আবু জান্নাত ১০০ টি

৬ নূর আয়শা রহিম ৮০ টি

৭ সন্ধাতারা ৭০ টি

৮ মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ৫৬ টি

৯ দ্য স্লেভ এবং সাদিয়া মুকিম ৫৪ টি করে

১০ দিল মোহাম্মদ মামুন ৫১ টি

আপনাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন!



শুরুটা যেমন ছিল এবং যাদের কাছে কৃতজ্ঞ:

আমরা অনেকেই অনেক জায়গায় যোগ্যতা, দক্ষতার স্বাক্ষর রেখেছি, রাখছি। কিন্তু খুব কম মানুষই আছে, কিছু এক্সট্রা অর্ডিনারি ছাড়া, যাদের শুরুটা একেবারেই মসৃণ হয়। তেমনই এই ব্লগে আমার আসা, ব্লগিং করাটা নিখুঁত ছিলনা। এখন যে নিখুঁত, তা কিন্তু নয়, বরং এতটুকু বলা যায় যে, প্রথম দিককার আমি থেকে এখনকার আমার অনেক উন্নতি সাধিত হয়েছে। প্রথম বার্ষিকীতে বলেছি, ব্লগার ওয়েজ আল কুরুনীর হাত ধরেই ব্লগিংযের শুরু। তারপর ব্লগিং করতে গিয়ে যেসব বিষয়ে আনাড়িপনার পরিচয় দিয়েছি, তা মনে হলে আজও হাসি পায়।

অনেকেই আমার লেখায় কমেন্ট করত। আমিও জবাব দিতাম, কিন্তু সেটা জবাবের ঘরে না পড়ে মন্তব্যের ঘরে পড়ত। এই সমস্যাটা আমি একাই ফেইস করেছি তা নয়। এখনও দেখছি, নতুন ব্লগাররা এই ভুলটা করে থাকেন, আমি সাধ্যমত চেষ্টা করি ঠিক করে দেওয়ার। আমার এই ভুলটা সেদিন ধরিয়ে দেন ব্লগার ‘সজল আহমেদ’। তারপর প্রথম দিকের লেখাগুলোতে বানানের শ্রী দেখে এখন আমি খুবই লজ্জিত। এই অবস্থা চলতেই থাকতো, যদি না ঘুম কর্মী (ব্লগার ঘুম ভাঙ্গাতে চাই) আমাকে ভুলগুলো ধরিয়ে না দিতেন। আলহামদুলিল্লাহ্‌, উনার জন্যই এখন আমি বানানের ব্যাপারে বেশ সতর্ক। এমন অসংখ্য মানুষের কাছেও আমি অনেক বেশি কৃতজ্ঞ, যারা আড়াল থেকে আমাকে নিয়মিত প্রেরণা দিয়েছেন।

আপনাদেরকেও ফুলেল শুভেচ্ছা।



সম্পর্কটা যাদের সাথে শুধুই খোঁচাখুঁচি আর বাঁদরামির:

আফরা (পনি, টাট্টু..., পইন্না, চুন্নি), আবু জান্নাত (জান্নাতের বাপ, হাতুড়িওয়ালা, হার্ড হিটার হুজুর, দম দমা হুজুর, কঠিন হুজুর, হেনী বাসী), আব্দুর মাইনাস নূর আয়শা (যৌতুকের বিরুদ্ধে বজ্র কঠোর, প্রবাসী, কবি, ওয়ান্স আপন এ টাইম গর্বিত মুদী দোকানদার, সেখান থেকেই বর্তমানে সফল ব্লগার), দিম মোহাম্মদ মামুন (বউ থেকেও বউ হারা শোকাহত যুবক), ঘুম ভাঙ্গাতে চাই (কর্পোরেট, ঘুম কর্মী), মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম (তিনডার বাপ, এভার গ্রীন)। বিবর্ণ সন্ধ্যা (হাইনজালা ওয়াক্ত, বেটকিওয়ালী)।

হতভাগা(হতচ্ছাড়া, হিটলার, ক্রিকেট প্রেমী, উচিৎ কথা বলনেওয়ালা)।



ছোট্ট করে আমার ব্লগ পরিসংখ্যান:

পোস্ট: ১৩৭ টি। মন্তব্য: ২০৫২ টি। প্রতিমন্তব্য ২৫৭৫ টি। ব্লগ পঠিত হয়েছে ৫৩০১৮ বার। ব্লগে আছি ২ বছর।

আমার পাড়ায় প্রথম মন্তব্যকারীগণ:

জেদ্দাবাসী, টাংসু ফকীর, জোনাকি, পবিত্র, পুষ্পিতা, প্রবাসী আব্দুল্লাহ শাহীন, বিদ্যালো১, ইবনে আহমেদ, আতিক খান, মাটির লাঠি, ছিঁচকে চোর, নোমান২৯ এবং খেলাঘর বাঁধতে এসেছি।

প্রথম লেখায় মন্তব্য এবং পাঠক সংখ্যা কম হলে স্বাভাবিকভাবেই একটু হতাশা অনুভূত হয়। আলহামদুলিল্লাহ্‌, আমার প্রথম লেখাটি ৩৮৩ বার পঠিত হয়েছে এবং মন্তব্য এসেছে ১৩ টি। এই ব্লগে লেখালেখি চালিয়ে যাওয়ার জন্য এই সাড়াটুকু যথেষ্ঠই ছিল, অন্তত আমার জন্য।



যাদের সম্মান করি, খুঁজি প্রেরণা:

সন্ধাতারা, শেখের পোলা, আবু সাইফ, সাদিয়া মুকিম, মাহবুবা সুলতানা লায়লা, মিনহাজুল ইসলাম মাছুম, আবু জারীর, মোহাম্মদ লোকমান, তট রেখা, আওন রাহ’বার, আবু তাহের মিয়াজী, মো: ওহিদুল ইসলাম, দ্য স্লেভ, ওয়েজ কুরুনী আল বিরুনী, রাইয়ান, সুমাইয়া হাবিবা, পুষ্পিতা, সত্যলিখন, রিদওয়ান কবির সবুজ, নজরুল ইসলাম টিপু প্রমূখ।

আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া।



সমসাময়িক এবং প্রতিবাদী লেখা নিয়ে যাদের সরব উপস্থিতি ভালো লাগে:

ব্লগার শঙ্খচিল, মাহফুজ সুমন, ঘুম ভাঙ্গাতে চাই, স্বপ্নচারী মাঝি, আহমেদ ফিরোজ প্রমূখ।

সম্পর্কটা যাদের সাথে ব্লগ ছাড়িয়ে অনেক দূর:

নূর আয়শা আব্দুর রহিম, আব্দুল গাফফার, ওয়েজ কুরুনী আল বিরুনী, মহিউদ্দীন মাহী প্রমূখ।

আমার পাড়ায় এসে যারা আমায় ধন্য করেছেন:

আবু জান্নাত, বার্তা কেন্দ্র, ওয়েজ কুরুনী আল বিরুনী, রিদওয়ান কবির সবুজ, ঘুম ভাঙ্গাতে চাই, বিন হারুন, হতভাগা, তট রেখা, শেখার পোলা, আফরা, আবু তাহের মিয়াজী, শাহাদাৎ হুসাইন নবীনগর, আব্দুল গাফফার, নূর আয়শা আব্দুর রহিম, বিবর্ণ সন্ধান, ব্লগার শঙ্খচিল,

মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম, হাফেজ আহমেদ, পল্লব, সকাল সন্ধ্যা, ক্রুসেড বিজেতা, দুষ্ট পোলা, প্যারিস থেকে আমি, আওন রাহ’বার, দিল মোহাম্মদ মামুন, মো: ওহিদুল ইসলাম, নকীব কম্পিউটার, দ্য স্লেভ, চেতনা বিলাস, প্রবাসী আশরাফ, বাকপ্রবাস, সন্ধাতারা, আবু সাইফ, সাদিয়া মুকিম, আবু আশফাক, সিকদার, বিবেক নাই, মু নূরনবী,

টাংসু ফকীর, আয়নসাহ, কুয়েত থেকে, মহীউদ্দীন মাহী, আবদুল্লাহ বিন খোরশেদ, আবু জারীর, এ এস ওসমান, সুশীল, মুমতাহিনা তাজরি, শফীউর রহমান, প্রবাসী আব্দুল্লাহ শাহীন, ইয়াফি, মাহবুবা সুলতানা লায়লা, শুকনা মরিচ, ধ্রুব নীল, কালো পাগড়ী, আবু ফারিহা, এলিট, ইশতিয়াক আহমেদ,

অভিমানী বালক, তোমার হৃদয় জুড়ে আমি, তারেক বিন যিয়াদ, মোহাম্মদ আব্দুল মতিন মুন্সী, ছালছাবিল, তবুও আশাবাদী, রাইয়ান, মোহাম্মদ লোকমান, মুহসিনা খান, বড়মামা, তায়িফ, অবাক মুসাফীর, যুমার ৫৩, খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদদ ওমর ফারুক, মাজহারুল ইসলাম টিটু, অপি বাইদান, কাহাফ, সুমাইয়া হাবিবা,

মু মিজানুর রহমান, মুজাহিদুল ইসলাম সজিব, বাংলার দামাল সন্তান, গ্যাঞ্জাম খানের খোলা চিঠি, তাহেরা ফারুকী, অনেক পথ বাকি, আমলগীর মুহাম্মদ সিরাজ, জ্ঞানের কথা, ইজিপ্ট, রফিক ফরায়েজী, সাদাচোখে, মো: জুলফিকার, আকবার১, রক্তলাল, আব্দুল মান্নান মুস্নী, সত্যলিখন, নূর আল আমিন, পুরুষের কঙ্কাল, আমরুল কায়েস ভুট্টু, মুসা বিন মোস্তফা, অপরিচিত, মিশু, বিনো৬৯,

মেঘ কাব্য, মাজহারুল ইসলাম, নাবিক, ইবনে হাসেম, বাংলাদেশ টাইমস, পুষ্পগন্ধা, বাজলবী, চটি গ্যা থেকে বাহার, ক্ষনিকের যাত্রী, ফাতেমা মারিয়া, রাজপুত্র, বৃত্তের বাইরে, জেদ্দাবাসী, মাকসুদুর, নীলাঞ্জনা, নাছির বিন ইব্রাহীম, ফুটন্ত গোলাপ, ইবনে আহমাদ, আহমেদ ফিরোজ, প্রবাসী মজুমদার, এনাম বিন আব্দুল হাই, আহসান সাদী, মোনায়েম মণ্ডল, কুশপুতুল, বুসিফেলাস, আহমাদ মুসা, পুষ্পিতা,

আকবার, সূর্যের পাশে হারিকেন, চোথাবাজ, জোনাকি, নিমু মাহবুব, মাটির লাঠি, মো: মাছুম সরকার আযহারী, আম আব্দুল্লাহ ভূঁইয়া, সজল আহমাদ, স্বপন২, সমূদ্র পার, গোলাম মাওলা, এস এম আবু নাছের, প্রেসিডেন্ট, শহিদুর রহমান সিদ্দীক, সোহেল মোল্লা, আল সাঈদ, মোতাহারুল ইসলাম, মেঘে ঢাকা আকাশ, হরিপদ, লজিক্যাল ভাইয়া, মুফতী যুবায়ের খান রাহমানী,

ভোলার পোলা, হাকালুকি, বান্দা, ঈগল, সায়েম খান, মনসুর আহমাদ, জুমানা, ব্লগার অকর্মা, সত্য নির্বাক কেন, নাছির আলী, সাদা কালো মন, ফেরারী মন, ভিশু, কর্ণেল কুতাইবা, ঈপ্সিতা চৌধুরী, রিদওয়ান বিন ফয়েজ, নাবীল, বড়মামা, সত্যের ডাক, এবেলা ওবেলা, উদাস কবি, সবুজের সিঁড়ি, চিরবিদ্রোহী, সাইদ মাহমুদ, অয়ন খান, মোহাম্মদ শাব্বির হোসাইন, রেহনুমা বিনতে আনিস, মামুন,

এহসান সাবরী, শিশির ভেজা ভোর, দিশারি, বুড়া মিয়া, মাহফুজ আহমেদ, ইক্লিপ্স, বাজলবী, আহ জীবন, ভোলার পোলা, মো আবু তাহের, মুর্শিদ উল আলম, নিউজ ওয়াচ, ইমরান ভাই, কাজী লোকমান হোসেন, পাহারা, বিদ্যালো১, মোহাম্মদ আব্দুর রহমান সিরাজী, এটি এম মোনাওয়ার, এ কিউ এম ইব্রাহীম, নজরুল ইসলাম টিপু, মোস্তাফিজুর রহমান, আমি মুসাফির, তিমির মুস্তফা,

মারুফ হাসান, মোশাররফ, একজন বীর, কাজী সাকিব, সুজা মানুষ, গ্রামের পথে পথে, ওয়াচডগ বিডি, আল্লারখা, সাইফ সোহন, রেড সিগনাল, নীল আত্মা, ইসরাফিল হাসান, সদা মানুষ, একান্ত একাকীত্বে, আতিক খান, বি এম আরিফ, মেধা, ওবায়েদ উল্লাহ সোহেল, কেমানিক, কথার খই, সাগর কন্যা, স্বপ্নের ফেরিওয়ালা, আনোয়ারুল হক ৬৭, শারমিন হক, পটাশিয়াম নাইট্রেট, মেঘ ভাঙ্গা রোদ, শফিক সোহাগ, ডা: নোমান, ছিচঁকে চোর, পবিত্র।

আপনারা সবাই মিষ্টি খান।



ব্লগার এবং পাঠকদের প্রতি আহ্বান:

এখানে আপনার লেখাটি পাঠক যতটা ঠান্ডা মাথায় গভীর মনোযোগের সাথে পড়বে এবং মন্তব্য করবে, এমন ভালবাসা আর কোথাও পাবেন না. যদিও ব্লগের লেখাটিতে পাঠক ও মন্তব্যকারী একজনও হয়।

আপনি লেখা পোস্ট করেই উধাও হয়ে যাবেন, আবার কমেন্ট না পেয়ে পাঠক প্রিয়তার অভাব দেখে মন খারাপ করবেন, এটা হয়না। আপনি ব্লগকে যত সময় দেবেন, ব্লগও ততটাই দেবে, নেবে আপন করে।

আমি শখের বশেই ব্লগিং করি কিন্তু অন্য সবাই শিখতে এবং শেখাতে আসে। তাহলে কেন আপনার মূল্যবান লেখাটি থেকে জ্ঞানান্বেষী এবং শিক্ষানুরাগীদের বঞ্ছিত করবেন। বেশি নয়, একজন পাঠকও যদি পড়ে প্রীত হয়, হতে পারে এটাই সারাজীবনের জন্য ভালোলাগার কারণ হয়ে থাকবে।

প্রাপ্তি এবং প্রত্যাশা

বিডি টুডে ব্লগ আমাকে যদি এক মহাসমূদ্র দিয়ে থাকে, বিনিময়ে আমি সেই মহাসমূদ্রে দিতে পেরেছি সামান্য এক ফোটা জল।

আমি, আমরা যতদিন আছি, এই ব্লগটিও শত প্রতিকূলতা পেরিয়ে ততদিনই বেচেঁ থাকবে। ইনশাআল্লাহ।



বিষয়: বিবিধ

১৯৫৫ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367259
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০২
দ্য স্লেভ লিখেছেন : আপনার প্রত্যেকটা পোস্ট অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে লিখেন। আর ক্রিয়েটিভিটি থাকে লেখায়। যার কারনে আপনার পাঠক প্রিয়তা আছে। জাজাকাল্লাহ খায়রান। দোয়া রইলো।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৭
304726
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রথম মন্তব্যে আপনাকে অভিনন্দন।
মাঝে মাঝে কিন্তু খামখেয়ালিপনাও করি, যা কারো কারো বিরক্তির কারণ হয়ে যায়।
আপনার উৎসাহব্যঞ্জক মূল্যায়ন আমার জন্য সবসময়ই ভাললাগার কারণ হয়ে থাকে।
আল্লাহ্‌ আপনাকেও উত্তম জাযা দিন। আমিন।
367264
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৬
হতভাগা লিখেছেন :
হতভাগা(হতচ্ছাড়া, হিটলার, ক্রিকেট প্রেমী, উচিৎ কথা বলনেওয়ালা)।


0 + নারী বিদ্বেষী (সেইম লেভেলের)
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৭
304727
গাজী সালাউদ্দিন লিখেছেন : ও, এটা বলতে ভুলে গেছি।
আবার ঐ শব্দটা বলায় মূদ্রাদোষে আক্রান্ত!!!!! হতচ্ছাড়া!
২৮ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৬
304804
হতভাগা লিখেছেন : এই যাহ! শুধু আরেকটা টাইটেল যোগ করার কথা লিখেই চলে গিয়েছিলাম !!

আপনার জন্য এটা নিয়ে এলাম






২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫১
304812
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব অপকৌশল করে আমাকে সবার সামনে ছোট জ্ঞান করে বিয়ে করা থেকে বিরত রাখতে পারবেন না!!!!
২৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০২
304868
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Frustrated
367267
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৭
চেতনাবিলাস লিখেছেন : আপনার ব্লগিং জীবন আরও সমৃদ্ধ হোক। পাঠকদের ভালবাসায় সিক্ত হোক আপনার প্রতিটি পোস্ট , এই কামনাই রইল।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৮
304743
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই চেতনাবিলাস, আপনার মন্তব্যটি মন ভরিয়ে দিল।
আপনাদের ভালবাসা নিয়েইতো আছি দুইটা বছর। এমন করেই যেন থাকতে পারি।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।
367268
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৩
নকীব কম্পিউটার লিখেছেন : সেরা মন্তব্যকারীদের মধ্যে ৩য় স্থান অধিকারীর জন্য কি পুরষ্কার!
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১০
304744
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিতো তৃতীয় হননাই, তাহলে এত খোঁজ খবর কিসের জন্য?
আপনি সেরা ব্যবসায়ীক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলে আপনাকে কিন্তু পুরুষ্কৃত করা হবে।
367269
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১।মহাকাল বা মানুষের জীবনায়ুষ্কালের তুলনায় দু'বছর খুব বেশি না হলেও-একনাগাড়ে ক্লান্তিহীন দু'বছর ব্লগিং চালিয়ে যাওয়া অনেক বিশাল ব্যাপার। আর যেন তেন ব্লগিং নয়-যেমন তুখোড় লেখনি, তেমনি অসম্ভব জনপ্রিয়তা ছিল আপনার। আপনাকে জানাই হৃদয় নি:সৃত উষ্ণ অভিবাদন।
২। আর ৪দিন হলেই আমার এক বৎসর পূর্ণ হবে। আপনি এমন একটি পোস্ট করেছেন যা এককথায় অনবদ্য। আমি চিন্তা করছি কী করা যায়! এমন লেখা আমার পক্ষে বেসম্ভব গাজী ভাই, এনাউন্স করেই সরে পড়ব। নাকি আপনারটা কপি-পেস্ট করে দিব?
৩। আপনার লেখনিকে আল্লাহপাক আরো শক্তি শালী করুন। আপনার যোগ্যতা ও দক্ষতা আরো বৃদ্ধি করুন। পরম করুণাময়ের কাছে এটাই আরজি।

২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৭
304745
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায় হায়, যতটা বলছেন হে প্রিয় কবি, আমি কি ততটা?
আমি তুখোর, জনপ্রিয়, কোনটাই নই। আমি ব্লগকে ভালোবাসি, কিছু মানুষ আমাকেও ভালবাসে, এবং খুব বেশি। আপনি তাদের মধ্যে অন্যতম একজন। আল্লাহর দরবারে শুকরিয়া।
এই গরমে আপনার উষ্ণ অভিনন্দন গ্রহণ করতে কিছুটা অস্বস্তি হচ্ছে, কি করি বলেন তো? প্রিয় মানুষের অভিনন্দন তো ফেলে দেওয়া যায়না, হোক তা গরম অথবা ঠান্ডা। অভিন্দনটা একটু ঠান্ডা করে দিন। আমি অপেক্ষায়।
আপনার শুভেচ্ছাটি আগাম দিয়ে দিলাম। হে কবি, আপনাকে অভিনন্দন।
কে বলেছে অসম্ভব! আপনারা জাত লেখক, হয়তো আরও অনেক সুন্দর করে লিখতে পারবেন। নিশ্চয় পারবেন।
জানিয়ে শুনিয়ে কপি পেস্ট করাতে অন্যায় কিছু নেই। তবে আমার মত করতে গেলে বেশ পরিশ্রম হয়ে যাবে।
আপনার তিন নম্বরের দোয়াটি আল্লাহ্‌ কবুল করুন। আমিন।
367274
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০০
তট রেখা লিখেছেন : দুই বৎসরের ৬৩১৫৮৪০০ সেকেন্ডের ৬৩১৫৮৪০০ শুভেচ্ছা রইল। আপনার পরিসংখ্যানের আদ্য-পান্ত দেখে তো হতভম্ব হলাম। অসাধ্য সাধন করেছেন। আপনার লেখা সবসময় বাস্তব ধর্মী আর মন্তব্য গুলো উদ্দীপনা মুলক। ব্লগে আমার পদচারণায় আপনার চেয়ে পুরনো হব, যদিওবা বর্তমান নিকটি নতুন। অনেক পুরনো ব্লগারের দেখা আর পাওয়া যায়না। অবশ্য আমিও বেশ কিছুদিনের জন্য আবার হারিয়ে যাব ইন শা আল্লাহ। শুভ কামণ রইল।
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২১
304746
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমন শুভেচ্ছা পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।
তেমনই আপনি যা অসম্ভব করে চলেছেন, আমিও হতভম্ব হয়ে যাচ্ছি।
আপনার মূল্যায়ন আমার জন্য প্রেরণা হয়ে থাকবে।
নতুন পুরোনো, যাই হননা কেন, লেখা চালিয়ে যান। সত্যিই এই ব্লগে অনেকেই কিছু না কিছু শিখতে আসে, জানতে আসে। এই মানুষগুলোকে আপনার জানা বিষয়গুলো থেকে বঞ্ছিত করবেন না।
এই হারিয়ে যাওয়ার কথাটা দ্বিতীয়বার মুখে উচ্চারণ না করাই উচিৎ।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।
367277
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৮
সকাল সন্ধ্যা লিখেছেন : আজ ফজরের নামাজের সময় সোবাহান হুজুর অনেক মুসল্লী কে সাথে নিয়ে অনেক্ষন আপনার দুই বছর পূরন নিয়ে অনেক Praying Prayingদোয়া করেছে আপনি যেন আরও কামিয়াব হতে পারেন। Happy Happy

পরে নামায শেষে আমাকে বলেছে আপনার কাছে জানতে আপনার এবং আফরা আফুর মন মালন্য Sad দূর হয়েছে কিনা ? উনি বলছেন একজন মুসলমান নাকি আরেকজন মুসলমানের উপর তিন দিনের বেশি রাগ করে থাকা ধর্মিয় দৃষ্টিতে ঠিক না Shame On You Shame On You--- তা ভাইয়া আফরা আপুর সাথে আপনার মিলমিশ হয়েছে ? Yawn Yawn
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫১
304748
গাজী সালাউদ্দিন লিখেছেন : সোবহান হুজুরকে হাতের কাছে পাইলে পিডাইয়া সোজা করমু! সবকিছু নিয়ে সোবহান হুজুরের এত মাথাব্যথা থাকবে কেন!!!!!!!!!!!!!!!

এইভাবে পপুলারিটি বৃদ্ধি করে বেশি বেশি দাওয়াত পাওয়ার ধান্দা! ধান্দা ছুডামো।
সোবহান হুজুরের দোয়া পান্তা ভাত!
সোবহান হুজুরকে বলেন সরাসরি আমার সাথে কন্টাক্ট করতে! এইসব চ্যালাদের সাথে সব কথা বলা সিকিউরড মনে করছিনা! তাইলে হুজুরকে সরাসরি যোগাযোগ করতে বলেন।
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৫
304752
সকাল সন্ধ্যা লিখেছেন : Surprised Surprised আপনাগো জন্য আজ আমাদের আলেম সমাজের এই করুণ দশা আপনারা কথায় কথায় হুজুর পিডাইবার চান তাইতো আওয়ামি সরকারের ট্রাবুনাল জামায়তের লিডার গো ঝুলাতে ভয় পায় না উনারা ভাবে গাজী সালাউদ্দিনরা হুজুর পিঠাইয়া আনন্দ পায় তাহলে আমরা ওদের ঝুলিয়ে আরও একটু বেশি আনন্দ নেই:Thinking :Thinking
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
304766
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরা ঝুলায় বিশেষ কারণে, নষ্টো ভ্রষ্ট ষড়যন্ত্রের অংশ হিসেবে। আর আমি সোবহান হুজুরকে পিডামো উনার খাচলতের কারণে। পাঠিয়ে দেন শিগগিরই।
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫২
304767
সকাল সন্ধ্যা লিখেছেন : তাই বুঝি কামডা করবার চাইলে আজকের হুজুরের সফর সূচি বাতলাইয়া দিতাছি সোবাহান হুজুর আনন্দার কিল্লা জামে মসজিদে মাগরিবের নামাজ শেষ করে দস্তগীর চৌধুরীর বাসায় মিলাদ পড়তে যাবেন এই সুযোগে হুজুররে মাইর গুতা দিবার পারেন কিনা চেষ্টা করেনTongue Tongue
367278
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫২
আবু জান্নাত লিখেছেন : মা-শা আল্লাহ, এত পরিশ্রম লব্ধ লিখা। মন্তব্যের কাউন্ট কিভাবে হয়েছে?

এত ব্লগার এ ব্লগে আছে, তা আপনার লিখা পড়ে মনে হতে লাগলো। স্মরণে নেই, কিন্তু নাম দেখে মনে লাগলো আরকি।

আমার বিশেষণগুলো একটু নতুন যোগ হয়েছে মনে হয়, কারণ শেষের বিশেষণ দুটো কখনো ব্যবহার হয়নি মনে হয়, সামনেও না হওয়াই কামনা।

আপনার ২০ দিন পরই আমার ব্লগে যাত্রা। প্রথম দিকে আপনার জেলের কাহিনী পড়তাম, ইলিশ ফাইল .......... বাথরুমের লাইন, খাওয়ায় পোকা, শোয়ার জন্য কান্না ইত্যাদি আমাকে ব্যথিত করতো। পরে তো রিতিমত খুনসুটি শুরু হয়ে গেল।

শুভ কামনা রইল, অনেক অনেক ধন্যবাদ

২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৪
304763
গাজী সালাউদ্দিন লিখেছেন : প্রতিটা পোস্ট আলাদা আলাদা করে দেখে, যদিও বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
হ্যা, আমিও ভাবিনি ব্লগারের সংখ্যাটা এত বেশি হবে। এতো শুধু আমার পাড়ায় মন্তব্যকারী। সবাইতো আর আমার লেখায় কমেন্ট করেনা। তাই ব্লগারদের সংখ্যাটা নেহায়েত কম নয়। সবাই একসাথে আসলে কি অবস্থা হবে চিন্তা করছেন!
হা হা হা, আপনার শেষ বিশেষণটা কোনভাবেই বাদ দেওয়া সম্ভব না। তবে কঠিন হুজুরকে নরম হুজুর বলতে কোন অসুবিধা নাই। তাইলে আপনে নরম হুজুর! আপনার কামনা শুনতে আমার বয়েই গেছে!
আপনি আমার চাইতে কিঞ্চিৎ ছোট! বিয়ে তো ঠিকই আগে করে ফেলেছেন! আমিই নাকি কেবল বিয়ে পাগল!
হ্যা, মনে করিয়ে দিলেন ঈলিশ ফাইলের কথা! ব্যথিত করার মত বিষয়ই ছিল। এখন যারা আছেন, আল্লাহ্‌ তাদের হেফাজত করুন। আমিন।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।
367279
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১০
সন্ধাতারা লিখেছেন : Salam. Congratulations for your 2 years blogging glorious time with great joys n happiness. This post should be sticky.
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৯
304764
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসাম আপা।
আপনার অভিনন্দন পেয়ে আমি দারুণভাবে, একটু বেশিই যেন উচ্ছ্বসিত। আলহামদুলিল্লাহ্‌।
স্টিকি হওয়ার জন্য আমি কাঁদিনা। আমার লেখা স্টিকি হওয়ার যোগ্যতা রাখলেই তো স্টিকি হবে। আমার লেখা স্টিকি হয়না তো কি হয়েছে, তাই বলে আপনাদের আন্তরিক উপস্থিতি তো কখনো বন্ধ হয়ে যায়নি। তাতেই আমি খুশি।
১০
367281
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৬
মোস্তফা সোহলে লিখেছেন : অনেক অনেক শুভ কামনা রইল ভাই আপনার জন্য
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪০
304765
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুভকামনার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল।
১১
367287
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৫
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কেক কাটবেন কবে?
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৫
304768
গাজী সালাউদ্দিন লিখেছেন : কোন কাটাকাটি হবেনা। হাতে নিয়েই গপাগপ খাওয়া শুরু করে দেবেন। ফর্মালিটি মেইনটেইন করতে গেলে কেক নাও পেতে পারেন।
১২
367288
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৭
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمةالله وبركاته ماشاءالله وجزاك الله خيرا আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনার লেখনিকে আল্লাহ পাক আরো শক্তি শালী করুন। আপনার যোগ্যতা ও দক্ষতাকে আরো বৃদ্ধি করুন। লেখাটি খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
২৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৮
304769
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ্‌ আপনাকেও উত্তম প্রতিদান দিন।
আমিন ছুম্মা আমিন।
আমার জন্য আপনার সবক'টা দোয়া আল্লাহ্‌ কবুল করে আমাকে তেমনই গড়ে তুলুন, যেমনটা আপনারা কিংবা আমি চাই।
ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ হে কুয়েত প্রবাসী।
১৩
367304
২৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাই সাকাঃ ব্লগপাড়াতে আপনার বিচরণ আরো মশৃন হোক.....আরো উদ্দীপনায় এগিয়ে চলুক সামনে....আপনার লেখা হোক অভুক্তকে খাবার মুখে তুলে দেয়ার প্রেরণা, আপনার কলম হোক সৎ সৈনিক, আপনার কলম হোক তেজী ঘোড়া যেন সময়ের সাথে লড়াইয়ে বিজয়ী হয়। আপনার লেখার ভাষা হোক ব্যথীতকে শান্তনার বাণী। আপনার লেখা হোক অন্য সবার লেখার প্রেরণার উৎস। আপনার লেখা হোক নারীকে নারীর সম্মান বুঝিয়ে দেয়ার হাতিয়াড়। আপনার কলম হোক যৌতুক কামনাকারির বিরুদ্ধে। আপনার কলম হোক আগামিকে সঠিক তথ্য পৌছাতে। এভাবে প্রত্যেক লেখকের কলম হোক আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। প্রত্যেকের প্রত্যেকটা লেখাই হোক মানুষের অন্তরে হেদায়াতের নুর প্রবেশের মাধ্যম। জাযাকুমুল্লাহ খাইরান।
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৩
304818
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম..
আমার চেষ্টা। আপনাদের দোয়া, আল্লাহ তাওফীক দিলে নিশ্চয় মসৃণ রাখব।
বুবু, আপনি এতগুলো জিনিস আমার কাছে প্রত্যাশা করেছেন, সবক'টার জবাব দিতেই হিমশিম খাচ্ছি, আর এগুলোর বাস্তবায়ন কিভাবে করব! আল্লাহ্‌ আমাকে তাওফীক দিন।। আমিন।
আল্লাহ্‌, আমার বুবুকেও উত্তম প্রতিদানে ধন্য করুন। আমিন।
১৪
367308
২৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
তবুওআশাবা্দী লিখেছেন : দুইশ দশ নং ভিজিটর হিসেবে আপনার দুই বছর পূর্তিতে আমার স্লোগানটা হলো:
ভালো থাকুন,সুস্থ্য থাকুন
আরো লিখুন,বেশি লিখুন|
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৫
304815
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার চেষ্টা তো অব্যাহত রাখতে চাই, যদি আল্লাহ্‌ আমাকে আপনার স্লোগান অনুযায়ী সুস্থ থাকার তাওফীক দেন।
আমার পাড়ায় আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা।
১৫
367309
২৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : আপনার যাত্রা দ্রুত গতিতে এগিয়ে চলুক৷ দুই বৎসর দুই যুগ দুই শতাব্দী হয়ে থাক৷ এ ব্লগটির প্রতি আমিও অনুরক্ত৷ নিজের যোগ্যতা দেবার নাথাকলেও নেবারটা আছে৷ আর কেমন যেন নেশার মত হয়ে গেছে, এখানে না আসলে ভালই লাগেনা৷ কাউকে না দেখলেও সবাইকেই আপন মনে হয়। যাদের বেশী আপন মনে করি তাদের মধ্যে আপনিও একজন৷
ব্লগে কি যেন হয়েছে কয়েকটা শব্দ হাজার চেষ্টা করেও সঠিক ভাবে লেখা যাচ্ছে না। যেমন, বন্ধু, কিন্তু। আপনারা লক্ষ্য করে থাকবেন। কর্তৃপক্ষ ও বিশেযজ্ঞ ব্লগারদের কাছে অনুরোধ তারা যেন বিষয়টি দেখেন৷ আপনার ও সবার শুভ কামনা রইল।
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০০
304817
গাজী সালাউদ্দিন লিখেছেন : বছর, যুগ হতে পারে আল্লাহ্‌ চাহেতো, কিন্তু শতাব্দী!!!! যাক গে, আমার ছেলে মেয়েরা আমার শূণ্যতা পূরণ করবে।
আমি জানি। আপনার মত এত কমেন্ট আমি আর কাউকে করতে দেখিনি। এটা কিভাবে সম্ভব, মাথায় ধরেনা!
যোগ্যতা আপনার বেশিই আছে।
এই নেশাতে খুব একটা ক্ষতি দেখিনা, যদি এটার সাথে পরিবারকেও সঠিকভাবে সময় দেয়া হয়।
আমাকে দেখেন নি! আমি কিন্তু চুন্দর! আমি জেনে খুবই আনন্দিত যে, আপনি আমাকে পছন্দ করেন, আপন ভাবেন। আলহামদুলিল্লাহ্‌।
আপনার মত আমার হচ্ছেনা, তবে ব্লগে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে।
আপনার প্রতিও শুভেচ্ছা শেখ ভাই।
১৬
367327
২৭ এপ্রিল ২০১৬ রাত ১১:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন!!
খালি বিয়াটা মাথা থেকে নামেনা কেন???
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫২
304813
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা এখন নামার বয়স নয়। আপনাদের বয়সে পৌঁছালে হয়ত আপনা আপনিই নেমে যাবে।
১৭
367338
২৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:০২
প্যারিস থেকে আমি লিখেছেন :

নিন,দুই বছর ব্লগিং করে আপনি অনেক ক্লান্ত। এই ফলগুলো খেয়ে এনার্জি সংগ্রহ করে আবার শুরু করুন।
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৪
304814
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা নিলাম, কিন্তু পরে আবার হাতে বিলের কাগজ ধরিয়ে দেবেন নাতো????
২৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০২
304825
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার প্রোটিন দরকার!!
১৮
367401
২৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
রাইয়ান লিখেছেন : অনেক অনেক অভিনন্দন আপনাকে ! সুন্দর সব লেখনী দিয়ে ভরিয়ে রাখুন আমাদের হৃদয় , এই শুভকামনা .... Rose Rose Rose
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩১
304924
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও এতো এতো অভিনন্দন আনন্দের সাথে গ্রহণ করলাম।
আমি কি আর ভালো লিখতে পারি। আপনি খুব পারেন, কিন্তু লেখেন না। মাঝে মাঝে একটু একটু নিশ্চয় লিখবেন।
১৯
367432
২৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৫৫
আবু তাহের মিয়াজী লিখেছেন :
আমি কেক কিনতে গিয়ে ..
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩২
304925
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো করেছেন। কেক কাটতে চুরি হলেই চলে। আপনাকে কাটতে এটার খুব দরকার হবে।!
০৫ মে ২০১৬ দুপুর ০৩:১২
305446
বিবর্ন সন্ধা লিখেছেন : ছবি টা আমার খুব পছন্দ হয়েছিল,
কিন্ত সেভ হচ্ছে না Crying
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৪১
305755
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেইভ না হলে ডিজিটাল চুরি স্নাইপিং টুল দিয়ে ঘেটাঘেট কেটে ফেলেন।
২০
367497
৩০ এপ্রিল ২০১৬ রাত ১২:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর ভাবে তথ্যবাহুল লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৩
304926
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
আপনাকেও অনেক ধন্যবাদ স্যন্দর মূল্যায়ন সমেত মন্তব্যটি করার জন্য।
২১
367733
০২ মে ২০১৬ রাত ০২:৪৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, দিম মোহাম্মদ মামুন (বউ থেকেও বউ হারা শোকাহত যুবক), কেন যে কাঁটা গায়ে লবন দেন!! এমনিতেই হাতের আঙুলে দিন গুনে শেষ করতে পারিনা তার উপর আবিওত্তার লবন ছিটকানি।
যদিও দুই বছর পূর্তিতে কোন মেজবানের আয়োজন করেন নি, তবুও অভিনন্দন।
০২ মে ২০১৬ সকাল ১১:০০
305129
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
লবণ কাটা গায়েই দিতে হয়। নয়ত লবণ
২২
367965
০৪ মে ২০১৬ দুপুর ০৩:৫২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি কর্পোরেট? ঘুম কর্মী? থাক আজ ঝগড়া করবোনা কারণ আমাকে মনে রেখেছেন। আমি জানতাম তো সালাহউদ্দিন একদিন বড় ব্লগার হবে :P তাই একটু আকটু শাসন করতাম যদিও উনি আবার আমার বয়সে বড় হে হে! আরো বড় হোন, ওহ! আপনি তো এমনিতেই লম্বা, ফর্সা, সুদর্শন- না মানে! আমি বলিনি লোকে বলে আরকি। বাব্বাহ! দুবছরের আমলনামা কি অসাধারণভাবে উপস্হাপন। সত্যিই নান্দনিক। ভাল থাকুন, বউয়ের বোঝা যেন তাড়াতাড়ি ঘাড়ে চাপে না হলে আর আপনি ঠিক হবেন না।
০৮ মে ২০১৬ বিকাল ০৫:৫০
305759
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি শান্তি প্রিয় মানুষ। পড়াশোনাও শান্তি নিয়ে। ঝগড়া করতে আসলেও আমি কি করব নাকি!!!!!
আপনি কিভাবে জেনে গেলেন, আমি বড় ব্লগার হব!!!! কিন্তু আমিতো হতে পারিনি। ছোটই রয়ে গেছি। আপনারা কিছু ব্লগার আমাকে পছন্দ করেন বলেই আমার নিজেকে কখনো কখনো নিজেকে কিছুটা হলেও .... মনে হয়। বাকি জবাব পরে উটের পিঠে করে আসছে
০৯ মে ২০১৬ দুপুর ১২:১০
305825
গাজী সালাউদ্দিন লিখেছেন : শাসন করা তাকেই সাজে, আদর করে যে।
বয়স নিয়ে আমার মাথা ব্যাথা কখনোই ছিলনা। আমি চিরকালই এভার গ্রীন থাকতে চাই।
লোকেতো কত কিই বলে। লোকের কথায় আমার কি বা যায় আসে। আমি তো আমিই।
ঠাডা পড়ে যেমন বগা মরে, তেমনি সাধারণ মানুষও কাক্তলীয়ভাবে মাঝে মাঝে কিছু অসাধারণ কাজ করে বসে।
বউ কি কেবলি বোঝা হয়ে আসে? মাঝে মাঝে শান্তির সুশীতল বাতাস বয়না? আপনারা তো অভিজ্ঞ মানুষ, একটু জানাইলে প্রত্যাশার লাগামটা টেনে ধরতাম আরকি।
২৩
368062
০৫ মে ২০১৬ দুপুর ০৩:১০
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকু

ইয়া আল্লাহ,
এত্ত বড় নকশি করা কেক!! Surprised

তাই তো বলি, বেটা ২৪ ঘন্টার মইধ্যে ২০ ঘন্টা ই
অন লাইনে কি করে, Tongue Rolling on the Floor Rolling on the Floor
এত আযোজন করতে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থস্কতে ই হপে, Thinking Thinking
যাই হোক, কেকের ভাগ যেহেতু পাই নি তাই
শুভেচ্ছা টুবেচ্ছা দিতারতাম না, At Wits' End Cool Big Grin
০৯ মে ২০১৬ দুপুর ১২:২৩
305826
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আমাকে যদি ২০ ঘণ্টাই অনলাইনে দেখে থাকেন, তাহলে সে ২০ ঘণ্টা আপনিও অনলাইনে থাকেন! ঐ তো, আপনার গল্প গুজব করি আরকি।
আমার এই আয়োজনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আপনি হেল্প করেছিলেন। ধন্যবাদ।
শুভেচ্ছা দিতে টাকা লাগেনা। তবুও তা দিতে কারা কার্প্যনতা করে আমরা জানি!!!!
১১ মে ২০১৬ সকাল ১১:২৭
306014
বিবর্ন সন্ধা লিখেছেন : কি বলেন, আমি তো ৪৮ ঘন্টা ই বল্গে থাকি,
দেখেন নি বুঝি??
দেখবেন কি করে, আপনি তো কেক বানাতে বেস্ত।

শুভেচ্চা দিতে টাকা লাগে না বুঝি??!!
হাতে মোবাইল থাকতে হয়, MB কিনতে হয়,
এগুলো কি হাওইত্তে আইয়ে নাকি

কেউ যত ই অন্যায় ভাবে আমাকে কিপটুস বলোক
আমার গায়ে মাখতে বয়ে ই গেল
২৪
368919
১৩ মে ২০১৬ সকাল ০৯:১৫
টাংসু ফকীর লিখেছেন : আমার কাছে একটি মেয়ে আছে সে খুবই ভাল। তবে তার তিন বার বিয়ে হয়েছিল। আপনি যদি তাকে বিবাহ করেন তবে খুবই ভাল হয়।
২৮ জুন ২০১৬ রাত ১০:১৭
309986
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমন মেয়ে বিয়ে করলে অনেক রহম করা হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File