বউয়ের সাথে যেতে যেতে, বাদাম খেতে খেতে, নেইরে আমি আর আমাতে
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৪ এপ্রিল, ২০১৬, ০৮:৪২:৫৪ রাত
লোকে কি ভাববে, এই ভেবে আমার মত করে চলা যায় কিরে।
লোকের ভাবনার 'খেতা পুড়ি', চলব আমি আমারই মত, কার শ্বশুরের কি!
আমি হাঁটি লম্বা কদমে, বউ টুক টুক করে। তা দেখে দুষ্ট লোকে হেঁসে ফেটে পড়ে!
ডেকে কাছে কানে-মুখে বলে চুপে, "দূর ভাই, এটা হয়না, আপনার সঙ্গে ভাবিকে যায়না। আপনি লম্বা-সুঠাম-সুদর্শন, ভাবি টেমার লাহান"।
মন যায় খারাপ হয়ে। করেছি এ কোন মেয়েকে বিয়ে! ,
নাহ! আর নয় বউ নিয়ে ঘোরাঘুরি। মান ইজ্জত রক্ষা করি।
পরক্ষণেই—
বউটা আমার। ভাবনাটাও। কার সাথে মানাবে, কার সাথে মানাবেনা, তা লোকে বলার কে।
বউ্তো নয় যেমন তেমন, একখানা মানিক রতন। যে যা চিনে, সেই তা কিনে। আমি তাকে চিনেছি, বুঝেছি ও মুগ্ধ হয়েছি তাতে। সে দেখতে কালো ও খাটো। এসব তার সৃষ্ট নয়। সে পারেনা এতে পরিবর্তন আনতে। যা পারে তা করেছে। অসাধারণ সব গুণে গুণান্বিত করে অনন্য উচ্চতায় নিয়ে গেছে নিজেকে।আমার কাছে এসব যথেষ্ঠ, খুব যথেষ্ঠ।
দুই টাকার বাদাম কিনে হাতের মুঠোয় হাত চেপে ধীরলয়ে কদম ফেলে আমরা দু'জন টোনাটুনি যাই হারিয়ে দু'জনাতে।
'এ পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো বউ বলতো '......
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাদাম ভাজা ঝাল মুড়ি
যা পারেন নিয়ে আসেন।
বানানের তো গুষ্ঠি উদ্ধার করেছেন। আবার এডিট।
বাহ, বউ নিয়ে যাই খাই, তাই মিডা লাগে।
বিয়ে সবার জন্য নয়। সাদা মনের মানুষদের সাথে শাইন করেন। শুভকামনা রইল।
মূল্যায়ন শুনে আল্লাহর দরবারে শুকরিয়া।
হ্যাঁ, কথা ওইটাই। বউটা আমারই।
বিয়ে বিয়ে নিয়ামাত, বিয়ের পর কিয়ামত। আপনারা বলেন, কিন্তু ছেলেগুলো আবিয়াতি থাকুক, এটাও চাননা!!!!!
বিবাহিত মেয়েরা সবসময়ই অবিবাহিতাদের বলে, বইনরে, বিয়ের মজা আমি বুঝেছি। সিঙ্গেল আছিস, ভালো আছিস, বিয়ে করতে যাসনে। কিন্তু তারাই আবার ননদীকে যত দ্রুত সম্ভব উঠে পড়ে লাগে।
মুরুব্বিদের এমন ডাবল স্ট্যান্ডার্ড মানিনা, মানবনা।
এইসব আমার মাঝে
একটাও নাই।
লোকে সুন্দর বলে, আরও বলে লম্বা, আমার কি দোষ!
ও, পাবলিক আমার বউকে তুচ্ছ জ্ঞ্যান করবে, আবার সেই পাবলিকের অপর একটা অংশকে আমি জানাবো না! জাতী বিস্মিত!
বউ যতটা ভাগ্যবতী, তার চেয়ে হাজারগুণ বেশি ভাগ্যবান আমি। এমন বউ কজনার ভাগ্যে জুটে।
আমার বউ আমার কইলজা, গুদ্দা, হরান, হেস্বা, সীনা। তারে কোন বাজে কথা বরদাশ্ত করা হবেনা।
মায়ের দুধ খাওয়ার একটা একটা বয়স থাকে, কিন্তু ফিডার খাওয়ার কোন বয়স নাই!!!! আমার যখন মনে চায় তখনই ফিডার খামু!
০ গ্লাস না ব্যবহার করে ফিডার নেওয়া পোলাপানদের জন্য সেফার
এই যে বলছেন না বিয়ে করলে পস্তায়। কথাটা আপনার বিবিকে না শুনিয়ে ছাড়ছিনা।
বউকে নিয়ে দুইচারটা সুখ দুখের কথা কওয়া যদি পাগলামি হয়, তবে সে পাগলামোতেই আমার স্বার্থকতা।
টাকা চাকুরী বাড়ি গাড়ি সবইতো বিবির জন্য, কিন্তু সে চাকুরী খুজতে গিয়ে বিবিকে ভুলে যাওয়া কতটা উচিৎ!!!!
স্যোশাল মিডিয়ার কল্যাণে ঘটকরা এখন সুবিধা করতে পারেনা। আনু ঘটকের পাত্তাও কোথাও পাবেন না বলেই মনে হয়।
দেখেন শিগগিরই ব্যবস্থা নেন।
চমৎকার ভাবনাগুলোর সত্বর বাস্তবায়ন হোক এই দোয়া রইলো। ভাইজানের জন্য।
আপা মাঝে মাঝে কই ডুব মারেন!
আমার ভাবতে ভালো লাগে. জানি আমার ভাবনা অনুযায়ী বাস্তব হয়তো ততটা সহায় হবেনা, কেননা বাস্তবতাকে মাথায় রেখেই সুন্দর ভাবনাগুলো ভেবে যাই. আমি আশাবাদী. আল্লাহর উপর ভরসা করি. তিনি নিশ্চয় আমাকে নিরাশ করবেন না. আর আমিতো এমন কিছু ভাবছিনা, যা সীমাকে অতিক্রম করতে পারে.
এই যা, কিসব বলে যাচ্ছি! আপার সামনে কেউ কেউ এত এত কথা বলে!
আমি বউকে গার্ল ফ্রেন্ড বানিয়ে নিয়েছি।
মন্তব্য করতে লগইন করুন