Big Hugব্লগে দেখি পোস্টের বন্যা বইতে শুরু করেছেBig Hug

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৯ এপ্রিল, ২০১৬, ০৮:৩০:৪১ রাত

ব্লগে সুদিন বুঝি ফিরেছে

খুশিতে মন নাচছেরে

এক দিনেই এখন পর্যন্ত ২৯ টা পোস্ট।

এই সময়ে সত্যিই তা অভাবনীয়!

পুরনো অনেককেই দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ্।

আপনারা কে কোথায় আছেন?

আসেন, গোল হয়ে বসেন সবে

একটু সুখ দুঃখের কথা কই।

ইদানিং বেশ কিছু নতুন মুখ দেখতেছি।

প্রবাদে কয়, প্রত্যেক নতুন জিনিসে স্বাদ বেশি।

নতুন অতিথিরা ব্লগে নতুন স্বাদ নিয়ে আসবে, এমন আশা করতেই পারি।

আর পুরোনোরা? ওরে বাপরে। তারা আসলে নাকি প্লেটের ভাত ফুলে যায়! পুরোনো মিয়া আর আপারা, আপনারা আইসা পরেন। নতুন পুরনো আর আমরা মাইঝ্যারা মিলে ব্লগ জগতটাকে এইবার কাপামোই!

আমার লগে কে কে আছেন, হাত তুলেন।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366314
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হ, আমনে কী জন্যে নাচেন জানি! মনে রং নাকি ভাই?
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৯
303865
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিতাও।
ব্লগে রং লাগছে, আর সে রঙ্গে আমিও রঙ্গিন হচ্ছিও
366319
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:০১
বাকপ্রবাস লিখেছেন : খাওন কই, মিষ্টি না দিলে আইসা ফায়দা নাই
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৩
303866
গাজী সালাউদ্দিন লিখেছেন : ডায়াবেটিস যে হারে পোলা বুড়াদের ভোগায়তেছে, মিষ্টির আয়োজন করে টাকা নষ্ট করা উচিৎ মনে করলাম না।
366322
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:২২
দ্য স্লেভ লিখেছেন : খাওয়া দাওয়া ছাড়া জমেনা
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২৪
303895
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে দায়িত্ব আফরার। আমি এর দায়ভার নিতে রাজি নই
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:৩০
303901
আফরা লিখেছেন : উনার পেট বঙ্গোপসাগরের পানি ছাড়া ভরবে না উনাকে সেখানে নিয়ে ডুবান ।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৫৯
303927
দ্য স্লেভ লিখেছেন : আহ লবন পানি...সাথে একটু তেতুল Happy
366324
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই উপলক্ষে বিরিয়ানি খাওয়ান!
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২৬
303896
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে গরম পড়তেছে, আইসিডিডিআরবি ধকল সামলাতে হিমশিম খাইতেছে। বিরিয়ানি খেয়ে বদ হজম হয়ে আর সর্বনাশ করার কি দরকার।
366333
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৪৪
আবু জান্নাত লিখেছেন : মেয়ে (হবু বর) মিলেছে মনে হয়! না হলে এতো খুশি কেন? খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে তো! Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২৯
303897
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ্ ডান হাত দেয়নাই? বাম হাত দিয়ে নাদানের মত গিলার কি দরকার!
প্রেমে পড়েছি আমি
প্রেমে পড়েছি....
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৪
303969
আবু জান্নাত লিখেছেন : কম্পিউটর স্ক্রীন তো, তাই উল্টো দেখাচ্ছে, Crying Crying Crying Crying Crying বিশ্বাস নাহলে গ্লাসের সামনে গিয়ে পরিক্ষা করে দেখুন।
366356
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৩
আফরা লিখেছেন : এত নাচা নাচি করিয়েন না হাত , পা লুলা হইলে বিয়ে হবে না এমনিতে তো কানা ।

ধন্যবাদ কানা সাকা ভাইয়া ।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৫
303946
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে লুলা হওয়ার আগেই কাম সেরে ফেলতে হবে।
বিয়ের পর আতুঁড় পড়ে থাকতে থাকলেও বলতে পারব, বিয়েটা আমি করেই ফেলেছি, ওগো তোমরা শুনছ।
আপনাকেও ধন্যবাদ
366368
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:১১
সন্ধাতারা লিখেছেন : Salam. This credit should go to you. Little brother.
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৮
303947
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা
নাগো, আমি আর কি করলাম। মডারেটররা মনে হয় বেশ কিছু কাজ করেছে,এই জন্যই
366377
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:২৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : ।


থাকবো না আর দূরে দূরে
টুডে ভুবন ছেড়ে
গাজী ভাইয়ে ডাক দিয়েছে
আসুন সবাই তেড়ে।

হতাশ হবার কিছু ই নেই
আসবে খানাদানা
কি কি লাগবে বলেন শুধু
আসছে নিয়ে আফরানা।

স্নেহ-প্রীতি ভালোবাসায়
মায়ার বাঁধনে
ক্লান্তি শ্রান্তি দুর হয়ে যাক
এই শুভদিনে।
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪০
303949
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিদের ব্যাপার স্যাপার খুবই বিস্ময়কর। হুটহাট কবিতা লিখে ফেলে!
366382
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:৩৭
শেখের পোলা লিখেছেন : দু হাতই তুলে ধরলাম৷ বলেন তো দু পাও তুলতে পারি৷
২০ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৯
303948
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় হায় দুপা তুলে শূণ্যে ভাসবে নাকি!!!!!
১০
366395
২০ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৯
হতভাগা লিখেছেন : এক . আফরা , দুই. গাজী সালাউদ্দিন তিন . জিবরাইলের ডানা আর চার. ইগলের চোখ ----- এই চারজন থাকতে ব্লগে পোস্টের কমতি হবে বলে মনে হয় না ।

বেশী পোস্ট আসলে ভয় লাগে যে আবার সামুর মত মন্ত্ব্যহীন চলে যায় কি না ?

মাশা আল্লাহ বিডিতে এখনও সেরকম লক্ষণ দেখা যায় নি ।

তবে দুষ্টু পোলা , সন্ধ্যাতারাদের মত কুইক/রেডি কমেন্টকারী থাকলে পোস্টদাতার মাথানষ্ট হতে বেশী সময় লাগবে না ।
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২০
304015
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়াটা বলে কি!
খুব বেশি পোস্ট আসলেই ঝামেলা। অধিকাংশই পড়া হয়না। কেবলই পরিচিত মুখগুলোর পোস্ট পরা হয়।

দুষ্ট পোলার কথা মানলাম কিন্তু বানু আপাও রেডি কমেন্ট করে?

আর আপনি যে স্বামী-স্ত্রীর সঙ্গম রিলেটেড ওই কমন শব্দটা সারাবছরই বিবাহ নারী সংক্রান্ত পোস্টে চালিয়ে দেন!!!!

সন্ধাতারা রেডি কমেন্ট করেনা, তবে উনার কমেন্টের আগে পরে কয়েকটা কথা থাকে, যা উনি সবার কমেন্টেই করে থাকেন, হয়ত সবার কাছেই একরকম থাকতে চান বলে।

২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫২
304019
হতভাগা লিখেছেন : ঐ কমেন্ট টা করলে ধান্ধাবাজেরা একটুর জন্য হলেও দমে থাকে ।

আর আপনার আপুজির কমেন্টগুলো এখন কুইক কমেন্টের মতই হয়ে গেছে ।

সবার কাছে একরকম তো দুষ্টু পোলাও থাকে । ভাল পোস্ট , মাথানষ্ট পোস্ট - সবই তার ভাল লাগে ।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৭
304039
আফরা লিখেছেন : @ হতভাগা ভাইয়া আমি কি অনেক বেশি পোষ্ট দেই ?
২১ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৭
304123
হতভাগা লিখেছেন : @ আফরা আপনি বেশী পোস্টাদাতাদের মধ্যে একজন । বেশী পোস্ট দেওয়া খারাপ না ।
২১ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৭
304124
হতভাগা লিখেছেন : @ আফরা আপনি বেশী পোস্টাদাতাদের মধ্যে একজন । বেশী পোস্ট দেওয়া খারাপ না ।
১১
366550
২১ এপ্রিল ২০১৬ রাত ১২:৫২
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হাত উডাইতাম কেরে
আন্নে ফুলিশ নি কোনো Tongue Rolling on the Floor Crying
২১ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২১
304116
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
এই পুলিশী দেশে সবাই যখন তখন পুলিশ। দেখেননা কিভাবে ভূয়া পুলিশ ধরা পড়তেছে
২১ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২৪
304117
বিবর্ন সন্ধা লিখেছেন : নাহ,
দেহিনা,
আমার চুক্ষে পট্টি বাইন্দা থুইছিTongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File