প্রিয় ব্লগার বন্ধু 'আব্দুল গাফফার' ভালো নেই, সকলের দোয়া চাই
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৬ এপ্রিল, ২০১৬, ০৮:৪৭:১১ রাত
'আসসালামু আলাইকুম। প্রায় ২ সপ্তাহ ধরে মানুসিক এবং শারীরিক সমস্যায় ভোগার এক পর্যায়ে আল কাসিম ন্যাশনাল হাসপাতালে ভর্তি হই। সব চেকআপ শেষ করে এখন বিশ্রামে আছি। আপনাদের সবাইকে অনেক মিস করি। দোয়ার দরখাস্ত রইল।'
এই হল উনার সর্বশেষ স্ট্যাটাস। প্রিয় বন্ধু, ব্লগে সুপরিচিত, নিয়মিত ভাইটিকে বহুদিন ব্লগে দেখা যাচ্ছেনা। আগের মত নেই সুন্দর, চমৎকার মন্তব্যের পশরা সাজিয়ে ব্লগ জুড়ে পদচারনা। কিন্তু কেন?
যাদের সাথে আমার সম্পর্ক ব্লগ ছাড়িয়ে দূর বহুদূর, তাদের মধ্যে ব্লগার আব্দুল গাফফার একজন। আমি খুবই কৃতজ্ঞ যে, তিনি আমাকে অত্যাধিক ভালবাসেন। সময় সুযোগ পেলেই ফোনে লম্বা সময় ধরে কথা বলেন, শেয়ার করেন ভিতরের যত সুখ দুঃখের কথা। আর সাথে প্রাণ খোলা হাসিতো আমাদের ফোনালাপকে করে তুলে আরও প্রাণবন্ত।
উনার সাথে ব্লগেই পরিচয়, আর তাতেই এত দূর। প্রিয় মানুষের ব্যথা আমাকে ব্যথিত করবেনা, এ হয়না। সেদিন আমিও প্রচণ্ড শক খেয়েছি, ঘুমটাই হারাম হয়ে গেছে, যখন শুনি বন্ধুটি ভালো নেই।
এমন সমস্যার কথাই জানালেন, নির্বাক শুনেছি কেবল, হয়েছি বিস্ময়ে হতবাক। এহেন দুর্দিনে বন্ধুটির মনের অবস্থা কতটা শোচনীয়, ভাবতেই বুকে ব্যথা অনুভূত হয়েছে।
কিভাবে মানুষটি এত শক্ত হয়ে থাকতে পারে! তার জায়গায় আমি হলে কূল কিনারা হারিয়ে অথৈ সাগরে হাবুডুবু খেতাম। যার বুকে কষ্টের পাহাড় জমা, তার মুখে স্বভাবসুলভ মিষ্টি হাসি, সত্যিই অবাক করার মত ব্যাপার।
গাফফার ভাইয়ের কষ্টটা এতোই তীব্র যে, পারিনি সান্ত্বনা দিয়ে বন্ধু হয়ে সঙ্গে চলতে। পারিনি দিতে যথোচিত কোন সমাধান।
গাফফার ভাইয়ের সমস্যা শারীরিকের চাইতে বেশি মানুসিক। মানুসিক যন্ত্রণার প্রতি মুহুর্তের দহনটাই শরীরটাকে দুর্বল করে দিয়েছে।
ভাবতেই কষ্ট লাগে, ভাইটি অসহ্য যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছেন, অথচ একান্ত নিকটাত্মীয়দের পাশে পাচ্ছেন না। যদিও উনার সহকর্মীরা সাধ্যমত চেষ্টা করছেন সারিয়ে তুলতে। তবুও এইরকম দুঃসময়ে প্রিয় মানুষদের সান্নিধ্য কে না পেতে চায়।
কষ্টটা বুঝার জন্য উনার লেখা কয়েকটি লাইন:
দুঃখ শেয়ার করলে কমে
কিন্তু কিছু দুঃখ থাকে, যা কখনো শেয়ার করা যায়না।
চাদঁ যেমন তারা ছাড়া একলা একা
আমার জীবন তেমনি এখন, জ্বলে পুড়ে বিষণ্ণ এ মন
নিয়ে বেচেঁ আছি।
আজ থেকে আমার পৃথিবী শূণ্য
ভালবাসার কাঙ্গাল হয়ে নেই কারও জন্য।
ভালবাসি বলে কষ্ট দাও
কষ্ট দিয়ে কি সুখ পাও
আমি কি পুতুল
আমায় নিয়ে খেল
খেলা শেষে আমাকে তাই
ছুড়ে তুমি ফেল।
.... একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পাহাড়সম স্বপ্নকে নিমেষেই জ্বালিয়ে দিতে পারে..
ভাইটি খুবই কষ্টে আছেন। উনার জন্য দিল খুলে দোয়া করতে সবার প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।
যেতে চাইলে কাউকে ধরে রাখা যায়না
মন ছুটলে তাকে আর বেধেঁ রাখা যায়না.....
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সম্ভব হলে উনার সাথে কথা বলে সান্ত্বনা দেওয়ার অনুরোধ রইল।
ঠিক কিছু
ঘটনা থাকে যা কখনো ই কাউকে বলা যায় না,,,
কিছু মানুষ থাকে, যাদের সারাটা জীবন কষ্টে ভরা থাকে,
আবার কেউ কেউ আছে, তারা যত খারাপ ই হোক না কেন, সুখ যেন তাদের পিছু ছাড়ে না,,
কেনো এমন হয়, মহান আল্লাহ ই ভালো জানেন,
ঐযে কথায় আছে না,
আল্লাহর মাইর, আক্কেলের বাইর,।
মহান আল্লাহ
সকলের সকল সমস্যা দূর করে দিন,
আমিন
যথার্থই বলেছেন, কারও জীবন কখনোই সুখের মুখ দেখেনা। তবে এটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তা মেনে নিয়ে তার উপর সুখ খুজেঁ নিলে, সব সময় অসুখীও মনে হবেনা
আমিন। ছুম্মা আমিন
আমি কিন্তু আপনার জন্য খুব করে দোয়া করেছি। একটা বিশেষ কারণে প্রকাশ করিনি। তবে নিশ্চয়ই শুনেছেন।
আমি কিন্তু আপনার জন্য খুব করে দোয়া করেছি। একটা বিশেষ কারণে প্রকাশ করিনি। তবে আল্লাহ্ নিশ্চয়ই শুনেছেন।
আপনার মাধ্যমে তাঁর জন্য সালাম
দোয়া করি
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনার সালাম নিশ্চয়ই পাঠিয়ে দেব।
আপনাকেও অনেক ধন্যবাদ।
জাযাকাল্লাহু খাইর
উনার জন্য আপনার প্রাণখোলা দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দানে ধন্য করুন।
হ্যাঁ, রোগের সময় এটা খুব জরুরী। স্মরণ করিয়ে দেওয়ার জন্য শুকরিয়া।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আমিন আমিন
আলহাদুল্লিলাহ ! আল্লহ আপনাকে সুস্থ্য করেছেন ।
জাজাকাল্লাহু খাইর শ্রদ্ধেয় প্রিয় শাহাদাত ভাইয়া
যাই হোক , আল্লাহ উনাকে এই কঠিন পরিস্থিতি থেকে সুন্দরভাবে কামিয়াব করে আনুন - আমিন।
এহেন দুঃসময়ে এইরকম প্রশ্ন করেনা!
আপনার আন্তরিক দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন ছুম্মা আমিন
গাফফার ভাইয়ের জন্য আপনার দোয়া আল্লাহ কবুল করুন।
কাছে এসে দাঁড়ায়
দুঃখে দিনে পাশে থেকে
সুখের দিন বাড়ায়
সত্যি কারের বন্ধু নয়
কাছে থেকেও পর
এমন বন্ধু থেকে সবাই
জীবন রক্ষা কর ।
সত্যিই আমি আবেগে আপ্লুত নিজেকে ধন্য মনে করছি । আমার মত আনাড়ি একজনকে বন্ধু ভেবে দোয়া চেয়ে পোস্ট করেছেন । আল্লাহ আপনাকে সহ সব্বাইকে উত্তম জাজা দান করুন আমীন ।
নিজেকে এত হীন মনে করতে নেই গাফফার সাহেব!
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদানে ধন্য করুন এবং এহেন কঠিন মুহুর্তে সবর করার তাওফীক দিন।
আমিন
আল্লাহ উনাকে সর্ব সমস্যার উত্তম সমাধান দান করুন, শিফা দান করুন।
বহুদিন পর, ভাবলাম আর আসবেন না বুঝি!
উনার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন
আল্লাহ আব্দুল গাফ্ফার ভাইকে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফীক দান করুন। আমিন।
আমীন। হায়াতে তাইয়্যিবাহ দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন