পুরুষরা মেয়েদের খেলার সামগ্রী, আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১০ এপ্রিল, ২০১৬, ০৯:৫৫:০৭ রাত

নারীর প্রসাধনীর প্রয়োজন আছে ঠিক, কিন্তু প্রসাধনীর পেছনে যে সময় ও অর্থ ব্যয় করে, তা বাচাঁনো গেলে পৃথিবীর অর্ধেক সমস্যা সমাধান হয়ে যেত।

মেয়েরা লেখাপড়া শিখে যত উঁচুতে উঠে, প্রেমের চেয়ে অলংকা, উপহার, টাকা পয়সাই বেশি চিনে।

সুন্দরী স্ত্রী এবং পেছনের দরজা, যেকোন মুহুর্তে একজন ধনী লোককে ভিখারী করে দিতে পারে।

রমণী অনর্থক হাসে, তাহা দেখিয়া অনেক পুরুষ অনর্থক কান্না করে, অনেক পুরুষ ছন্দ মিলাইতে বসে, অনেক পুরুষ গলায় দড়ি দিয়া মরে।

মেয়ে মানুষের কান্নার পেছনে সবসময় কারণ থাকেনা।

ছলনা ও অভিনয়ে মেয়েদের সাথে পুরুষ কখনোই পেরে ওঠেনা।

মেয়েদের সম্মান মেয়েদের কাছেই সবচাইতে কম।

নারীকে ভালবেসে জীবন তার জন্য দেওয়া যেমন সহজ, ঠিক ততটাই কঠিন তার সাথে ঘর করা।

দুনিয়ার সবচেয়ে হেয়ালি জিনিস নারীর মন।

দস্যুরা অর্থ অথবা জীবন, যেকোন একটা দাবি করে। আর মেয়েদের প্রয়োজন দুটোই।

মেয়ে মানুষ যদি ভক্তিতে গড়াগড়ি দেয়, তবুও কোনমতে বিশ্বাস করা যাবেনা।

মেয়ে মানুষের মন কচু পাতার উপর জল বিন্দুর মত ক্ষণস্থায়ী।

ভিক্টর হুগো, বালজাক, আবু জাফর, টিএলপিক, রবী ঠাকুর, হোমার, বালজাক, রবী ঠাকুর, বায়রন, কাজী নজরুল, বাটলার, রামকৃষ্ণ পরমহংস, আবু জাফর। ত্যানারা আমার মনের কথাগুলোই বলেছেন। ভাল্লাগছে।

বিষয়: বিবিধ

১৮৮৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365273
১০ এপ্রিল ২০১৬ রাত ১০:০৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ভাইরে বিয়া করার ইচ্ছা কি নাই নাকি ? কি হইল ?
১০ এপ্রিল ২০১৬ রাত ১০:০৯
303058
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
ভাইরে, এত কিছুর পরে কি আর ইচ্ছা থাকে! আহ!
যাক গে, আপনি আমার পাড়ায় নতুন অতিথি। শুভেচ্ছা নেবেন।
365280
১০ এপ্রিল ২০১৬ রাত ১১:১৭
আবু জান্নাত লিখেছেন : হে! হে!! হে!!!
আফরা ও বিবর্ণ সন্ধা হাতুড়ি নিয়ে আসছে কিন্তু। পিঠে ছালা বাঁধেন কইলাম।

ভিক্টর হুগো, বালজাক, আবু জাফর, টিএলপিক, রবী ঠাকুর, হোমার, বালজাক, রবী ঠাকুর, বায়রন, কাজী নজরুল, বাটলার, রামকৃষ্ণ পরমহংস, আবু জাফর।


যাদের নাম লিখছেন: তারাতো মরে বেচে গেছেন। বর্তমানের মেয়েরা তাদের পেলে চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে ছাড়তো।

আল্লামা আহমদ শফি সাহেব একটি সত্য কথা যা বৈজ্ঞানিক ভাবে প্রমাণীত, তা বলেও যেভাবে নাস্তিকরা দেশের মেয়েদের ক্ষেপিয়েছেন, ছোট কেউ বললে হয়তো মেরেই ফেলতো।

ইনু কুকুর তো যে হারে জাগায় জাগায় জিকিরে লেগেছিলেন। মন্ত্রী হওয়ায় হয়তো বেচে গেছেন।

১০ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৩
303067
গাজী সালাউদ্দিন লিখেছেন : হেরা আর আসবেনা। বিষ উঠেছে!
ওইসব মোমের হাতের মাইর খাওয়ার জন্য পিঠে তুলা বাঁধতেছি। কিল দিবে আমারে, আর ব্যথা পাবে নিজেরাই। কি ঠিক করছিনা?
কিন্তু তাদের না পেলেও তাদের অভিজ্ঞতা লব্দ অপ্রিয় সত্য কথাগুলো জেনে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করছি।
মেয়েদের ক্ষ্যাপানো লাগে না। তেলের কড়াইয়ের সামনে থাকতে থাকতে স্বভাব গরম কড়াইয়ের মত হয়ে গেছে। কিছুই বললেই কেবল ছ্যাত করে ওঠে।

ঐ যে বোলছি, মেয়েরা টাকা এবোং লাইফ...
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩২
303114
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি

কথায় আছে না,
আংগুর না খাইতে পারলে ই টক Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
303120
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সত্যি বলেছেন, বেচারা আসলে মেয়ে টোকাইতে টোকাইতে থুক্কু খুজতে খজুতে শেষ। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
365286
১১ এপ্রিল ২০১৬ রাত ১২:২৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : নিজেকে মানুষ থেকে বেশি পুরুষমানুষ বা মানুষ থেকে বেশি মেয়েমানুষ ভাবা আমার কাছে একধরনের মানুষিক রোগ মনে হয়। আপনি যাদের কথা বলেছেন এরা কিন্তু মেয়ে মানুষ নিয়ে একটু বেশি মাতামাতি করত তাই ইট মেরে পাটকেল খেয়েছে আর সেই দুখেই নিজেদের মনের সব রাগ ঝেড়েছে নারীদের উপর। মেয়েরা এই মেয়েরা সেই আরে বেটা তুই কেমন ছিলি? একজন নারী শুধু তার নিজেকেই প্রতিনিধিত্ব করে, গোটা নারীজাতির না। এটা পুরুষের বেলাতেও সত্য। আমাদের সমাজে এমনিতেই নারী পুরুষের মাঝে দুরত্ব, হিংসা, বিদ্বেস ইত্যাদি বাড়ছে তেমন সময়ে আপনাদের উচিত দায়িত্বশীল হওয়া তাই এমন ফালতু জিনিস লেখা মোটেও সঠিক হয়নি। আপনার এই পুরুষ হবার পেছনেও আপনার মা দাদী বোন সহ অনেক নারীর অবদান আছে । এসব লেখা সেকুলারদের মানায়, আপনাকে না।
১১ এপ্রিল ২০১৬ রাত ০১:১৯
303075
গাজী সালাউদ্দিন লিখেছেন : কথায় কথায় 'তোর ঘরে মা বোন নেই' 'পুরুষ হবার পেছনে....মা বোনের অবদান আছে' এই টাইপের কমন কিছু ডায়ালগ আপনার মত বাস্তববাদী বুদ্ধিমান ব্লগারেরও আমার দিকে কঠাক্ষভরে ছুড়ে দেওয়া মানায়না।
এই কথাগুলো বলায় সবাই সেকুলার! আমাদের নবী নারীর দুটি চিরন্তন দোষের কথা বলেছেন, তাতে কি নারীদের গায়ের চামড়া খসে পড়েছে? বরং শোধরে নেওয়ার জন্যই বলেছেন।
যদিও আমার লেখার উদ্দেশ্য সেরকম কিছু ছিলনা।
আপনি আমার লেখায় একটা বিষয় দেখান, যা মেয়েদের দ্বারা কম বেশি হয়না? আপনি বলেছেন, মেয়েটি নিজের প্রতিনিধিত্ব করে, সমাজের না। কিন্তু ব্যক্তি দোষেও যে সবাই দোষী হয়, সে কথা ভুলে গেলে চলবে কেন!
আমি যখন লেখাগুলো পড়ি, তখন থেকেই ভাবি, ইসলাম নারীকে অবমাননা করেছে বলে বলে মানুষ মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, অথচ বিশ্ব বিখ্যাত কবি সাহিত্যিক রা কতইনা জঘন্যভাবে নারীকে অবমাননা করেছে। সেই ভাবনা থেকেই লেখাটি পোস্ট করা। লেখাটির ঢং ভালো করে খেয়াল করলে এত চটে যেতেন না। মাঝে মাঝে কারও কারও কমেন্ট খুবই অচেনা লাগে। এক দুইটি লেখাই যেন সিদ্ধান্ত দিয়ে দিতে পারে, আমি ব্যক্তিটা কেমন।
১২ এপ্রিল ২০১৬ রাত ১০:২৮
303252
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি দাবি করছেন,''কিন্তু ব্যক্তি দোষেও যে সবাই দোষী হয়, সে কথা ভুলে গেলে চলবে কেন!''
তাহলে যেহেতু পুরুষেরা ধর্ষণ করে ''তাই আপনিও একজন ধর্ষক'' ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেলনা?
আপনার পরবর্তী উক্তি হল:
আমি যখন লেখাগুলো পড়ি, তখন থেকেই ভাবি, ইসলাম নারীকে অবমাননা করেছে বলে বলে মানুষ মুখ দিয়ে ফেনা তুলে ফেলে, অথচ বিশ্ব বিখ্যাত কবি সাহিত্যিক রা কতইনা জঘন্যভাবে নারীকে অবমাননা করেছে।

প্রগতিশীল নারীরা এসব বলে মুখে ফেনা তুলে ফেলতেই পারে তার দায় মুমিন নারীরা কেন নিবে? এটা হাস্যকর। আপনি অপমানিত হবেন প্রগতিশীল নারীদের হাতে কিন্তু ঝাল মেটাবেন মুমিন নারীদের উপর- এটা কোন যুক্তির কথা না। রাসূল সল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বলছিলেন: হে নারীরা তোমরা অধিক পরিমাণে সদকা কর, দান কর কেননা আমি দেখেছি অধিকাংশ জাহান্নামী হবে নারী_ তখন তিনি খুব ইমোশোনাল ছিলেন, ব্যথিত কন্ঠে কথা বলছিলেন। তার উদ্দেশ্য ছিল নারীদের সতর্ক করা, কল্যাণের চিন্তা থেকে তিনি তা বলেছিলেন তিনি মোটেও নারীদের অপমান-অপদস্ত করার মানষে এটা বলেননি। তিনি নারীদের মাত্র দুটি দোষের কথা বলেছেন কিন্তু পুরুষদের কত দোষের কথা বলেছেন?? দুটির অধিক। এর কারণও ছিল পুরুষদের কল্যাণ তাদের সচেতন করা, অপমান করা নয়। মানুষ মাত্রই দোষ ত্রুটি থাকবেই সেটা সমাধানের জন্যই ইসলাম। ইসলাম একপেশে না। জাঝাক আল্লাহ
365288
১১ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৬
হাফেজ আহমেদ লিখেছেন : দস্যুরা অর্থ অথবা জীবন, যেকোন একটা দাবি করে। আর মেয়েদের প্রয়োজন দুটোই।

100% right
১১ এপ্রিল ২০১৬ রাত ০১:২৩
303076
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যের জন্য।
365291
১১ এপ্রিল ২০১৬ রাত ০২:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, প্লিজ আগে বিয়াটা কইরা লন, তারপর না হয় নারী বিরোধী আন্দোলনে যাইয়েন। এই লিখা কোন মেয়ের অভিভাবকে দেখলেতো আপনাকে ভুলেও মেয়ে দিবেনা!!!
365302
১১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৮
হতভাগা লিখেছেন : শৈবাল দিঘীরে বলে করে উচ্চ শির
লিখে রাখ এক ফোঁটা দিলেম শিশির


পুরুষদের ভালবাসা যদি সাগরের মত বিশাল হয় সেখানে নারীরটা হল একটা ছোট ডোবার /রাস্তার খানাখন্দের মত ।

যুগে যুগে ভালোবাসার যত বড় বড় নিদর্শন এসেছে সব পুরুষদেরই কাছ থেকে ।

পুরুষেরা ভালবাসে অনেক বেশী তাই সেক্রিফাইসও করে বেশী , ফলে কষ্টও বেশী পায় । নারীদের সে সমস্যা নেই কারণ কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকলে তার মামলা ঠুকে দেবার চান্স আছে ।

একজন পুরুষ তার প্রেমিকা / স্ত্রীকে যতটা স্মরণ করে তার ১০ ভাগের এক ভাগও যদি তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতো তাহলে সে বড় ওলি আউলিয়া হয়ে যেত।

By the way , আপনার পোস্টে নারীর প্রতি উষ্মা প্রকাশ পাচ্ছে । আপনি কি নারী বিদ্বেষী ? এখনও বিয়ে না করেই এই অবস্থা !! পস্তাতে চাইলে না হয় লাড্ডু খেয়েই পস্তান।
365325
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫০
আফরা লিখেছেন : কথা গুলো আপনার নয় অন্যদের তবে আপনার মনের কথা ।তাতে আমার কোন সমস্যা নেই ।তাই এই পোষ্টের ব্যাপারে আমার কোন কমেন্ট নেই ।তবে কিছু কথা বলে যাই ---------আপনাকে আমি খুব ভাল জানি দুষ্টামী করলে আপনাদের আমি সন্মান করি ।

আপনি বলতে মানা করেছেন তাই উচ্চারন করলাম না আশা করি আপনি বুঝবেন --- কাজ যাই করেন আশা করি নিজের ব্যক্তিত্ব ঠিক রাখবেন । ধন্যবাদ
365344
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৭
365364
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
মু নূরনবী লিখেছেন : আমি এমনিতে ভাই বিপদে আছি! Worried
১০
365368
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৩
বিবর্ন সন্ধা লিখেছেন : Good Luckআসসালামু আলাইকুম

ইয়া আল্লাহ
রহম করো Love Struck

এইখানে এত্ত কিছু লিখা আর আমার চক্ষেই পড়ে নাই, ;Winking
যাই হোক তেমন কিছুই বলবো না, শুধু এতটুকু ই বলবো, Thinking

হে নারী,
তোমার কোন দোষ নাই,
যে তোমাকে যেমন ভাবে দেখে,
সে তোমাকে নিয়ে তেমন করেই গদ্য পদ্য লিখে, Tongue Tongue
এতে লেখকের মানষীকতার পরিচয় ফুটে উঠে Rolling on the Floor Big Grin Cool
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
303121
আবু জান্নাত লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
১১
365403
১১ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : গাজী ভাই, দি্লীর লাড্ডু আখে খাবার ব্যবস্থা করেন৷ হয়ত পস্তানো নাও লাগতে পারে৷ উক্তি গুলো পুরুষদের, মেয়েদেরও এমন যুক্তি থাকতে পারে৷ ধন্যবাদ৷
১২
365427
১২ এপ্রিল ২০১৬ রাত ০৩:০১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই।

অনেক কষ্টে আছেন তা আপনার লিখনীতে বেশ স্পষ্ট।

আপনার জন্য প্রাণভরে দোয়া করি দয়াময় যেন আপনার হৃদয়ের ব্যথাভার মুক্ত করে শান্তি ও সুখে মন ভরে দেন।
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৫:২৮
303160
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপা আমার ইচ্ছে ছিল, এই কবি সাহিত্যিকদের কথাগুলোকে খণ্ডন করে এক্সক্লুসিভ একটা লেখা লিখব এবং প্রশ্নবিদ্ধ করব তাদেরকে যারা নবী মুহাম্মদের নারী সংক্রান্ত বিষয়ে মন্তব্য করা নিয়ে সমালোচনায় সরব, অথচ এই লেখকগুলোকে নিয়ে তারাই আবার নীরব, এটাই বলার চেষ্টা করা।

কিন্তু সময়ের অভাবে না লিখে নারী সম্পর্কে আমার সহজাত দুষ্টুমির অংশ হিসেবে এইভাবে পোস্ট করি। তারপর যেভাবে রিএক্ট এবং ব্যক্তিগত আক্রমণ আসল, তাতে আমি স্তম্ভিত!
১৩
365467
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আগে বলেন, আপনি জীবিত নাকি বিবাহিত?
১৪
365929
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২১
টাংসু ফকীর লিখেছেন : ঘটনা সত্য জনাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File