Give Up স্মৃতি বেদনাতুর- ৩ Give Up

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৯ এপ্রিল, ২০১৬, ১০:২২:১২ রাত

ল্যাংটা কালে একবার আমার আমাশয় হয়েছিল। খুবই খারাপ অবস্থা। কি যে কষ্ট পেয়েছিলাম, বলার মত নয়। আমাশয় হলে বারবার টয়লেটের বেগ হয়, কিন্তু টয়লেট হয়না। সাথে সাথে প্রেসার দিলেও হয়না। তো আমি তখন কি করেছিলাম?

'হেঁইয়ো, হাগা আইয়্যে নাকা, হেঁইয়ো'।

কিছুদিন আগে আমার খুব জ্বর হয়। বাবা মা সবাই বলে 'ঢুস' দেওয়ার জন্য। আমিতো লজ্জায় একাকার। অনেক ধমকিয়েও ঢুস দেওয়াতে পারেনি। তখন মা হেসে হেসে বলে, 'বাপ, সেদিনের কথা কি মনে নাই? তিন বাড়ি শোনায়ে বলেছিলে, হাগা আইয়্যে নাকা!'

'সোয়াইগগাডা কনো, তোনডা সোয়াইগগাডা কনো গো'।

পাশের ঘরের দাদী ঠিক এইভাবেই চেগাইয়া চেগাইয়া আমার বড্ডা ভাইকে ডাকত। আমার এক বোন এখনো সেইসব কথা মনে করে হেসে গড়াগড়ি খায়। এইতো কয়েক মাস আগে সে দাদিটি মারা গেছেন। আল্লাহ্ উনাকে জান্নাত দান করুন।

'কওগালা এনো, অইলা তোরা কিতালা করস এনো? কিতালো, মাতসনাকা!'

আরেক দাদী এইভাবেই বাড়ির সীমানায় কোন মেয়েকে দেখলে পরিচয় জানতে চাইত। বুঝির সময় ঘনিয়ে আসতেছে. আল্লাহ্ উনাকে নেক হায়াত দারাজ করুন.

'এইরে হানিত্তুন ওডি আয় কইছি! আইজজা হিডের চামড়া তুইল্লাম। দেইখছনি, ডুবাইতে ডুবাইতে চোখ দুইতা লাল করি লাইছে! ওইটতিন, ক্যান? আইজজা হি ড ছালা বান্দি ঘরে আইছ'।

আচ্ছা বলেন তো, হাতে বেত নিয়ে পিঠে ছালা বাঁধতে বলে কোন মা যদি সন্তানকে ডাকে, সে কি আসবে? সারাদিন পানিতে ডুবায়ে সন্ধা বেলা উপায় না দেখে ঘরে আসা মাত্রই মাইর, আহ কি মজা ছিল সেই মাইরে! মাইরের পর মা কাইন্দা রাইন্দা নিজের চোখের পানি ছাইড়া দিয়া কত্তো মমতা দিয়া খাইয়াইতো! দমকা, এখন আর মারেনা। বউয়ের গায়ে হাত তুললে নাকি সেই মারা মারবে।

আইচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, পিচ্ছি কালে মুরগির ল্যাদাকে মিঠাই মনে করে খাননি? পায়খানা করে সেগুলো গায়ে মাখেননি? ওয়াক থু!!!!!""""! এখন ওয়াক থু! তখন ঠিকি সাবানের মত করে মাখছেন! আমি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারিনা। সেই সাহস আমার নাই!

আর কিতা, হরে কইম। আইজজা আর ন। বাই কতা স্মৃতি বেদনাতুর- ৪ এ হুইন্নেন।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365125
০৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৪
আবু জান্নাত লিখেছেন : হাজিরা দিলুম, একটু পরে আসছি।
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৩
302953
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর না আসাই ভালো। খুব করে একটা ঘুম দেন
365126
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:০৮
বিবর্ন সন্ধা লিখেছেন : ওয়াক phbbbbt

মুরগী পামু কই??

আন্নে যেরাম, আন্নের ব্যারাম ও সেইরাম Big Grin Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪২
302951
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানুষের সহজাত চালচলন, আচরণ একে অপরের থেকে খুব বেশি পার্থক্য হয়না।
মুরগির রাট হইচ্ছিনি দেশে!
365127
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:১১
আফরা লিখেছেন : পোষ্ট মনে হয় দেওয়াই লাগবে ----!!!!!
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৯
302948
গাজী সালাউদ্দিন লিখেছেন : দেওয়ার আবশ্যকতা নেই বলেইতো এমন পোস্ট দিচ্ছি। নয়ত আপনি যেমনটি আশা করেন তেমন পোস্ট দিতাম।
পনি, আপনি ডট ডট আর! !!! দ্বারা কি বুঝাতে চেয়েছেন, সে আমি বুঝেছি। তবুও ন্যাচারাল আমি আর্টিফিশিয়াল হতে পারিনা।
অড লেগে থাকলে ক্ষমা করবেন।
365143
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:৫১
শেখের পোলা লিখেছেন : আপনের কুট্টি কালের কথা হোনলাম৷ বেশ শান্তশিষ্ট আছিলেন মনে লয়৷ ধন্যবাদ৷
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৯
303022
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবাই বলে আমি পুংডার একসের ছিলাম, কিন্তু আজকের শান্ত শিষ্ট এই আমিকে দেখলে তাদের কথা কোনভাবেই বিশ্বাস হয়না।
আপনাকেও ধন্যবাদ
365144
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:৫২
কুয়েত থেকে লিখেছেন : সোয়াইগগাডা কনো তোনডা সোয়াইগগাডা কনো গো এইটা কোন জায়গার ভাষা এবং এর অর্থ কি..? সোয়াইগগা টা চট্টগ্রামে ব্যাবহার হয়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৬
303019
গাজী সালাউদ্দিন লিখেছেন : আরে মিয়া কুয়েতি, সোহাগ আমার ভাইয়ের নাম। সোহাগ বিকৃত হয়ে সোয়াইগগা হয়েছে।
চট্টগ্রামে এর মানে কি?
আপনাকেও ধন্যবাদ জনাব।
365158
১০ এপ্রিল ২০১৬ রাত ০২:২২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, নিশ্চই আপনার আমশা এখনো আছে, নিয়মিত সকালে অথবা রাতে খানা খাওয়ার কিছুক্ষন পর ইউসুফ গুলের ভুসি খাইয়েন, ভাল উপকার পাইবেন।
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৩
303018
গাজী সালাউদ্দিন লিখেছেন : না ভাই, এখন আমার নাই।
আর যেটা খেতে বললেন, এটা আমি কখনো খাইনি, খাওয়ার ইচ্ছেও নেই। তবে পরামর্শের জন্য ধন্যবাদ।
365168
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:০৬
মহিউদ্দিন মাহী লিখেছেন : ICDDRB---!!!
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪১
303017
গাজী সালাউদ্দিন লিখেছেন : দিলেন মনে করায়ে! আপনার সেদিনকার উপকারের কথা কখনো ভুলতে পারবনা।
365211
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৭
আবু জান্নাত লিখেছেন : এই রহম ব্যাপার নিয়ে পোষ্ট কইললেন! আঁইতো আঁইশতে আঁইশতে শেশ। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৪
303001
গাজী সালাউদ্দিন লিখেছেন : আই কিতা কইত্তাম! হেছা কতা কনের লাই কদিন ধরি মনডা কেমন আনচান কইত্তেছে, তাই লিখিই হালাইলাম।
365343
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪০
হতভাগা লিখেছেন : এখন তো হাসুবুর রুদ্ররুপ দেখে জাশির পোলাপানদের ডায়রিয়া - আমাশয় দুটোই লেগে আছে সারা বছর
১২ এপ্রিল ২০১৬ রাত ০৮:০০
303240
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে একটা জরিপ করেন, ডায়রিয়া হাসপাতালে কয়জন জামায়াত শিবির ভর্তি আছে। হাসিনাকে তথ্যটি দেওয়া দরকার।
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২২
303288
হতভাগা লিখেছেন : হাসুবুর কাছে তথ্য আছে , কারণ উনি যে তথ্য ভায়ার মা ! থাকতে দিন ওখানে , তাহলে দেশটাও শান্তিতে থাকবে ।
১০
366023
১৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:২০
আব্দুল্লাহ বিন খোরশেদ লিখেছেন : আপনি ছোটকাল থেকেই অনেক ডানপিটে স্বভাবের ছিলেন দে হা যায়?? আর আপনার প্রকাশভঙ্গীর মধ্যে এক ধরনের আর্ট আছে.... অনেক ভাল লাগলো -ধন্যবাদ!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File