ব্লগে ঢুকতে পারছেননা? থাক, মন খারাপ করেনা। একটু এদিক ওদিক করে চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে।
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৮ এপ্রিল, ২০১৬, ০৬:১৮:২২ সন্ধ্যা
আমরা যারা বাংলাদেশে, কত্তো কষ্ট করে এই ব্লগে যাতায়াত করি, তা কেবল আমরাই বুঝি। আজ দুপুরের পর থেকে ব্লগে ঢুকতে পারছিনা, কিন্ত. আমার মত যাকে ব্লগে আসতেই হয়, তাকে ঠেকিয়ে রাখা এত সহজ নয়।
তাই সোজা রাস্তায় না গিয়ে অলি গলি দিয়ে চলে আসলাম। আপনারাও চলে আসেন।
সোজা রাস্তা দিয়ে না পারলে ভিন্ন কোন রাস্তা খুজেঁ নিন, যা কিনা আপনাকে অভিষ্ট লক্ষ্যে এনে দিবে।
জানিনা, আমার মত সমস্যা কেউ ফেইস করছেন কিনা। যদি ঢুকতে সমস্যা হয়, তাহলে নিচের এড্রেসটা দিয়ে ট্রাই করুন প্লিজ।
Click this link
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোকা হয়েছি তো, এলোমেলো হেটে রাস্তা আবিষ্কার করতে তো বুদ্ধি লাগেনা।
তবে এলোমেলো হেটে মিরপুরের জারিরদের বাসাটা চিনতে পারলেই হয়
তাইতো মনে হয়। বাধা আসবেই। তবুও আমাদের পথচলা থামবার নয়।
আপনাকেও ধন্যবাদ শেখ ভাই
বাংলাদেশে এখনো অসংখ্য পাঠক ব্লগার স্বাভাবিকভাবে এই ব্লগটায় ঢুকতে পারেনা বলে অনিয়মিত হয়ে গেছে বা ব্লগের প্রতি বিরক্ত হয়ে আছে.
যে দুই ব্রাউজার সবচেয়ে বেশি ব্যবহার হয়: গুগল ক্রোম ও মজিলা, কোনটা দিয়েই প্রবেশ করা যায় না. তার জন্য ভিপিএনের আশ্রয় নিতে হয়.
ইসসসসস
দুই দিন কত্ত চেস্টা করলাম
তারপর আজকে বুঝি দয়া হলো
দুই দিন আগে লিংক টা দিতে পারলেন না??
তাহলে এত্ত কস্ট করতে হত??
কিছু ট্রিক্সের সাথে আগেই পরিচিত হয়ে নিন। নয়ত কখন আপনাকে হারিয়ে ফেলি বলা যায়না।
আমি সমস্যায় পড়ে যখন হাত পা ছুড়ে
অবস্থা বেগতিক, সমাধান হওয়া মাত্রই ফেবুতে অনেককেই নতুন লিংক পাঠিয়ে দেই। কিন্তু আপনাকে পাই কই। লিংক দেওয়ার সাথে সাথে একটা শক্ত মাইর দিয়ে দিতাম নাগালে পেলে।
কিছু ট্রিক্সের সাথে আগেই পরিচিত হয়ে নিন। নয়ত কখন আপনাকে হারিয়ে ফেলি বলা যায়না।
আমি সমস্যায় পড়ে যখন হাত পা ছুড়ে
অবস্থা বেগতিক, সমাধান হওয়া মাত্রই ফেবুতে অনেককেই নতুন লিংক পাঠিয়ে দেই। কিন্তু আপনাকে পাই কই। লিংক দেওয়ার সাথে সাথে একটা শক্ত মাইর দিয়ে দিতাম নাগালে পেলে।
চোর গেছে কে বলেছে? বিবর্ণ সন্ধ্যা এখনো আছে, কি করতে হবে বলেন। হাতে মারব নাকি ভাতে মারব? @ ঘুম কর্মী
ঘুম ভাংগানি আপুনিরে,
আমি ও বলতে চেয়েছিলাম,
পুলিশ কেনো কখনো ঘটনা আগে আসে না,
ঘটনা ঘটার পরে ই কেনো তাদের আগমন!!!
তবে কি পুলিশ আগে থেকে ই জানে,
ঠিক কখন ঘটনা শেষ হবে, আর তখন ই তাদের যেতে হবে??
আন্নের লিংক তো সেভ হচ্ছে না
অহন আমি কিতা করাম
মাইনষের । fb id খানের
লিংকটা দেয়া যায় নাকি?
আপনি ই করে দেন
বুঝেনা হৃদয়
ঘুম কর্মীর সাথে হয় না
আমার সাথে কেন এমন হয়?
জাওয়াযাকাল্লাহ।
ব্যস্ততা কাটেনি?
অনেক ধন্যবাদ আপরাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ। কিন্তু কেন? জানিনা!
কিছু মাথা নষ্ট + তারছিড়া ব্লগারদের কারণেই প্রতি পদে পদে অন্যান্য নিরীহ ব্লগারদের পেইন খেতে হয় ।
মন্তব্য করতে লগইন করুন