ব্লগে ঢুকতে পারছেননা? থাক, মন খারাপ করেনা। একটু এদিক ওদিক করে চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে।

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৮ এপ্রিল, ২০১৬, ০৬:১৮:২২ সন্ধ্যা

আমরা যারা বাংলাদেশে, কত্তো কষ্ট করে এই ব্লগে যাতায়াত করি, তা কেবল আমরাই বুঝি। আজ দুপুরের পর থেকে ব্লগে ঢুকতে পারছিনা, কিন্ত. আমার মত যাকে ব্লগে আসতেই হয়, তাকে ঠেকিয়ে রাখা এত সহজ নয়।

তাই সোজা রাস্তায় না গিয়ে অলি গলি দিয়ে চলে আসলাম। আপনারাও চলে আসেন।

সোজা রাস্তা দিয়ে না পারলে ভিন্ন কোন রাস্তা খুজেঁ নিন, যা কিনা আপনাকে অভিষ্ট লক্ষ্যে এনে দিবে।

জানিনা, আমার মত সমস্যা কেউ ফেইস করছেন কিনা। যদি ঢুকতে সমস্যা হয়, তাহলে নিচের এড্রেসটা দিয়ে ট্রাই করুন প্লিজ।

Click this link

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364986
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২১
আবু জারীর লিখেছেন : বুদ্ধিমান বালক। সব অলিগলিই চেনা।
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০০
302806
গাজী সালাউদ্দিন লিখেছেন : ও জাতী, এভাবে বলেনা! লজ্জা লাগে।
বোকা হয়েছি তো, এলোমেলো হেটে রাস্তা আবিষ্কার করতে তো বুদ্ধি লাগেনা।
তবে এলোমেলো হেটে মিরপুরের জারিরদের বাসাটা চিনতে পারলেই হয়
364989
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
এ,এস,ওসমান লিখেছেন : আপনি তো ভয়ানক বুদ্ধিমান Cheer
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২০
302807
গাজী সালাউদ্দিন লিখেছেন : বোকা বলেই এমন করে বললেন! ঠিক আছে, আর কখনো বোকা হবনা, ঠিক আছে!
364990
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০১
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঢুকেই গেলাম। অশেষ ধন্যবাদ আপনাকে
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২১
302808
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনে প্রীত হলাম।
364992
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
302809
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাললাগা অব্যাহত রাখুন।
364994
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : আমারও সমস্যা হয়েছিল৷ এলো মেলো হাঁটতে হাঁটতে দেখি দরজা খুলে গেল৷ আবারও শকুনের নজর পড়েছে বোধ হয়৷ মামুরা কাটিয়ে উঠবে আশা করি৷ ধন্যবাদ৷
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৯
302812
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিতো ভেবেছিলাম, আমি একাই হাডা বাশেঁর গিরায় আটকে পড়ছি! এখন দেখি আপনিও।
তাইতো মনে হয়। বাধা আসবেই। তবুও আমাদের পথচলা থামবার নয়।
আপনাকেও ধন্যবাদ শেখ ভাই
365008
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : কোন সমস্যার সম্মুখীন হয়নাই।
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৩
302820
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইবার খুব দ্রুতই সমস্যা কাটিয়ে উঠেছে কর্তৃপক্ষ, তাই সমস্যার সম্মুখীন হননি
365016
০৮ এপ্রিল ২০১৬ রাত ১১:৩১
তট রেখা লিখেছেন : ওটা আসলে কোনো সমস্যা ছিলোনা, ডোমেইন/ সার্ভার পরিবর্তনের কাজ চলছিলো বলে মনে হয়।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:৩৪
302830
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওটাই আমাদের কাছে সমস্যা. আগে ঘোষণা দিয়ে সার্বার বা ডোমেইন পরিবর্তন করত অথবা করার পর ব্লগে জানিয়ে দিত বা তাদের ফেসবুক পাতায়, কিন্তু এখন আর তা করেনা.
বাংলাদেশে এখনো অসংখ্য পাঠক ব্লগার স্বাভাবিকভাবে এই ব্লগটায় ঢুকতে পারেনা বলে অনিয়মিত হয়ে গেছে বা ব্লগের প্রতি বিরক্ত হয়ে আছে.
যে দুই ব্রাউজার সবচেয়ে বেশি ব্যবহার হয়: গুগল ক্রোম ও মজিলা, কোনটা দিয়েই প্রবেশ করা যায় না. তার জন্য ভিপিএনের আশ্রয় নিতে হয়.
365019
০৯ এপ্রিল ২০১৬ রাত ০১:৫৫
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

ইসসসসস
দুই দিন কত্ত চেস্টা করলাম
তারপর আজকে বুঝি দয়া হলো Hot

দুই দিন আগে লিংক টা দিতে পারলেন না?? At Wits' End
তাহলে এত্ত কস্ট করতে হত?? Crying
০৯ এপ্রিল ২০১৬ রাত ০২:৪১
302828
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : চোর চলে গেলে বুদ্ধি বাড়ে আর বাংলা সিনেমায় আগে দেখেছি মারামারি শেষে পুলিশের উদয় হয় পাজি ওফস! গাজী ভাইয়ারও সেই দশা হয়েছে।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৩
302843
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
কিছু ট্রিক্সের সাথে আগেই পরিচিত হয়ে নিন। নয়ত কখন আপনাকে হারিয়ে ফেলি বলা যায়না।
আমি সমস্যায় পড়ে যখন হাত পা ছুড়ে
অবস্থা বেগতিক, সমাধান হওয়া মাত্রই ফেবুতে অনেককেই নতুন লিংক পাঠিয়ে দেই। কিন্তু আপনাকে পাই কই। লিংক দেওয়ার সাথে সাথে একটা শক্ত মাইর দিয়ে দিতাম নাগালে পেলে।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৬
302844
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
কিছু ট্রিক্সের সাথে আগেই পরিচিত হয়ে নিন। নয়ত কখন আপনাকে হারিয়ে ফেলি বলা যায়না।
আমি সমস্যায় পড়ে যখন হাত পা ছুড়ে
অবস্থা বেগতিক, সমাধান হওয়া মাত্রই ফেবুতে অনেককেই নতুন লিংক পাঠিয়ে দেই। কিন্তু আপনাকে পাই কই। লিংক দেওয়ার সাথে সাথে একটা শক্ত মাইর দিয়ে দিতাম নাগালে পেলে।

চোর গেছে কে বলেছে? বিবর্ণ সন্ধ্যা এখনো আছে, কি করতে হবে বলেন। হাতে মারব নাকি ভাতে মারব? @ ঘুম কর্মী
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৩
302862
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি
ঘুম ভাংগানি আপুনিরে,
আমি ও বলতে চেয়েছিলাম,
পুলিশ কেনো কখনো ঘটনা আগে আসে না,
ঘটনা ঘটার পরে ই কেনো তাদের আগমন!!!
তবে কি পুলিশ আগে থেকে ই জানে,
ঠিক কখন ঘটনা শেষ হবে, আর তখন ই তাদের যেতে হবে??
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৭
302863
বিবর্ন সন্ধা লিখেছেন : মিস্টার, পলাইন্না গাজি
আন্নের লিংক তো সেভ হচ্ছে না
অহন আমি কিতা করামCrying

মাইনষের । fb id খানের
লিংকটা দেয়া যায় নাকি?
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৫
302870
বিবর্ন সন্ধা লিখেছেন : আমি ডিলেট করতে পারছি না
আপনি ই করে দেন
365020
০৯ এপ্রিল ২০১৬ রাত ০২:৪২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শুধু তো আমার পেছনে লাগেন এখন বুঝেন মজা।
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৩:৫৬
302842
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুঝি বুঝি সবই বুঝি
বুঝেনা হৃদয়
ঘুম কর্মীর সাথে হয় না
আমার সাথে কেন এমন হয়?

১০
365030
০৯ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২৪
আওণ রাহ'বার লিখেছেন : কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
জাওয়াযাকাল্লাহ।
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৭
302860
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিন।
ব্যস্ততা কাটেনি?
১১
365038
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৪
হাফেজ আহমেদ লিখেছেন : হুম এই সমস্যাটি আমি প্রায় ফেস করছিলাম
অনেক ধন্যবাদ আপরাকে।
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৯
302861
গাজী সালাউদ্দিন লিখেছেন : কষ্টের জিনিসে স্বাদ থাকে বেশি।
আপনাকেও অনেক ধন্যবাদ
১২
365056
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৫৬
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া ছাড়া আর কিই বা দেওয়ার আছে। তাই অনেক অনেক শুকরিয়া। অনেক অনেক ধন্যবাদ।
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৫৭
302957
গাজী সালাউদ্দিন লিখেছেন : তো যা দিলেন, তাই নিলাম। না থাকলে বেশি দিবেন কেমন করে।
আপনাকেও ধন্যবাদ। কিন্তু কেন? জানিনা!
১৩
365363
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
হতভাগা লিখেছেন : আবারও কোপ খাইছে টুডে ব্লগ !!

কিছু মাথা নষ্ট + তারছিড়া ব্লগারদের কারণেই প্রতি পদে পদে অন্যান্য নিরীহ ব্লগারদের পেইন খেতে হয় ।
১২ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৮
303256
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাইতো, হতচ্ছাড়া নীরিহ বটে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File