বিদায়, সবার জন্য অনেক অনেক শুভকামনা

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৭ এপ্রিল, ২০১৬, ১২:৩৯:১১ রাত

বিদায় সবসময়ই বেদনার হয়, তবুও বিদায় নিতে হয় দিতে হয়। সুকান্ত বলেছিল, 'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান'।

আমিও ছেড়ে দিলাম স্থান নতুনদের জন্য। এটাই চিরায়ত নিয়ম। আসার পরই তো যাওয়ার প্রহর গোণা শুরু হয়ে যায়।

এইতো সেদিন। ২০১২ সালের শেষের দিকে। আপাদমস্তক নষ্ট হতে যাওয়া আমি কতগুলো হৃদয়বান, খোদার পথে নিবেদিত প্রাণ মানুষের হাত ধরে সরল পথের দিশা খুজেঁ পাই। আলহামদুলিল্লাহ্।

এই পথ যে কতটা কণ্টকাকীর্ণ, তা টের পেতে খুব বেশি সময় ব্যয় করতে হয়নি। মাত্র এক সপ্তাহের মধ্যেই অগ্নিপরীক্ষায় পড়তে হয়। শুরুতেই জেল, জুলুম। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এমন ভয়ানক পরিস্থিতিতে যেখানে হতাশায় দুমড়ে মুচড়ে যাওয়ার কথা, সেখানে সবর করার তাওফীক তিনি দিয়েছেন।

ইসলামের পথে বিপদ-আপদে পতিত না হলে, সাচ্চা মুনিম হওয়ার অদম্য স্পৃহা খুব একটা জাগ্রত হয়না। আর জাগলেও কঠিন মুছিবতে ইমানের খুলুছিয়াত নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকা সম্ভব হয়না। তার মানে, আমি বলছিনা, সবাইকে বিপদে পড়তে হবে। তবে আল্লাহ্ যখন বলেছেন, বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করবেন, তখন সেরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা চাই।

এভাবে নানান বিরুপ পরিস্থিতি মোকাবেলা করে কখন যে বিদায় নামক বেদনা দরজায় হাজির, টেরই পাইনি, করাঘাত করতেই নড়েচড়ে বসি। হ্যাঁ, আজ ছিল আমার বিদায়ের দিন। এই বিদায়ে ছোট বড় প্রিয় মুখগুলো আনুষ্ঠানিক ভাবে আর দেখা হবেনা। অনানুষ্ঠানিক ভাবে হয়তো কখনো কখনো দেখা হতেও পারে।

বিদায় বেলায় সবার মত আমিও হিসেব নিকেশ করতে বসি। কি দিয়েছি আমি সংগঠনকে? কিছুই না। আর আমি কি পেয়েছি? এ যে বলে শেষ করা যাবেনা। আমার জীবনের আমূল পরিবর্তনের কারণ এই সংগঠন। আমি নিজেকে কতটুকু পরিবর্তন করেছি সেটা বড় কথা নয়। আমাকে যে পরিবর্তনের একটা রাস্তা ধরিয়ে দিয়েছে, জুগিয়েছে প্রেরণা, এটাই সবচাইতে বড় পাওয়া।

বিদায় ক্ষণে বলেছি, একজন মুসলমান হিসেবে মুসলমানিত্বের নিজস্বতা আমাকে সদা সর্বদা ধরে রাখতে হবে। যখন যেখানে যেকোন অবস্থায়। আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। পরীক্ষার সময়ে বিকেল বেলা পরীক্ষার হলে অনেক নামাজী স্টুডেন্ট আছর নামাজ কাজা করে বসে। আমরা দু একজন মিলে জায়নামাজ এনে অনুমতি নিয়ে পরিক্ষার হলেই নামাজ আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছি। আলহামদুলিল্লাহ্, পরে আমাদের দেখাদেখি অনেকেই নামাজ পড়েছে।

আমার কাজই হচ্ছে, গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে তার উল্টো পথে চলা। এই শিক্ষাটা সকল ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। যদি স্বাভাবিক ভাবেই সব করা যায়, আলহামদুলিল্লাহ্। আর যদি বাধা প্রতিবন্ধকতা থাকে, তবে বিচক্ষণতার পরিচয় দেবে। কিন্তু অনুশীলন থেকে কখনোই বিরত থাকা যাবেনা।

কিছুকাল দায়িত্ব পালনকালে আমল আখলাক সব ঠিক চলবে, এখান থেকে বেরিয়ে গেলে আমলে ঢিলেমি চলে আসবে, তাতো হবেনা। যখন যেখানে থাকি, আমার অনুশীলন একইভাবে চালিয়ে যেতে হবে। তবেইতো আল্লাহ্ আমার ত্যাগ তিতিক্ষা কবুল করবেন। নয়তো সবকটাই হবে গাধার খাটুনি।

সদ্যই স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে কর্ম জীবনে প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ্। যদিও উচ্চতর শিক্ষা অর্জনের ইচ্ছে আছে, কিন্তু এখনকার মত ছাত্রত্ব শেষ। তাই অনিচ্ছা সত্বেও সংগঠন থেকে বিদায় নিতে হয়েছে। দুইটা সমন্বয় করা বেশ কষ্টসাধ্য ব্যাপার।

আজকের বিদায় ছিল আনুষ্ঠানিক। একটা নিয়ম রক্ষা মাত্র। আমি ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আমৃত্যু থাকব। আমার দেহটাই কেবল যাচ্ছে। আত্মার সাথে আত্মার যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তা যে কখনোই বিচ্ছিন্ন হওয়ার নয়।

এই যাওয়াই শেষ যাওয়া নয়। আসব ফিরে বারে বারে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।

বিষয়: বিবিধ

১৬৫২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364869
০৭ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৬
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. Very realistic realisation. I think this is called great mercy from Allah for you. May Allah gives you more more strength and patience to carry out his order throughout your life wherether you are involved in any association or not. Jajakallahu khair.
০৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩৭
302688
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা।
সুন্দর উপলব্ধির জন্য শুকরিয়া।
আমিও তাই বিশ্বাস করি। সন্দেহাতীতভাবে তা আল্লাহর অনুগ্রহ।
আমার জন্য আপনার প্রাণখোলা দোয়া আল্লাহ্ কবুল করুন।
আমারও কথা তাই। প্রয়োগটা হোক জীবনের সকল পর্যায়ের জন্য.
আল্লাহ্ আপনাকেও আল্লাহ্ উত্তম প্রতিদান দিন।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩২
302708
শফিউর রহমান লিখেছেন : or not -এর কি আসলেই জায়গা আছে? নাই। ধন্যবাদ।
364871
০৭ এপ্রিল ২০১৬ রাত ০১:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সব সময় ইসলামের ছায়াতলে থাকার প্রচেষ্টা আমাদের সবার কাম্য। ধন্যবাদ ভাই
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২০
302705
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী ভাই ঠিক বলেছেন। আমাদের কামনা মতই আমাদের কাজ সম্পাদন করতে হবে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
364875
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৪:২২
শেখের পোলা লিখেছেন : ছাত্র জীবন শেষ কোনদিন হয়না৷ স্কুল কলেজ ইউনিভার্সিটি পার হয়ে ছেড়ে যাওয়া যায় বটে কিন্তু ইউনিভার্সাল শিক্ষা প্রতিপদে পদে জড়িয়েই থাকবে৷
"পালাবে কোথায় কদীর হতে নাহিক পরিত্রান৷"
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪২
302711
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন শেখ ভাই।
দোলনা থেকে মৃত্যু পর্যন্ত চলতেই থাকে।
আমি চিন্তা ভাবনা পরিষ্কার। শত ব্যাস্ততার মাঝেও আমি জ্ঞান অন্বেষা করেই যাব। ইনশাআল্লাহ।
দোয়া করবেন।
364878
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে শিরোনাম পড়ে ভয় পেয়ে গেছিলাম। ব্লগ থেকে বিদায় নিচ্ছেন, কেন? মনে করে বেতরে ঢুকলাম। আলহামদুলিল্লাহ। এযে ব্লগ থেকে বিদায় নয়, অন্য কিছু।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৮
302717
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভয় পাওয়ার কোন কারণ নেই। এত সহজে ব্লগ ছেড়ে যাচ্ছিনা। কেউ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেও না।
আপনাদের ছেড়ে যাওয়া যে সহজ কথা নয়।
364880
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
মহিউদ্দিন মাহী লিখেছেন :
আসলে এক্ষেত্রে 'বিদায়' বলতে কিছু নেই। এতদিন ছিল প্রশিক্ষণের জায়গা আর এখন হবে প্রাকটিস।এই বাস্তব জীবনে এতদিনকার শিক্ষা ও দীক্ষার কে কতটা প্রয়োগ ঘটাতে পারে সেটাই মূখ্য বিষয়।
আল্লাহ তায়ালা আপনিসহ আমাদের সবাইকে আমৃত্যু তার দ্বীনের পথে অবিচল থাকার তাওফীক দান করুক।
-আমীন।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৩
302721
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কি করা উচিৎ, কি করছি আমি।
আরও স্মরণ করিয়ে দিবে, আমার প্রশিক্ষণের চর্চা বাস্তব জীবনে করছি কিনা।
আমিন ছুম্মা আমিনWorried
364882
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৫৫
চেতনাবিলাস লিখেছেন : বন্ধু , ভুলে যেওনা কখনো ,
যেখানেই থাকো , যেভাবেই থাকো
মনে রেখো
আমিও আছি তখনো |
সত্যিই ভাই বিদায় বেলায় আপনার এই আবেগপূর্ণ লেখা আমাকে দারুণ ভাবে আলোড়িত করেছে |
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৬
302723
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা যাবনা, মনেই রাখব।
এই আলোড়ন আমৃত্যু থাক, এই কামনা থাকল খুব করে।
364883
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৫০
তট রেখা লিখেছেন : ছাত্র জীবন শেষ হলেই মানুষের প্রকৃত শিক্ষা শুরু হয়। শুভ কামণা রইল।
০৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৩
302726
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেই শুরুটা যেন ভালোভাবে শুরু করে শেষটাও ভালো করতে পারি।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
364887
০৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৭
ইয়াফি লিখেছেন : আল্লাহ আপনাকে হেফাজত করুন। তাঁর নির্দেশিত পথে দৃঢ় থেকে দৃঢ়তর রাখুন।
০৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৪
302727
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিন।
আমিন
আমিন।
আমার পাড়ায় আপনাকে এই প্রথম দেখছি। অনেক অনেক শুভেচ্ছা নেবেন।
364892
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৬
শফিউর রহমান লিখেছেন : পরীক্ষার সময়ে বিকেল বেলা পরীক্ষার হলে অনেক নামাজী স্টুডেন্ট আছর নামাজ কাজা করে বসে। আমরা দু একজন মিলে জায়নামাজ এনে অনুমতি নিয়ে পরিক্ষার হলেই নামাজ আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছি। আলহামদুলিল্লাহ্, পরে আমাদের দেখাদেখি অনেকেই নামাজ পড়েছে।
খুব সুন্দর!
০৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৪
302728
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুন্দর মূল্যায়নের শুকরিয়া
১০
364893
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩০
শফিউর রহমান লিখেছেন : চলে যাচ্ছেন সংগঠনের সাংবিধানিক লিস্ট থেকে। কিন্তু আশা করি অবশ্যই চলে যাচ্ছেন না সংগঠনের "ওয়া লা তাছিমু বি হাবলিল্লাহি জামিয়াওঁ ওয়া লা তাফাররাক্বু" থেকে। যেখানেই থাকেন দ্বীন কায়েমের সর্বোৎকৃষ্ট কাফেলার সাথে থাকবেন এটাই দোয়া এবং আশা। কারণ এই কাফেলা থেকে দূরে গেলেই নেকড়ে হামলে পড়বে। তাই, একদিনও দূরে নয়। মনে এ চিন্তা স্থান দেবেন না যে, একদিন রেষ্ট করে নেই, তারপর আবার শুরু করবো। এটাই শয়তানের ওয়াস ওয়াসার শুরু।
ধন্যবাদ।
০৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২০
302729
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, অবশ্যই যাচ্ছিনা। একা কখনো কিছু করা সম্ভব নয়, আর ইসলামের প্রচার ও প্রসার তো একেবারেই অসম্ভব।

আপনাদের আশা, কামনা শতভাগ বাস্তবায়নে সদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।

আপনার কমেন্ট অনেক ভালো লেগেছে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকেও ভাল রাখুন।
১১
364900
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৬
আবু জান্নাত লিখেছেন : শিরোনাম পড়ে তো ঘর্ম ত্যাগ করার উপক্রম। এভাবে কেউ শিরোনাম করে?

যাই হোক নতুন কর্ম জীবনে সুখি হোন, সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যান। তবে উচ্চ শিক্ষার সুযোগ হাতছাড়া না করাই কাম্য।

আগে সবাই ফোন করে আপনার খবর নিতো, এখন আপনাকে সবার খবর নিতে হবে। আগে আপনাকে হাত ভরিয়ে দিতো প্রকাশ্যে গোপনে। এখন আপনাকে দিতে হবে। কারো বাড়িতে এখন খালি হাতে যাওয়া যাবে না।

জীবনের আরো অনেক দিক ছাত্রত্ব হারানোর সাথে সাথে হারিয়েছেন। আগে উষ্ঠা খেলে হাত ধরে উঠানোর লোক খুজে পেতেন, এখন যে আপনাকে অন্যের হাত ধরে উঠাতে হবে।

সো লঙ্গিত রাত্রিনিশিতে যাত্রিরা হুসিয়ার।

আপনার চলার পথ সুগম হোক। আল্লাহ তায়ালা সহায় হোক এটাই চাওয়া। ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৬
302730
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেউ করে কিনা জানিনা, আমিতো করেই ফেলেছি। আর গরমের দিন গরম লাগবেই, শরির ঘামবেই। না ঘামলে এটা রোগের লক্ষণ। আপনি সুস্থ মানুষ, বুঝা গেছে।

উচ্চ শিক্ষার জন্য আবু জান্নাত আমাকে হেল্প করবে। উনি আমাকে কানে মুখে কথাতা বলেছেন।

দেই সবাইকে ফোন। আর খালি হাতে যাবনা। ঠিক আছে! জান্নাতকে দেখতে গেলে কি কি নিতে হবে বলেন! সব নিয়া যামু।

যথার্থই বলেছেন, হাত ধরে উঠাবো, নিশ্চয় উঠাব। এমন কিছু করতে চাই, যাতে করে সবার উপকারে আসে।

আমার জন্য আপনার আন্তরিক দোয়া আল্লাহ কবুল করুন। আমিন।
১২
364909
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
কুয়েত থেকে লিখেছেন : এগিয়ে যান সামনে আরো অনেক পথ। সে ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। লেখাটি ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৪
302736
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে চাই। ইনশাআল্লাহ।
যথার্থ বলেছেন, যে আল্লাহর কথা বলে, তার কথার চেয়ে উত্তম কথা আর নেই।
আপনার ভাললাগা জেনে খুবই খুশি হলাম।
আপনাকেও ধন্যবাদ কুয়েতি ভাই
১৩
365071
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৩
আফরা লিখেছেন : এখন ও কি বড়দের সংগঠনে যোগ দেন নাই ?
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৯
302909
গাজী সালাউদ্দিন লিখেছেন : কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায়না!
১৪
365077
০৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! জীবনের ধাপে ধাপে সকল মুসিবতকে মোকাবেলা করে একজন বিজয়ী মানুষের কাতারে থাকুন। আর আল্লাহর মনোনিত একনিষ্ঠ বান্দা হোন। আর একাজের সঙ্গী হোন সয়ং রহমানুর রাহীম। আমিন॥ জাযাকুমুল্লাহ।
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:১০
303259
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম...
বুবু, আমি যেন তাই করতে পারি।
আমিন ছুম্মা আমিন
জাযাকাল্লাহু খাইর
১৫
365119
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিদায়ী ভাষণ এত চমৎকার হতে পারে! কর্মজীবন এরপর কোন জীবন?
যেখানে থাকুন ভাল থাকুন, সহি সালামতে থাকুন প্রিয় ভাইটি আমার।ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:১৪
303260
গাজী সালাউদ্দিন লিখেছেন : চমৎকার হয়েছে বুঝি! শুনে প্রীত হলাম।
আল্লাহ চাহেত দীর্ঘ সময় কর্মজীবন। এর মাঝেই বিয়ে শাদী......
আমার আপনার আন্তরিক দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন।
আপনাকেও ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
303336
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিয়ের দাওয়াত পাব তো?
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৮:১৬
303357
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি জানি, তখন তো বিবির চিন্তায় বিভোর হয়ে থাকব, বলতে পারিনা
১৬
365928
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২০
টাংসু ফকীর লিখেছেন : বিয়ের দাওয়াতটা ভাই দিয়েন।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:০২
303587
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা, দেবনি। আপনিও ব্লগে নিয়মিত হবেন। নয়ত কোন সময় বিয়েটা হয়ে যায় বলা যায়না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File