Loser‘সেলফী তোলা মানুসিক রোগ’, ‘আর আবেগীদের অকারণ ছবি পোস্ট করা কি প্রদর্শনেচ্ছা নয়’? এমন প্রশ্ন করায় আমি আনফ্রেন্ড! Loser

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৫ এপ্রিল, ২০১৬, ০৪:৪২:৫৩ বিকাল



সেলফী আর ছবি তোলার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? দুটোই তো প্রদর্শনের জন্য। তাহলে যারা ছবি তুলে ফেসবুক গরম করেন, আবার তারাই সেলফী ওয়ালাদের একহাত নেন কেন? তাদের বুঝি প্রদর্শন করার স্বাদ জাগেনা?

যারা সেলফিকে ঘৃণার চোখে দেখে, বিরূপ মন্তব্য করে, তাদের প্রোফাইল এবং টাইমলাইনে চোখ বুলিয়ে নিলাম। যা দেখলাম, তাতে করে এই কথটাই শুধু বলতে পারি, দুই ক্যাটাগরির লোক একই নায়ের মাঝি।

আমি তো বেশি কিছু বলিনি। একজন স্ট্যাটাস দিলেন, ‘যারা সেলফী তুলবে আর ঘন ঘন স্ট্যাটাস দিবে, তাদের সাথে সাথে আনফ্রেন্ড করা হবে। কেননা যারা সেলফী তুলে পোস্ট করে তারা মানুসিক...

আমি তখন প্রশ্ন ছুঁড়ে দেই, যারা বেশি বেশি সেলফী তুলে, তারা মানুসিক রোগী হলে, যারা বেশি বেশি ছবি পোস্ট করে, তারা তাহলে কি? প্রদর্শনেচ্ছার রোগে আক্রান্ত নয় কি?

বাস, কিছু পরেই আমাকে আনফ্রেন্ড করা হল! আমি আর রিকোয়েস্ট পাঠাইনি।

আমার কণ্ঠে আক্ষেপ ঝরে পড়ে। কেউ সেলফী আর বেশি বেশি ছবি তোলার কারণে আনফ্রেন্ড হয়, আর আমি প্রোফাইলে কিংবা টাইমলাইনে নিজের কোন ছবি না রেখেও আনফ্রেন্ড হলাম! আর সেলফী তো দূরের কথা।

এও বলেছি, কি হবে ফেসবুক বন্ধুতা দিয়ে, যখন বন্ধুতা, পরিচয়ের শুরুটা ফেসবুক দিয়ে হয়নি? যদি কখনো সরাসরি দেখা হয়, সেদিন আমাকে চিনতে পারলেই ধন্য হব।

পরে হয়তো কারো কাছে আমার সম্পর্কে জেনেছে, এবং পুনরায় রিকোয়েস্ট পাঠিয়েছেন।

বলেন দেখি, কেন এত ছবি তুলতে হবে, কেনইবা তা ফেসবুকে দিতে হবে?

হাতে মোবাইল থাকলেই ছবি উঠাতে হবে? এর বুঝি আর কোন সদ্ব্যবহার করা যায়না?

আপনি হয়তো বলবেন। প্রিয়জন থেকে অনেক দূরে থাকেন তাই তাদেরকে দেখার এবং দেখানোর প্রবল ইচ্ছা থেকেই ছবি পোস্ট করে থাকেন। কিন্তু তাই বলে পোস্ট করতে হবে কেন? আপনার ছবি ইনবক্সে দিতে পারেন! তাদের ছবি আপনাকে ইনবক্স করতে পারে! ইনবক্স করতে তো আর টাকা লাগছেনা!

আপনারা অনেক বন্ধু এক জায়গায় মিলেছেন, তাই একটা গ্রুপ ছবি না হলেই যে নয়। তুললেন ভাল কথা, নিজেরা নিজেরা দেখেন, কিন্তু তা সারা বিশ্বকে দেখানোর কি আছে? এইভাবে দেখালে বুঝি আন্তরিকতা বাড়ে? আগে বুঝি আন্তরিকতার ঘাটতি ছিল?

জানেন, এখন বন্ধুর সংখ্যা বাড়ছে ঠিক, কিন্তু পরস্পরের প্রতি আন্তরিকতা ততটাই কমে যাচ্ছে।

যাক, আমার কথা ছিল ছবি তোলা আর সেলফী নিয়ে। যে যত পারেন, তুলেন, দেখান, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান, কিন্তু আপনার সাচ্চা মুমিন হওয়ার পথে বিষয়গুলো কতটা সহায়ক অথবা প্রতিবন্ধক, সে ব্যাপারটাও বিশ্লেষণ করে দেখবেন আশা করি।

অনেকেই আমার প্রতি রুষ্ট হবেন, যারা বেশি বেশি তোলা এবং পোস্ট করার বিষয়ে কোন অসুবিধা নেই বলে মনে করেন। আমার পর্যবেক্ষণ বলছে, জিনিসটা প্রদর্শনেচ্ছার অংশ।

আপনার কাছে তা নাও মনে হতে পারে। তবে মনে হওয়া আর না হওয়ার চেয়ে বড় কথা হল, আমি যা করছি, তা কি ঠিক নাকি বেঠিক, তা একটু ভেবে নিয়ে সে বিষয়টা গ্রহণ করা অথবা বর্জন করাই সমীচীন হবে।

বিষয়: বিবিধ

১৬৯৬ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364720
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কথা শুনে মনে হচ্ছে কোন মেয়েমানুষকে সেলফি বিরোধী উপদেশ দিতে গিয়েছিলেন আর অমনি তিনি চেতিয়া গিয়া আপনাকে আনফ্রেন্ড করিয়া দিয়াছেন। আসলে প্রযুক্তি মানুষকে মস্তিষ্কহীন করে দিয়েছে। তাদের কোন কাজের পেছনেই আসলে লজিক নেই। আমার এক কাজিন dslr ক্যামেরায় ভালো ভালো লোকেশন সিলেক্ট করে ছবি তুলত তারপর আবার এডিট করে ফেসবুকে আমাকে নিয়মিত ট্যাগ করত আমি একদিন রেগে ওকে বলেছিলাম খবরদার আমাকে ট্যাগ দিলে তোর কপালে অনেক কষ্ট আছে এরপর থেকে আর সমস্যায় পরিনি । আসলে অনেক লাইক কমেন্ট এদের কাছে হাতে সোনা পাবার মত মূল্যবান যদিও অর্থহীন মূল্যহীন কাজ
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২১
302557
বিবর্ন সন্ধা লিখেছেন : unfrend করেছে তো কি হয়েছে??
পরে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে না Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

রিকোয়েস্ট দেখে পাজি থুক্কু গাজী ভাইয়ের মন ভালো হয়ে গেছেগা Tongue Tongue
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
302570
গাজী সালাউদ্দিন লিখেছেন : নারে, ফেবুতে আমার কোন বান্ধবী নেই। কোন এক সময় ছিল।
আমাদেরই সমমনা।
আসলেই লজিক নাই। থাকলে লজিকেই যেত, ঘেচাং করে আনফ্রেন্ড করতনা।
তবে একবার এক ললনাকে আমার বউ আছে, এমন মিথ্যা বলে নিস্তার পাইছি। আল্লাহ্ মাপ করুন।
ট্যাগ জিনিসটা আমার কাছে মহা বিরক্তিকর। অপশনটি বন্ধ করে রাখছি. ট্যাগ করে অনেকেই আমার বকা খেয়েছে।
লাইক কমেন্টের দিকে নজর চলে গেলে লেখার মূল উদ্দেশ্য ব্যাহত হয়।
@ ঘুম কর্মী
ওই, ছাইরগা গুড়া করি লাউম।
আমি পাজি হইলে আম্নে। বিয়ার সময় ডালমুনি। কয়ডা টেহাও দিমুনি।
@ মলিন হাইনজালা ওয়াক্ত
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
302571
গাজী সালাউদ্দিন লিখেছেন : নারে, ফেবুতে আমার কোন বান্ধবী নেই। কোন এক সময় ছিল।
আমাদেরই সমমনা।
আসলেই লজিক নাই। থাকলে লজিকেই যেত, ঘেচাং করে আনফ্রেন্ড করতনা।
তবে একবার এক ললনাকে আমার বউ আছে, এমন মিথ্যা বলে নিস্তার পাইছি। আল্লাহ্ মাপ করুন।
ট্যাগ জিনিসটা আমার কাছে মহা বিরক্তিকর। অপশনটি বন্ধ করে রাখছি. ট্যাগ করে অনেকেই আমার বকা খেয়েছে।
লাইক কমেন্টের দিকে নজর চলে গেলে লেখার মূল উদ্দেশ্য ব্যাহত হয়।
@ ঘুম কর্মী
ওই, ছাইরগা গুড়া করি লাউম।
আমি পাজি হইলে আম্নে। বিয়ার সময় ডালমুনি। কয়ডা টেহাও দিমুনি।
@ মলিন হাইনজালা ওয়াক্ত
আম্নে কাজী
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪০
302578
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এটা আবার কোন দেশের ভাষা? কিছুই বুঝলামনা। আচ্ছা ভাইয়া আপনি আর সন্ধা অপু কি পরিচিত? আপনারা দেখি অলয়েজ ঢিসুম টিসুমে বিজি থাকেন
০৫ এপ্রিল ২০১৬ রাত ১০:০১
302582
গাজী সালাউদ্দিন লিখেছেন : আঙ্গু ডিমের কুম বাঁশের লিল্লা কুমিল্লার ভাষা।
সন্ধার সাথে মায়ের কোল থেকেই পরিচিত। তবে যদি ব্লগিয় মহাইনজালার কথা বলেন, তবে বলব, চিনিনা।
উনি আমারে খালি ইট মারি, আর বুঝেন তো, ত্যাগড়া বয়স, তাই পাটকেল মারতে একটুও ভাবিনা।
খেয়াল করে দেখেন, উনি সারাক্ষণ ভেটকি মেরে থাকেন, যা আমার সহ্য হয়না, তাই ...
364721
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০২
কুয়েত থেকে লিখেছেন : যারা বেশি সেলফী তুলে, তারা মানুসিক রোগী হলে, যারা বেশি ছবি পোস্ট করে, তারা তাহলে কি? এপিট আর ওপিট..! ধন্যবাদ ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
302564
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবে আরকি। এই কথাটা বুঝতে তেনারা সক্ষম হয়ে উঠুক।
ভাললাগা অব্যাহত রাখুন।
আপনাকেও ধন্যবাদ
364723
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সব কিছুতে দোষ ধরতে যান ক্যান? আপনার বলা দরকার ছিল,
"সেলফি তোলা একটি শ্রেষ্ঠ আর্ট।
যত বেশি তোলা যায় তত স্মার্ট!"

০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
302556
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি হি Tongue
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
302563
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিতো দোষের উপর গিয়ে পড়িনি
দোষ আমার উপর এসে পড়েছে।
তাই কিছু কথা না বললেই যে নয়।
@ প্রিয় কবি
@ ওই ভেটকি বন্ধ করেন, গা জ্বালা করে
364731
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৫
নকীব কম্পিউটার লিখেছেন : যাদের পোশাক আঁটসাঁট
চুলে থাকে ববকার্ট
সেলফি তুলতে তারাই স্মার্ট।
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
302562
গাজী সালাউদ্দিন লিখেছেন : তা পুরুষদের জন্য একটা ছন্দ মিলিয়ে নিন, যেমনটি নারীর জন্য মিলালেন।
ধন্যবাদ নেবেন কিন্তু। আর হ্যাঁ, আমার কম্পিউটার লাগবেনা
০৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:০৩
302621
নকীব কম্পিউটার লিখেছেন : আউলা কেশে বাউলা পোলা
মোটর সাইকেলে বাদুর ঝোলা
ওদের খারাপ স্বভাব হলো
মুখ ভেংচিয়ে ছবি তোলা।
০৬ এপ্রিল ২০১৬ সকাল ১০:১৯
302624
গাজী সালাউদ্দিন লিখেছেন : বস, ফ্যান্টাস্টিক হয়েছে
364735
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৫
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আপনার বুঝি হিংসা হয়?? Rolling on the Floor Rolling on the Floor
০৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
302561
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
হিংসার সাথে অকল্যাণ কামনার বিষয় থাকে। আমিতো তাদের মঙ্গলের জন্য বলি। কাগজটিতে তারা প্রফূলতা বোধ করে বিধায় আমার কথাগুলো শুনতে অড লাগবে। এই যা।
আর হ্যাঁ, আমার চেহারা আল্লাহ্ খারাপ দেননি, ওইসব বাতিক থেকে আল্লাহ্ আমায় মুক্তি করেছেন।
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৫৬
302604
বিবর্ন সন্ধা লিখেছেন : বলি
আমার বেটারে দেখলে এত্ত গা জ্বলে কেনSurprised
নিজেতো কইত্তন কইত্তন টুফাইয়া লটকাইয়া থুন:Thinking
টুফানি বাদ দিয়া, নিজের বেটা বেটির ওজ্ঞা ঝুলান
দেহুইন যে, জ্বালা পুড়া বন্দ হই
দিলে শান্তি লাগবো
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৩৯
302606
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুধু গা জ্বলন নয়, আম্নেট্টারে হাতের কাছে ধইরা মুইক্কামু। আর আমার দাত কড়মড় শুরু করে দিছে, কয়ডা কামড় দিমু, ভেটকি মারার স্বাদ ভুলাই দিমু!
কেডা কইছে টোকায় টোকাই ঝুলাইতে! এইডি সব আমার হুদ্দর হোলাইন।
364745
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু, ও পাড়ায় যাতায়াত নেই৷ সেলফি হেলফি কিছুই করতে হয়না৷
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৮
302573
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মত চাচা জেঠারাও এই ক্ষেত্রে পিছিয়ে নেই। আপনি দেখি আমার মত সেকেলে।
ওসব না করে বাক্কা কাম করেছেন।
ও, আপনি কিন্তু চাচা নয়, আমাদের শেখ ভাই।
364770
০৫ এপ্রিল ২০১৬ রাত ১১:৪০
আবু জান্নাত লিখেছেন : খুব ব্যস্ত কালকে আসবো
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৬:০৯
302602
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই ব্যস্ততা যেন কোন সর্বনাশ ডেকে না আনে।
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১০
302634
আবু জান্নাত লিখেছেন : ভাই এবার কিছু প্রজেটিভ দিক দেখুন না প্লিজ! সমসময় নেগেটিভ দিক ভালো লাগে?????

আমিও মাঝে মাঝে সেলফি তুলি, সাথে সাথে উম্মে জান্নাতকে হোয়াটসএ্যাপে সেন্ড করি। উম্মে জান্নাত ও তাই করে। হা হা Rolling on the Floor Rolling on the Floor
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১২
302643
গাজী সালাউদ্দিন লিখেছেন : নেগেটিভ কাজটা না করলেই পারেন, যদি তাতে কোন কল্যাণ না থাকে। তাহলেইতো আর লেখার প্রয়োজন পড়বেনা!

আপনি আর জান্নাত যা করছেন, তাতেতো কোন সমস্যা দেখছিনা। কিন্তু যখন তা সবার মাঝে ছড়িয়ে দেবেন, সমস্যাটাতো তখন।
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৫
302649
আবু জান্নাত লিখেছেন : শুভ বুদ্ধির উদয় হোক, জলদি জুটুক সহযাত্রী।
364807
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০২
আফরা লিখেছেন : এই যুগে আমিই মনে হয় ফেবুতে যাই না সেলফিও ডেই না।তবে ছবি তুলি অনেক ছবি সেগুলো জমে করে রাখি শুধু একজনের জন্য কারন পিছনের সময়ে আমি কেমন ছিলাম সেটা তো সে দেখতে পাবে না তাই ।
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৭
302632
আবু জান্নাত লিখেছেন : সে একজন কি ঠিক করা আছে? নাকি হবে? তা কবে??Surprised Surprised
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১০
302635
আফরা লিখেছেন : এই আপনি এত পাঁজি কেন ভাইয়া !!!!!! শুধু পচাঁ কথা বলেন , আমি ছোট মানুষ ।Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৮
302647
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐ একজন ব্যতিরেকে আর কোন নাগরকে দেখান নাতো? যদি না হয়ে থাকে, তাহলে গুড।
তবে উনাকে গ্রুপ ছবিগুলো দেখানো থেকে থাকাই আমার উত্তম মনে হচ্ছে।

আর হ্যাঁ, পেছনে কি ছিলেন, কেমন ছিলেন, কিভাবে ছিলেন, এইসব গুরুত্ব বহন করেনা, বরং এখন কি, তাই গুরুত্বপূর্ণ।
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৩
302648
আবু জান্নাত লিখেছেন : আমি কোথায় পঁচা কথা বললাম, নিজেই তো বললেনঃ একজনের জন্য-
তবে ছবি তুলি অনেক ছবি সেগুলো জমে করে রাখি শুধু একজনের জন্য


আমার দোষ কোথায়? Crying Crying

০৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৭
302698
দ্য স্লেভ লিখেছেন : জি আফরা আপনি একেবারে ছোট্ট মানুষ.....২" সাইজের। তাই থাকবেন বাক্সে। ....আপনার মানুষটা মনে হয় আকাশে থাকে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
364828
০৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শক্ত হলেও কথা ছিল সঠিক। আসলে ভাই আমি নিজেও মাঝেমধ্যে পিকচারদেই। তবে সাবধান হওয়া ভালো। ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২১
302732
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও একসময় করতাম, এখন করিনা। আল্লাহ্ আমাকে ওইসব থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ্।
আপনিও চাইলে পারবেন, খুব কঠিন কিছু তো নয়।
আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
364857
০৬ এপ্রিল ২০১৬ রাত ১১:২০
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. Your writing may open our inner eyes. Jajakallahu khair.
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
302733
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা।
যদি তাই হয়, তাহলে আল্লাহকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ্।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিন। আমিন
১১
364889
০৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৮
দ্য স্লেভ লিখেছেন : Your writing may open our inner eyes. Jajakallahu khair.
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
302734
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহর গোলাম। যা বলেছেন, যদি তাই হয়, তাহলেই যে আমার লেখা স্বার্থক।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিন।
১২
365120
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৫
শুকনা মরিচ লিখেছেন : তাও তো খালি আনফ্রেন্ড করছে।
ভাগ্য ভালো ব্লক মারে নাই
১৩
365330
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File