কেন বদলে যাও.... তুমি কেন বুঝনা....তোমাকে ছাড়া আমি...
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৪ এপ্রিল, ২০১৬, ১০:৩০:৫৮ রাত
তখন তো বললে, গাছতলায় থাকতে পারবে
এখন কেন দালানকোঠা চাও?
তখন তো বললে, দুমুঠো ভাত হলেই বেশ চলবে
এখন কেন খাসির মাথা না পেয়ে আমার কলিজা চিবাও?
তখন তো বললে, ছেড়া কাপড়েই কাটাবে দিন, সুখেই কাটবে যামিনী
এখন কেন কাপড় কিনতে আমার পকেট খসাও?
তখন তো বললে, মরে গেলেও আগলে রাখবে বুকে
এখন কেন ধরলে তোমায়, বিতৃষ্ণা ছুড়ে দাও?
তখন তো বললে, কিছুই আমায় করতে হবেনা, করবে সবই তুমি
এখন কেন আমাকে দিয়ে সব করিয়ে কাতলা মাছের মত ঘুমাও?
তখন তো বললে, তোমার চোখে পৃথিবীতে আমিই সর্ব শ্রেষ্ঠ
এখন কেন উতকৃষ্ট সবে আর নিকৃষ্ট আমাকে বানাও?
তখন তো বললে, তুমি আর আমি, আর কেউ নয়, এমন পৃথিবী চাই
এখন কেন বন্ধু জোটাতে দুনিয়া চষে বেড়াও?
তখন তো বললে, লক্ষ্মী হয়ে চুপটি করে থাকবে আমার পাশে
এখন কেন দাজ্জাল হয়ে দিবারাত্রি আবির্ভূত হও?
তখন তো বললে, বাবু ঘুমিয়ে গেলে বুকে রাখবে আমায়
এখন কেন বাবুই সব, বাবুর বাবা কেবলই ফাও?
তখন তো বললে, আমার জন্য হেন করবে তেন করবে
এখন কেন ভুলে গিয়ে সব নাকে দড়ি দিয়ে ঘুরাও?
কেন কেন কেন কেন কেন কেন কেন?
সর্বনাশী, মায়াবিনী, তুই যে পাষাণী
তোর মনেতে নাইরে মায়া
আগে বুঝিনি!
বিষয়: বিবিধ
২৪৫০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিছে প্রতিশ্রুতি আর ভাল্লাগেনা!
ভালভাসার গোষ্ঠী কিলাই
ভালবেসে ভালো নাই
যে মেয়ে বিয়ের আগে এতো পাকাপাকা কথা বলে, তাকে বিয়ে করতে গেলেন কেনাে মশাই?
আমি নিশ্চিত জানি, আপনি এগুলো অভিজ্ঞতা থেকে বলেন নাই, শোনা থেকে বলেছেন। "শোনা কথার দুনা দোষ" তা কি ভুলে গেলেন?
এত বায়না না করে তাড়াতাড়ি বিয়েটা করুন। তারপর নিত্যনতুন তাজা আপডেট দিবেন। তখন না হয় বিশ্বাস করবো। কিছু শান্তনার বাণী শোনাবো। একটু ধৈর্য ধরুন মনু, সবর করুন, সবরে মেওয়া ফলে.............
কিন্তু আপনাকে তো বাণী শুনিয়ে লাভ হবে মনে হচ্ছে না। নাহ্ সীমার বাহিরে চলে গেছেন, এত অভিজ্ঞদের ভাগ্যে বিয়ে জুটে না কিন্তু .
আবু জান্নাত কখনো এইসব বলে আমার কান ভারী করে নাই, তাহলে আমি কিভাবে শুনলাম!
বিয়ে করবইতো! দেখি আবু জান্নাতের নানার কত ক্ষমতা, আমার বিয়ে ঠেকায়।
ওইসব হাতুড়ি দেখায়ে লাভ নাই। আমি ডরাই সখা ভিখারী রাঘবে!
'বুক ফাটে তবু মুখ ফাটেনা ' তো কি হয়েছে। নীরব ভাষাতে কাবু করেছে, স্বপ্ন দেখিয়ে আসমানে তুলেছে, ভাললাগা ফুরায়ে গেলে আচমকা ফেলে দিয়ে কোমর ভেঙ্গেছে! বিয়ে বিয়ে নেয়ামট বিয়ার পরে কিয়ামত। কিন্তু অই জাতী আমাকে বিশ্বাস করিয়েই ছাড়বে!
আবার বাবু ও???
সব মিছা কতা
তখন ও তেমন বলি নাই
এখন ও এমন কই না
আমি তো বলবো
তুই ই কথা রাখিস নি রে হারমি
কথা দিয়ে তুমি কথা রাখনি
ও স্বজনী কেন কথা দিয়ে তুমি কথা রাখনি
কথা ছিল,
রাজরানী করে রাখবে
কিন্তু এখন চাকরানী
তাও আবার বিনে পয়সায়
হুমহ
হবার শখ
মাটি চাপা দিলাম
কিন্তু আপনি এই বুড়া বয়সে
ব্যাঞ্জন বরনের পিছনে লাগলেন কেনো
নতুন ইসকুল খুলবেন বুঝি
আমায় দাগায়েলিরে
আমায় মারিলিরে
অকুল দরিয়ায় হান্দাইয়া আমি
কূল পাইনা রে
বুঝলাম,ফাইনাল ডিসিশনের আগে আরো চিন্তা-ভাবনার দরকার আছে....
বিবি বাচ্চা আছে, আবার কিসের ফাইনাল সিদ্ধান্ত!
বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারতেছিনা, নইলে হেতির বারোটা বাজিয়ে ছাড়িতাম।
তা আপনি ব্লগে কিছু লেখা টেখা দেন! আপনাদের আর্লি মেরেজ ক্যাম্পেইন কতদূর।
বিয়ে করার শখ জেগেছে কিন্তু লোক খাওয়ানোর সামর্থ্য হয়নাই, তাই জানাইনি.
আচ্ছা, বুবু আপনি বলে, বাবুর মায়ের কি এমন করা ঠিক হচ্ছে!
হেরে!!!!! আমার ওই রাতকানা রোগটাও একটা আপনার বোউদির ভাল না লাগার।
আমি কখন শেষ করতে চাইলাম, সে নতুন শুরু করতে চায়, তবে অন্য কারও সাথে! ছে ছে ছে
জান্নাতের বাবার হাতুড়ি চালানো দেখে মনে হচ্ছে, আস্ত একটা আনাড়ি। নিরাপদ দূরত্বে থাকেন, নয়তো আমাকে মারতে গিয়ে আপনাকেই মেরে বসবে।
যদি ও মিথ্যা তার পরো ও ঘরের কথা পরেও কাছে বলে লাভ কি । এ সব শুনে সামনে মানুষ আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু আড়ালে হাসা হাসি করবে আর আপনাকেই খারাপ জানবে ।
আলু টমেটো পটল, জীবনটাই ভেজিটেবলময় হয়ে পড়বে
মন্তব্য করতে লগইন করুন