বিয়ের আসর থেকে গাজী সালাউদ্দিনের পলায়ন
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৭ মার্চ, ২০১৬, ১০:৩৫:১৪ সকাল
আমি কিভাবে গেলাম, কিভাবেই বা বিয়ের সাজে সজ্জিত হলাম, কিছুই বুঝতে পারলাম না।
পাত্রীকে সাজগোছ করিয়ে আমার সামনে হাজির করা হলো । মাওলানা যখন অমুকের মেয়ে অমুক...... যদি রাজী থাকেন, বলেন কবুল।
আমি নড়েচড়ে বসলাম। নাহ, এই বিয়ে হবেনা!!!!!! আমি মানিনা! বিয়েতে আমি রাজি নই! বলেই দিলাম দৌঁড়।
সবার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। আমার মাথা নিরাপদই থাকল।
অত:পর যা হবার তাই, বিয়েটাই ভেঙ্গে গেলো। দুটি হৃদয় জোড়া লাগতে গিয়েও লাগলো না।
শুনেছি বেচারী নাকি খালি কান্দে! আহারে, আমার জন্য কেউ এতো কাঁদবে, বুঝলে জোড়াটা লাগিয়েই দিতাম!
এও শুনেছি, মেয়েকে সবাই মিলে 'অপয়া', 'হতভাগী', 'পোড়া কপালী' ইত্যাদি বলে গালাগাল করেছে। কইলজার ভেতর বেচারীর জন্য কেমন খচত খচত করতেছে!
আহা আহা আহা আহ!
বিষয়: বিবিধ
১৬৮৭ বার পঠিত, ৭৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গাজী কিন্তু দৌড় দিছে বিয়ে করবেনা বলে! অন্য কিছু বুঝার অবকাশ নাই!!!!
সুখের কান্দা হেতাইনে নয়, আঁই কান্দি।
কেন, বানু আপা! আমি কি খুব খারাপ কিছু করে ফেলেছি?
আসলে আপনাদের দু’জনের জন্যই বিষয়টি দুঃখজনক। খুব তাড়াতাড়ি উপস্থিতি জানিয়ে ছুট দিতে হয়েছিলো বলে বিস্তারিত উল্লেখ করা সম্ভব হয়নি ছোট ভাই।
এটা আপনার নাম! আমার বানু আপা নিজের নামটাই ভুলে গেছেরে! সর্বনাশ
আমি দ্ব্যর্থহীন কণ্ঠে সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ নির্দোষ! এইসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র! আপনারা পনির কথা গুনাক্ষরেও বিশ্বাস করবেন না!
মিথ্যা বলা মহা পাপ ।
আমারও একই কথা। মিথ্যা বলা মহাপাপ। তা আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন কিসের জন্যি শুনি!
এই পোষ্ট একটা মিথ্যা আর সে দিন কোন পোষ্টে আপনি বলেছন পনি গোপনে বিয়ে করেছে সেটাও ছিল একটা মিথ্যা কাজেই আপনি মিথ্যা
ধন্যবাদ আপনাকে। বোনের এমন করুণ পরিস্থিতেও ভাবী বরের এমন কাণ্ডে কল্লা ফেলে দিবেন না বলে যে সবরের পরিচয় দিলেন, তাতে আমি খুবই কৃতজ্ঞ!
এই পোস্ট মিথ্যা নয়! কিছু কথা বাকি আছি এই যা।
আর 'পনি'র কথা বলছেন? পনি মানে টাট্টু ঘোড়া। সে ঘোড়া বিয়ে করার সময় আমি দেখি নাই, তবে বিয়ে তো করে থাকবে নাকি? এই জন্য বলেছি গোপনে বিয়ে করেছে। তাতে আপনার এতো লাগছে কেন? আফরা আপা!
তবে এমন এক সিদ্ধান্তহীনতায় ভুগা ব্যাক্তির সাথে ঘর বেঁধে সারা জীবন কাঁদার চাইতে কয়েকদিনের কান্না কোন ব্যাপারই নয়?
আমার ভাল্লাগেনাই, আমি বিয়া করি নাই, তাতে কার জ্যাঠার কি!
তাতো একখান চড় না দিলে কি স্বভাবের সাথে যায়। মাইয়্যাডারে দিছি একখান। কিন্তু অহন কষ্ট লাগে।
করেন করেন বেশি বাতাস করেন। দৌড়ের ছুটে হাঁপাই গেছি
ঠিক আছে বুবু, ভবিষ্যতে আর পালামো না, সাথে করে নিয়া আমু।
বুবু, মাইয়্যা দেয়নের সুময় আম্নে কই আছিলেন? কিরম্মা একটা মাইয়্যা দেখছে, আমার একদম পছন্দ অয়নাই! আমি কিতা করতাম!
নাকি বাস্তবেই দৌড়ানি থেয়েছেন?
জান্নাতের বাপ, আম্নের দিন কাল শেষ। এখন সময় আমাদের। কত কি হবে, আর কত কি দেখে দেখবেন!
আপনি আসছেন, তাতে আমি অনেক খুশি হয়েছি।
স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখাই
রয়ে গেছি আমি আজও একাই
বুকের মাঝে আছে হৃদয় আমার
হৃদয়টা জানিনা হবে যে কার
আপনাকেও অনেক ধন্যবাদ জনাব
তবে তাই হোক। কিন্তু একজন ব্লগার যেভাবে আমার পেছনে লেগেছে, তাতে পাত্রীর বাবারা কি মেয়ে দিতে ভরসা পাবে!
অনেক ধন্যবাদ
ঠিকি কইছেন, মাথার চুল যে হারে পাকা ধরেছে.....
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে থাকবো!
বাকি আর কি, কিসব উদ্ভট স্বপ্ন দেখ.....
নাকি বাস্তবেই দৌড়ানি থেয়েছেন।
গাজী ভাই।
মাইয়ারা বাস্তবে মাথাব্যথা, ঘুমেও তাই শান্তি নাই
দোউড়ানো একটু খাইছি
বলছি হেরা মাইয়া বিয়া করুম না, তাইলে আমারে কি আস্ত রাখবে!
পলাতক হইয়া গাজি হবেন কেমনে। পাজি হইতে পারেন!!
জয় করেছিতো, ওই যে সারাজীবন শত্রু হয়ে থাকবে, বিয়ে না করে তার আসার পথ রুদ্ধ করে দিলাম।
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে থাকবো!
পনাতো আমারে তাই বানায়ে দিল! আমি নাকি খরাপ ছেলে! ছে ছে ছে
লেডিস জ্বীন ধোরেছে আপনাকে
সে আর নতুন, যেদিন থেকে চোখ কান ফুটেছে, সেদিন থেকেই ওই জাতি সমস্ত সত্ত্বা জুড়ে ভর করে আছে!
আপনার লেখা বেশি পঠিত হওয়ার কারণ, লেখাগুলো খুব সমসাময়িক তথ্য নির্ভর হয়, আর শিরোনামগুলো হয় অনেক বেশি এক্সলুসিভ, যার কারণে লেখাগুলো সম্ভবত ব্লগের যে ফেসবুক ফ্যান পেইজ বা মেগাজিন আছে তাতে শেয়ার করা হয় সে জন্য. যতবার পঠিত দেখায়, ব্লগে বছরেও এতো পাঠক আসেনা।
আর কমেন্ট না পাওয়ার হচ্ছে আপনার লেখাগুলো সবসময় এক কেন্দ্রিক হয়ে যায় যেমন রাজনীতি বা দেশের নানা অসংগতি নিয়ে। এই ধরনের লেখায় অনেকেই কমেন্ট করার যোগ্যতা রাখেনা অথবা আগ্রহ বোধ করেনা অথচ এইগুলোতেই আগ্রহ দেখায় কম। কিন্তু আমার কাছে ভালো লাগে অনেক অজানাকে জানা যায়। লিখতে থাকুন। আপনার কাজ বিলিয়ে যাওয়া, কে খেলো আর্্ব কে খেলোনা তা ভাবার দরকার নাই.
আর আমি লোকজনের লেখা পড়ি তারাও হয়তো সে কারণে আমাকে কমেন্ট করে। সুযোগ থাক্লে ব্লগ কে সময় দিন ব্লগার রাও আপ্নাকে সময় দেবে
ব্লগে সময় দেয়া দরকার..... ধন্যবাদ সুন্দর একটা পরামর্শ দেয়ার জন্য
অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবতায় সমাপ্ত করতে হবে।
চলেন তবে
কন্যা যদি রাজি না থাকে, নেই প্রয়োজন
বন্ধ করো, বিয়ের আজি সকল আয়োজন।
-আমার অণুকাব্য এভাবে মিলে যাবে, কে ভেবেছে?পারলে নাতিদীর্ঘ একটা ভাবের সম্প্রসারণও করে ফেলুন।
বিয়ে নিয়ে অনেক বড় বড় লেখা লিখেছি, আমার পুরনো লেখা যখন পড়ছেন, তখন পেয়ে যাবেন
মন্তব্য করতে লগইন করুন