জুনার কিসের হাগ, কিসের জাউ, সবি সমান
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:৩৩:৩০ দুপুর
মা যে আমাকে 'জুনা' বলতেন, তার যথার্থতা খুঁজে পেলাম ক'দিন আগে।
জুনা দাদা ছিলেন রাতকানা রোগী। রাতে বিরাতে চলতে উনার বেশ কষ্ট হত, তবুও থেমে থাকতনা হেঁটে চলা। আজ আর উনি নেই, বহু বছর হল বিগত হয়েছেন, কিন্তু তার কতেক বৈশিষ্ট্য আজও আমার মাঝে বিদ্যমান।
ক'দিন আগে বেড়াতে যাই বড় বোনের বাড়িতে। তাদের বাজারে নামতেই বেজে গেল রাত এগারোটা। ঘোর অন্ধকার, কুয়াশা, ঠান্ডাতো আছে। ভীরু পায়ে হাঁটছি। এক মনে হাঁটছিতো হাঁটছিই, হঠাৎ দেখি আমি ভুল পথে অনেক দূর এগিয়ে গেছি। অচেনা মানুষের পায়ের শব্দে কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আর আগ না বাড়িয়ে অনেকটা পেছনে এসেও ঠিক পথ খুঁজে পাচ্ছিলাম না।
তারপর নিরুপায় হয়ে এক বাড়ির দরজায় কড়াঘাত করি। ওঠে দরজা খুলতেই অনেক সময় লেগে যায় তাদের। পরে জানলাম, দুই মামলার আসামি, পুলিশ ভেবে ভয় পেয়েছে। আমার অসহায়ত্বের কথা শুনে টর্স হাতে বোনের ঘর পর্যন্ত এগিয়ে দেয়।
যে রাস্তা দিয়ে অসংখ্যবার গিয়েছি, সে রাস্তাই ভুলে বসে আছি! এ নতুন কিছু নয়। ঢাকার শহরেও রাতের বেলা অনেকবার পথ হারিয়েছি। এমন কি, শাহবাগেও রাস্তা ভুলেছি বেশ কয়েকবার।
বলছি জুনা দাদার কথা। উনি অসংখ্যবার রাতে পথ চলতে গিয়ে খানা খন্দে পড়ে চোট লাগিয়েছেন। দিনে অন্তত কয়েকবার আসতেন আমাদের ঘরে, মাঝে মাঝে রাতেও আসতেন। মা আপন মমতায় খাইয়ে দিতেন। পেট ভরে খেয়ে খুব খুশি হত।
উনার কাছে গরম ঠান্ডার পার্থক্য ছিলনা। সামনে যা পেতেন, তাই খেতেন। পান্তা, শুটকী, বাসী তরকারি, সিদ্ধ-আধা সিদ্ধ ইত্যাদি। এসেই বলত, 'আনু, ভাত আছেনি, ক'ডা ভাত দাও'।
জুনার মত আমারও খাবার নিয়ে তেমন পছন্দ অপছন্দ নেই। সামনে যা পাই, তা নিয়েই থাকি সন্তুষ্ট। তাই আমি কারো বাড়িতে বেড়াতে গেলে মা তাদের বলে দেন, 'আমার ছেলেটা ভাতের পাগল, ঘরে কিছু না থাকলে লবণ মরিচ দিয়ে হলেও খাইতে দিয়েন, ভাল খাওয়ানোর জন্য দেরি কইরেন না'।
হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। জুনা দাদা থাকলে গলাগলি করে একটু কান্দন করতাম।
জুনা দাদারা অনেক গরীব ছিলেন। জীবনভর কষ্ট করেছেন, খেতে পেয়েছেন তো শুইতে পান নি, শুইতে পাইলে খেতে পান নি। কারো ঘরের অতিরিক্ত অথবা বাসী তরকারী ভাতই ছিল তাদের জন্য অমৃত। জুনার বংশধরেরাও এখন একই রকম কষ্টের জীবন পার করছে। কিছু মানুষের জীবন মানের উন্নতি কখনো হয়না।
এ জীবনে যে কষ্টের পাহাড় বহন করেছে জুনা, সে জীবনে এর পুনরাবৃত্তি না হোক, মনে প্রাণে তাই কামনা করি। আল্লাহ, উনাকে জান্নাতবাসী করুন।
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কত মানুষ না খেয়ে দিন কাটায়
সুখী মানুষ গুলো তা বুঝতে ও পারবে না
'জুনা'রা আমাদের মধ্যেই রয়েছে বেশ! নিজেই 'জুনা' একজন যেন! ইসলামী মানসিকতা সমাজে প্রকৃত থাকলে 'জুনা'রা বেশী দিন 'জুনা' থাকত না!
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন,আমিন!
০ হাগ ও সবি এই দুটো শব্দের অর্থ কি ?
সবি= সব (সব ই)
গরিব তো হোন নি,
বুঝবেন কিভাবে
হাগ মানে শাক , এটা কোন অন্চলের ভাষা ? - এটা বুঝতে কি গরিব হওয়া লাগে ? এমনভাবে বললেন যে মনে হল গরীব হতে পেরে খুব গর্ব বোধ করছেন ? গরীব হলে হাতে এনড্রয়েড/ল্যাপটপ এলো কি করে ?
আর হ্যাঁ, জায় মানে তরকারী না থাকলে অভাবের তাড়ণায় ভাত নরম করে শিন্নির মত করে খাওয়া।
পাজী পোলাপাইন পিডাইয়া অস্থির কইরা ফালামু
আমীন।
আমিন
মন্তব্য করতে লগইন করুন