আপনার পরিবারেও থাকতে পারে মাহফুজ লামিয়া, সো সাবধান!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৩ জানুয়ারি, ২০১৬, ১০:১৬:৪৭ সকাল
মামীর ভঙিমা পরকীয়ায় আমাকে আকৃষ্ট করেছে। নানাভাবে তার সঙ্গে সম্পর্ক করতে উষ্কেছেন। আর মামীর উষ্কানীতে পা দিয়েই আজকে আমার এই অবস্থা : মাহফুজ
মাহফুজের কথা কিঞ্চিৎ যদি সত্য হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান। কেন বুঝেননা, যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নেই, সে চৌদ্দ জনের ভেতর কিন্তু মামী অন্তর্ভুক্তি নেই।
অন্যের কাছে আপনার বউয়ের রূপ যৌবনের প্রশংসা করা অথবা অন্যের সামনে অনন্য করে প্রেজেন্ট করে 'বাহ, তোর বউটা না চমৎকার, সাক্ষাৎ পরী, এমন বউ যে পাবে তার স্বর্গ লাগবেনা' এই জাতীয় পাম্পিং শোনার লোভ করার আগে বার কয়েক ভাবুন।
মাহফুজরা মামী, চাচী, ভাবী, চাচাতো-মামাতো-খালাতো ও ধর্মের বোনদের সাথে বাছবিচার না করে যা করে তা নতুন কিছু নয়। তবুও মানুষ সচেতন হয়না। আহাম্মকির দণ্ড পেতেই ভালবাসে। এক পরকীয়ার বলী ছয় ছয়টা মানুষ। বাদ যায়নি মাছুম শিশুও!
নায়াগঞ্জের পাঁচ খুনের ঘটনায় ঘাতক ভাগ্নে মাহফুজের জবানবন্দী যারা পড়েছেন, নিশ্চয় শিউরে উঠেছেন, কিন্তু এখানেই ক্ষান্ত থেকে সুষ্ঠু বিচারের জন্য চিল্লালেই হবেনা, এর থেকে প্রতিটা মানুষের শিক্ষা নেয়া অতীব জরুরী। নয়ত নিজের আত্মীয় স্বজনের মাঝেই তৈরি হতে পারে আরো অনেক 'মাহফুজ' এবং মামী 'লামিয়া'।
মনে রাখবেন, সৃষ্টিকর্তা সব নিয়ম কানুন, সৃষ্টি সম্ভার যখন আপনার কল্যাণের জন্য করেছেন, তাহলে নারী পুরুষ কে কার সাথে মিশবে আর কার সাথে মিশতে পারবেনা, সে নিয়মও নিঃসন্দেহে আপনার কল্যাণ, সর্বোপরি সমাজের শৃংখলা বিধানের জন্যই করেছেন।
তাহলে আগের কাজ আগে করুন, পরের কাজ পরে।
কিসের সামাজিকতা, বাপ দাদার রীতি-নীতি , যুগ যুগ ধরে চলে আসা অলঙ্ঘনীয় প্রথা, পাছে লোকে কিছু বলে!
ঝেঁকে বসে থাকা জগদ্দল পাথরের তলায় চাপা পড়ে সৃষ্টিকর্তার বিধান পালনে অনীহা না করে গা ঝাড়া দিয়ে উঠুন, সৃষ্টিকর্তার রঙ্গে রাঙ্গিয়ে তুলুন নিজেকে, পরিবারকে, সর্বোপরি গোটা সমাজকে।
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একমাত্র ইসলামই পারে সমাজের সকল অনাচার দূর করে সুষ্ঠ সুন্দর সমাজ উপহার দিতে৷
ইসলামকে বাদ দিয়ে অন্য সব কিছুতে সমাধান খুঁজে বিধায় এই পরিণতি।
অহরহই ঘটছে এমন!যার অনেকটাই অপ্রকাশ থেকে যায়!
আপনার সুন্দর ও কার্যকর আহবানে সাড়া দিয়ে সমাজ চললে এ সব অনাকাংখিত ঘটনা এড়ানো সম্ভব ইনশা আল্লাহ!
সহমত
তাই যেন হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কামরুল ইসলাম ফরায়েজী।
পাজী পোলাপাইন পিডাইয়া অস্থির কইরা ফালামু
মন্তব্য করতে লগইন করুন