ছবি কথা বলে

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৮ জানুয়ারি, ২০১৬, ১০:৩৮:৪২ সকাল



আপনার পায়ে কনভারস অথবা ক্যাডস, মোজা, প্যান্ট, প্যান্টের নিচে আবার শীত নিবারণে টাইলস, হাতে হাত মোজা, গায়ে দামী ব্লেজার, জাম্পার, সুয়েটার, গলায় গলা বন্ধনী, তুলতুলে নরম উষ্ণ বিছানা, দেশি বিদেশি কম্বল, এক চাপে গরম পানি অন্য চাপে ঠাণ্ডা পানি, এই শীতেও আরাম করে গোসল। তবুও আপনার হয়না, আরও থেকে আরও লাগে।



অভিজাত শপিং মলে নিত্যদিন আসা যাওয়া। আর এরা, এদের বুঝি শীত নেই?



একই উপাদান, মাটি দিয়েইতো গড়া সবাই। একটুখানি অবসর হয় কি তাদের দিকে দৃষ্টিপাত করার? আপনার ১০/২০টা জামার মধ্য থেকে একটা দিলে কম পড়বে কি?

খুব তো মানবতার ঝিকির তুলেন, তাহলে এতো লোক রাস্তায় ঘুমায় ক্যান?



জনসংখ্যা বেশি? আচ্ছা ধরে নিলাম বেশি, তাহলে অভাব তো সবার মধ্যেই থাকার কথা, আপনিও বাদ যাবেন কেন?

আপনার একার গায়ে কেন থাকবে ১০/২০ জন মানুষকে পরানোর মত শীতের পোশাক? নিজের থেকে কিছু তাদের দিয়ে একটু কম লাক্সারিয়াস জীবন যাপন করলে হয়না?



নিজেকে মানব দরদী হিসেবে জাহির করতে বক্তৃতা, সেমিনার, স্যোশাল অরগানাইজেশনের কর্মী সেজে ছিটে ফোটা কিছু সাহায্য সহযোগিতা করে টিভি, পত্রিকা এবং ফেসবুকে ফলাও করে প্রচার করেন, আর মনে করেন মানুষ কিচ্ছু বুঝেনা!



মানুষ বুঝে, দেখে আল্লাহর দেয়া দুটি চোখ দিয়ে, আর মুখ লুকিয়ে হাসে!

বাংলাদেশে শুধু শীতার্ত মানুষের সাহায্য সহযোগিতার কথা মাথায় রেখে যত সংস্থা আছে, আর সরকারী তহবিল তো আছেই, সবাই যদি সত্যি সত্যি আর্ত মানবতাকে সেবার অনুভূতি নিয়ে তাদের পাশে দাঁড়াতো, মনে হয়না, অগুনতি মানুষকে প্রচণ্ড শীতে রাস্তায় ঘুমাতে হত না।



তাই কথাকে কাজে বাস্তব রূপদান করতে হবে। প্রচারেই প্রসারতো লাগবেই, তবে সে নিজের জন্য নয়, বরং অসহায় মানুষদের জন্যই যেন হয়।



বিষয়: বিবিধ

১৮৬২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356463
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৭
আফরা লিখেছেন : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ----- আসুন আমরা সবাই যার যত টুকু সামর্থ্য আছে গরীবদের সাহায্য করি ।

ধন্যবাদ ভাইয়া ।
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৭
295931
আব্দুল গাফফার লিখেছেন : একমত Talk to the hand
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৫
295934
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবে তাই হোক
আপনাকেও ধন্যবাদ
356466
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবে তাই হোক
আপনাকেও ধন্যবাদ
356467
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : এদের জন্য আমাদের সবারই এগিয়ে আসা উচিত । অনেক ধন্যবাদ
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
295939
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন জনাব। আহারে আমাদের সেই আড্ডাটা আর নেই!
356470
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০১
তাহেরা ফারুকি লিখেছেন : বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি।।
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
295938
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, চমৎকার বলেছেন
আমার পাড়ায় নতুন মনে হচ্ছে। স্বাগত জানাই।
356471
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০১
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৬
295937
গাজী সালাউদ্দিন লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand
356476
০৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
অনেক পথ বাকি লিখেছেন : যার যার সাধ্যমত চেষ্টা করা উচিত। তাহলেই সবাই সুখী হতে পারবো।
০৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১২
295943
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিই ঠিক, এখনও অনেক পথ বাকি!
356481
০৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : আর কটাদিন সহ্য করুক৷ তার পর সকল নাগরীকের শুধু সুখ আর সুখ৷ দেশ হবে উন্নত দেশ৷ ট্রাক ট্রেন বিমান ভরে সিঙ্গাপুর, সুইজার ল্যাণ্ড,লণ্ডন, আমেরিকায় সাহায্য সামগ্রী পাানো হবে৷ কেননা আমাদের চেতনার সম্রাজ্ঞী ঘোষণা দিয়েছেন। অল্প দিনের মধ্যেই দেশে আর কোন গরীব থাকবে না৷ অতএব জাকাত ফেতরা দিতে ঐ সমস্ত দেশেই যেতে হবে৷
০৯ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৪১
295960
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি ঠিকই বলেছেন, ২০২১ সাল আসতে আর তো বেশ দেরি নয়। সবুরে মেওয়া ফলে।

তা আপনি তো সম্রাজ্ঞীর ভাই, আপনার বোনের নেয়া কর্মসূচীর সার্বিক অগ্রগতি নিশ্চয় আমাদের জানাবেন।
০৯ জানুয়ারি ২০১৬ রাত ০৯:৪৩
295977
শেখের পোলা লিখেছেন : ইরাণের শেখ সাদীও তাহলে আমার ভাই কি বলেন৷"লোহা লোহেকো কাটতা হ্যায়" ভুলে গেছেন?
356513
০৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৩
দ্য স্লেভ লিখেছেন : আফসোস এরা কেবল সমাজকর্মীদের লেখা আর সেমিনারেই থেকে গেল। যে টাকাগুলো দূর্নিতি হয় সে টাকার কিছু অংশ দিয়েও এদের ভালো চলে যেত। আমাদের উচিৎ আমাদের আশপাশে যারা আছে তাদের দায়িত্ব গ্রহন করা। যদি একজন স্বচ্ছল মানুষ মাত্র ১ জনের দায়িত্ব নেয়,তাতে তাদের সমস্যা হবেনা আর প্রকৃতপক্ষেই দারিদ্র দূর হবে। শুধু শীতের পোষাকই ওদের দরকার নয়।ধন্যবাদ
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:৪১
296106
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মন্তব্যটি আমার লেখাকে পূর্ণতা দিয়েছে
356771
১২ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আপনি আসলেই সময়ুপযোগী লেখা দিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন সকলকে কার কি দায়িত্ব। সবাই যদি নিজেকে দায়িত্ব মুক্ত করতে উদ্যোগী হতো তবে সমাজের একাংশের এমন চিত্র হতোনা। আমরা প্রত্যেকেই যদি একজন একজনের দায়িত্ব নেই তবে সমাজ কল্যাণের বক্তৃতা যারা দেয় তাদেরকে দরকার হবেনা। আমরা সবাই শুধু অপরের দোষ চর্চায় ব্যস্ত, নিজে কি করেছি কি করা উচিৎ সেটা করছি না। কেউ না দেখুক আল্লাহ তো দেখছেন চাপাবাজেরা কি চাপাবাজি করছে আর শ্রোতারাই বা কি করছে। তাকে ভয় করেই মানুষের সেবা সহযোগীতা করা উচিৎ। আল্লাহ তৌফিক দিন সকলকে সঠিক বুঝ সহকারে সৎ কাজ করতে। আমিন। আর লেখকের ও তার পরিবারের প্রতি রহমতের ফুল্গোধারা বইয়ে দিন।
১২ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৭
296139
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার পুরো মন্তব্যের জবাবে একটি কথাই বলব, ভালবাসায় ভরা মন্তব্যটিতে আমি খুবি আনন্দিত এবং আপনার উপস্থিতি বরাবরের মতই ভাল লেগেছে।

আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভাল আছি। ব্লগে নিয়মিত হওয়ার আকুল আবেদন রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File