ছবি কথা বলে
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৮ জানুয়ারি, ২০১৬, ১০:৩৮:৪২ সকাল
আপনার পায়ে কনভারস অথবা ক্যাডস, মোজা, প্যান্ট, প্যান্টের নিচে আবার শীত নিবারণে টাইলস, হাতে হাত মোজা, গায়ে দামী ব্লেজার, জাম্পার, সুয়েটার, গলায় গলা বন্ধনী, তুলতুলে নরম উষ্ণ বিছানা, দেশি বিদেশি কম্বল, এক চাপে গরম পানি অন্য চাপে ঠাণ্ডা পানি, এই শীতেও আরাম করে গোসল। তবুও আপনার হয়না, আরও থেকে আরও লাগে।
অভিজাত শপিং মলে নিত্যদিন আসা যাওয়া। আর এরা, এদের বুঝি শীত নেই?
একই উপাদান, মাটি দিয়েইতো গড়া সবাই। একটুখানি অবসর হয় কি তাদের দিকে দৃষ্টিপাত করার? আপনার ১০/২০টা জামার মধ্য থেকে একটা দিলে কম পড়বে কি?
খুব তো মানবতার ঝিকির তুলেন, তাহলে এতো লোক রাস্তায় ঘুমায় ক্যান?
জনসংখ্যা বেশি? আচ্ছা ধরে নিলাম বেশি, তাহলে অভাব তো সবার মধ্যেই থাকার কথা, আপনিও বাদ যাবেন কেন?
আপনার একার গায়ে কেন থাকবে ১০/২০ জন মানুষকে পরানোর মত শীতের পোশাক? নিজের থেকে কিছু তাদের দিয়ে একটু কম লাক্সারিয়াস জীবন যাপন করলে হয়না?
নিজেকে মানব দরদী হিসেবে জাহির করতে বক্তৃতা, সেমিনার, স্যোশাল অরগানাইজেশনের কর্মী সেজে ছিটে ফোটা কিছু সাহায্য সহযোগিতা করে টিভি, পত্রিকা এবং ফেসবুকে ফলাও করে প্রচার করেন, আর মনে করেন মানুষ কিচ্ছু বুঝেনা!
মানুষ বুঝে, দেখে আল্লাহর দেয়া দুটি চোখ দিয়ে, আর মুখ লুকিয়ে হাসে!
বাংলাদেশে শুধু শীতার্ত মানুষের সাহায্য সহযোগিতার কথা মাথায় রেখে যত সংস্থা আছে, আর সরকারী তহবিল তো আছেই, সবাই যদি সত্যি সত্যি আর্ত মানবতাকে সেবার অনুভূতি নিয়ে তাদের পাশে দাঁড়াতো, মনে হয়না, অগুনতি মানুষকে প্রচণ্ড শীতে রাস্তায় ঘুমাতে হত না।
তাই কথাকে কাজে বাস্তব রূপদান করতে হবে। প্রচারেই প্রসারতো লাগবেই, তবে সে নিজের জন্য নয়, বরং অসহায় মানুষদের জন্যই যেন হয়।
বিষয়: বিবিধ
১৮৬২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
আপনাকেও ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি।।
আমার পাড়ায় নতুন মনে হচ্ছে। স্বাগত জানাই।
তা আপনি তো সম্রাজ্ঞীর ভাই, আপনার বোনের নেয়া কর্মসূচীর সার্বিক অগ্রগতি নিশ্চয় আমাদের জানাবেন।
আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভাল আছি। ব্লগে নিয়মিত হওয়ার আকুল আবেদন রইল।
মন্তব্য করতে লগইন করুন