ছোট্ট সোনা মণিরা (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২১ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৪:৫৩ বিকাল
তাবাচ্ছুম:
মানুসিক ভারসাম্যহীন মায়ের অযত্ন অবহেলায় মৃতপ্রায় তাবাচ্ছুম আজ কত প্রাণচঞ্চল, সবার আদরের মধ্যমণি, অথচ কিছুদিন আগেও সবাই ধরেই নিয়েছিল তাবাচ্ছুম বাঁচবেনা, মরার সব লক্ষণই তার মধ্যে প্রকাশ পেয়েছিল। আল্লাহর দরবারে শুকরিয়া, তিনি তাবাচ্ছুমকে সুস্থভাবেই বাঁচিয়ে রেখেছেন এবং বাবা মায়ের জন্য চক্ষু শীতল করেছেন।
আরাফাত
বড্ড শান্ত ছেলে, কিন্তু তার বিরুদ্ধে মোটাদাগের একটা অভিযোগ আছে, সে নাকি খুব ঝগড়া-চোপ্পা করে।
রেদোয়ান
আমার নাতি, চুপচাপ থাকে, কারো সাথে সহজ হতে কিছুটা সময় নেয়, তারপর শুরু হয় দুষ্টুমি।
আমার ভাইস্তি জ্যোতি
আরেক ভাইস্তি মীম
ওর খিট খিট করে হাসি আমার যে কি ভালো লাগে বলে বুঝানো যাবে না।
মীমের ভাই মহিন
এ বয়সে প্রায় সবকটা দাঁত নষ্ট হওয়ার পথে।
তানভীর
তাজমহলটা তার দাঁতের ফাঁক দিয়ে দেখে নিতে পারেন।
হৃদয়
আমার ভাগিনা, ভদ্রতাজ্ঞান বলে কিচ্ছু নেই!
একদিনের ছুটিতে ঝটিকা সফরে বাড়ীতে গিয়ে পিচ্ছীদের নিয়ে ভালই কেটেছে। বাড়িতে গেলে এদের নিয়েই আমার অধিকাংশ সময় কাটে। পাজিগুলোকে খুব মিস করছি।
বিষয়: বিবিধ
২০৫২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হীরকখন্ডগুলো যত্নে রাখুন!!
নিশ্চয় যত্নে রাখব। আপনার জন্য দোয়া রইল।
আপনি ঠিকি বলেছেন।
অনেক দিন পর আপনার উপস্থিতি ভালো লাগল জনাব,
আপনাকেও ধন্যবাদ।
মহান রব ভাল রাখুন সব সময়-এই দুয়া!
সেটাই উপভোগ করলাম।
তাদের প্রতি আপনার অকৃত্তিম দোয়া আল্লাহ কবুল করুন, আমিন।
আপনার উপস্থিতিতে প্রীত হলাম ব্রাদার।
আপনি ঠিকি বলেছেন, বাচ্ছা কাচ্ছা না থাকলে সব নিরানন্দ।
বাড়ির ঠিকানা দেন, আমি গিয়ে আপনার অভাবটুকু পূরণ করে আসি।
আপনাকেও অনেক ধন্যবাদ গাফফার ভাই।
মন্তব্য করতে লগইন করুন