পরকীয়ায় দোষ দেখা ‘নৈতিকতাহীন মিডলক্লাস বাঙালির’ কাজ!!!!!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২০ আগস্ট, ২০১৫, ০৮:২২:০১ রাত
কবিতা কার্যকরী অস্র, প্রতিবাদের ভাষা, দ্রোহের আহবান, প্রেরণার নাম। তাই কবিরা স্মরণীয়, বরণীয়, কখনো লাঞ্ছিত, নিপীড়িত। কবির কবিতায় অনেক শক্তি, যা পাঠক বা শ্রোতার জীবনে, চিন্তা চেতনা, বিশ্বাসে আনতে পারে আমূল পরিবর্তন।
এ পরিবর্তন ইতিবাচক হওয়াই কল্যাণকর। নেতিবাচক হলে? আপত্তিটা তখনি আসে। একটা নিষিদ্ধ বিষয়কে ভাষার মাধুর্যতা দিয়ে রঙ চং করে লিখে বা বলে বিশ্বাসে পরিবর্তন এনে শুদ্ধতার রূপ দিতে কবি বা কবিতার জুড়ি নেই। তেমনি করে কবিতা পরকীয়া অথবা এ জাতীয় নিষিদ্ধ কাজকে কিভাবে উস্কে দেয়, দেখুন নিচে একটি কবিতার অংশবিশেষে।
মধ্যরাতে দ্বিতীয় তলায় থাকা স্বামীর বন্ধুর কাছে গিয়ে-
বাসবি, তোমার স্বামী আমার স্কুলের বন্ধু, আমি দুর্বল। এতো রাতে তুমি আমার এতো কাছে বসেছ, বুক আমার দুরু দুরু করছে।
আমি বুঝি তোমার আলাদা করে বন্ধু হতে পারি না!
বিণায়ক(স্বামী) মাঝে মাঝে এরকম রাত্তিরে সিল্কের লুঙ্গি আর গেঞ্জি পরে তোমার সঙ্গে আড্ডা দিতে আসেনা? আমি মেয়ে, তাই আমার সে অধিকার নেই!
থিউরিটিক্যালি তোমার কথা ঠিক, তবু আমি পুরুষ ও মেয়ে মানুষকে একভাবে দেখতে পারিনা।
তুমি কি চাও আমি এখন চলে যাই?
হাঁ, তোমার এখন চলে যাওয়াই উচিত, অথচ মন তীব্রভাবে বলছে, 'তুমি থাকো থাকো থাকো'।
তুমি জান, তোমাকেই আমি প্রথম ভালবেসেছিলাম, কিছুতেই সে কথা ভুলতে পারছিনা।
কিন্তু আমাদের দুজনেরি যে দুটো সংসার আছে, সন্তান আছে, এখন কি এই সংসার ভাঙ্গা যায়?
সংসার ভাঙ্গার কথা কে বলছে? তুমি বড্ড ‘মরাললেস’ সোমনাথ(স্বামীর বন্ধু)। আমরা দুজন দুজনাকে ভালবাসতে পারি না?
তুমি আজ রাত্তিরে আমার ঘরে থাকবে?
.........
কি ভাবছ?
ভাবছি, একবার শুরু করলে কি থামতে পারব?
তুমি আসলে ভাবছ, তোমার বন্ধুর কথা, তোমার স্ত্রীর কথা। মিডল ক্লাস বাঙালি মরালিটি তুমি ছাড়তে পারলে না!
বাসবি সোমনাথের গালে একটা টোকা মেরে-
থাক, এভাবে হবে না। ভালবাসার দরকার নেই, বন্ধুত্বই ভাল। আজ ২৪ই জুলাই, আজকের দিনটা মনে থাকবে। আজ আমি আমার সব ভালবাসা তোমাকে দিয়ে গেলাম। এরপর দেখ, আমরা শুধুই বন্ধু থাকব।
বন্ধুরা, বাসবির শেষ কথাটুকু খেয়াল করেছেন নিশ্চয়? "আজ আমি আমার সব ভালবাসা তোমাকে দিয়ে গেলাম। এরপর দেখ, আমরা শুধুই বন্ধু থাকব"। সব ভালবাসা বন্ধুকে দিয়ে গেলে স্বামীর জন্য থাকল কি? এই বন্ধুতা কি নিষিদ্ধ সম্পর্ক থেকে তাদের ফিরিয়ে রাখতে পারবে? নাকি নিষিদ্ধ সম্পর্কের বেড়াজালে হাজারগুন বেশি এগোবে?
যারা রাতবিরাতে, নিরবে নিভৃতে পরস্ত্রী বা পরপুরুষগমনকে একটা যৌক্তিক অধিকার বলে মনে করে, সকল বিষয়ে, সকল সময়ে নারী পুরুষের ভেদাভেদ রাখেনা, তাদের কাছে শুধুই বন্ধুত্ব মানে পাশাপাশি বসা, শরীরের ঘ্রাণ নেওয়া, হেচকাটানে অকস্মাৎ বিছানায় কিছু করে ফেলা, তারপর এটাকে নিছক দূর্ঘটনা মনে করা অথবা উত্তেজনার প্রাবল্যে নিয়ন্ত্রণহীনতার ফল হিসেবে গণ্য করা, অথচ নৈতিকতার বিচারে বিচার না করা। তাহলে তাদের সম্পর্ক শুধুই বন্ধুতা থেকে অধিকাংশ ক্ষেত্রেই নিষিদ্ধ যৌনতায় রুপ নেবে, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়।
কবিতায় অশ্লীল শব্দ অথবা অশ্লীল ইঙ্গিত না থাকলে জনপ্রিয় কবি হওয়া যায়না? আপাতদৃষ্টে মনে হয় এমনি। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে, অনেক কবি পৃথিবীজোড়া খ্যাতি অর্জন করেছেন অশ্লীল শব্দ অথবা অশ্লীল ইঙ্গিতের প্রয়োগ ছাড়াই। অনেকে হয়ত বলবেন, অশ্লীল শব্দের প্রয়োগ দিয়ে ভাল জিনিস ইঙ্গিত করা বা বুঝাতে গেলে ক্ষতি কি? হাঁ, আপনার কোন ক্ষতি নেই, ক্ষতি পাঠকের। আপনার ভাল ইঙ্গিত নিয়ে যতটা চিন্তা করবে, তার চেয়ে বেশি করবে খারাপ শব্দগুলো বা খারাপ ইঙ্গিত নিয়ে।
আপনার উদ্দেশ্য যাই থাকুক, অশ্লীল শব্দ বা অশ্লীল ইঙ্গিত যেমন প্রেম, পরকীয়া, উস্কানি ইত্যাদি ব্যবহারে কারো যদি নৈতিক অবক্ষয় ঘটে তাহলে এর দায়ভার নিশ্চয় আপনি এড়াতে পারেন না! আপনার অশ্লীল কবিতা গুটি কয়েক লোকের কাছে উত্তেজনার রসদ হতে পারে, নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের মনের আসক্তি আরও বাড়িয়ে তুলতে পারে, নোংরা ডায়ালগ লিখতে, বলতে, শুনতে যারা অভ্যস্ত, তাদের কাছ থেকে পেতে পারেন বাহবাহ, পেতে পারেন নামি কবির খ্যাতি, গলায় ঝুলাতে পারে বরণঢালী কিন্তু সত্যকার জনপ্রিয়তা যা সর্বসাধারণের কাছ থেকে আসে, তাআপনি অর্জন করতে পারবেন না।
অতএব কবিতা হোক পরিচ্ছন্ন, অশ্লীলতা বিবর্জিত, কবিদের কাছে এ আমার আশা নয়, প্রত্যাশা।
বিষয়: বিবিধ
১৬৪৮ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পাড়ায় এসে মন্তব্য করায় আপ্নাকেও ধন্যবাদ জানাই।
আমার কবিতা শুনতে ভালই লাগে, বরাবরের মত আজও শুনছিলাম, তাই হাত নিশপিশ করলে দুকলম লিখে দেই, এই আর কি।
আপনার শেষের কথাগুলোর সাথে পুরোপুরি একমত।
আমাকে মিস করেছেন জেনে খুব খুশি হলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
চুরাচুরি কারবার বাদ দিয়ে ব্লগে ওপেন হয়ে ফিরে আসুন। আপনিতো আবার সবার পোস্টে সব পোস্টে মন্তব্য করায় অভ্যস্ত!! ঐ কঠিন অভ্যাস বদল করুন ব্লগে আসলে উপস্থিতি জানিয়ে যাবার অনুরোধ জানাচ্ছি। সব পোস্টে মন্তব্য করতে গেলে ব্লগকে চাকরি হিসেবে নিতে হবে... দরকার নেই ঐসবের...
প্লিজ অনুরোধ করবেন না, উপযুক্ত সময়ে দেখবেন ঠিক ঠিক চলে আসব। @ আব্দুর রহিম ভাই
সে কি বুঝবে??
মনের দখল জুড়ে
আছে সে যাকে আমি খূঁজি,
তার অনুপুস্থিতিতে আমি
ডানা ভাঙ্গা পাখি তা নিজে শুধু বুঝি!
তাহার শূন্যতায় শত আকুতি
বিভোর হয়ে থাকে,
প্রকাশের ভঙ্গিমায় নিশ্চুপ
মন শুধু নিরবে তাহার ছায়া আঁকে।
সে বুঝেও না বুঝার মত
শক্ত ভিতের উপর আছে দাড়িয়ে,
সুন্দর চরিত্রের মেয়ে পেলে
তাকে দিয়ে দিতাম বিয়ে....!
বয়সের সাথে নতুন জীবনের
প্রয়োজন সুস্থ সমাজের জন্য,
পথেঘাটে নোংরামি দেখি
মানুষ মানুষত্ব বিক্রি করে হচ্ছে পণ্য।
মনের দখলদার সে অনুভূতির
বিশাল এলাকা জুড়ে তিনি,
তাহার নিরবতা মানতে হয় বলে
মনের বিরুদ্ধে গিয়ে মানি।
সে কি বুঝবে নাকি অবুঝের মত
অভিনয়ে নিজেকে রাখবে আড়ালে?
স্পষ্ট প্রতিক্রিয়া জানতে চাই
আন্তরিকতা ও সহমর্মিতার স্ববলে।
যার প্রতিটা কথাই ছন্দে ছন্দে ধ্বনিত হয়ে মনের কোণে মধুর শিহরণ জাগায়।
অবুঝের মত অভিনয় নয়, হয়ত সত্যই সে অবুঝ, তবে বুঝবে কেমন করে তার নীরবতায় কবির মনে দারুণ বেদনা জাগে!
হে কবি, জানি, প্রিয়জনের অবর্তমানে আপনার অস্থির লাগে, তবুও কিছুকালের বিরতি মানে হারিয়ে যাওয়া নয়। আবার আসিব ফিরে, এই আড্ডাবাজদের নীড়ে।
খুশিতো?
আলহামদুলিল্লাহ বেশ আছি। জি, অনেক দিন পর আসলাম কথাটি ঠিন নয়, আমি প্রতিদিনই ব্লগ দেখি, কিন্তু পড়াশোনা নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে তাই পড়া হয়না, মন্তব্যও করা হয় না, কিন্তু আপ্নারা ব্লগে আসেন কিনা, তা দেখার চেষ্টা করি।
সত্যি কথা যদি বলি, সন্ধাতারা অনেক দিন বেখবর, আপ্নিও অনিয়মিত, ব্লগে আসলে মন কেমন হাহাকার করে উঠে, ভেতর থেকে জোর পাইনা, জোর পেলে ব্যস্ততা থাকা সত্ত্বেও উপস্থিতি জানান দেয়ার চেষ্টা করতাম।
আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, আপনি আলাদা করে আমার ব্লগ দেখেন, সত্যি এত বেশি ভালবাসা পাওয়ার জন্য আমি উপযুক্ত নই!
আপনি যেমন মিস করেছেন, আমিও তেমনি আপনাকে মিস করেছি।
বিয়ে শাদী একটু সময় লাগবে, ধোইর্যধারণ করে আছি, দোয়া করবেন, এই কাজে দেরি মানে অনেক পাপের অংশীদার হওয়া।
আমি এবং আমাদের উদ্দেশ্যে আপনার অকৃত্তিম দুয়া আল্লাহ কবুল করুন।
জাযাকাল্লাহু খাইর।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
শ্রদ্ধেয়া মাহবুবা সুলতানা লায়লা আপুজ্বীর মন্তব্যটাই আরেক আমার তরফ থেকে মনে করে পড়ে নিবেন আশা রাখি...।
জাযাকুমুল্লাহ
এত ভালভাসার ভার আমি কেমনে সইব! আমার প্রতি আপনাদের ভালবাসা সত্যিই অভিভূত করেছে।
আপনার মূল্যবান উপস্থিতি এবং দোয়াসমেত সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইর।
আপনার পুরো মন্তব্যটির সাথে সম্পূর্ণভাবে সমহত জ্ঞাপন করছি।
সুন্দর মন্তব্যিটির অনেক অনেক ধন্যবাদ নেবেন।
আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ আমার লেখাটি পড়া এবং সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য।
আপ্নাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
কোন এক পোস্টে মেয়ের মামার কথা শুনে আহলাদে গদ গদ হয়ে গিয়েছিলেন ।
পরে ঠিকই সাইজ হয়েছেন । তারই ধারাবাহিকতা এই লেখা গুলো ।
আপনি এখনও পিচ্চি ছেলেই আছেন । আবেগের বশবর্তী হয়ে বাস্তবতাকে পাশ কাটিয়ে রঙ্গিন স্বপ্নে ডুবে ছিলেন । আমার ঐ সময়ের উপদেশ মোটেই ভাল লাগে নি আপনার । এখনও লাগে না ।
তবে আমি যে কথাগুলো বলি তা Sad but true , harshley true।
গরীবের কথা বাসি হলে ফলে ।
আপনি শুনলে হয়ত খুশি হবেন, আমার সাংগঠনিক বন্ধুদের থেকে গত দুই মাসে তিনজন বিয়ের কাজটি সম্পন্ন করেছেন এবং সুন্নতি পদ্ধতিতেই। আমি একজন হেরে যেতেই পারি, কিন্তু সবাইকে হারতে দেব না, ইনশাআল্লাহ।
অনেক পর পেলেন, কই চা নাস্তা কিছুই করালেন না!
আমার প্রতি আপনার অকৃত্তিম ভালবাসা, টান সত্যিই আমাকে অনেক বেশি মুগ্ধ করে, এতোটা পাওয়ার যোগ্য কিনা আমি, তা নিয়ে ভেবে দেখার অবকাশ রয়েছে।
অনেক অনেক মুবারকবাদ, আমার ডাকে স্বতস্ফূর্ত সাড়া দেবার জন্য। আলহামদুলিল্লাহ বেশ আছি। একটু ব্যস্ততা যাচ্ছে।
বিয়ে করা হয় নি, তাই ভাবী সম্পর্কে কোন খবর দিতে পারছিনা, আপনার কৌতূহলের জবাবে সন্তুষ্ট করতে পারলাম না বলে দুঃখিত। যেহেতু আমার অবস্থান স্রোতের বিপরীতে তাই অপেক্ষা করতে হবে। দোয়া করবেন।
সুন্দর মূল্যায়নের জন্য শুকরিয়া।
আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান উপস্থিতি এবং সুন্দর মূল্যায়নের জন্য।
আবার আসবেন কিন্তু!
মন্তব্য করতে লগইন করুন