টয়লেট দেয়ালিকা

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৪ মে, ২০১৫, ১১:৪৩:২১ সকাল



যারা স্কুল কলেজ ও মাদরাসায় পড়েছেন তারা জেনে থাকবেন ছাত্রসংসদের তত্ত্বাবধানে টাঙ্গানো দেয়ালিকায় ছাত্র-ছাত্রীরা কবিতা, গল্প, গান, গজল ইত্যাদি টাঙ্গিয়ে থাকে। সপ্তাহব্যাপী উক্ত প্রতিষ্ঠানের সবাই দেয়ালিকার সামনে দাঁড়িয়ে এসব পড়ে দারুণ উপভোগ করে। বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা থাকে না কিন্তু তাই বলে জ্ঞানীদের লেখা-লেখির অভ্যাস তো থেমে থাকার নয়! সব বিল্ডিং ও টয়লেটের দেয়ালগুলোই দেয়ালিকা। তাতে থাকে নানান রকমের মজার মজার লেখা। কিছু অরুচিকর লেখাও থাকে সেগুলো বাদ দিয়ে ফানি কিছু দেয়াল লিখন নিয়ে হাজির হলাম।

টয়লেট দেয়ালিকাঃ

‘Hands up, don’t move, u r under arrest, accused of falling in love with University girl’.

“স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। চেহারা সুন্দর বলে মেয়েরা আমায় নিয়ে টানা হেঁচড়া করে, তাই House of thought-এ বসে ভাবছি, কালনাগিনী কাল সাপদের হাত থেকে বাঁচার উপায় কি”!

“ভাই বসেন। উপরে তাকান। সামনে তাকান। ডানে তাকান। বামে তাকান। পেছনে তাকান। ঐ মিয়া কাজ সারতে এসে এতো দিকে তাকান ক্যান? চুপচাপ কাজ সেরে বের হন। বাইরে লম্বা সিরিয়াল। দেরি করলে সবাই ধরে হাড্ডি গুড়া করে দিবে’!

‘টয়লেটে ঢুকে এদিক ওদিক না তাকিয়ে নিচের দিকে তাকান’

‘যে বদমাশ লিখেছিস, তুই তাকা নিচের দিকে’

“ভাইসব, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে অল্প। মামার হোটেলে একবার খাওয়ালেই আপনার ভালোর সার্টিফিকেট নিয়ে রাস্তায় দৌঁড়িয়ে জানান দেবো’

তাড়াতাড়ি বের হন। আর পারছি না! নইলে দরজা ভেঙ্গে ঘাড় ধরে বের করবো!

‘টয়লেটে যারা এসব লেখে তাদের মায়ের পেট খারাপ’

‘তুইওতো লিখেছিস, তাহলে তোর মায়েরও পেট খারাপ’

'হে ঢাবির জ্ঞানী, কি লিখছ এইসব, এই কি তোমার সম্মাননা?'

'আপনি কোন হে? আপনিওতো কলম চালালেন। আপনি কি সম্মানিত রইলেন?'

'হে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী, প্রাকৃতিক কাজ শেষে মনে করে সকলে নিও পানি!

'আমি সামিহা (ছদ্মনাম)। পড়ি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে। আজ একটা দুঁখের কথা বলব। আসলে যার মা নাই, সে বুঝে মায়ের মুল্য। মা না থাকায় আমার জীবন অনেক দুঃখের। আপনারা সবাই আমার মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন!'

'হে জ্ঞানী মূর্খ। দোয়া চাওয়ার জায়গা টয়লেট নয়!

'হে জ্ঞানী ভাই, একটা অসহায় মেয়ে মায়ের শোকে মুহ্যমান হয়ে দোয়া চেয়েছে, আর আপনি কিনা নীতি বাক্য শুনাচ্ছেন? সব জায়গায় মৌলভীপনা!'

'ছেলেদের টয়লেটে মেয়ে আসলো কেমন করে? রুলস ভঙ্গের অপরাধে আগে ঐ মেয়ের বিচার হোক, তারপর মেয়েটির জন্য সমবেদনা।'

'ভাইসব, মানবিক হওয়ার চেষ্টা করেন! প্রচন্ড নিম্মচাপে হয়তো ভুল করে ছেলেদের টয়লেটে এসেই পড়েছে, তাই বলে এইভাবে অপমান্স! আপনারা মানুষ নন!'

'বুঝেছি, মেয়ে টেয়ে কিছুই না। তুই মেয়ে সেজে এসব লিখেছিস! নয়তো মেয়ের জন্য তোর এতো মায়া কান্না কেন? মাটিতে আঘাত করলে গোনাহগার ছ্যাঁত করে উঠে!'

'এই জন্যই ভালো কথা বলতে নাই। হক কথা বলতে গিয়ে নিজেই হলাম দোষী। শুধু কি তাই? লিঙ্গটাও দিলেন পরিবর্তন করে! আপনারা আসলেই মানুষ! প্লিজ মানবিক হোন।'

'একটা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের আপুরা কেন ভাইয়াদের পেছনে ঘুরে? –সোনাবান ঘোষ'

'ভাইয়ারা হবে আপুদের হাতের ছড়ি। ক্যাম্পাসে ঘুরতে সাহস লাগে। ভাইয়ারা হবে সে সাহস। নীলক্ষেত, নিউমার্কেট, আজিজ সুপার মার্কেটে আপুদের কত কি লাগে। একজন সঙ্গী হলে বরিং ভাব কেটে যায়। তাই ভাইয়াদের দরকার। মোট কথা আপুদের পেছনে খাটনি বা কামলা দেয়ার জন্য একজন লোক দরকার। ক্যাম্পাসে ভাইয়েরা থাকতে ভাবনা কি! কোনো ভাইয়া যদি আপুদের সাথে এমন খাটুনিকে প্রেম মনে করে তাহলে সর্বনাশ! পড়াশোনা শেষে একদিন হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে মিষ্টি হেসে গাল টিপে দিয়ে বলবে, ভাইয়া নাও, আমার বিয়ের কার্ড, তুমি অবশ্যই অবশ্যই আসবে!'

'টয়লেটে যারা কু কথা লেখে তারা সব কুলাঙ্গার!'

'আসছেরে আমার সাধু পুরুষ! জ্ঞান চর্চার নির্দিষ্ট সীমা গণ্ডি নেই। জ্ঞান চর্চা হবে সর্বত্র ব্যাপৃত। আসেন, ওইসব কুলাঙ্গার বলে গালিগালাজ বাদ দিয়ে ঠান্ডা মাথায় টয়লেট দেয়ালিকায় লিখে নিজেদের ইনোভেটিভ মস্তিস্ককে আরো শাণিত করি। কেননা চিন্তা ভাবনার সবচেয়ে উর্বর ক্ষেত্র হচ্ছে টয়লেট।'

ঢাবির বিবাহযোগ্য পাত্র পাত্রী, অর্থনীতি বিভাগের বিবাহযোগ্য পাত্রী ইত্যাদি নামে ফেসবুকে অনেক গ্রুপ,ফ্যান পেইজ আছে। তবুও টয়লেট দেয়ালিকায় এই নিয়ে লেখালেখির প্রয়োজনীয়তা কমে নাই।

'সায়মা আক্তার(ছদ্মনাম)

৮ম সেমিস্টার ৪র্থ বর্ষ

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ

ঢা বি

মেয়ে দেখতে সেইরকম সুন্দর, টানা টানা চোখ, বিড়ালের চোখের মত জ্বল জ্বল, মুখে মায়াবী হাসি, ফুলের পাপড়ির ন্যায় অধর, টোল পড়া গাল, চুল যেনো স্রোতস্বিনী আকাবাকা নদী! শরীরের সাইজ স্লীম, লম্বায় ৫ফুট ৬। সপ্তম সেমিস্টার পর্যন্ত ক্লাসে সেরা তিনে অবস্থান। বাবার অঢেল ধন সম্পদ। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৮৫২-০৮০২......'

'হুমায়ন আজাদ বলে গেছেন, ঢাবিতে মেয়েরা পড়তে আসে ইনটেক হয়ে,। অনার্স মাস্টার্স শেষ করতে করতে ৭০% মেয়ে হয়ে যায় গুনে খাওয়া...... আমি হতাশ!'

'আহ! দিলেন আমারেও হতাশ করে! এমন নেতিবাচক কথায় ঘটকালী আমার নির্ঘাত ভেস্তে যাবে।'

পাঠক, এখানে শুধু ঢাবির কিছু টয়লেটে দেয়াল লিখনের লেখা উপস্থাপন করলাম। জগন্নাথ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা বিশবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েও এমন অনেক ফানি লেয়াল লিখন দেখেছি। ওইসব ভালো মনে নেই। তবে কিছু নোংরা কথাও থাকে যাতে জ্ঞানীদের নোংরা রুচির পরিচয় সুন্দরভাবেই ফুটে উঠে। যাক, আমার লেখাটি আজ শুধুই ফান হিসেবে দিলাম। কেউ খারাপভাবে নেবেন না আশা করি।

বিষয়: বিবিধ

৪১৬৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319989
১৪ মে ২০১৫ দুপুর ১২:২৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : এগুলো তো সুন্দর সুন্দর ওয়াশরুম সাহিত্য! ভাগ্য ভালো আসলগুলোতে হাত দেননি। Happy
১৪ মে ২০১৫ দুপুর ১২:৫৮
261061
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুমায় আজাদ, তসলিমা নাসরিনের মত লেখক হলে সব জায়গায় হাত দিতে পারতাম, রুচিতে বাঁধে, অবশ্য এটা আমার সৌভাগ্য।

প্রথম মন্তব্যের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।
319996
১৪ মে ২০১৫ দুপুর ০১:১৩
egypt12 লিখেছেন : হুমায়ন আজাদ তো বরবাদ করে দিলেন!
১৪ মে ২০১৫ দুপুর ০১:৪৫
261076
গাজী সালাউদ্দিন লিখেছেন : উনার 'বর' ছিল না কি? জানতাম নাতো !
১৪ মে ২০১৫ দুপুর ০১:৫২
261082
egypt12 লিখেছেন : আপনি সব জানেন মনে করার চেষ্টা করুন
320010
১৪ মে ২০১৫ দুপুর ০২:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ মে ২০১৫ দুপুর ০২:২১
261091
গাজী সালাউদ্দিন লিখেছেন : একই বাক্য একই শব্দ গাঁথুনি দিয়ে আপনার ভাললাগা সবসময় অব্যাহত রাখুন।
320015
১৪ মে ২০১৫ দুপুর ০২:৪৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু হে শ্রদ্ধেয় ভাইয়া! স্বাধীন দেশে তো মুখে কথা বলা নিশেধ, আর রাজপথে নামলেও গুলি খাওয়ার ভয় আছে তাই তারা ওয়াশ রুমকেই বেছে নিয়েছে আত্ম-কথনের জন্য,, বলতে চাইছি ইসলামীক জ্ঞান থাকলে হয়তো এসব করতো না! যেহেতু নেই সেহেতু মত প্রকাশ করছে.......স্বাধীন ভাবে.........। আল্লাহ এদেরকে সহ সবাইকে সঠিক বুঝ দিন! আমিন!
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
261676
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেন লিখে এই কারণটা আসলে আমারো জানা নেই। ঠিকি বলেছেন, দেশে কোথাও স্বাধীনভাবে চলার সুযোগ নেই, লেখার ো সুযোগ! আরবি ডিপার্ট্মেন্টের এক পাশে আগে একটা লিখা দেখতাম, 'ছাত্র শিবির', গত কিছু দিন ধরে দেখতেছি ওটা কেটে দিয়ে লিখে রেখেছে, "ছাত্রলীগ'! বুঝতে পারছেন তো অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

যথার্থই বলেছেন, ইসলামী জ্ঞান সম্পন্ন এবং উত্তম চর্চাকারী কোনো ব্যক্তির পক্ষে এমন কাজ করা একেবারেই অসম্ভব।
আমিন। ছুম্মা আমিন।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন বোন!
320021
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৪০
আবু জান্নাত লিখেছেন : হাসতে হাসতে শেষ, কি মন্তব্য করবো!
জাতির বিবেক ও জাতির ভবিষ্যদদের জ্ঞানের তা'রিফ করতেই হয়। ধন্যবাদ।
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
261678
গাজী সালাউদ্দিন লিখেছেন : শেষ হলে চলবে কেন জান্নাতের বাবা? করেইতো ফেললেন! আপনার হাসি পেয়েছে এটাই আমার কাছে অনেক আনন্দের ব্যাপার।

ঠিক বলেছেন, জাতির বিবেক ও জাতির ভবিষ্যদদের জ্ঞানের তা'রিফ করতেই হয়।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।


মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন ভাই!
320027
১৪ মে ২০১৫ দুপুর ০৩:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor মজা পাইলাম।
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
261679
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনে প্রীত হইলাম ব্রাদার।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন ভাই!
320034
১৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৫
ছালসাবিল লিখেছেন : ছেলেটের টয়লেটে মেয়ে আসলো মেয়ে আসলো কেমন করে? রুলস ভঙ্গের অপরাধে আগে মেয়ের বিচার হোক, তারপর মেয়েটির জন্য সমবেদনা । Hypnotised Hypnotised Time Out Time Out
Big Grin Big Grin Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
261681
গাজী সালাউদ্দিন লিখেছেন : রুলস ভঙ্গ করছে মেয়েটি, আমার কি দোষ? আমারে হাতুড়ি দেখান ক্যান?
320035
১৪ মে ২০১৫ বিকাল ০৪:৫৭
ছালসাবিল লিখেছেন : এই পোস্ট স্টিকি করার মতো একটি পোস্ট। এটিকে স্টিকি করেন হে মদালেতল মামামামী। Loser
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
261682
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার মুল্যায়নে আমার বুক আনন্দে ভরে গেছে, স্টিকি না হলেও দুঃখ থাকবে না! স্টিকি হওয়ার মত যত্ন করে লেখাটি লিখিনি।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
320043
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
শেখের পোলা লিখেছেন : যে দেশে টয়লেটে এত সাহিত্য এত জ্ঞান, সে দেশে কলেজ,বিশ্ব বিদ্যালয়ে না জানি আরও কত জ্ঞানী গুণী আছেন৷ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট গুলোকে আরও বড় বড় দেয়ালময় করা হোক৷ধন্যবাদ৷
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
261684
গাজী সালাউদ্দিন লিখেছেন : বেশুমার জ্ঞানী গুনী আছেন, জ্ঞানের ঝাঁজ টয়লেটেই দেখাতে সবাই উস্তাদ!

এবং টয়লেটের রঙ যেনো অবশ্যই সাদা হয়, তাতে করে লেখকদের লিখতে অনেকটাই সুবিধা হয়।

যারা টয়লেটে কলম নিতে ভুলে যায় তাদের জন্য ইটের গুড়া সরবরাহ করা হোক।

আপনাকেও অনেক ধন্যবাদ।
মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
১০
320071
১৪ মে ২০১৫ রাত ০৮:০৯
অনেক পথ বাকি লিখেছেন : ছালসাবিল লিখেছেন : এই পোস্ট স্টিকি করার মতো একটি পোস্ট। এটিকে স্টিকি করেন হে মদালেতল মামামামী। একমত
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
261685
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাদের মূল্যায়ন আমার কাছে অনেক আনন্দের ব্যাপার, স্টিকি না হওয়াতে আমি দুঃখিত নই, আর লেখাটি স্টিকি হওয়ার মত করেও লেখি নাই।
ধন্যবাদ।
১১
320081
১৪ মে ২০১৫ রাত ০৮:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টয়লেট এ এত টাইম পায় কেমনে???
আসল কাজের বদলে টয়লেটে বসে সাহিত্য রচনা!!
আচ্ছা টয়লেটে নাকি নকল লিখে রাখা হয়।
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
261686
গাজী সালাউদ্দিন লিখেছেন : যারা প্রাকৃতিক কাজ সারতে নয়, যায় সাহিত্য রচনা করতে, তারা বারবার যাবে, এইতো!

এটা হাউজ অব থট! সাহিত্য রচনার জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই বলেই তারা এ স্থানটাকে উত্তম স্থান হিসেবে বেঁচে নিয়েছে।

শুধু টয়লেট নয়, বিভিন্ন ডিপার্ট্মেন্টের দেয়ালে অসংখ্য লেখা দেখলে চমকে না গিয়ে উপায় নেই!

অনেক ধন্যবাদ সবুজ ভাই, সুন্দর মন্তব্যের জন্য।
মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
১২
320106
১৪ মে ২০১৫ রাত ১১:২১
বৃত্তের বাইরে লিখেছেন : ফেসবুকের সব ঝড় দেখছি টয়লেটে। Rolling on the Floor আচ্ছা ভাইয়া, জ্ঞানী গুণীদের এই বচনগুলো টুকতে আপনি কতক্ষণ টয়লেটে ছিলেন? Tongue Thinking

১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
261687
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন। রীতিমত ঝড়! জোয়ার সাহিত্য রচনার!

বোনটি আমার, প্রশ্নটি কানে আর মুখে করাই উত্তম ছিল! ইজ্জত হামচার করে দিলেন আমার!

আমি কি একদিনে কালেক্ট করেছি নাকি!!!! বিভিন্ন সময় কাজ সারতে গিয়ে এক দুইটা করে মনে রেখেছি!

আহ! এইভাবে প্রশ্ন করলে আমার কি ইজ্জত থাকে বোন?

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
১৩
320165
১৫ মে ২০১৫ রাত ০৩:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য অন্য দিকেও নজর দেয়া উচিৎ ছিলো!!! যত্রতত্র বাথরুমের কাজ সারা বন্ধ করতে আরবি ভাষা ব্যবহার নিয়ে কিছু বললে ফান পোস্টটি করো বেশি পূর্ণতা পেত বলে আমার বিশ্বাস।


লিখন গুলোে থেকে শিক্ষণীয় অনেক বিষয় উঠে এসেছে! আরোও দুএকটি পর্ব লিখা যেতে পারে......

I Don't Want To See Big Grin Big Grin Rolling on the Floor
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
261690
গাজী সালাউদ্দিন লিখেছেন : নজর দেই নি তা নয়! আরবি ভাষা ব্যবহার করে পেশাব পায়খা বন্ধের বিষয়টি অসংখ্য লেখালেখি হয়েছে ফেসবুক ব্লগে, এমন কি এই ব্লগেও, তাই আমি বিষয়টি লিখিনি।

আমি খুব অল্প সময় নিয়ে লিখেই লেখা পোস্ট করে বাড়ি চলে যাই, তাই সব দিক ভেবে লেখা সম্ভবপর হয়ে উঠে নি। সাম্নের দিকে আপনার পরামর্শগুলো অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবো।

লেখাটিকে মূল্যায়নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাহ, এই নিয়ে আর লিখব না।
মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন ভাই!
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
261694
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগে মনে হয় একটু প্রযুক্তিগত সমস্যা....!!! আপনার দেয়া জবাব আমার প্রোফাইলে আসেনি! ভাবলাম আপনি ব্লগে যখন এসেছেন.... জবাব আসবে....
১৪
320169
১৫ মে ২০১৫ সকাল ০৫:২৫
কাহাফ লিখেছেন :

সব চেয়ে আরামের স্হান হল এই 'প্রকৃতিক কর্ম' সম্পাদনের টয়লেট! সৃজনশীলতার জায়গাও বটে! আপনার ফান পোস্টও এর প্রমাণ!
জয় হো টয়লেট সাহিত্য!!
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
261691
গাজী সালাউদ্দিন লিখেছেন : চরম ো পরম সত্য কথা। এর চেয়ে আরামের জায়গা দ্বিতীয়টি আর নেই।

হাঁ, আমি লেখায় সৃজনশীলতার অনেক প্রমাণ তুলে ধরেছি।
জয় হো টয়লেট সাহিত্য।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন ভাই!
১৫
320184
১৫ মে ২০১৫ সকাল ১০:৪৫
হতভাগা লিখেছেন :


বিশিষ্ট ''পাবলিক টয়লেট সাহিত্য বিশারদ'' তোমায় হাজার স্যালুট টয়লেটের কমোডে বসা অবস্থায় ।
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
261692
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা!

দুষ্টু, পাজি, বান্দর! খরাপ! লজ্জা শরম সব পানির সাথে খেয়ে ফেলেছে!

ছবি সমেত ফানি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন ভাই!
১৬
320202
১৫ মে ২০১৫ বিকাল ০৪:৪৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওরিম্মা! টয়লেট তো না যেন ফেসবুক পেজ।
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
261693
গাজী সালাউদ্দিন লিখেছেন : মায়েরে ডেকে লাভ নেই!

আমার মনে হয়য় ফেসবুক ফ্যান পেইজের গোড়াপত্তন টয়লেট দেয়ালিকা থেকেই! আপনি কি বলুন?

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী।
মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
১৭
320212
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১১
প্রবাসী মজুমদার লিখেছেন : দশম শ্রেনীর কথা। আমাদের অংকের স্যার একদিন ক্লাশের শেষে খুব দু:খ করে বলতে ছিলেন, দ্যাখ বাবারা। অনেক সময় ছাত্র থেকেও শিক্ষক অনেক কিছু শিখে। রবি, নজরুল অন্যতম। তোমরা এমন কিছু লিখ যা থেকে আমরা শিখতে পারি। কিন্তু বাথরুমে আর স্কুলের দেয়ালে যা লিখেছ এটাতো আমরাও জানি।
ইসমাইল জিজ্ঞেস করল, স্যার কি লিখেছে।
স্যার মাথার পেছেনে ইট দিয়ে লিখা বড় একটা গালির দিকে দেখিয়ে দিতেই ছেলে মেয়ে সবাই এত লজ্জা পেল...........।
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
261695
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার এক হুজুর এটা নিয়ে প্রায় ক্লাসে উপদেশ দিতেন, আমরা যেনো এইসব না লিখি।

আপনার মন্তব্যটি পড়ে অনেক মজা পেলাম, এমন কি কিছুক্ষণের জন্য নস্টালজিক হয়ে গেলাম ব্রাদার!

সুন্দর এবং ফানি মন্তব্যটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ জনাব।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
১৮
320262
১৫ মে ২০১৫ রাত ১১:৪৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা যদি এই হয় তাহলে বাকিগুলোর আর কি হবে তা সহজেই অনুমেয়! কতৃপক্ষের উচিত যথাযথ ব্যবস্থা নেয়া। শিক্ষার্থীরা মনে হয় ভুলেই গেছে কি উদ্দেশ্যে তাদের গমন ঢাবিতে!

শুকরিয়া আপনাকে দৃষ্টি আকর্ষন মূলক পোস্টটির জন্য!
১৭ মে ২০১৫ রাত ০৮:০১
261698
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম সালাম।

যথার্থই বলেছেন, অন্যগুলোর অবস্থা সহজে অনুমান করা যায়! জগন্নাথের অবস্থা আরো বেশামাল!

কর্তিপক্ষ বিশেষ পক্ষের চামচাগিরিতে এতো ব্যস্ত, এসবে ব্যবস্থা নেয়ার সময় কোথায়?

ভুলে যায় নি, ঠিকি মনে আছে! ইন্টারমিডিয়েট পর্যন্ত পাখনা গজায় নি, চোখ ছিল শুধুই সাদা কালো, ঢা বিতে এসে পাখনা গজাবে, ইচ্ছেমত উড়ে বেড়াবে, চোখে শুধু রঙ্গিন দেখবে, ডানে বায়ে ললনা দেখে ড্যাব ড্যাব তাকিয়ে থাকবে, সুযোগ্মত উড়না ধরে টান মারবে, সন্ধ্যা হলেই বটতলা, হাকিম চত্বর, আম চত্বর, সবু চত্বর, টি এস সি, সোপার্জিত স্বাধীনতা চত্বর, চারুকলার আলো আধারি পরিবেশে বান্ধবী নিয়ে ব্যাপক মাস্তি করবে, বাঁধা দেওয়ার থাকবে, থাকবে না কোন শাসন চোখ রাঙ্গানী! এইগুলোই উদ্দেশ্য, তারা তাদের উদ্দেশ্যো ষোল কলায় পূর্ণ করার সর্বোত্তম সুযোগ এখানে পাচ্ছে।

আপনাকে অনেক ধন্যবাদ বোন সুন্দর মন্তব্যটি করার জন্য।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!
১৯
320295
১৬ মে ২০১৫ রাত ০৩:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাজী ভাইয়া। ফান পোস্ট শিরোনামে শোভা পেলেও লিখাটি গভীর চিন্তার উদ্রেক করেছে। সর্বোচ্চ বিদ্যাপীঠের এসব বাস্তব চিত্রের দিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আবশ্যক। মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৭ মে ২০১৫ রাত ০৮:০৫
261701
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় বোন।

চিন্তাশীলরাই এসব থেকে শিক্ষা নিয়ে থাকে। আপনার কথা শুনে খুব ভালো লেগেছে।

কর্তিপক্ষ জানে না এমন নয়, সবি জানে, কিন্তু ওদের দরকারটা কি!

কর্তিপক্ষ বিশেষ পক্ষের চামচাগিরিতে এতো ব্যস্ত, এসবে ব্যবস্থা নেয়ার সময় কোথায়?

লেখাটি মূল্যায়নের জন্য এবং সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ বোন।

মন্তব্যের জবাব দিতে দেরি করায় ক্ষমা করবেন!

২০
345934
১৬ অক্টোবর ২০১৫ রাত ১১:১১
বৃত্তের বাইরে লিখেছেন : কেমন আছেন? আপনার লিঙ্কটা এখানে শেয়ার করা হল
http://www.bdfirst.net/blog/blogdetail/detail/7287/tmirmustafa/70406#.ViEf-meIOUk
২০ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৯
287601
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্যস্ততার মাঝেও দীর্ঘিদিন পর আজ ব্লগে ঢুকলাম, ভাল ভাল কিছু পোস্ট পড়বো, আর তখনি আমার উদ্দেশ্যে আপনার মন্তব্যটি দেখলাম। আলহামদুলিল্লাহ্‌ বেশ ভালো আছি। আপনার উপস্থিতি অনেক অনেক ভালো লাগছে। আমাকে মনে করার জন্য শুকরিয়া। হ্যাঁ, তিমির মুস্তফার লেখাটি দেখে এলাম।
আপনি কেমন আছেন নিশ্চয় জানাবেন, আমার জন্যো জন্য খুব করে দোয়া করবেন, কিছু দিন পরেই প্রফেশনাল লাইফে ঢুকতে হবে, সবাইকে সার্ভ করার জন্য ভাল কিছু একটা যেন করতে পারি।
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৩২
287734
বৃত্তের বাইরে লিখেছেন : বিষয়বস্তুর সাথে মিল আছে দেখে লিঙ্কটা দিয়েছিলাম। কারিয়ারের শুরুটা সবার জন্যই কষ্টের। আল্লাহ্‌ আপনার জন্য সব সহজ করে দিন। দোয়া এবং অনেক অনেক শুভকামনা রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File