বিডি টুডে পরিবারে আমার এক বছর পূর্ণ হল!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০২ মে, ২০১৫, ০৫:১৩:১৭ সকাল
আমি বলি ধীরে চলো, অথচ চোখ বন্ধ করে খুলতেই দেখি দিন, মাস, বছর শেষ! কখনোই না শুনেছে আমার কথা, সময় তার মত করেই চলেছে জীবনভর। শুরুটা এইতো সেদিন, অথচ বছরের শেষ দিনটি রকেটের গতিতেই যেনো সামনে হাজির! অসুস্থতার কারণে বিদায় নিয়েছি মাত্রই ক’দিন আগে, কিন্তু এক ভাইয়ের বারংবার অনুরোধে আবারো হাজির হলাম ব্লগে গত এক বছরের অভিজ্ঞতালব্দ দুচারটি কথা শেয়ার করবো বলে।
আলহামদুলিল্লাহ্!!!!!
আমি মামা হয়েছি! দশ মিনিট আগে আমার বোনের কোল জুড়ে আগমণ করেছে সদ্যজাত ভাগ্নি। আল্লাহর দরবারে শোকরিয়া, বোন ভাগ্নি দুজনই এখন সুস্থ আছেন! সবাই দোয়া করবেন।
এই খুশির ক্ষণে আপনাদের জন্য কুমিল্লার রসমালাই দিয়ে মিষ্টিমুখ করানোর সামান্য ব্যবস্থা। ধীরে সুস্থে খান, কারাকারির দরকার নাই, কিছু প্যাকেট করা আছে, সেখান থেকে খুলে খাবেন।
বিডি টুডে ব্লগে শুরুটা যেমন করেঃ
কারাগারে দুচার লাইন লিখার অভ্যস্ততা থেকেই ফেসবুকে লেখালেখির অভ্যাসটা চলমান রাখি। একদিন আমার বন্ধু, দায়িত্বশীল, ব্লগার ওয়েজ কুরুনী আল বিরুনী আমাকে বিডি টুডে ব্লগের সন্ধান দেয় এবং সেখানে লিখতে উৎসাহ প্রদান করে। সেদিনই আইডি খুলে ফেলি কিন্তু ছোট পরিসরে পোস্ট করি বেশ কিছু দিন পর, যার শিরোনামঃ ‘একি দেখলাম আমি!!!’ যেহেতু ব্লগ সম্পর্কে ভালো ধারণা ছিল না, তাই সংকোচ হতো, আমার লিখা ব্লগে পোস্ট হওয়ার যোগ্যোতা রাখেতো? প্রথম তেমন কিছু বুঝতাম না, কিছু শিশুতোষ ভুল আজো মনে হলে লজ্জা পাই। কমেন্টের জবাব দিতে পারতাম না, কমেন্টের বদলে আবার কমেন্ট করতাম, যার কারণে কমেন্টকারী পর্যন্ত আমার পালটা মন্তব্যটি পৌঁছত না। কিছু ব্লগার ভাই তা শোধরে দিতেন, ধীরে ধীরে সব কিছু বুঝে উঠতে সমর্থ হই। এইভাবেই শুরু।
গত এক বছরের ব্লগ পরিসংখ্যানঃ
পোস্ট লিখেছি ৬৫টি, মন্তব্য করেছি ১০২৩টি, প্রতিমন্তব্য করেছি ১০৬৩টি, ব্লগ পঠিত হয়েছে ২০৬৮০ বার, ব্লগে আছি ১১মাস ৩০দিন অর্থাৎ ১ বছর।
ব্লগে আমার অবদানঃ
অবদান কিছুই নাই বলার মত!!!! আমি ছাত্র, পড়াশোনাসহ নানান ব্যতিব্যস্ততার কারণে আগে ব্লগে খুবই কম সময় ব্যয় করতাম, তাই গত এক বছরেও মন্তব্য প্রতিমন্তব্যের সংখ্যা হতাশাজনক! ৩৬৫ দিনে ৬৫ পোস্ট মোটেও যথেষ্ট নয়! আন্তরিকতা থাকলে আরো অনেক বেশি পোস্ট করতে পারতাম, আন্তরিকতার অভাব ছিল, পাশাপাশি অযোগ্যতাতো ছিলই! অবশ্য যখনি ফ্রী থেকেছি, ব্লগে সরব হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে অনুরোধ, নিচে আমার প্রিয় লেখকদের কিছু তালিকা করেছি, সে তালিকায় আপনাদের যাদের নাম থাকবে না, আপ্নারা তাতে মোটেও কষ্ট পাবেন না। কিছু প্রিয় থাকবেই, কিন্তু আমার কাছে সব ব্লগার একই রকম মর্যাদার। হাতে পর্যাপ্ত সময় এবং সুযোগ থাকলে মুখ দেখে নয়, বরং সবার লেখাই পড়ার চেষ্টা করি। একবার আমাদের বাসায় ইন্টারনেট এক্সেস ছিল না অনেক দিন, আমাদের আরেকটা বাসায় গিয়ে ব্লগারদের লেখাগুলো কপি করে কম্পিউটারে সেইভ করে বাসায় গিয়ে ধীরে সুস্থে পড়তাম, অতএব কেউ মনে কষ্ট পাবেন না, কেননা সব ব্লগার আমার কাছে একই রকম মর্যাদার!
ব্লগীয় সিস্টেম দ্বারা যাদের প্রিয়তে রেখেছিঃ
দিল মোহাম্মদ মামুন, তবুও আশাবাদী, এস এম আবু নাছের, নাছের আলী, তারা চাঁদ, ফারদিন আলী, মামুন আব্দুল্লাহ, ইবনে হাসেম, বন্যা ইসলাম, আফরোজা হাসান, আলীকিত বাংলা, বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ, ভোলার পোলা, নীল জোছনা, শহর ইয়ার, প্রবাসী মারিয়া, আধা শিক্ষিত মানুষ, লেখার আকাশ, চেয়ারম্যান, রঙের মানুষ, মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.), মোঃমাছুম বিল্লাহ, বিন হারুন, হারিয়ে যাবো তোমার মাঝে, তায়িফ, বাংগালী, চক্রবাক, ইয়াফি, বড়মামা, আকতার হোসাইন রাসেল, নিশিকাব্য, নেনাভাই, কাজি সাকিব, গ্যাঞ্জাম খানের খোলা চিঠি, সত্যের ডাক, আবু তাহের মিয়াজী, আবু নিশাত, স্বপন২, ইঞ্জিনিয়ার মুবিন, সত্যকণ্ঠ, নুর আয়শা আব্দুর রহিম, সায়িদ মাহমুদ, জবলুল হক, বাজলবী, সরল কথা, মনসুর আহামেদ, কালো পাগড়ী, বুড়া মিয়া, কাহাফ, পিপীলিকা, সত্যের সুবাতাস, শুকনোপাতা, ব্যাসদেব, আম পাবলিক, বিশ্বাসী হৃদয়, মোতাহারুল ইসলাম, কবিতা, সুশীল, সিটিজি৪বিডি, আবু ফারিহা, বিবলোফিল, কালো মনের মানুষ, ওয়াহিদ রাসেল, ঝুলন্ত মাকড়সা, Sada Kalo Mon, ব্লগার মারুফ, কিশোর কারুণিক, hasan50, সোহাগ, আবু জান্নাত, এ এম এম নিজাম, রক্তাক্ত বাংলা, মোঃফজলুল হক, ফখরুল, মোঃ আবু তাহের, মোবারক, নিয়াজুল হক সাগর, আলোকিত প্রজন্ম, সাদাচোখে, তহুরা, মুজতাহিদ বাপ্পী, গ্রামের পথে পথে, আতিকুর রহমান ফরায়েজী, বাংলাদেশ টাইমস্, হারানো ওয়াছিম, শুভ্র আহমেদ, ইসমাত সুলতানা কোয়েল, রাফিউর রহমান, ইনতেহাব হোসাইন জাওয়াদ, আবূসামীহা, ইরা টিউনস ডট কম, জাহিদ সারওযার সুমন, চিলেকোঠার সেপাই এবং প্রমুখ।
ব্লগারদের যতো বিদ্ঘুটে, মজাদার, রহস্যময় নামসমূহঃ
অক্টোপাশযা বলতে চাই, অসমাপ্ত গল্পের রাজকুমার, কাউয়া, নির্বোধ, আজব মানুষ, ব্লগার শঙ্খচিল, বেআক্কেল, মন সমন, লিচু চোর ০০৭, অবুঝমন, গ্যাঞ্জাম খানের খোলা চিঠি, নার্সিসাস, অপলা, অতসী, বান্দা, সন্ধাতারা, ইগলের চোখ, অক্ এনামুল, মায়াবন বিহারিণী হরিণী, বাকপ্রবাস, অসমাপ্ত গল্পের রাজকুমার,পটাশিয়াম নাইট্রেট, বাজলবী, যা বলতে চাই, কাঁচা পত্তের রস, দারোগা সাহেব, বিভীষিকা, খামচি বাবা, চেয়ারম্যান, প্রিন্সিপাল, টাংসু ফকীর, রসিক হাকিম,প্যারিস থেকে আমি, একনিষ্ঠ এক্টিভিষ্ট ইত্যাদি ।
কাগজে কলমে নয়, সত্যিকার অর্থে যেসকল ব্লগারদের আমার ভীষণ ভালো লাগেঃ
আবু সাইফ, শেখের পোলা, বুড়া মিয়া, ভিশু, সন্ধ্যাতারা, সাদিয়া মুকিম, সুমাইয়া হাবিবা, ইপ্সিতা চৌধুরী, আবু জান্নাত, নূর আয়শা আব্দুর রহিম, আব্দুরল গাফফার, আফরা এবং প্রমুখ।
যাদের লেখা অত্যাধিক ভাললাগেঃ
পুষ্পিতা, আলোকিত পথ, সন্ধ্যাতারা, আবু জারীর, আফরা, সাফওয়ান, প্রেসিডেন্ট, ইপ্সিতা চৌধুরী, চেয়ারম্যান, বৃত্তের বাহিরে, ওয়েজ আল কুরুনী, মাহবুবা সুলতানা লায়লা, নূর আয়শা আব্দুর রহিম, সাদিয়া মুকিম, ঘুম ভাঙ্গাতে চাই, সুমাইয়া হাবিবা, দি স্লেভ, নূর আয়শা সিদ্দিকা, আহমেদ ফিরোজ, এলিট, সিংহ শাবক, প্রবাসী মজুমদার, মহিউদ্দীন, বুড়া মিয়া, আফরোজা হাসান, রাইয়ান এবং প্রমুখ।
যাদের লেখা ভাললাগেঃ
আবু আন্নাত, জোনাকি, রেহনুমা বিনতে আনিস, বাংলার দামাল সন্তান, সালাম আজাদী, গেঞ্জাম খানের খোলা চিঠি, বাক প্রবাস, মুহাম্মদ মিজানুর রাহমান, প্রবাসী ব্লগার আব্দুল্লাহ শাহিন, বান্দা, মোঃ মাসুম সরকার আযহারী, মাহফুজ সুমন, রাজপূত্র, প্রগতিশীল, মোহাম্মদ আব্দুর মতিন মুন্সি, মাহফুজ সুমন, সালাম আজাদী এবং প্রমুখ।
যাদের মন্তব্য মন ছুঁয়ে যায়ঃ
সন্ধ্যাতারা, আফরা, আবু সাইফ, বৃত্তের বাইরে, সাদিয়া মুকিম, দি স্লেভ, কাহাফ, রিদোয়ান কবির সবুজ, শেখের পোলা, ঘুম ভাঙ্গাতে চাই, নূর আয়শা আব্দুর রহিম, আবু জান্নাত, মাহবুবা সুলতানা লায়লা, বুড়া মিয়া, ভিশু, সুমাইয়া হাবিবা, হতভাগা, আহমেদ ফিরোজ, প্রবাসী মজুমদার, সূর্যের পাশে হারিকেন, আব্দুর গাফফার এবং প্রমুখ।
যাদের সাথে খুনসুটি লেগেই থাকেঃ
আবু জান্নাত, আফরা, সন্ধ্যাতারা, নূর আয়শা আব্দুর রহিম, সাদিয়া মুকিম, দি স্লেভ, আবু জারীর.........
গত একবছরে টুডে ব্লগকে যেমন দেখলামঃ
পজিটিভ দিকঃ- ‘বাধাহীন লেখার অঙ্গীকার’ এই স্লোগানটাই সবচেয়ে ভাললাগার দিক। অন্যান্য ব্লগে নিয়ম কানুনের শত ঝামেলা থাকলেও এখানে নতুন ব্লগাররা এসে খুব সাবলীলভাবেই লিখা পোস্ট করতে পারেন কোন ঝামেলা ছাড়াই। ভিন্ন মত ও পথের ব্লগারদের লেখা পোস্ট করে তীর্যক বাক্যবাণে বিদ্ধ হতে খুব একটা দেখা যায় না, যা অন্যান্য ব্লগে হরহামেশাই হয়ে থাকে, ভিন্নমতের লেখা পেলেই সবাই একাট্টা হয়ে লেখকের উপর ঝাঁপিয়ে পড়ে অশ্রাব্য গালিগালাজ নিয়ে। এই ব্লগের ব্লগাররা অনেক বেশি আড্ডাপ্রিয়, যা নতুন ব্লগারদের আপন করে নিতে সময় লাগে না। অনেক ব্লগারের লেখা খুব অপ্রাসঙ্গিক, পড়ার অযোগ্য, অগোছালো হলেও তিরস্কৃত হওয়ার পরিবর্তে মৃদু গঠনমূলক সমালোচনা, প্রশংসাই কুড়ায় যা ব্যক্তিকে লেখার জগতে থেকে ধীরে ধীরে নিজেকে শোধরে নেবার সুযোগ থাকে।
নেগেটিভ দিকঃ- কোরআন, হাদীস, সররোপরি ইসলাম নিয়ে লিখাগুলো খুব বেশি গুরুত্ব পায় না ব্লগারদের কাছে। অনেক লেখক হতাশ হয়ে লেখা ছেড়ে দেয় আর কিছু ব্লগার দ্বীনের দাওয়াত আঞ্জাম দেয়ার স্বার্থে মনোবেদনাকে চেপে রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গুরুত্বপূর্ন অথচ ব্লগারদের কাছে অনেকটাই গুরুত্বহীন লিখা নিয়মিত পোস্ট করে যান। বেশ কিছু ব্লগার আছেন, যারা ইসলামের বিভিন্ন দিক অত্যন্ত সুন্দর, প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন, কিন্তু পাঠক সেসব উপকারী লিখাগুলো এড়িয়ে যায়, অথচ তা মোটেও কাম্য নয়।
পাঁচ ছয় লাইন লিখলেই একটা পোস্ট হয়ে যায়, এমন অদ্ভূত কান্ড আর কোনো ব্লগে সচরাচর দেখা যায় না! পাঁচ লাইনে বানানে ১০টা ভুল থাকলেও ভুল শুদ্ধ করার ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করে না! দেশ, দশ, সমাজের জন্য উপকারী লিখা পোস্ট করার চাইতে বেশি পোস্ট হয় আবেগ নির্ভর লেখাগুলো। অবশ্য ব্যক্তি নিজেকে হাইলাইটস করার সাথে সাথে যদি কোন মেসেজ দিতে পারেন, তাহলে কোনো আপত্তি থাকে না। স্বামী, স্ত্রী, অথবা পারিবারিক অনেক স্পর্শকাতর বিষয় আছে যা পাবলিকলি প্রকাশ খুবই নিন্দনীয়, অথচ ব্লগে তা ব্লগাররা দেদারছে প্রকাশ করে থাকেন, যা সাময়ীক আবেগ ব্যতিত আর কিছুই নয়!
সম্ভাবনার দিকঃ শুধু এক শ্রেণীর লেখক এবং পাঠক নয়, সকল শ্রেণীর, সকল মতের লেখকদের আকৃষ্ট করতে পারলে এই ব্লগ শ্রেষ্ঠ ব্লগ হিসেবে অনেক দূর এগিয়ে যাবে।
যেভাবে রোগ ব্যাধি আমার পিছু নিয়েছে, আপনাদের দোয়া পাশে থাকলে এবং আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় প্রতি বছর শেষে বর্ষপূর্তি উদযাপন করতে পারব, নয়ত......
ঠোঁটের কোণে জমিয়ে রাখা হাজারো না বলা কথা না বলাই থেকে যাবে!
শিখতে নয়, শখ মেটাতেই ব্লগিং করাঃ
ব্লগিংটা আমার শখ, জানার জন্য আসিনি, তবে এসে যা জেনেছি, তা বাড়তি পাওয়া। আফসোসের বিষয়, আগের মত জ্ঞানগর্ভ, শিক্ষণীয় পোস্ট এখন আর তেমন চোখে পড়ে না! ব্যক্তিকে কেন্দ্র করেই বেশি পোস্ট হয়, আমিও যার ব্যতিক্রম নই। তবে তা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, নয়ত একগেয়েমি চলে আসবে!
ব্লগিং যেমন উপভোগ করেছিঃ
গত এক বছরে যেটুকু সময় ব্লগে দিয়েছি, তাতেই ব্লগিংটা খুব উপভোগ করেছি। বেশ কিছু ভাললাগার স্মৃতি আছে, যেমন- দুইতিন জন ব্লগারের সাথে বেশ মনোমালিন্য, ভুল বুঝাবুঝি হয়েছে, অথচ পরে তাদের সাথেই সবচাইতে বেশি সখ্যতা গড়ে উঠেছে! অনেকের মজাদার সব লেখা পড়ে হেসে লুটোপুটি খেয়েছি, আবার অনেকের লেখা পড়ে দারুণ রোমান্সিত হয়েছি, কিছু বিবাহিত ব্লগারের বিয়ে নিয়ে উস্কানীমূলক লেখা পড়ে বিয়ে করতে লাফঝাঁপ দিয়েছি! কতটুকু ভালো লিখি, মূল্যায়ন করবে পাঠক, যেমনি লেখি, প্রভূর দরবারে শোকরিয়া, আমার লেখায় পাঠক সংখ্যা কম হলেও মন্তব্য আসে প্রচুর, এবং সবাই বাঘা বাঘা ব্লগার! ভাললাগা ভালবাসায় আবিষ্ট করে রাখে, এ যেনো এক অবিচ্ছেদ্য টান!
মন্তব্য প্রতিমন্তব্যে সরব থাকতে পারলে ব্লগিংটা অনেক বেশি উপভোগ করা যায়, যার স্বাদ আমি পেয়েছি, আপনারাও চাইলে একটু সময় ব্যয় করে অনায়াসে সে স্বাদ উপভোগ করতে পারেন।
বিষয়: বিবিধ
৩৫৬৮ বার পঠিত, ১১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার জন্য আপনার অকৃত্তিম দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন।
আপনি যথার্থই বলেছেন, আমরা কেউ কাউকে তেমন চিনি না, তবুও আমাদের পারস্পরিক বন্ধন অত্যন্ত সুদৃঢ় !
না দেখেই একজন আরেকজনকে নিয়ে কত ভাবি, চোখের ছবি আঁকি, একটু নূন চুন হলেই গাল মুখ ফুলিয়ে রাখি, আবার রাগের পর যখন অনুরাগের সৃষ্টি হয়, তখন চাপা আনন্দে উব্দেলিত হই। সত্যি আমাদের ভালোবাসা বিস্ময়কর, পুলকে পুলকিত!
আপনাকেও অনেক ধন্যবাদ ভালবাসার জানান দেয়ার জন্য।
আপনার শুভেচ্ছা শতভাগ আন্তরিকতার সাথেই মেখে নিলাম!
বলার আগেই খাওয়া শুরু করে দিয়েছি!
আপনার খুশিতে আমার হৃদয় মন আনন্দে ভরে উঠে! আমি সত্যি আনন্দে উদবেলিত!
আমার বন্ধু গাজী ন্ম্র-ভদ্র রাগী
কভু না ধূমপান ,করুণ সুরে গায় গান
মাসাল্লাহ মুখে তার সুন্নতি দাঁড়ি ।
সাবালক বলে নয় !খাটি মধু যারে কয়
চোখ দুটো ছল-ছল ,বিশ্বাস মনোবল
স্বপ্নবিভোর হৃদয় খানা সত্যিই বিস্ময় !
মায়া ভরা মুখখানা ,মনে হয় চাঁদ মামা
অল্পতে খুশি রয়! নয় সে নির্দয়
ক্ষণিকের এই ধরা নেই বিমা সঞ্চয় !
ঘুণে ধরা সমাজ দেয়, যাদের কদর
বন্ধুর সম হতে লাগবে হাজার বছর ।
কখনো দেখেন নি, ভালো করে কথা হয় নি, সামান্য ক'দিনের পরিচয়, তাতেই কবিতায় সব কিছু তুলে ধরলেন অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায়!!!! আমি যে একেবারে অভিভূত!
বন্ধুর সম হতে লাগবে হাজার বছর ।
এই কথাটা যে কোনো ভাবেই মানতে পারলাম না!!!! আপনি নিশ্চয় বন্ধুর থেকে অনেক অনেক গুন বেশি ভালো!
কবিতার ভাষায় আবারো জানান দিলেন, আপনি আমায় কতটা ভালবাসেন! আপনাকে ভালোবাসা পেয়ে আল্লাহর দরবারে লাখো শোকরিয়া।
ভালো থাকুন, ভালো রাখুন, সদা এই কামনা।
আন্নে বাংলার দামাল হোলা, আন্নের হতি রইল আর পক্ষ থাইক্কা হাজার সালাম!
আন্নের শুভকামনা আঁই মনের মাধুরী মিশাই বগলবন্দী কইল্লাম!
তবে এটা খাঁটি মাতৃভান্ডার এর রমমলাই মনে হইল না!!!
(আমি কোন দিকেই নাই)
যদি তাই হয়, তাহলে দোকানদার আমাকে ঠকিয়েছে। তারপরেও বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, বিস্মিল্লাহ্র গুনে বিষ যদি পানি হয়ে যায়, তাহলে খারাপ রসমালাইতো খাওয়াই যায়!!!!
ঐ বদনাম করা, এটা কোন স্বভাব!!!!! পাজি!!!!!
দিক ছাড়া মানুষের অবস্থান হয় না, আপনি না বললেও কোনো না কোন দিকেই আছেন!
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ নেবেন।
আমার স্ম্রণে ছিল না! দুইটা নাম! আওন রাহবার এবং এবেলা ওবেলা!!!!!
আসলে আপ্নারা দুইজন আমার লিখায় খুব একটা কমেন্ট করেন না, তাই মনে ছিলনা!!!! আমি খুব খুব লজ্জিত, ক্ষমা করবেন প্লিজ!!!!!!
ভালোবাসা অব্যাহত আছে, শুধু নামটাই লিস্টে আসে নি! আমার কাছে সব ব্লগার একি সমান!
আপনার অভিনন্দন মনের আনন্দে গ্রহণ করলাম। আপনার প্রতি রইল অনেক দোয়া এবং ভালোবাসা।
গোলাপ কি হাতুড়ির আঘাতের ব্যথা কমাবে? কমাবে না, তাই ভয়তো করবেই! @ আব্দুর রহিম
একটা সুখবর শুনিয়েছেন তাই কিছু বল্লাম না । আপু আর আপুর বাচ্চার জন্য অনেক দুয়া থাকল । কারো বাচ্চা হয়েছে শুনলেই আমার অনেক ভাল লাগে ।আল্লাহ উনাদের সুস্থ্য রাখুন ।
আপনার কি অসুখ এই বয়সে!!যাক আমি দুয়া করি আল্লাহ আপনার সকল রোগব্যাধি দুর করে সুস্থ্যতা দান করুন । আমীন
সরি, সাকা ভাইয়া সকাল বেলায় মিষ্টি গুলো দেখে কেমন লাগছে । মিষ্টি গুলো মনে হয় অনেক পুরানো ।
আপু আর ভাগ্নীর জন্য আপনার প্রাণখোলা দোয়া আল্লাহ্ রাব্বুল আলামিন কবুল করুন। তার চাইতে লক্ষ কোটি গুন বেশি ভালো লাগবে, যখন জানব, আমার বোন পনির..... আকাশ বাতাস আনন্দে মুখর করে পৃথিবীতে পদার্পন করেছে!
অসুখ হওয়ার জন্য বয়স লাগে না রে পনি!!! তা যেকোনো বয়সেই হতে পারে। তবে ভয় পাওয়ার মত, বা মরণ ব্যাধি রোগে আমাকে পায় নি, শোক্রিয়া।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ পাক কবুল করুন।
অনেক পুরনো নয়!!!! আর এইগুলো মিষ্টিও নয়, ছোট ছোট কুমিল্লার তৈরি
রসমালাই, দেখতে ভালো না লাগ্লেও রসের গোল্লার চাইতে রসমালাই স্বাদের! অতএব, ঘেন্না না করে খেয়ে নিন, সাকা খাইতে পারলে পনি নয় কেন????
মিষ্টি নিয়ে মিশর প্রতিকিয়া পাচ্ছি। আপনার ভালো লেগেছে জেনে মেজবান অত্যন্ত খুশি হয়েছে।
বেশ, দিন উনাকেই, আমি এক্টাতেই সন্তুষ্ট।
অনেক অনেক শুভেচ্ছা স্টিকি পোষ্টে ।
এবার খুশী তো সাকা ভাইয়া ।
জী পনি, আমি এইবার অনেক খুশি!!!!
এ দিনটির অপেক্ষায় ছিলাম গত একটা বছর!
প্রথমত আল্লাহর দরবারে কোটি কোটি শোকরিয়া, তারপর ব্লগ কর্তিপক্ষকে অশেষ ধন্যবাদ আমার লেখাটিকে স্টীকি করার জন্য!!! এর চেয়ে বেশি কিছু বলার ভাষার আমার জানা নেই!
আপনাদের ভাললাগা আমার কাছে অনেক অনেক দামী!!! আপনার ভালোবাসা সব সময় আমার জন্য স্পেশাল।
আমার উপলব্দি আপনার কাছে উপভোগ্যো, জেনে পুলকিত হলাম।
সবার উদ্দেশ্যে আপনার দোয়া কবুল হওয়ার জন্য আমিও দোয়া করছি। আমিন, ছুম্মা আমিন।
নীড়ে ফিরেছে মোদের ছোট ভাই
মহানন্দ মনে খুশীর সীমানা নাই।
হারিয়ে যাওয়া নয় আর নিয়মিত চাই
সুখেদুঃখে, ভালোমন্দে মিশে রবো তাই।
রোগব্যাধি দূর হবে সকলের দোয়ায়
মহান আল্লাহ্ মোদের অসীম করুণাময়।
আপনি অসুস্থ আমি জানি সেইসাথে আপনার অপারগতা ও সীমাবদ্ধতার কথাও অনেক যৌক্তিকভাবে তুলে ধরেছেন যা গ্রহণযোগ্য তাই হয়তো আমাদের কিছু অভিজ্ঞ, ত্যাগী ও নীরব বিপ্লবী ব্লগারদের নাম স্মরণ করতে ভুলে গেছেন যাদের অপিরীসীম মেহনত আর প্রচেষ্টায় এখনো ব্লগটি সরব এবং সচল আছে। তাদের নাম দেখতে না পেয়ে কেন জানি একটু কষ্ট পেলাম। তাদের অনেকের মধ্যে আমাদের সবুজ ভাই, লোকমান ভাই অন্যতম। আশাকরি ভাইটি মনে কষ্ট নিবেন না।
মিষ্টি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করার জন্য অন্নেক অন্নেক ধন্যবাদ।
মহান প্রভূর কৃপা আর আপনাদের দোয়া পাশে থাকলে আশা করি নিয়মিত হতে পারব ইন শা আল্লাহ্।
আপনাদের ভালবাসায় আমি অভিভূত!!!! এর চেয়ে বেশি আর কি বলব!
সেজন্যোই লেখায় আমি ক্ষমা চেয়ে নিয়েছি, লিস্টে কারও নাম না থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!! সত্যি সত্যি লোক্মান ভাইকে অনেক পছন্দ করি। আর সবুজ ভাইয়ের উল্লেখ সম্ভবত যাদের কমেন্ট ভালো লাগে, সে অংশে রয়েছে!
এই লেখাটি হঠাত করেই লেখা, যার কারণে ভাললাগে এমন অনেকের নাম বাদ পড়ে গেছে, তাছাড়া সবাইকে চেনার জন্য এক বছর যথেষ্ঠ নয় তাদের তুলনায় যারা দুই তিন বছর ধরে ব্লগে আছেন! ত্যাগী এবং বিপ্লবী ভাই ও বোনেরা আমার প্রয়িও তালিকায় বাদ পড়ায় আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি!!!!! তাদের অবমূল্যায়ন করা আমার উদ্দেশ্য ছিল না, বরং আমার পর্যাপ্ত বিচিক্ষনাতাই এর জন্য দায়ী!
প্লিজ কষ্ট নেবেন না, এই মুহুর্তে এক সাথে সবার নাম মনে রাখা আমার জন্য কষ্টকর, কেনর উত্তর আশা করি বোনটিকে বলা লাগবে না।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনি আসলে কত ভালো লাগে তা প্রকাশ করছি না, হয়তো বুঝে নিয়েছেন। ভালো থাকুন এই কামনা।
আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ্ রাব্বুল আলামিন আমার সাথেই রয়েছে, সুখে দুঃখে, বিপদে আপদে।
অভিবাদন গ্রহণ করলাম।
সম্ভাবনার দিকঃ শুধু এক শ্রেণীর লেখক এবং পাঠক নয়, সকল শ্রেণীর, সকল মতের লেখকদের আকৃষ্ট করতে পারলে এই ব্লগ শ্রেষ্ঠ ব্লগ হিসেবে অনেক দূর এগিয়ে যাবে।
ব্লগটি এগিয়ে নেয়ার দায়িত্ব যেমন সম্পাদকের ঠিক তেমনি ব্লগারদেরও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া লক্ষ্য পৌঁছানো সম্ভবপর নয়। সুতরাং.........।
পরে দেখি উল্লেখ করা যায় কিনা।
সে দায়িত্ব অধিকাংশ ব্লগারই পালন করছে বলে মনে হয়। তবে যারা করছে না, তারা উদ্যোগী হয়ে করবে বলে আশা পোষণ করি।
আমি খুব একটা পালন করছি না, সরাসরি স্বীকার করছি, তবে সামনে চেষ্টা করবো ইন শা আল্লাহ্!
আপনার অনুরোধে এই লেখা নিয়ে আমার হাজির হওয়া, যা স্টীকি পোস্ট হয়েছে, কৃতিত্বের ভাগ আপনার অর্ধ্বেক।
অনেক অনেক অনেক ধন্যবাদ নেবেন, মন্তব্য করার জন্য।
আপনার লেখায় আমার কৃতিত্ব খূঁজে লাভ কি!! আপনার মেধা আপনি কাজে লাগিয়ে সফল হয়েছেন,
যাই হোক কি জানাবেন কি জানাবেনা তা একান্তই আপনার ব্যাপার..... সুতরাং আমি ক্ষমা প্রার্থী.....।
অন্য রকম মেজাজ নয় খুবই স্বভাবিক মেজাজ নিয়েই মন্তব্য করেছিলাম, কোনো কিছুর প্রভাব ছাড়া। কিন্তু আপনি ভাবনার জগতে ভেবেছেন ভিন্ন কিছু।
বাজে কথায় যখন পরিচিতি পেল কথা গুলো আর কি বলব..... এর চেয়ে ভালো বলার যোগ্যতা আমার নেই! ধন্যবাদ।
আপনার বর্ষপূর্তিতে পুনর্পত্যাবর্তন এবং এমন চমৎকার স্টিকি পোস্টের জন্য অভিনন্দন রইলো!
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং দ্বীনের পথে পথচলা সহজ করে দিন! আপনার লিখনীতে বারাকাহ দান করুন! আমিন!
সদয় ভূমিষ্ঠ নবজাতকের জন্য আন্তরিক দোআ এবং মোবারকবাদ রইলো! আল্লাহ এই শিশুকে হুসনুল খুলুক দান করুন! পিতামাতার জন্য উত্তম সন্তান হিসেবে গড়ে উঠুক! একনিষ্ঠ নিবেদিত ইবাদত প্রানা হয়ে গড়ে উঠুক! আল্লাহ তাকে একজন দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুন! আমিন!
চমৎকার পোস্টের জন্য আবারো শুকরিয়া!
আপনার আগমনে আমরা পরিবারের সবাই খুবি আনন্দিত তাই বোনের পক্ষ থেকে সামান্য নাস্তা হ্যান্ড মেইড রংধনু কেক -
ওয়ালাইকুম সালাম। আপনার অভিনন্দন পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত!!!!!!
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং দ্বীনের পথে পথচলা সহজ করে দিন! আপনার লিখনীতে বারাকাহ দান করুন! আমিন!
আমিন , ছুম্মা আমিন।
সদ্যজাত আমার ভাগ্নির জন্য আপনা কর্তিক পরম ভাললাগায় ভরা দোয়াসমেত মন্তব্যটি আমাকে দারুণভাবেই পুলকিত করেছে, আমার ভাগ্নির ব্লগার ভাইয়া বোনেরা প্রাণখুলে দোয়া করছে, তাতে মামা হিসেবে আমার চেয়ে খুশি কে হবে!!!! দুইজন আছে, যারা আমার চাইতে বেশি খুশি হবে, একজন আমার বোন, অন্যজন আমার কিউটি কিউটি নবজাত ভাগ্নিটি!!!! বড় হলে নিশ্চয়, ইন শা আল্লাহ্ আপনার দোয়া তাঁকে শুনিয়ে দেব! মনে যেনো থাকে, দোয়া করবেন।
লেখাটিকে চমৎকার শব্দ দ্বারা বারবার মূল্যায়ন করার জন্য অনেক অনেক শোকরিয়া।
বাজারের কেক মুখে রুচেনা, আপনার দেয়া নিজ হাতে তৈরি রংধনু কেক দেখে লোভ সামলাতে পারছি না, অতএব গাপুশ গুপুশ করে সাবার করছি!!!! আমার থেকে সামান্য অংশ কেউ নেয়ার সুযোগ থাকবে না!!!
অশেষ ধন্যবাদ বোন, ভাললাগা অব্যাহত রাখার জন্য।
আমার যেনো বিশ্বাস হচ্ছে না, আমার সবচাইতে বেশি ভাললাগার ব্লগার আমার দূয়ারে এসে আমাকে সম্ভাষণ জানাচ্ছেন!!!
অনেক অনেক শোক্রিয়া।
প্রথম বর্ষ পূর্তিতে যে অভিজ্ঞতার সমাহার তুলে ধরলেন..অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।
আমার অভিজ্ঞতাকে খুব অল্প কথায় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মূল্যায়ন করেছেন, যার কারণে আমি আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ!
আপনার ধন্যবাদ এই অযোগ্যের জন্য পরম পাওয়া!
সর্বাবস্থায় আল্লাহ্ আপনার মঙ্গল করুন, এই কামনা।
নিজের অযোগ্যতা নিয়ে আমি সবসময় আওয়াজ নীচু করে রাখি, কিন্তু আমার লেখা নিয়ে আপনার মূল্যায়নগুলো আমার ভীষণ ভাললাগে এবং তা আমাকে কিছু সময় ভাবায়, আসলেই কি আমি ভালো লিখি?
আরো জেনে খুশি হলাম, আপনি আমার লেখা নিয়মিত পড়েন, মাঝে মাঝে কমেন্ট করেন না! দরকার নেই ক৯মেন্ট করার!!!! আপনি পড়েছেন, তাতেই আমার স্বার্থকতা!
সত্যি গর্ববোধ করি, এতো অল্প সময়ে অনেকের কাছে আদরণীয় হয়ে উঠলাম কেমন করে! মেনে নিচ্ছি, ব্লগাদের অকৃত্তিম ভালোবাসা আমার জন্য সৌভাগ্য!
আমার জন্য আপনার শেষোক্ত বিশেষ দোয়াগুলো আল্লাহ্ কবুল করুন। আমিন।
আপনার মেধাও আল্লাহ্ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিক।
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করে সঙ্গে থাকার জন্য।
আমার অভিজ্ঞতায় যা তুলে ধরতে পারি নি, সে অপূর্ণতা আপনি মন্তব্যের মাধ্যমে পূর্ন করে দিয়েছেন।
সত্যি বলছি, আপনার মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে, এইসব আমার আপ্নারি কথা, কেউ গুছিয়ে বলতে পারে আর কেউ পারে না, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছেন। শোকরিয়া
আপনার অভিনন্দন আনন্দিত মনে বাড়তি আনন্দ দিয়েছে।
কিছুইতো বাকি রাখেন নি!!!!!
আমিতো শেষ হয়ে যাবো রে মহা পাজি!!!!
বর্ষ পুর্তিতে অনেক ধন্যবাদ ও আভিনন্দন!!
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ইনশা আল্লাহ নিয়মিত হচ্ছি! দোয়ার দরখাস্ত রইল ভাই! আপনারাও ভাল থাকুন-এই দোয়া আমার!!
বর্ষপূর্তিতে অভিনন্দন আপনাকে। আপনি সুস্থ হয়ে উঠলে আশা করি ভবিষ্যতে আপনার আরো অনেক লেখা আমরা পাবো। নিজের নামটা দেখে অস্বস্তিতে পড়ে গেলাম। ব্লগে লেখালেখির ব্যাপারে আমি বরাবরই অলস। নিজের লেখা মূল্যায়ন করার মত মনোযোগ দিয়ে কিছু লিখেছি বলে মনে পড়েনা। তবে কারো লেখা পড়লে মনযোগ দিয়ে পড়ার চেস্টা করি। অন্য ব্লগের অভিজ্ঞতা নেই, এই ব্লগে যা দেখেছি তাতে মনে হয়েছে এই ব্লগের ব্লগাররা অনেকটা আড্ডাপ্রিয়, আবেগপ্রবণ। তাই জ্ঞানগর্ভ, শিক্ষণীয় পোস্টগুলো পড়ার মত পাঠক নেই এবং যারা লিখেন তারা সাড়া না পাওয়ায় একসময় আগ্রহ হারিয়ে ফেলেন। তর্ক এবং যুক্তির মধ্যে পার্থক্য রয়েছে এটা অনেকে বুঝেন না । রাজনীতি, ইসলাম, নারী বিষয়ক লেখাগুলো নিয়ে বিরোধীদের সাথে তর্ক করতে অনেকে যতটা পছন্দ করেন সমাধানের ক্ষেত্রে যুক্তি দেখাতে তার চেয়ে বেশি অপারগ। যার কোয়ালিটি আছে সে সমালোচনাকে ভয় পায়না। কারণ সত্যিকারের যারা লেখক, লেখিকা তারা জানেন প্রশংসা নয়,সমালোচনা তাদের জন্য প্রয়োজন। ব্লগে সমালোচনা সহ্য করার মত এমন কোনো লেখিকা আমার চোখে পড়েনি, দুঃখিত। সচেতনতার জন্য যে সাহসের প্রয়োজন তা ব্লগার পুস্পিতা, ইপ্সিতা চৌধুরী, সাফওয়ানা জেরিন, এর মধ্যে মধ্যে আছে। ইসলামী পোস্টগুলো ব্লগার কানিজ ফাতেমা ভালো বুঝাতে পারেন। হতভাগা ভাই স্পষ্টবাদী, তার মত বলার সাহস আর কারো নেই। মোহাম্মদ ফখরুল ইসলামের ধৈর্য অসীম। কারো গালি খেলেও কেয়ার করেননা, তার নিজের কাজ করে যান। নজরুল ইসলাম টিপু ভাই, রিদওয়ান কবির সবুজ ভাই অনেক পড়াশুনা করেন। ব্লগার সমালোচক, তিমির মুস্তাফা, মহুয়া(নতুন ব্লগার)অনেক জানেন,যুক্তি দিয়ে বুঝাতে পারেন। তাদের লেখায় যুক্তি দেখানোর মত পাঠক তেমন নেই। আপনার অভিজ্ঞতার ঝুলি এবং উপরে উল্লেখিত নামগুলো দেখে আমিও কিছু ব্লগার সম্পর্কে বলার লোভ সংবরণ করতে পারলামনা। ধন্যবাদ আপনাকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা রইলো
অস্বস্তি বলছেন কেন????? আপনি বোধ হয় জানেন না, আপনি যে কয়টা লেখা পড়েছি, তা অত্যন্ত দরদ দিয়েই পড়েছি, প্রচন্ড ভালোও লেগেছে, হয়তো ভাললাগা প্রকাশ করতে পারি নি!
ইদানীং আপনি আমার লেখা পড়েন এবং কমেন্ট করেন, তাতে মনে হয়, না, কিছু একটা লিখেছি পড়ার মত!
আমি সাধারণভাবে ব্লগের মূল্যায়ন করেছি, আর আপনি ব্লগারদের নাম ধরে ধরে মূল্যায়ন করেছেন, যা আমার লেখাকে পূর্ণতা দিয়েছে। আপনার ম্যুলায়ন যথার্থ হয়েছে, খুব ভালো লেগেছে, মূল্যায়ন করার জন্যওতো বিচক্ষণতাসম্পন্ন মাথা চাই, আপনার সে যোগ্যতা আছে।
মোহাম্মদ ফখ্রুল ইসলাম সম্পর্কে না বললেই নয়!!!!! এই মানুষটা মহা বিরক্তিকর! কেন বলছি বিরক্তিকর, কারণ তাঁর কথায় যুক্তির চাইতে মনগড়া কথাই বেশি উঠে আসে! আর সে নিজের চিন্তাগুলোকেই শ্রেষ্ঠ মনে করে, এমন কি একটা বিশেষ রাজনৈতিক দল নিয়ে তাঁর অহেতুক উদ্ভট মাথা ব্যাথা আমাকে বিস্মিত করেছে! কিছু হলেই দোষটা সে সে দলের উপর চাপাবেই!
তার বেশ ক'টা লেখায় আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু সদুত্তর দিতে পারে নি, দিয়েছে গোজামিল! সে কত বড় অন্তসারশূন্য অঘারাম ফাঁকাবুলি ছাড়া লেখক, তার একটা লেখায় খুব করে বুঝেছি!
সে ঢালাওভাবে একটা দলের বিরুদ্ধে নিকৃষ্ট সমালোচনা করেছে এবং বলেছে উক্ত দলের বিভিন্ন বইয়ে এমন কথা এবং প্রশিক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। যখন তার কাছে রেফারেন্স চাইলাম, একটা রেফারেন্স দিতে পারে নি, পরে দিবে বললেও পরেও দিতে পারি নি!!!!
নদীতে লঞ্চ ডুবিতে একি ঘরের তিন বোন মারা যায়, সে বলে, বাংলাদেশের মেয়েদের সাতার শেখানো প্রয়োজন। খুব ভালো কথা। কিন্তু সাথে এটাও যোগ করে উক্ত রাজনৈতিক দলটি তাদের মেয়েদের সাতার শেখায় না, তাই লঞ্চ ডুবিতে উক্ত তিনটি মেয়েসহ আরো নারী মারা গেছে!!!!
তাঁকে প্রশ্ন করলাম, ঐ তিন টি মেয়ে কি উক্ত দলের কর্মী ছিল? লঞ্চের সব নারী কি উক্ত দলের কর্মী ছিল? যেসব পুরুষ মারা গেছে, তারা সবাই কি উক্ত দলের ছিল, যারা সাতার না জানার কারণে মারা গেছে? যদি সে দলের নাই থাকে, তাহলে তাদের সাতার না শেখানোর দায়ভারতো উক্ত দলের উপর পড়তে পারে না!!!!! আমার প্রশনের সন্তোষ জনক কোন জবাব দিতে পারে নাই!!!!
আর বোরখা নিয়ে তার অরুচিকর বাড়াবাড়ি জঘন্য, নিকৃষ্ট কাজ ছাড়া আর কিছুই না! বোরখার বিপক্ষে হাজারটা খৃষ্টান ইহাহুদী ডাক্তারের রেফারেন্স হাজির করলে কিংবা নাস্তিক মার্কা মুস্লিম ডাক্তারের রেফারেন্স নিয়ে হাজির হলে আমি কেন মেনে নেব???????? এক ইয়াহুদী রাব্বি বলেছেন, "যদি মুসলমান্দের ইমান শক্তি ধ্বংস করতে চাও তাহলে তাদের নারীদের টার্গেট করো, তাদের যতোবেশি স্বল্পবস্না, এবং দুশ্চরিত্রা বানাতে পারবে, ততই মুসলমান্দের শৈর্য বির্য দূর্বল হতে থাকবে"। তারা চাইবেই মুসলমান মেয়েরা বোরখা খুলে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াক, আর ফখ্রুল কিনা তাদের রেফারেন্স দিয়ে গলাবাজি করছে!!!!!
তাঁকে নিয়ে লিখলে লেখা শেষ হবে না, তাই খ্যান্ত দিলাম! শুধু এইটুকু বলব, ইসলাম প্রচার ও প্রসার তাঁর উদ্দেশ্য নয়, বরং মানুষ কে , মা বোনদের ভ্রান্তির দিকে ঠেলে দিয়ে একটা ঘোলাটে অবস্থা তৈরি করাই তাঁর উদ্দেশ্য, আল্লাহ্ ভালো জানেন।
আপনার অভিজ্ঞতা শেয়ার করায় অত্যোন্ত আনন্দিত হয়েছি! । আপনাকেও অনেক ধন্যবাদ। আমার সুস্থতায় আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
সুন্দর গঠনমুলক মন্তব্য আপনাকেই মানায়!
গাজী সালাউদ্দিন ভাইয়ের প্রতিমন্তব্যও অনেক বিষয় কে স্পষ্ট করে!
আপনাদের জন্যে জাযাকুমুল্লাহ সব সময়!!
আপনার উপস্থিতি এবং শুভেচ্ছা, অভিনন্দন আমাকে দারুণ আনন্দ দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মোহাম্মদ লোক্মান
আর স্টীকি পোস্টে আপনাকে অভিনন্দন! এবার বলুন ভাইয়া আপনার অসুস্থতার খবর কি? আমার না বড় ভাইয়া বা বড় বোন নেই তাই ব্লগের ভাইয়াদেরকেই বড় ভাইয়া মনে করি আর বোনদেরকে বড় বোন মনে করি। আপনাকে আবারো ব্লগে পেয়ে খুব খুশি লাগছে। চেষ্টা করবেন নিয়মিত হতে! আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি! দোয়া করবেন আমাদের জন্য! আমিও কয়েকদিন থেকে ব্লগে নিয়মিত হতে পারছিনা আমার সাথী অসুস্থ তাই! শুধুমাত্র আপনার লেখায় মন্তব্য করতেই এখন লগিন করেছি! দোয়া করবেন আমার জীবন সাথীর জন্য! আপনার জন্যে ও সবার জন্যে ভালো থাকার দোয়া!
জেনে অনেক খুশি হয়েছি আপনি আপনার সেবায় নিয়োজিত বিধায় ব্লগে অনিয়মিত! আপনি যদি উনার সেবায় মাসের পর মাস ব্লগে অনিয়মিত থাকেন, তবুও বলব না, বোন আমার জলদি আসেন! কেননা সবার আগে আপন জনের পাশে থাকা, তারপর ভার্চুয়াল জগতে বিচরণ! হাঁ, দ্বীনি দাওয়াতের অংশ হিসেবে মাঝে মাঝে এসে ইসলামিক পোস্টগুলো দিয়েই চলে যেতে পারেন।
আল্লাহর দরবারে ভাইয়ের সম্পূর্ণ সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করছি! আর জীবন্সাথী পাশে থাকলে, অসুখের কষ্টের তীব্রতা অনেক কমে যায়!
শুধু আমার জন্য আপনার উপস্থিতি এবং শুভেচ্ছা জ্ঞাপন, আপনার প্রতি আমার কৃতজ্ঞতাকে অনেকগুন বাড়িয়ে তুলছে।
চিকিতসা চলছে, আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে ঔষধগুলো খুব ভালো কাজ করে যাচ্ছে আমার শরীরে, আগের চাইতে বেশ সুস্থ বোধ করছি, কিন্তু সবার লেখা পড়া এবং কমেন্ট করার মত অবস্থায় এখনো আসিনি।
আমি মাত্রই বিশবিদ্যালয়ে অনার্স শেষ করে মাস্টার্স করছি, তাই আমাকে বড় ভাই নয়, ছোট ভাই জ্ঞান করলে মানানসই হয়! এবং এমন বোন পেয়ে আমি গর্বিতও বটে।
আমাকে ব্লগে আবার আবার পেয়ে খুশি লাগছে জেনে মনে খুব খুব আনন্দ পেলাম। ইন শা আল্লাহ্ চেষ্টা করবো নিয়মিত হতে। আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
আপ্নারা দুজন খুব খুব ভালো থাকেন এই কামনা।
অনেক ধন্যবাদ মন্তব্য করে ভাললাগার জানান দেয়ার জন্য।
ধন্যবাদ।
আপ্নিও অনন্তকাল ভালো থাকুন, সুখে থাকুন এই কামনা।
ভালো লাগল,ধন্যবাদ
কষ্ট করার জন্য শোকরিয়া।
0 এই অপশনে আমার নিক দেখা যাচ্ছে ।
আমার মন্তব্য গুলো এমন হয় যে পোস্ট দাতা অপছন্দই করবে সেগুলো । ক্যাচাল মার্কা কমেন্ট হয় সে গুলো । আর ব্লগে আমি একজন নারী বিদ্বেষী (যারা খুব ভাব মারে এবং উপরে উপরে নিজেদের খুব পলিশড দেখাতে চায়) ব্লগার ।
এজন্যই বেশ কিছু ব্লগারের ব্লক লিস্টেড হয়ে আছি ।
আপনাকে কখনও মনে হয় নি যে আপনি আমার মতই । ক্লিন ব্লগারই মনে হয়েছে এতদিন ।
তারপরেও আমার মন্তব্য আপনার মন ছুঁয়ে গেছে - কারণটা কি ?
আমি হতভাগা নামে ব্লগার হিসেবে আপনাকে দুবছরেরও বেশি সময় ধরে জানি....! যদিও আপনি লেখা প্রকাশের চেয়ে মন্তব্য করতে বেশি পছন্দ করেন।
অনেক দিন ধরে আপনার পোস্ট ব্লগে প্রকাশিত হচ্ছেনা আগে ছবির প্রার্থক্য খূঁজতে শিক্ষনীয় পোস্ট দিতেন এখন তাও নেই....!!!!!
আজকে দেখলাম প্রোফাইল ছবির পরিবর্তনও করা হয়েছে..... ছবি পরিবর্তনের পেচনে কি হতভাগা"র পুরনো আচরণে পরিবর্তন আসতে পারে..? ?
মন্তব্যটি আমি আব্দুর রহিম লিখলাম!!
আমাকে ক্লিন ব্লগার মনে হলেও আমিও কিন্তু খুব ঠোঁটকাঁটা, স্পষ্টবাদী টাইপের মানুষ! কিন্তু আমার রয়েছে জ্ঞানের স্বল্পতা, বিচক্ষণতার অভাব, তথ্যসমৃদ্ধ হয়ে উঠতে না পারার দূর্বলতা, যার সবগুলোই আপনার মাঝে বিদ্যমান, তাই আমি চাইলেও আমার চিরায়ত স্বভাবের স্বরূপ জানান দিতে পারি না, মাঝে মাঝে দেই না তা নয়, দেই, তাতে আপনার মত ব্লক লিস্টেড না হলেও মনোবেদনার কারণ হই!
কেন আপনার মন্তব্য আমার মন ছুঁয়ে যায়? কারণ আপনি বেশিরভাগ সময় উচিত কথাই বলে থাকেন, যারা লেখা দিয়ে শুধু প্রশংসাই কুড়াতে চায়, তাদের কাছে বিষয়টি ভালো না লাগ্লেও আমার মত যারা প্রশংসার পাশাপাশি সময়ালোচনাও হজম করতে পারে, তাদের জন্য আপনার মন্তব্য মন ছুঁয়ে যাওয়া স্বাভাবিক!
কিন্তু আপনার মন্তব্য সবসময় মন ছুঁয়ে যায় এমনটা কিন্তু নয়!!!!! কখনো কখনো আপনার মন্তব্য প্রলাপও মনে হয়য় আমার কাছে, আপনার কিছু মন্তব্যে আমার জবাবে যার প্রমাণ পেয়ে থাকবেন। প্লিজ দুঃখ নেবেন না, ঠোঁট কাঁটা স্বভাবের গুনে অপ্রিয় সত্যটা বলে ফেললাম! আফটার অল আপনি স্পষ্টবাদী, স্পপস্টবাদীতা আমার ভালো লাগে, এটাই মূল কারণ আপনার মন্তব্য আমার মন ছুঁয়ে যাওয়ার।
কাউকেই দেখি বাদ রাখেন নি। কোন না কোনভাবে সবাইকেই সাথে রেখেছেন। তবে আমি অধমকে প্রাপ্যের চেয়ে বেশী সম্মান দিয়ে ফেলেছেন।
ধন্যবাদ।
না, ইচ্ছাকৃতভাবে বাদ রেখেছি বলে মনে হয় না, তবে অনিচ্ছাকৃতভাবে অনেকেই বাদ পড়েছেন, এবং তারা মনঃক্ষুণ্ণ হয়েছেন। আমার কাছে সব ব্লগার একি রকম, তবুওতো কিছু থাকে, সে প্রিয় হলেন আপ্নারা।
অধম বলছেন কেন? আপনার লেখা সত্যি আমার অনেক ভালো লাগে! এতো দিন ব্লগেই জানতাম আপনাকে, এখন ফেসবুকেও জানি, আপনি খুব ভালো মজাদার, কখনো প্রতিবাদী, কখনো শিক্ষণীয় লেখা ফেবুতে পোস্ট করেন, যা সামনে পড়লে এড়িয়ে যাওয়া কঠিন! সত্যি খুব ভালো লাগে।
যে সম্মানের যোগ্য তাঁকে সম্মান করতেই হয়, নয়ত কার্পন্য করা হবে!
আপনাকেও অনেক ধন্যবাদ উপস্থিতি জানান দেয়ার জন্য।
আপনি যা বলেছেন, আমি কি আসলেই তাই! যদি তাই হয়ে থাকি, তাহলে আল্লাহর দরবারে লাখো শোকরিয়া। সবি উনার কৃপা!
কিছুদিন আগেও মনে হতো, লেখালেখি আমার দ্বারা হবে না, কিন্তু ব্লগে আপনাদের উৎসাহ ব্যঞ্জক মন্তব্য পড়ে সিদ্ধান্ত নিয়েছি, যে পেশায় যাই না কেন, কাজের ফাঁকে ফাঁকে লেখা লেখিটা আমৃত্যু চালিয়ে যাবো, ইন শা আল্লাহ্। আপনার বিশ্বাস যেনো সত্যিকার সুখকর বাস্তবতায় পরিণত হয়।
আমি যা লিখি, ভেবে ভেবে লিখি, সাহিত্য পড়ার অভ্যাস ছিল না কোনকালেই, তবে এখন চেষ্টা করছি, প্রতিদিন অন্তত কিছু সাহিত্য পড়তে। আল্লাহ্ সহায় হোন।
আপনার লেখা আমার যথেষ্ট ভালো লাগে তাঁর স্বীকৃতি দিয়েছি অনেক আগে, এমন এই লেখাতেও। দুঃখ নেবেন না, অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত কারও লেখা পড়ছিনা এবং কমেন্ট ও করছি না, সুস্থ হয়ে নেই, আপনাদের লেখা পড়ব ইন শা আল্লাহ্।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি অতো সাজিয়ে লিখতে পারি না, তবুও আপনার কাছে মনে হয়েছে সাজিয়ে লিখি! যদি তাই হয়, তাহলে বলব, এটা আল্লাহ্ তায়ালার বিশেষ কৃপা।
আপনাকে অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। জাযাকাল্লাহু খাইর।
আল্লাহ আপনাকে জান্নাতে যাবার ব্যাবস্থা করুন। আমীন।
আমি লিখতেও জানি না, ভালো কমেন্টও করতে জানি না তবে একটু দুষ্টমি করি মাফচাই ভুলহলে ভাইয়া
আপনার জন্য একবছরের উপহার একসাথে
______>
______>
আপনি এইখানে ভূমিষ্ঠ হয়েছেন? মা শুনলে খুব রাগ করবেন! আপনার বক্তব্য তুলে নেন!
বড় হয়েছি, স্বীকৃতি দিয়েছেন ভালো কথা, যখন আবদার করবেন না! আমি নিঃস্ব রিক্তহস্ত!!!!! জামা কাপড় খুলে ফেললেও সামান্য টাকা কড়ি বের হবে না।
আল্লাহ্ আপনাকেও জান্নাতে যাবার ব্যবস্থা করুন। আমিন।
কে বলেছে আপনি লিখতে জানেন না??? অনেক দিন আগে আপনি মধ্যবিত্তদের নিয়ে কি জানি একটা লেখা লিখেছিলেন, তখনই আপনার লেখার প্রেমে পড়ে যাই! বেশ ভালো লিখেন! অন্যের সাথে কখনো তুলনায় যাবেন না, তাহলে আপনার লেখা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন!
হাঁ, আপনার কমেন্টে দুষ্টামি থাকে অনেক বেশি, তাও কি সবাই পারে! এ গুন সবার থাকে না, আপনার আছে বলেইতো আপনি করেন।
আচ্ছা, যখন ভুল হবে, মাপ তখনি করবো, এখন পর্যন্ত ভুল করার মত কোনো জিনিস চোখে পড়ে নি।
অভিনব উপহার!!!!!! আমি অভিভূত, সাথে সাথে ভীতসন্ত্রস্ত!!!! হাতুড়ীটা...
স্বাগত ও শোভেচ্ছা আপনাকে। অনেক অনেক মোবারকবাদ।
আপনাকে জানাতে পেরে আমি পুলক বোধ করছি।
আপনার উপস্থিতি এবং শুভেচ্ছা জ্ঞাপন আমাকে দারুণ আনন্দ দিয়েছে।
আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।
গত বছর বর্ষফুর্তি উপলক্ষে আমিও নিজের মনের অনুভূতি ব্যক্ত করে একটি ব্লগ পোষ্ট করেছিলাম। আপনাকে আমার সেই ব্লগে স্বাগতম জানাচ্ছি
আমি জানিনা, আপনি ফেসবুকের আহমদ মুসা কিনা, যদি তাই হয়ে থাকেন তাহলে আপনার লেখা ব্লগে সম্ভবত না পড়লেও ফেবুতে অনেক পড়েছি, অনেক বস্তুনিষ্ঠ লেখাই আপনি পরিবেশন করে থাকেন। আল্লাহ্ আপনার লেখা হাতকে আরো বেশি শাণিত করুন।
ব্লগে পর্যাপ্ত সময় দিয়ে সরব থাকতে না পারলে ব্লগিং ভালো লাগে না, মনে তৃপ্তি আসে না, আমি জানি না, আপনি করেন, চাকুরীজীবিদের কাজের ভীড়ে ব্লগে বেশি সময় দেয়া সম্ভব হয়ে উঠে না, আমি ছাত্র, তবুও সবসময় দিতে পারি না, প্রায় অনিয়মিত হয়ে পড়ি। যাক যদি সম্ভব হয়য়, তাহলে এখন থেকে নিয়মিত হবেন, আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু শিখব, জানবো।
আমাকে মেধাবী বলাতে খুব লজ্জাই পেয়েছি! আমি মোটেও মেধাবী নই! দোয়া করবেন যেনো মেধাবী হতে পারি। আপনার লেখাটা সময় করে পড়ব, তবে মন্তব্যোগুলো দেখে মনে হলো, আপনি একজন জাত ব্লগার! ব্লগাররা আপনার লেখা পাবার জন্য উন্মুখ হয়ে আছে, মন্তব্যে তা টের পেলাম।
আমার লেখাটি নাতিদীর্ঘ, মন্তব্যও অনেক, তবুও সময় করে সবকিছু পড়েছেন জেনে খুব খুশি হলাম এবং অনেক বেশি কৃতজ্ঞ।
আমার লেখা নিয়ে আপনার মূল্যায়ন আমাকে অনেক বেশি আন্নদ দিয়েছে, পাশাপাশি দায়িত্বো বাড়িয়ে দিয়েছে, আমি পারবো ভবিষ্যতে সুন্দর গঠনমূলক, পাঠক্কে আকৃষ্ট করতে? দোয়া করবেন যেন, প্রত্যাশার ভারে নুয়ে না যাই।
আপনি আমার লেখায় আকৃষ্ট হয়েছেন জেনে আমি অত্যন্ত আনন্দিত।
কথা দিলাম, আপনার লেখাটি পড়ব, পরীক্ষা চলছে তাই.।.।.।
অনেক অনেক শোকরিয়া আপনার মত বড় মাপের ব্লগারের সান্নিধ্য পেয়ে। ভালো থাকুন এই কামনা।
মন্তব্য করতে লগইন করুন