বিদায় বলা সহজ, মেনে নেয়া কঠিন, তবুও বলছি বিদায়!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২১ এপ্রিল, ২০১৫, ১২:০৪:৫০ রাত
ব্লগিং চালিয়ে যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, আর পারছি না, এবার যে চলে যাবার সময় হয়ে গেলো, ব্লগিংজগতে আমি এক ক্ষণজন্মা ব্লগার, যদিও যে সময় অতিবাহিত করেছি তা নেহায়েত কম নয়, এ সময় অনেকেই নিজেকে খুব বড় ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আমি পারি নি, পাহাড়সম অযোগ্যতা নিয়ে যা কল্পনাও করা যায় না!
আর ১১দিন পর এই ব্লগে আমার ১বছর পূর্ন হবে, অবশ্য এই ব্লগই আমার শুরু, এর আগে অন্য কোন ব্লগে লিখার অভিজ্ঞতা নেই। ১১মাস ১৯দিনে ব্লগকে আমি কি দিয়েছি, হিসেবে কষে দেখি কিছুই না, অথচ এই প্রায় এক বছরে ব্লগ আমার কাছে অনেক কিছুই আশা করে থাকবে।
আমি আমার অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করেছি সব সময় সবার উপকারে আসে এমন লিখা উপহার দিতে, কিন্তু ব্যার্থ হয়েছি। জ্ঞানের সীমাবদ্ধতা, বিচক্ষণতার যথেষ্ট অভাব ইত্যাদি কারণে আমার লিখাকে কখনোই পাঠ উপযোগী করে তুলতে পারি নি। তারপরেও এতোটুকু বলতে পারি, খুব বেশি ভালো লিখতে না পারলেও খুব জঘন্য, অরুচিকর লিখা, যা একেবারেই পড়ার অযোগ্য, লিখেছি বলে মনে হয় না। গত প্রায় এক বছরে পোস্ট লিখেছি ৬৪ টি, মন্তব্য করেছি ১০২৩ টি, প্রতি মন্তব্য করেছি ১০৫৫ টি, ব্লগ পঠিত হয়েছেঃ ২০৩১৪ বার, ব্লগে আছেনঃ ১১ মাস ১৯ দিন। উল্লেখ্য যে, প্রথম তিন মাস লেখালেখি করি নি। ব্লগ যেমন ব্লগারের কাছে কিছু আশা করে, ব্লগারেরও ব্লগের প্রতি থাকে কিছু আশা প্রত্যাশা।
ব্লগে যেমন আছে বেশ ভালাগার স্মৃতি, মুহুর্ত, তেমনি আছে অনেক অতৃপ্তি। অতৃপ্তিগুলো মাঝেমাঝে খুব হতাশ করে দেয়, তবুও তৃপ্তির আশায় বারে বারে সতেজ হয়ে উঠার চেষ্টা করি। গত এক বছর ধরে লিখছি, অথচ কাউকে বলতে পারব না, আমার একটা লিখা, অন্তত একটা লিখা..................
অনেক কথাই বললাম, এখন বলি চলে যাবার কারণ। সবার সব কিছু করা হয়ে উঠে না, আমারও হচ্ছে না। অসুস্থতার জন্য জন্য কারও লিখা পড়তে পারি না, পারি না কমেন্ট করতে, কম্পিউটারের সামনে কিছুক্ষণ বসলেই শরীর মাথা কেমন ঢলতে থাকে, যার কারণে ভালো লাগে এমন অনেকের লিখা সামনে আসার পরেও পড়তে পারি না।
আর কি লিখব, ভাল থাকেন সবাই। অনির্দিষ্টকালের কালের জন্য চলে যাচ্ছি, সম্পূর্ন সুস্থ হয়ে উঠলে হয়তো আবারো দেখা হবে। ঠোঁটকাঁটা স্বভাবের হওয়াতে অনেকের মনে কষ্ট দিয়েছি তাতে কোন সন্দেহ নেই, নিজগুনে ক্ষমা করে দেয়ার অনুরোধ রইল.........
বিষয়: বিবিধ
২১৪৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লিখার মূল্যায়ন আর কেউ না করুক, আমি করেছি, খুব উঁচু মানের লিখা লিখতে পারেন, বিস্ময়কর হলেও সত্য কমেন্ট পড়ে ৬/৭টা।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন। আমিন। আপ্নিও ভালো থাকবেন।
সুস্থ হয়ে ফিরে আসুন।
পনি, আপনাকে খুব মনে পড়বে!
আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
যাক আল্লাহ্র অপার রহমতে এর কয়েকদিন পরেই লাইট হাইজে আমার একটি লিখা ষ্টিকি করা হয়। সেই সুবাদে আমার উৎসাহ উদ্দীপনা আর দায়িত্ববোধও অনেকাংশে বেড়ে যায়। তারপর একে একে বেশ কয়েকটি লিখা লাইট হাইজে ষ্টিকি হয়েছে আলহামদুলিল্লাহ্। আমি আসলেই লাইট হাইজের কর্তৃপক্ষকে সেজন্য শ্রদ্ধা ও সম্মানের সাথে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি সবসময়।
আর এজন্যই বলবো কে আপনার লিখাকে মূল্যায়ন করলো কিংবা করলো না তার নিরিখে নয় বরং মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লিখতে থাকুন। দ্বীনের শাণিত দাওয়াতি মেহনতের কাজ অব্যাহত রাখুন যতই সঙ্কট কিংবা সাময়িক বাধা আসুক না কেন। আপনার কষ্টের প্রতিদান তো একজনই দিবেন এবং তাঁর দান এবং অনুগ্রহ কখনই ক্ষুদ্র হয় না স্মরণে রাখবেন।
আপনার সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই উনি যেন এই বীর মুজাহিদের শাণিত লিখনীকে সচল রাখেন, সুস্থ সবল উজ্জ্বীবিত মন মানসিকতা ও চিন্তা ভাবনা দান করে দুনো জগতের কামিয়াবী হাসিলে সফল করার তৌফিক দান করেন। আমীন।
আপনি ঠিক বলেছেন, কষ্টের প্রতিদান তিনিই দেবেন, জী আমি স্মরণে রাখব সব সময় তাঁর অনুগ্রহের কথা।
আমার জন্য আপনার উৎসাহ প্রেরণাসমেত দোয়াগুলো যেনো আল্লাহ্ কবুল করেন। আমিন।
বোন, আপনাকে অনেক বেশি মিস করবো! ভালো থাকবেন।
গাফফার ভাই, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই আমার অবর্তমানে কিছুটা অনভূত হবেই, তবে এটাও ঠিক অন্যদের সরব উপস্থিতি আমার অভাব কে একদিন ঠিকি ভুলিয়ে দেবে।
আমার জন্য আপনার অকৃত্তিম দোয়াগুলো আল্লাহ্ কবুল করুন।
ভালো থাকুন এই কামনা।
আমি হতাশ হবার লোক বেশিরভাগ সময় আমিও হতাশায় ভোগেছি! হতাশার কারনে ব্লগে সম্পাদক বরাবর পাঠক বরাবর হুটকরে কত কি লিখে বসেছি... কেউ মনে করেছে আজাইরা প্যচাল.....
গাজী ভাইয়ের হতাশার সাথে আমিও একমত কারন আমিও হতাশাাবাদীদের দলে!!
আশাবাদী হবার কারনইবা কি আছে? ব্লগিং করতে গিয়েতো আর শরীর নষ্ট করে দেয়া যায়না।
আপনার শরীরের সুস্থতা সবকিছুর আগে প্রয়োজন!
তবে আমার মনে হচ্ছে ব্লগিংয়ের অনেক কাজ এখনো বাকি....!!! গাজী ভাইকে আমি অনুরোধ করেছিলাম যৌতুক নিয়ে ধারাবাহিক লিখতে গাজী ভাই কথাটি রেখে প্রথম পর্ব লিখেছিলেন!
মনে করেছিলাম অন্তত ২০টি পর্ব লিখবেন যৌতুক নিয়ে....! কারন যৌতুক বর্তমান সমাজে ব্যাধিতে পরিনত হয়েছে! এই ব্যাধি দূর করতে হলে ব্লগারদের এগিয়ে আসতেই হবে সর্বচ্চো সচেতনতার জন্য!
সচেতনতা নিয়ে যারা লিখতে চায় তাদের মধ্যে গাজী ভাই অন্যতম, আরো অনেকেই আছে তবে জনপ্রিয় নয়!!! জনপ্রিয় না হবার কারনও আছে প্রধান কারন মন্তব্য প্রতিমন্তব্যে অনিহা....! ব্লগে জনপ্রিয়তা অর্জন করতে হলে মন্তব্য প্রতিমন্তব্যে সচেতন হতে হবে। ((((লিখা একটি পোস্ট করে চলে গেলে হবেনা))))
যাক বেশি কিছু আর বলতে চাইনা... শুধু এইটুকু বলতে চাই আমি অন্তত ব্লগার গাজী ভাইকে ব্লগ থেকে দূরে দেখতে চাইনা! ব্লগার গাজী ভাইয়ের জন্য অন্তরের অন্তস্তল দোয়া রহিলো।
আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আমিন।
অনেক দ্রুত এবং বিশাল বিশাল মন্তব্য করতে উস্তাদ ছিলাম, কিন্তু অসুস্থতা বেশিদুর এগোতে দেয় নি, তাই...
আমিও ব্লগে থাকতে পারলে খারাপ হতো না, আপনার চাওয়া কোনো একদিন পূরণ হতেও পারে।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমিন। ছুম্মা আমিন।
আপনার জন্যও অনেক অনেক দোয়া রইল।
প্রতিমন্তব্যের এই অংশটি অগ্রহণযোগ্য!!
আপাতত থাকা সম্ভব হচ্ছে না, তবে কোন্নোএকদিন আসব না, এটাও বলা যাচ্ছে না। আপনাদের টানে হয়তো আমাকে আস্তেই হবে।
আপনার তাফসী নিয়ে লিখা আমি শেষের দিকে খুব আগ্রহ নিয়েই পড়তাম, কেননা এর চেয়ে বেশি আগ্রহের বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না!
আমি সঙ্গ দিতে না পারলেও কোরআনের জ্ঞান অনুরাগী অন্যরা নিশ্চয় সঙ্গ দিয়ে যাবেন।
আপনি লিখতে থাকুন।
আপনার জন্য শুভ কামনা রইল।
হা, আমি সত্যিকার অর্থেই অসুস্থ!
অভিমান করতেই পারি, ভালোবাসা অভিমান একে অপরের সম্পূরক, কিন্তু আপনাদের উপর রাগ করার দুঃসাহস আমি রাখি না!
আমিও আপনাকে অনেক অনেক ভালবাসি।
সুস্থতা আল্লাহর নেয়ামত, যেদিন আল্লাহ্ সে নেয়ামত দানে পূর্ণ করবেন, সেদিনই নিয়মিত হবো ইন শা আল্লাহ্।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কেনু কেনু? ?
ভাবিকে সময় এখন বেশি দিবেন বুঝি??
ইয়ে মানে ভাবিকে সময় দেয়ার পাশাপাশি অল্প-স্বল্প ; স্বল্প-অল্প আমাদেরও সময় পাবো ইনশাআল্লাহ।
আমিতো সময় কত ব্যাস্ত তাড়পরও হঠাৎ সঠাৎ দু একটা ডু মেরে ডুব দেই।
আবার ডু দেই।
সুস্থ হয়ে ফিরে আসবেন সেই কামনা।
সুস্থতার জন্য দোয়া করি অনেক।
আগে হয়ে নিক, আপনার ভাবিকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব মহব্বত কাহাকে বলে, কত প্রকার ও কি কি? এইসব করার পর যে যতসামান্য সময় থাকবে, তাই আপনাদের জন্য বরাদ্দ থাকবে।
আমার ব্যস্ততা যতোটা , তার চেয়ে বড় কারণ অসুস্থতা!
আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
আমিন। আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
০ ইদানিং ব্লগে ধুমাইয়া কমেন্ট ও পোস্টের বন্যা বইয়ে দিচ্ছিলেন তো তাই সমস্যা দেখা দিয়েছে ।
এখনকার জমানার পোলাপান হয়ে আপনি এসব বললে লোকে হয়ত কিছু বলবে না সামনা সামনি , তবে ভেতরে ভেতরে হাসতে হাসতে পেটে খিল বাধিয়ে ফেলবে ।
কিছুদিন রেস্ট নেন , সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ ।
আপনার পরামর্শ গ্রহণ করলাম।
আমার জন্য আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
আপনার সুন্দর, উপকারী পরামর্শ স্বানন্দে গ্রহণ করলাম বোন!
আমার লেখা নিয়ে আপনার মূল্যায়ন অনেক ভালো লাগল, যদিও আমিও ততটা নই!
আপনার কামনা আল্লাহ্ পাক পূরণ করুক।
আপনার দোয়া এবং কামনা আল্লাহ্ কবুল করুন। আমিন
লিখাটি পড়ছি আর অসম্ভব খারাপ লাগা অনুভূত হচ্ছি! আমরা সবাই সাধারনত জীবন সংসারের অবসর সময় টুকু ব্লগে দেই! অনেক সময় ব্যস্ততার কারনে বা অসুস্থতার কারনে অনিয়মিত হয়ে যাই! আমি প্রায় ৬ মাসের বেশি সময় অনলাইনে আসিনি পারিবারিক ব্যস্ততার জন্য! খুব মিস করেছি তখন ভাই বোনদের!
আপনার লিখাগুলো সবসময় পড়েছি, আপনি খুব সুন্দর ভাবে সবসময় অনুপ্রেরনা যুগিয়ে মন্তব্যের জবাব দিতেন এটা সবসময় ভালোলাগার কারন হয়ে থাকবে!
আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন! দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন!সুন্দর আখলাকে ভূষিত করুন!আমিন!
কোন কারনে যদি আমরা আপনাকে কষ্ট দিয়ে থাকি আমাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!
বিডি ব্লগ পরিবারের সবাই আপনাকে মিস করবে! আপনি দ্রুত ফিরে আসুন চমৎকার লিখার সমাহার নিয়ে এই প্রত্যশায়-
মা'আসসালম!
আপনার খারাপ লাগাই আমার ভাললাগা, এ যে ভালবাসার মানুষের বিয়োগে খারাপ লাগা!
আমার মন্তব্যের জবাবের মূল্যায়ন শুনে খুব খুব খুব ভালো লাগল। এটাই আমার স্বাভাবিকতা, তাতে কারও ভাললেগে যাবে, জানা ছিল না, আজ জানলাম এবং পুলকিত হলাম। আর ভাললাগার কারণ হয়ে থাকাটা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ কৃপা।
আমার জন্য আপনার অকৃত্তিম দোয়া আল্লাহ্ কবুল করুন।
এ কথা বলে লজ্জা দিবেন না!!!! আমিই বরং অনেক কে কষ্ট দিয়েছি! আপনি অত্যোন্ত ভালো মানুষ, দ্বীনের পথে অক্লান্ত দায়ী ইলাল্লাহ। ছোট হয়ে অনেক বেয়াদবি করে থাকতে পারি, তাই বলব, আপ্নারাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি একজন মানুষ, তেলাপোকাও একটা পাখি! মনে হয় না, আপ্নারা দুই একজন ছাড়া আর কেউ মিস করবে, মিস করার মত আহামরি কিছুতো করি নি!
আপনার প্রত্যাশা পূরণের ভার আল্লাহর হাতে, তিনি যখন চাইবেন, তখনি আমাকে নিয়মিত পাবেন।
নবম শ্রেনীতে বৈজ্ঞনিক নাম মুখস্থ করেছিলাম কিন্তু বহুত কোশিস করেও আমার মস্তিস্ক সারেন্ডার করলো মনে রাখতে!
আপনার মন্তব্যে ভালো লাগলো!
মন্তব্য করতে লগইন করুন