হাত দিয়ে খায়না, দারা দিয়ে খায় ( যৌতুক)

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৮ জুন, ২০১৪, ০৫:২৯:৩৩ সকাল



যৌবনে মরিচা ধরতেছে, সবাই বলে আইবুড়ো। একেতো কালো অথবা অসুন্দর, মনোকষ্ট আছেই, তার উপর মানুষের বাকা কথা বুকের শেলের মত বিঁধে। বিয়েতে দেরি হওয়ায় সবাই ভারী বোঝাই মনে করে।

বাপ ভাইয়ের সমাজে মুখ দেখানো যাচ্ছেনা, শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দেয়, জলদি মেয়ের বিয়ে দাও, কলি যুগ, কখন কি আকাম করে বসে বলা যায়না। কিছু টাকা পয়াসা খরচ কর, যৌতুক দিয়ে বিদায় কর। মিয়া, মান সম্মান যদি না থাকে, টাকা কড়ি দিয়া কি করবা! মন দিয়ে শোন, জমি এক্ককান বিক্রি কইরা বিয়ের ব্যবস্থা কর, তোমার যা বেঢক মেয়ে , যৌতুক ছাড়া কেও নিবনা।

অভাবের সংসার, তাতে কি, ছেলে পক্ষের দাবী লাখ টাকা, শোনেই পেটে দেয় মোচর, এতো টাকা! কেমনে দিব, মনে মনে কয়, ছোট থাকলে মাইয়াডারে বিষ খাইয়ে মাইরা ফালাইতাম, হেইডা ভালা আছিল। বাধ্য হয়ে জায়গা জমিন বিক্রি করে বলা দূর করেছে।

সরাসরি যারা যৌতুক দাবী করে তাদের বিরুদ্ধে সচেতন নাগরিকরা প্রতিবাদে সোচ্চার, এটা করা যাবেনা, এটা দণ্ডনীয় অপরাধ।

আর অধিকাংশ মানুষ, যাদের অবস্থা মোটামুটি অথবা বেশ সচ্ছল, তারাও যৌতুক গ্রহণ করে, তবে পদ্ধতিটা আলাদা। সরাসরি চাইলে তাদের প্রেস্টেইজে লাগে। দেখুন তারা কেমন করে চায়-

ছেলের অভিভাবক, আমরা আপনাদের কাছে কিছু চাইনা, তবে ছেলে অনেক পড়াশোনা করেছে, একটা মটরচাইকেল না দিলে লোকের কাছে ইজ্জত বাঁচানো গেলনা।

ছেলেকে বিদেশে পাঠাবো ভাবছি, তাতে আপনার মেয়ে একটু বিলাসিতার সাথে চলতে পারব, তাই বলছি ছেলেকে মানে আপনাদের জামাইকে বিদেশে পাঠানোর ব্যবস্থাটা আপানারাই করেন।

এখন মেয়ে পক্ষই ছেলের ঘর সাজিয়ে দেয়, এই ধরেন একটা ফ্রিজ, বক্সখাট, আলমারি, সোকেচ,কালার টিভি, সোপা সেট হলেই চলবে মোটামুটি চলবে।

ছেলের ব্যবসার একটা উপায় করে দেন, বিয়ের পর তো আর বেকার থাকা যায়না, তাছাড়া আপনার মেয়ে সুখেই থাকবে।

বুঝেন অবস্থা, আপনারাই বলুন, এটা কি যৌতুক নয়? পিছন দিক দিয়ে হাতি গেলে টের পাইনা, সামনে দিয়ে মশা গেলেই কামান দিয়ে ঝাঁপিয়ে পড়ি। আমার দৃষ্টিতে এটা অবশ্যই যৌতুক, তবে আধুনিক সংস্করণ। এই ডিমান্ডগুলো মেটাতে গিয়ে মেয়ের বাবাকে কি পরিমাণ ভোগান্তি ভুগতে হয়, তা শুধু ভুক্তভোগী পরিবারটিই জানে। সমাজে তাদের সবাই সচ্ছল বলেই জানে, তাই তারা কিছু বলতেও পারেনা, মান সম্মান রক্ষা করতেই হবে।

পরিশেষে এ কথাই বলব, যৌতুকের বিধান সবার জন্য একি রকম হওয়া উচিৎ।

বিষয়: বিবিধ

১৫০৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232151
০৮ জুন ২০১৪ সকাল ০৬:০২
দ্য স্লেভ লিখেছেন : উভয় পরিবার উপহার দিতে পারে কিন্তু আপনি যেভাবে বললেন,তাতে বোঝা গেল উপহার চেয়ে নেওয়া হয়েছে,এটা স্পষ্ট যৌতুক। এটা হারাম এবং চরম ছোটলোকী। রসূল(সাHappyপথে পড়ে থাকা জিনিসও উঠিয়ে নেওয়াকে ছোটলোকী বলেছেন। আর এটা তো আনেক বড় ব্যাপার হল। অবশ্য লজ্জা শরম সবার থাকেনা.....

আর রসূল(সাHappyবলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তবে যা খুশী তা করতে পার...বুখারী
০৮ জুন ২০১৪ সকাল ০৬:১৭
178884
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। ধন্যবাদ!
232160
০৮ জুন ২০১৪ সকাল ০৭:২৪
শেখের পোলা লিখেছেন : "দারা দিয়ে খায়" এই দারাটা কি তা বুঝলামনা৷
০৮ জুন ২০১৪ সকাল ০৮:৩০
178888
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাশেঁঁর কঞ্চি
232164
০৮ জুন ২০১৪ সকাল ০৭:২৯
টাংসু ফকীর লিখেছেন : পিলাচ
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১১
250642
গাজী সালাউদ্দিন লিখেছেন : পিলাচ পিলাচ
232172
০৮ জুন ২০১৪ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : যদিও যৌতুক পছন্দ করি না তবে বর্তমানে যে অবস্থা তাতে ওটা যে একদিক দিয়ে ভালই ছিল সেটা কোন কোন সময়ে মনে হয় ।

কারণ , একটা মেয়ে যার বয়স ২৩-২৪ বছর তার বাবা নিশ্চয়ই ২৭-২৮ বছর ধরে চাকরী/ব্যবসা করছে ।

এই ২৭-২৮ বছর ধরে যিনি চাকরি/ব্যবসা করছেন এবং তার মেয়েকে লালন পালন করে এখন যে স্ট্যাটাসে নিয়ে এসেছেন , যে পরিমান আবদার ও বিলাসিতা পূরণ করছেন - একজন ২৭-২৮ বছরের ছেলে যে কি না চাকরিই করছে বছর খানেক ধরে তার পক্ষে কি মেয়ের বাবা মেয়েকে যে স্ট্যাটাসে চালাচ্ছিল বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত সেই একই হারে চালানো সম্ভব ?

চরম আরাম আয়েশে জীবন যাপন করা মেয়েটি যখন ২-১ দিনের মধ্যেই চরম টানাটানির সংসারে এসে পড়বে তখন কি সে তা খুব সহজেই মানিয়ে চলতে পারবে ?

এমতাবস্থায় ছেলেটির কি করা উচিত ?

সে কি তার বৌয়ের পূর্বের আরাম আয়েশ ধরে রাখার জন্য বিপথে চলে যাবে ,নাকি

বউয়ের বাবার কাছ থেকে ''এটা স্পষ্ট যৌতুক। এটা হারাম এবং চরম ছোটলোকী '' জিনিসটি চাইবে ?
০৮ জুন ২০১৪ সকাল ০৮:৪৭
178889
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে শশুরবাড়ি থেকে কতইবা নিতে পারবে, মেয়ে যদি খুব বিলাসী প্রবণ হয়ে তাহলে ছেলের পক্ষেতো বারবার শশুরবাড়িতে টাকা চাওয়া সম্ভব না,সুতরাং আপনি যে সমস্যার কথা বললেন তার সমাধান হতে পারে, এমন কাওকে বিয়ে করা, যার বাবা অঢেল ধন সম্পত্তির মালিক নয়, মেয়ের জীবন বিলাসী পূর্ণ নয়।
232182
০৮ জুন ২০১৪ সকাল ০৯:২৬
আওণ রাহ'বার লিখেছেন : ভাবনার বিষয়।
আরে ভাই চাইলেতো একটা সিমা আছে এতটুকু সে চায় আর যারা চায়না তাদের তো পাওনার শেষ নাই।
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
250643
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন।
232207
০৮ জুন ২০১৪ সকাল ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন মন্তব্য করছিনা।
০৮ জুন ২০১৪ বিকাল ০৪:২১
179071
গাজী সালাউদ্দিন লিখেছেন : না না না ভাই, আপানাকে কিছু একটা বলতেই হবে!
232266
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০৮
egypt12 লিখেছেন : ভালো বুদ্ধি এভাবেই চাইতে হয় বুঝি Big Grin
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
250645
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ ভাই।
232273
০৮ জুন ২০১৪ দুপুর ০১:১৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পিছন দিক দিয়ে হাতি গেলে টের পাইনা, সামনে দিয়ে মশা গেলেই কামান দিয়ে ঝাপিয়ে পড়ি। আমার দৃষ্টিতে এটা অবশ্যই যৌতুক, তবে আধুনিক সংস্করণ। রাইট কথা! অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
250648
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
232363
০৮ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল বিষয় তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
250650
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
232455
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
ইবনে আহমাদ লিখেছেন : সামাজিক একটি সমস্যা। সুন্দর হয়েছে। সবার উচিত সব পক্ষকে পরহেজ করা।
যে বিয়ে করবে আর যাকে বিয়ে করবে তারা দুজন একমত হলেই তো হল।
বিয়েকে সহজ করলেই হল।
ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
250656
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১১
233764
১১ জুন ২০১৪ বিকাল ০৪:৪৪
ডাঃ নোমান লিখেছেন : যৌতুক গ্রহনকারী ওবশ্যই ঘৃনিত।
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৯
255193
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি ঠিক বলেছেন, আর ঘৃণিত বলেই তাদের দ্বারা ঘৃণ্য কাজটি বারবার সম্পাদিত হচ্ছে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২
314198
১১ এপ্রিল ২০১৫ রাত ০৩:১২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যৌতুক বিষয় নিয়ে লিখতে বলবো ভেবে ছিলাম! !! ওমা দেখি কাজ আগেই শেষ!! যৌতুক নিয়ে ধারাবাহিক লিখা যায় কিনা একটু ভেবে দেখবেন প্লিজ।
১১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৪৩
255194
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভেবেছিলেন যখন লিখেই ফেলুন, আমার চেয়ে অনেক বেশি সুন্দর লিখবেন, এই আশাতো করতে পারি।

কাজ শেষ আমার কিছুটা হয়েছে, আপনারতো বাকী রয়েছেই! সেরে ফেলুন বাকি কাজটাও।

এই ক্ষুদ্র মাথায় ধারাবাহিক লিখা পারব সম্পাদন করতে? চেষ্টা করে দেখা যেতে পারে, আপনার অনুরোধ অগ্রাধিকার পাবে আশা করি।

অনেক অনেক ধন্যবাদ পুরনো লিখা খুঁজে পড়েছেন, বিশ্বাস করি আমার লিখা আপনার ভালো লাগে বলেই....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File