kuran shorif vul chapa hoyece

লিখেছেন লিখেছেন anontorakib ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৩:২৩ সন্ধ্যা

ভারত

থেকে ভুলে ভরাকুরআন

বাংলাদেশে ছড়ানোহচ্ছে-

( নাউযুবিল্লাহ )পবিত্র

কুরআনে ভুলে ভরপুরকপি সম্প্রতি সিলেটে উদ্ধারকরা হয়েছে ।

কুদরত উল্লাহমার্কেটস’

করিমিয়া লাইব্রেরিথেকে ক্রয়কৃত

এবং নিউএমদাদিয়া প্রকাশনী ৩৭,বাংলাবাজার,

ঢাকা-১১০০কর্তৃক পরিবেশিত

’ছহীহনূরানী কোরআন শরীফ’

এরমধ্যে বিভিন্ন জায়গায়

ভূলছাপা হয়েছে । পবিত্রকোরআন

শরীফের কভারেরউপর ‘কলিকাতার

ছাপা’শব্দটি লিখিত

ঢাকারএকটি প্রকাশনী কর্তৃকপ্রকাশিত

কোরআনশরীফের পৃষ্টা নং ২৯৪

এরপরে ২৯৫ নং থাকারকথা থাকলেও

সেখানে ভূলছাপা হয়েছে ।

যেমনসূরা কাহাফ এর ২১নংআয়াতের

পরে ২২নং আয়াতথাকার

কথা থাকলেও সেখানে২৯ আয়াত শুরু

হয়েছে ।এখানে ৭টি আয়াত নেই ।

এছাড়াও ২৩নং পারায়

সুরাইয়াসীনের জায়গায়

অন্যএকটি সুরার নাম লেখা হয়েছে।

সুরা ইয়াসিনের ৫৭নংআয়াতের

পরে সালামুনক্বাওলাম মিররাব্বির

রাহীম’এর মধ্যে আলাম

আ’হাদ’শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়েছেযার

ফলে আয়াতের অর্থইবিকৃত হয়ে যায় ।

হাজি কুদরতউল্লাহ মার্কেটস’

করিমিয়ালাইব্রেরীসহ একাধিক

দোকানথেকে সংগৃহিত ঢাকার

নিউএমদাদিয়া প্রকাশনীর ১

ও১৭নং সাইজের কোরআনশরীফের

একাধিক কপিরমধ্যে এমন ভুল

পরিলক্ষিতহয়েছে

বিষয়: সাহিত্য

১১৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269938
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫১
ফেরারী মন লিখেছেন : বলেন কি তাহলে তো এটা সত্যি দুঃখজনক।
269942
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৩
শেখের পোলা লিখেছেন : ধীরে ধীরে সহণশীল করার চেষ্টা শুরু হয়েছে৷
270038
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


বাংলাদেশে সোলেমানিয়া বুক ডিপো ১০-১৫ বছর আগেও ভুলে ভরা কুরআনশরীফ বাজারে চালিয়ে আসতে দেখেছি-

সস্তা নিউজপ্রিন্টে ছাপানো ঐ কুরআনশরীফগুলো মানুষ কিনে মসজিদ মাদ্রাসায় দান করার জন্য-
আর সেগুলো ধূলা মেখে পড়ে থাকে, তেমন কেউ পড়েনা!

আর যারা কদাচিত পড়েন তাঁরাও ভুল ধরার মত নন!
যাঁরা ভুল ধরতে পারেন তাঁরা ওগুলো কখনো যাচাই করেছেন বলে মনে হয়না!
এমনকি আমি নিজে কয়েকজন ঈমামকে বলেও কাজের কাজ কিছু হয়নি!
আমি সোলেমানিয়া বুক ডিপো কে চিঠি দিয়েছিলাম, জবাব পাইনি!

এখন তাঁদের কী অবস্থা জানিনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File