তসলিমা নাসরিন ও কিছু কথা
লিখেছেন লিখেছেন রাকিব.ই.সুমন ১৪ মে, ২০১৪, ০৭:৩৭:৫২ সকাল
আমাদের দেশ থেকে অনেক আগেই তসলিমা নাসরিনকে বের করে দেয়া হয়েছে।তিনি ভারতেরব কয়েকটি জায়গা পাল্টাতে বাধ্য হয়েছেন তার বিতর্কিত ধারনা ব্যক্ত করার জন্য।
আসলে তার মতো এরকম সমাজের বিভেদকারী,নষ্ট মন ও শরীরের মানুষ অনেক আগে থেকেই এও ধরাতে আসতেন।
তাদের কাজ হল কিছু মানুষকে ভুল বোঝানো,একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের দৃষ্টিগোচর হওয়া।
তাদের মুল কথাটা কি?
তাসলিমা নাসরিন, একজন মহিলা।তবে তার মতে তিনি পুরুষের সমকক্ষ।আর তিনি বলেন প্রত্যেক নারীদেরকে সমান অধিকার দিতে হবে।তিনি নারী আর পুরুষের মাঝে কোন পার্থক্য খুজে পাননা। শারীরিক বা মানসিক।হতে পারে এই সমকক্ষতা তার বেলায় প্রযোজ্য। তিনি হয়তো মেয়ে রুপে পুরুষের গঠন নিয়েছ্রন,কিন্তু সব মেয়েরা নয়।আর তার মতো মহিলা যেখানে সমান অধিকার চায়,সেখানে তাদের যোগ্যতা নাই।
আমরা দেখতে পাচ্ছি আমার দেশের দুই মহিলা নেত্রী কিভাবে দেশটাকে ওন্দের পারিবারিক সমস্যার মাঝ খানে রেখে দেশটাকে ধ্বংস করে চলেছেন।
কয়েক বছর আগে এতো অরাজকতা ছিল না।একটা মেয়ে রাস্তায় হাটতে পারতো। এখন পারে না।কেনো?
শুধু কি পুরুষের দোষ।তাদের পোষাক দেখলে ভিক্ষে দিতে ইচ্ছে করে।তাদের কিসের অভাব?
টাকা-পয়সার নাকি লজ্জা-সম্ভ্রমের।
তাদের টাকার অভাব নেই।অভাব লজ্জার,সম্ভ্রমের, নৈতিক মুল্যবোধের।এই অভাবটা সৃষ্টি করেছেন তসলিমা নাসরিনরা।
এই ব্লগে একজন ব্লগারের পোস্ট পড়ে দেখলাম যে তিনি তসলিমা আর ইসলামি রাজনীতিকে এক করেছেন।এই কুপ্রচেষ্টা তারা করছে ইসলামের বিরুদ্ধে। দেশের মানুষকে ভুল বুঝাচ্ছে।এরা নাস্তিক নয়,এরা ইসলাম বিরোধি।এদের কারনেই দেশে সমকামীরা রাস্তায় নামার সাহস পায়।এদেরকে প্রতিরোধ করতে হবে নয়তো দেশ ভারতের মত বিনষ্ট হবে।তসলিমা দের প্রতিরোধ করুন।সমান অধিকার পেতে হলে সমান যোগ্যতা অর্জন করুন।
["রাখে আল্লাহ মারে কে"উক্তিটির অপব্যবহার কর ঠিক নয়।]
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েদের চাওয়া কখনই মেয়েদের কাছে না , তারা সবসময়ই পুরুষদের কাছ থেকেই চায় ।
তাই মেয়েদের শাসন আমলে মেয়েরা সবচেয়ে বেশী নিগৃহীত হয় ।
মন্তব্য করতে লগইন করুন