ফেসবুক চ্যাটিং!
লিখেছেন লিখেছেন রাকিব.ই.সুমন ১৩ মে, ২০১৪, ১০:৫৭:৪৫ রাত
ফেসবুক এখন শুধু চ্যাটিং 'এর জন্য ব্যবহৃত
হচ্ছে।কিন্তু এই চ্যাটিং এ কি এমন
মজা যে সবাই সেটায় ঝুকে পড়ছে?
তবে সব মজার
আগে ভালো করে দেখে নাও,বুঝে নাও,চিনে নাও
যার সাথে চ্যাটিং করছ তাকে কু
রিয়েল লাইফে চেনো?ওই
আইডিটা ফেক আইডি নয়তো?
আগে বুঝে শুনে কাজ
করো নয়তো পরে এমন
ধরা খাবা একেকজনকে যে হয়তো ফ্যামিলি থেকে বের
করে দেবে,সমাজের সবাই
ঘৃণা করবে অথবা হয়তো কোন
পত্রিকার নিউজও হতে পারো।তাই
বলছি সাবধান।
কথাগুলো তেতো লাগলেও ইহাই
ভয়ংকর মহাসত্য।
সবার শুভ কামনা করছি।Go ahead but
carefully. তোমরা তোমাদের পরিবারকে অসম্মানিত
করো না।
বিষয়: বিবিধ
২৯৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন