তোমারই খোঁজে...

লিখেছেন লিখেছেন রাকিব.ই.সুমন ০৭ মে, ২০১৪, ০৬:১৫:১৮ সন্ধ্যা

গ্রীষ্মের তাপদাহে দগ্ধ বনের ভেতর দিয়ে

আমি এগিয়ে চলছি

ছায়া ঢাকা শুকনো পাতার পথ দিয়ে দুরের ওই আকাশ

দেখ গেলেও আমাকে দেখা যাবে না

চিতকার করে ডাকলেও আমার কন্ঠস্বর

শুনতে পাবে না কেউ।

আমার সাথের ঘোড়াটিও অনুভব করে আমার নিঃসংগতা

ও জানে আমার একাকিত্ব প্রয়োজন

তাই সে আমাকে নিয়ে চলছে নিরবে

নিভৃতের পানে।অন্ধকারের দিকে।

অবশেষে এলাম আমরা নিকষ কালো অন্ধকারে ঢাকা

জীবন মরণের সন্ধিক্ষণে

ছায়া ঢাকা,শুকনো পাতার ভ্যাপসা গন্ধ ছাড়া

অপূর্ব এক মোহনীয় স্থানে

যেখানে থেকে চাঁদকে দেখা যায় কিন্তু

আমাকে দেখা যায় না।

আমি থামলাম,ঘোড়া থেকে নামলাম

হাটলাম।ঘোড়াটাকে খাওয়ালাম

কেননা ও আমার মতো সন্নাসী নয়

পশু হলেও ও বাঁচতে চায়

এটা ওর অধিকার।

কিন্তু আমাকে তো থামলে চলবে না

আমাকে যেতে হবে আরো বহুদুর

গহীন অন্ধকারে ঢাকা নিঃসংগতাকে একাকী করে

আমাকে এগিয়ে চলতে হবে স্বপ্ন যেখানে।

খুঁজতে হবে কোথায় তুমি

যেতে হবে যেথায় তুমি

খুঁজে নেবো তোমায় এই আমি।

বিষয়: সাহিত্য

৯৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218674
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
আঁধার কালো লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
218675
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কিন্তু আমাকে তো থামলে চলবে না
আমাকে যেতে হবে আরো বহুদুর
গহীন অন্ধকারে ঢাকা নিঃসংগতাকে একাকী করে
আমাকে এগিয়ে চলতে হবে স্বপ্ন যেখানে।

Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File