স্বাধীনতা...
লিখেছেন লিখেছেন রাকিব.ই.সুমন ০৫ মে, ২০১৪, ০৯:৫৬:৫৫ রাত
আমি স্বাধীনতা চাই
লিখবার
আমি স্বাধীনতা চাই
বলবার
আমি স্বাধীনতা চাই
শুনবার
কেউ কি দেবেন
আমাকে স্বাধীনতা?
যে স্বাধীনতা আনতে গিয়ে
প্রান দিল লাখো মানুষ।
আছে কি
সেই স্বাধীনতা?
যার জন্য অকাতরে শহীদেরা দিয়ে গেল প্রান?
মনে কষ্ট হয়
না পাওয়ার।
মনে কষ্ট হয়
হারাবার।
না।আর কষ্ট নয়।
নয় আর দুঃখ।
ভেংগে ফেলে শৃঙ্খল
পেরিয়ে বাধা
যত ভয় ভীতি,
যত অনাচার
সব উতরিয়ে যাবোই যাবো
হবোই হবো
বিজয়ী মোরা
আনবই আনব এই বাংলার বিজয়ী নিশান,
স্বাধীনতা।
বাংলাদেশের স্বাধীনতা....
বিষয়: সাহিত্য
৯৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন