কি কবিতা লিখব তোমায় নিয়ে ?

লিখেছেন লিখেছেন পরিচিত ২৪ মে, ২০১৪, ০১:৪০:১৫ রাত



তোমাকে নিয়ে কবিতা লিখতে পারি না বলে

তোমার এত অভিমান !

তোমাকে নিয়ে আমি কি লিখব?

তুমি তো আমার স্বপ্নের মাঝে,

প্রতিদিন ঘুরে বেড়াও নিরবে-

সকালের আলোতে তোমাকে আমি দেখতে পাই।

তুমি চুল খুলে হেঁটে বেড়াও আমার আঙ্গিনায়,

মধ্য দুপুরে আমার বুকের মাঝে মাথা লুকাও

সন্ধ্যে বেলায় নরম সুরে ঘরে ফিরার আহ্বান কর

আর রাতের নিশিতে সারাদিনের তোমার মনের জমে থাকা,

কথাগুলি বলে আমার ক্লান্তি দূর কর।

এবার তুমি বল,

কি কবিতা লিখব তোমায় নিয়ে ?

বিষয়: সাহিত্য

১৯৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225243
২৪ মে ২০১৪ রাত ০২:১৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ দুপুর ০৩:১৬
172533
পরিচিত লিখেছেন : আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্য--
225283
২৪ মে ২০১৪ সকাল ০৫:৪৬
সন্ধাতারা লিখেছেন : ধন্যবাদ অনেক ভালো লাগলো
২৪ মে ২০১৪ দুপুর ০৩:১৬
172534
পরিচিত লিখেছেন : ভাল লাগা প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ--
225386
২৪ মে ২০১৪ দুপুর ১২:৪০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি তাকে লিখুন :
তুমি যখন তখন
আমার মনে কর আগমন
এবার এসো
তোমায় আমি মজা দেখাবো...
তুমি কেনো আসোনা
কিছু ভাল লাগেনা, না ভাল লাগেনা....

২৪ মে ২০১৪ দুপুর ০৩:১৮
172535
পরিচিত লিখেছেন : আপনার ছটো কবিতার মাধ্যমে অনূভুতি প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ--
225441
২৪ মে ২০১৪ দুপুর ০১:৫৮
আফরা লিখেছেন : এমন কবিতা তাকে নিয়ে আরো বেশী বেশী লিখেন তাহলেই আর অভিমান করবে না ।ধন্যবাদ ভাইয়া ।

২৪ মে ২০১৪ দুপুর ০৩:২০
172538
পরিচিত লিখেছেন : ঠিকেই বলেছেন এভাবে অনুভূতি প্রকাশের মাধ্যমে হয়ত দুইটি মানুষ সুখি হওয়া যায়- আপনার উপদেশের জন্য আপনাকে ধন্যবাদ--
386232
১০ ডিসেম্বর ২০১৮ দুপুর ০৩:২০
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck Good Luck Good Luck Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File