কি কবিতা লিখব তোমায় নিয়ে ?
লিখেছেন লিখেছেন পরিচিত ২৪ মে, ২০১৪, ০১:৪০:১৫ রাত
তোমাকে নিয়ে কবিতা লিখতে পারি না বলে
তোমার এত অভিমান !
তোমাকে নিয়ে আমি কি লিখব?
তুমি তো আমার স্বপ্নের মাঝে,
প্রতিদিন ঘুরে বেড়াও নিরবে-
সকালের আলোতে তোমাকে আমি দেখতে পাই।
তুমি চুল খুলে হেঁটে বেড়াও আমার আঙ্গিনায়,
মধ্য দুপুরে আমার বুকের মাঝে মাথা লুকাও
সন্ধ্যে বেলায় নরম সুরে ঘরে ফিরার আহ্বান কর
আর রাতের নিশিতে সারাদিনের তোমার মনের জমে থাকা,
কথাগুলি বলে আমার ক্লান্তি দূর কর।
এবার তুমি বল,
কি কবিতা লিখব তোমায় নিয়ে ?
বিষয়: সাহিত্য
১৯৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি যখন তখন
আমার মনে কর আগমন
এবার এসো
তোমায় আমি মজা দেখাবো...
তুমি কেনো আসোনা
কিছু ভাল লাগেনা, না ভাল লাগেনা....
মন্তব্য করতে লগইন করুন