স্বপ্ন বাসনা----
লিখেছেন লিখেছেন পরিচিত ১৭ মে, ২০১৪, ০৫:৫৯:০০ বিকাল
আমার স্বপ্ন নীরব মনের হাজার স্মৃতির রঙ্গ
তাই খুঁজি আনমনায় আমি আমায় দিয়ে ফাঁকি।
আমার স্বপ্ন আমার মনের এক স্মৃতির বাসনা,
অস্বাভাবিক পাগল করা মনের মায়া গোধূলি।
স্বপ্ন আমার নদীমন, মুছে ফেলা কাজলের দাগ ।
স্মৃতির বাসনা আলতো ফোঁটায় বৃষ্টিকাহন গল্প।
কখন আবার পিছন ফেরা অবাধ্য এক সঞ্চয়।
তৃষ্ণায় ডাকবাক্সে খুঁজছি আমার স্বপ্নের চিঠি
অজস্র জলাধারে স্বপ্ন খুঁজছি সংক্ষিপ্ত স্রোতে
অস্পষ্ট প্রলাপের মত স্বপ্ন কফিনের আড়ালে।
বিষয়: সাহিত্য
১৩২৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বানানের প্রতি আরেকটু যত্নশীল হলে ভালো হয়। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন