যুবকের প্রেম---...........।

লিখেছেন লিখেছেন পরিচিত ০৯ মে, ২০১৪, ০৬:২৭:২১ সন্ধ্যা



যুবকের প্রথম প্রেম---

@@@@@

যুবক যখন প্রথম তার ভিতর প্রেমের অনূভুতি টের পেয়েছিল তখন সে সপ্তম শ্রেণীর ঘন্ডির মাঝে আটকে ছিল তাই এর বহিঃপ্রকাশের জন্য সাহস ছিল না কাউকে বলার তাই মনে মনে যে মেয়েটিকে ভালবেসেছিল তার পরিচিত এক বড় আপাকে আর তাকে যে ভালবাসে সেটা শেয়ার করেছিল তার সহপাঠি এক বন্ধুকে। বন্ধু তাকে বলল সে এক গুনীন কে চিনে তার কাছ থেকে রুপার পয়সা পড়ে এনে তার ভালবাসার মানুষ টিকে দেখাতে পারলে সে পেয়ে যাবে তার ভালবাসার মানুষ টিকে।সে নিজ থকে তোকে ভালবাসার প্রস্তাব দিবে। তার এই প্রবল ভালবাসা কে পাওয়ার জন্য ঘরে মায়ের জমানো লুকিয়ে রাখা টাকার ভান্ডার থেকে চুরি করে টাকা এনে রাণী এলিজাবেতের ছবি সম্মলিত একটা রুপার টাকা স্বর্ণের দোকান থেকে কিনে তার বন্ধুকে দিয়ে গুনিনের কাছ থেকে পড়ে আনে।বড় আপা কে যেভাবে হোক এই পয়সা ছোঁয়াতে হবে তাই যুবক ফন্দি আঁটল একটা টেনিস বল আপাদের দোতালার বেলকনিতে ছুঁড়ে মারল আর সেই অজুহাতে আপাদের বাড়িতে প্রবেশ করে খুঁজে আনার অজুহাতে আর বুক পকেট থেকে পয়সা বের করে দৌঁড়ে আপাকে বলে সে এই পয়সা টা খুঁজে পেয়েছে তাদের এই বেলকনিতে ।আপা আগ্রহের সাথে পয়সাটা নেড়ে চেড়ে বলে এটা তো রুপার পয়সা এটা এখানে এল কিভাবে ? যুবক জটপঠ বলে ফেলল হয়ত তাদের বাসায় বেড়াতে আসা কনো অতীতির।আর এই সূত্র ধরে আপাকে পয়সা টা দিয়ে ফিরে আসে---

মাস যায় বছর যায় আপা তাকে কখনও মুখ ফুটে বলে না -- আমি তোমায় ভাল বাসি এই বাক্যটি যেটা শুনার জন্য যুবক অদীর আর্ঘহে অপেক্ষা করে প্রতিদিন--- এক সময় এস- এস- সি পাশ করে কলেজে পড়ার জন্য মফস্সল ছেড়ে বিভাগীয় শহরে পাড়ি জমায়। যাওয়ার আগে আপা যুবক কে ঢেকে বলেছিল আমি তোকে খুব স্নেহ করি আমি চাই তুই তোর এই আপার মত ভাল রেজাল্ট করে আমার মত নামকরা কোনো কলেজে ভর্তি হবি।কথা দেয় দুষ্টামি করলেও পড়ালেখা টা ঠিকভাবে করবি।যুবক কথা দিয়েছিল...

আস্তে আস্তে যুবক বুঝতে পেরেছিল আপার চোখে তার প্রতি যে ভালবাসার ছায়া দেখেছিল সেটা ছিল স্নেহের ভালবাসা........।

@@@@@@

যুবকের দ্বতীয় প্রেম.......

যুবক যখন অষ্টম শ্রেণী পাস করে নবম শ্রণীতে উঠে এতদিন ছেলে মেয়ে আলাদা আলাদা পাঠ দেওয়ার নিয়ম থেকে বের হয়ে যৌথ ভাবে একেই ক্লাসে বসে পাঠ দানের সুযোগ পায় যুবক যে স্কুলে পড়ত সেই স্কুলের নিয়ম অনুসারে। কিছুদিনের মধ্যে যুবকের নজরে পড়েছিল তার এক সহপাঠীর। মেয়েটি তাকে এভাবে তার মনে দোলা দিয়েছিল যে কি করবে তার কোন কূল কিনারা খুঁজে পেত না।আর তাই যে ভাবে হোক ছেলে মেয়েরা আলাদা সারী তে বসতে হত আর তাই যুবক মেয়েটির বসার সমান্তরালে অন্য বেন্ঞ্চে প্রতি দিন বসার চেষ্টা করে তার দৃষ্টি আকর্ষণে মনোযোগী থাকত।আরেকটি কাজ করত মেয়েটি ক্লাসে স্যারদের কনো প্রশ্নের উত্তর দিলে সেটা কিভাবে পড়েছে তা জানার আগ্রহ দেখানোর জন্য মেয়েটির কাছে টিফিন আওয়ারে জানতে চাইত। এভাবে এক বছর পার করতে যুবক জানতে পারল মেয়ে টি তাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছে কারণ তার পিতা এখান থেকে চাকরীর বদলীর আদেশ হয়েছে তাই তাকেও যেতে হবে....।

যুবকের আর সেই কথা বলা হল না .........।

মজার বিষয় মেয়েটি যখন মফস্সল ছেড়ে চলে যাবে হঠাৎ একদিন তার সকল বান্ধবী কে নিয়ে যুবকের বাড়িতে এসেছিল ছুটির সকালে।যুবক খালি গাঁয়ে তাদের বাড়ির পিছনে ক্রিকেট খেলায় ব্যস্ত।এভাবে খালি গাঁয়ে দেখার যে লজ্জা পেয়েছিল সেটা যুবক এখনও ভুল তে পারে নাই।

মেয়েটির অন্য বান্ধবীদের সাথে যুবক যতটা ফ্রী ভাবে কথা বলতে পার তার মনের ভিতর জমে থাকা ভালবাসার মানুষটির সাথে যেন অন্য এক যুবক বনে যাওয়ার কারণে যে দুই একটি কথা হয়েছিল সেখান থেকে বুঝেছিল আরো আগে তার নিজের কথাটি বলা উচিত ছিল এখন বড্ড দেরী হয়ে গেছ....।

আবার কখনও যুবকের জীবনের প্রেম নিয়ে কথা হবে...। যারা পড়বেন টাইপিং ভূল গুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি......

বিষয়: বিবিধ

১৫৭৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219492
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
আফরা লিখেছেন : ইঁচরে--------- পোঁ-----কা ।
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
167226
পরিচিত লিখেছেন : যুবকের বাকী প্রেম গুলী নিয়ে লিখলে কি বলবেন:Thinking :Thinking সেটা নিয়ে ভয়ে আছি--

লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ---Good Luck Good Luck
219501
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
নোমান২৯ লিখেছেন : যুবকটি পরিচিত নয় তো ?
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০২
167227
পরিচিত লিখেছেন : যুবকের পরিচয় প্রকাশ করে যুবকের মনের ভিতর লুকানো ভালবাসার মানুষগুলিকে বিব্রত না করার জন্য আপনার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছি----

পোষ্ট টিতে চোখ বুলানোর জন্য আপনাকে ধন্যবাদ---
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
167245
নোমান২৯ লিখেছেন : ঠিক আছে ভাইয়া । ধন্যবাদ । এমনি দুষ্টুমি করলাম আরকি ?
219506
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১২
ফেরারী মন লিখেছেন : আহারে প্রেম,,, জীবনে কেউ কখনো বললো না আলাবিউ Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২১
167254
পরিচিত লিখেছেন : জীবনে কেউ না কেউ আই লাভ ইউ বাক্যটা বলে তবে অতীতের সময়ের সাথে পথ চলতে এভাবে ছটো ছটো ক্ষণিকের ভাল লাগার স্মৃতীগুলি সবার মনের মাঝে জমে থাকে যা স্মৃতীচারণের মানষপঠে মাঝে মাঝে ধরা দেয়--

পোষ্ট টি আপনার নজরে আসার জন্য আপনাকে ধন্যবাদ---
219523
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
আওণ রাহ'বার লিখেছেন : সময় করে পড়লাম, আচ্ছা আমার কি লাভ হলো পোষ্টটি পড়ে যাক বাবা আমার মত রসকষ বিহীন মানুষের প্রেম রিলেটেড পোষ্ট কম পড়াই ভালো Tongue Tongue .
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
167282
আফরা লিখেছেন : আহা ভাইয়া সময়ের অপচয় হয়ে গেল ...সময় নিয়ে পড়লেন আবার বড় একটা কমেন্ট ও করলেন ।সবটাই জলে গেল ভাইয়া ।আওণ রাহ'বার ভাইয়া @
১০ মে ২০১৪ রাত ১১:৪০
167692
পরিচিত লিখেছেন : ভবীষ্যতে ভাবীর কাছে নিজেকে অন্যদের চেয়ে আপনি যে ভাল তার প্রমানের জন্য এই ঘটনা গুলি উদাহরণ হিসাবে বলে আপনার সৎ চরিত্রের সার্টিফিকিটে ১০০ তে ১০০ পেতে পারবেন -- এই লাভ এই ধরনের পোষ্ট পড়ার --
219579
০৯ মে ২০১৪ রাত ০৯:৫৮
আহ জীবন লিখেছেন : আহ ভালবাসা।
১০ মে ২০১৪ রাত ১১:৪৩
167696
পরিচিত লিখেছেন : প্রেম একবার এসেছিল তুইয়া গেছে মোরে কাত কইরা --- আহা ভালবাসা--
219669
১০ মে ২০১৪ রাত ০৪:১৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বড় আপুদেরও রেহাই নেই?! হায় আল্লাহ, এই জেনারেশনের বাচ্চাকাচ্চাদের কি হবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File