আমার আমি ?
লিখেছেন লিখেছেন পরিচিত ০৭ মে, ২০১৪, ০৬:১১:৫৩ সন্ধ্যা
পুরস্কার তিরস্কার আমার ভাগ্যে অনেক জুটেছে
একে একে সাজিয়ে তুলেছি আমি আমাকে ।
সব ছাপিয়ে উঠেছে আমার স্বপ্নকল্পনার শষ্যক্ষেত্র ।
দুর্লভ সন্মান আমাকে অভিভূত করে রেখেছে,
ব্যর্থতা আমি আমাকে তিরস্কার করেছি ।
ব্যর্থতার জ্বালা অনুসন্ধান করে,
আমি আমার ফসল ঘরে তুলেছি।
কালের বিচারে আমার যেটুকু প্রাপ্য আমার,
তার কিছু ফলাফল দেখার সৌভাগ্য হচ্ছে।
ভাবি তাই কিছু না কিছু তো সৃষ্টি করেছি ,
আমার সৃষ্টি হয়ত হবে নতুনের অনুপ্রেরনা ।
আমার জন্য হয়ত অপেক্ষা করছে শুভ সমাপ্তি।
এক জীবনে -------
এর বেশী আর আমার কি চাওয়ার থাকতে পারে ?
বিষয়: সাহিত্য
১২২৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মত প্রকাশের জন্য---
মনে হচ্ছে চরম বাস্ততবতার মাঝে আপনি অনেক আবেগী ।
অনেক ধন্যবাদ । ভালোলাগা জানিয়ে গেলাম।
মন্তব্য করতে লগইন করুন