শূন্যতায় !!!

লিখেছেন লিখেছেন পরিচিত ০৪ মে, ২০১৪, ০১:৫৪:৪২ দুপুর

জীবনের বিদায়-শেফালি আমি ছাড়া স্মৃতি-বাঁশী

অজানা উদাসী-পথ আমি ছাড়া স্মৃতির-বাঁশীসুর

কত কথা মনে পড়বে আপনজনের মনে আমি ছাড়া ।

প্রতীক্ষার সেই পথ-চলা গাঢ় শিশিরের পিছু ডাক

খুঁজিবে তুমি ওগো বন্ধু তোমার মনের বেতারে

অশ্রু ক্ষুধাতুর স্রোতে মিটাবে তোমার ক্ষুধা,আমি ছাড়া ।

শুনিতে পাও কি তুমি, শূন্যতার নিঃশব্দ ক্রন্দন

আমি ছাড়া তোমার পায়ে-চলা সেই বিরহী পথ?

বর্ষা তোমার গালে পড়ে হয় ফুলের পাপড়ি, স্তনে পড়ে পারিজাত

আর যখনই তোমার হাত ধরতাম, বেহেস্ত নেমে আসত পৃথিবীতে

শূন্যতায় আতিথ ভালবাসার স্মৃতি,তাই নিয়ে সুখী হও বন্ধু, আমি ছাড়া ।

বিষয়: সাহিত্য

১০১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217276
০৪ মে ২০১৪ দুপুর ০৩:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১০
166628
পরিচিত লিখেছেন : আমার লেখায় আপনি প্রথম কমেন্ট করেছেন-- তাই আজীবনের জন্য আমার প্রিয় হয়ে থাকলেন- আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File