ইসলাম।

লিখেছেন লিখেছেন আজ কিছু ১২ মে, ২০১৪, ১০:২৮:২৫ রাত

একজন ব্রিটিশ লোক এক আলেমকে জিজ্ঞেস করলো: একজন পুরুষের সাথে একজন মহিলার হাত মেলানো ইসলামে নিষিদ্ধ কেনো?

আলেম বললেন: আপনি কী রাণী এলিজাবেতের সাথে হাত মেলাতে পারবেন?

ব্রিটিশ লোকটি বললো: অবশ্যই নয়, শুধুমাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট লোকরাই তার সাথে হাত মেলানোর সুযোগ পায়।

তখন আলেম বললেন: আমাদের কাছে আমাদের নারীরা তেমনি রাণীর মত সম্মানিত এবং নারীরা কোন অপরিচিত ব্যক্তির সাথে হাতমেলায় না।

ব্রিটিশ লোকটি আলেমকে আবার জিজ্ঞেস করলো: আপনাদের নারীরা কেনো শরীর ও চুল ঢেকে রাখে?

আলেম হাসলেন এবং দু'টি মিষ্টি নিলেন। তিনি একটি মিষ্টি খোলা রাখলেন এবং অপরটিকে কাগজ দিয়ে ঢেকে নিলেন।

তারপর তিনি দু'টি মিষ্টিকেই নোংরা মেঝেতে ফেললেন এবং ব্রিটিশ লোকটিকে প্রশ্ন করলেন: আমি যদি আপনাকে এই দু'টি মিষ্টির একটি বেছে নিতে বলি

আপনি কোনটি বেছে নিবেন?

ব্রিটিশ লোকটি উত্তর দিলো: অবশ্যই যেটি ঢাকা আছে সেটি।

আলেম বললেন: ঠিক এভাবেই আমরা আমাদের নারীদের

মুল্যায়ন করি ও দেখি।

ব্রিটিশ ব্যাক্তি: Certainly Islam is the complete Code of Life।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220869
১৩ মে ২০১৪ রাত ০৩:১২
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
220910
১৩ মে ২০১৪ সকাল ০৮:৪১
হতভাগা লিখেছেন : যতই রানী বলে গর্ব করুক না কেন এই রানীকে সামলাতে রাজার(!) ভান্ডার নিঃশেষ হয়ে যায় । উপরে শুধু পোশাকটাই থাকে ভিতরে কন্কালসার ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File