কথিত মা দিবসকে 'না' বলুন
লিখেছেন লিখেছেন ওবাইদুল্লাহ ওবাইদ ১১ মে, ২০১৪, ১২:৪৪:০৫ দুপুর
পশ্চিমারা নিজেদের মা'কে চরম অবহেলা করে। শেষ বয়সে মা'দের স্থান হয় বৃদ্ধাশ্রমে। ওই জানোয়ার গুলোর কাছে মা'র কোন মূল্য নেই। তাদের ঘরে একটি কুকুরের স্থান হতে পারে। খুব সযত্নে রাখে কুকুরটিকে। কিন্তু জনম দুঃখিনী চির দুঃখিনী মায়ের স্থান ওল্ড হোমেও হয় না। তাই তারা শুধু একটি দিন মা'কে স্মরণ করার জন্য 'মা দিবস' পালন করে। কিন্তু আমরা তো তাদের মতো নরপিপাসু জানোয়ার নই। আমরা সব সময় সর্বদা মাকে ভালোবাসি। তাই আমাদের বিশেষ একটি দিনের প্রয়োজন হয় না। আমরা আমাদের সারা জীবনকে মা'দিবস মনে করি। আমরা শুধু একটি দিনে নয়, সব সময় মায়ের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি। এবং করবো ইনশা আল্লাহ।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন