কথিত মা দিবসকে 'না' বলুন

লিখেছেন লিখেছেন ওবাইদুল্লাহ ওবাইদ ১১ মে, ২০১৪, ১২:৪৪:০৫ দুপুর

পশ্চিমারা নিজেদের মা'কে চরম অবহেলা করে। শেষ বয়সে মা'দের স্থান হয় বৃদ্ধাশ্রমে। ওই জানোয়ার গুলোর কাছে মা'র কোন মূল্য নেই। তাদের ঘরে একটি কুকুরের স্থান হতে পারে। খুব সযত্নে রাখে কুকুরটিকে। কিন্তু জনম দুঃখিনী চির দুঃখিনী মায়ের স্থান ওল্ড হোমেও হয় না। তাই তারা শুধু একটি দিন মা'কে স্মরণ করার জন্য 'মা দিবস' পালন করে। কিন্তু আমরা তো তাদের মতো নরপিপাসু জানোয়ার নই। আমরা সব সময় সর্বদা মাকে ভালোবাসি। তাই আমাদের বিশেষ একটি দিনের প্রয়োজন হয় না। আমরা আমাদের সারা জীবনকে মা'দিবস মনে করি। আমরা শুধু একটি দিনে নয়, সব সময় মায়ের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি। এবং করবো ইনশা আল্লাহ।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220184
১১ মে ২০১৪ দুপুর ০১:১১
কুয়াশা লিখেছেন : মা দিবসে এই লেখাটা ভাল লাগাল।
220197
১১ মে ২০১৪ দুপুর ০২:০৮
কইবো কথা বাসর রাতে লিখেছেন : আসলেই মা দিবসকে আমি ঘৃণা করি। মাকে ভালোবাসার আবার কোনো দিবস হয় নাকি।
220219
১১ মে ২০১৪ দুপুর ০২:৫৭
সুশীল লিখেছেন : কথিত মা দিবসকে 'না' বলুন
220223
১১ মে ২০১৪ দুপুর ০৩:০৭
220248
১১ মে ২০১৪ বিকাল ০৪:১৫
বেআক্কেল লিখেছেন : মা দিবস বাদ দিয়া ছাগল দিবস শুরু করা যায়। গ্রামে যার কাছে যত ছাগল আছে এই দিন সকল ছাগল স্কুলের মাঠে আনা হইব। তার পর তারা কোরাসের সহিত ম্যা, ম্যা, ম্যা,,,,,,,,,,,, ডাকতে থাইকব। আর টিভি ওয়ালারা ফটো খিচব। মানুষের কষ্ট কমব মায়েরাও ছেলেদের কথা ভুইলা ছাগলের ম্যা ডাকে শান্তি পাইব।
220392
১১ মে ২০১৪ রাত ১০:৫৪
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আজ নাকি কোরাণ দিবস? আমরা সবসময় কোরাণকে ভালবাসি, কোরাণের জন্য কিসের দিবস টিবস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File