প্রসঙ্গ “হঠাৎ করিয়া সরিষার তৈলের দাম বাড়িয়া গিয়াছে”

লিখেছেন লিখেছেন ইবনেআদম ২০ জানুয়ারি, ২০১৫, ০৯:০২:৪৬ রাত

আমি গতকাল একটি পোষ্ট দিয়াছিলাম “হঠাৎ করিয়া সরিষার তৈলের দাম বাড়িয়া গিয়াছে” শিরোনামে। আমি লিখিয়াছিলাম যে, “অবরোধের পর হইতে হঠাৎ করিয়া সরিষার তৈলের দাম বাড়িয়া গিয়াছে । তাহার আসল কারণটা কি তাহা বলিতে পারিবেন বন্ধুরা ? বলিতে পারিলে আওয়াজ দিবেন। আমি জানি জ্ঞানীদের জন্য ইশারাই কাফি।‍”

আমার কথায় অনেকই আওয়াজ দিয়াছেন যেমন-

মোতাহারুল ইসলাম লিখেছেন : যে ভাবে হঠাৎ করিয়া তৈল মর্দন বাড়িয়া গিয়াছে, সরিষা বেটার আর কি দোষ, কর্তা ব্যাক্তিদের মিথ্যা কথা বলিবার সীমা না থাকিলেও উহার তো তৈল ধারণ করিবার তো সীমা রহিয়াছে। তৈল মর্দনের ঠেলায় বাজারের চাহিদার তুলনায় যোগান কমিয়া যাওয়ায় অমূল্য তৈলের মূল্য বৃদ্ধি ঘটিয়াছে।

অনেক পথ বাকি লিখেছেন : শীতের সকালে শরীরে সরিষার তৈল মাখলে শরীর গরম হয় সে কারণে বোধহয়।

sarkar লিখেছেন : আমলারা যেভাবে সরকারের চরণে তৈল মাখিতে শুরু করিয়াছে তাতে চাহিদার তুলনায় যোগান কাটতি রহিয়াছে।তাই নয় কি?

প্রেসিডেন্ট লিখেছেন : তৈলমর্দনে কার্যসিদ্ধি সহজ হয়।

কাজ কম কথা বেশি,

হাতে রাখবেন তেলের শিশি।

হতভাগা লিখেছেন : সরকার বিরোধীদের ''আদর-সেবা'' করিবার জন্য ডান্ডাতে খাঁটি সরিষার তৈল মাখা হইতেছে।

যাহারা উত্তর দিয়াছেন তাহারা যে মোটামোটি বুদ্ধিমান তাহাতে কোন সন্দেহ নাই। আপনাদের কথায় অনেকটা চলিয়া আসিয়াছে, তাহার পরও আমি কিছুটা যোগ করিতে চাই।

আসলে সরিষা তৈলের হঠাৎ দাম বাড়ার অন্যতম কারণ হইলো কিছু পরজীবি, সরকারী আমলা এবং বিভিন্ন বাহিনীর কর্তাব্যক্তিরা যে ভাবে তৈল কিনিয়া সরকারের পদতলে মাখামাখি শুরু করিয়াছেন তাহাতে বাজারের অর্ধেক তৈল শেষ হইয়া গিয়াছে।

আর বাকী অর্ধেক তৈল কিনিয়াছেন বিএনপি নামক দলটির বড়বড় নেতা-পাতিনেতারা। তাহারা তৈল কিনিয়া তাহা নাকে দিয়া মোবাইল ফোন বন্ধ করিয়া গভীর ঘুমে মগ্ন রহিয়াছেন।

তাই হঠাৎ করিয়া সরিষা তৈলের দাম বাড়িয়া গিয়াছে, বাজারে তৈলের অভাব লক্ষ্য করা যাইতেছে।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300993
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩১
মোতাহারুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ
301023
২০ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৯
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ
301032
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:১৬
সজল আহমেদ লিখেছেন : আমার নিকট হতভাগা,Sarkar আর প্রেসিডেন্ট সাহেবের মন্তব্য ভাল লেগেছে হা:হা:হা:হা: ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File