হঠাৎ করিয়া সরিষার তৈলের দাম বাড়িয়া গিয়াছে

লিখেছেন লিখেছেন ইবনেআদম ১৯ জানুয়ারি, ২০১৫, ০৯:০৭:৩৮ রাত

অবরোধের পর হইতে হঠাৎ করিয়া সরিষার তৈলের দাম বাড়িয়া গিয়াছে । তাহার আসল কারণটা কি তাহা বলিতে পারিবেন বন্ধুরা ? বলিতে পারিলে আওয়াজ দিবেন। আমি জানি জ্ঞানীদের জন্য ইশারাই কাফি।

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300850
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:০১
মোতাহারুল ইসলাম লিখেছেন : যে ভাবে হঠাৎ করিয়া তৈল মর্দন বাড়িয়া গিয়াছে, সরিষা বেটার আর কি দোষ, কর্তা ব্যাক্তিদের মিথ্যা কথা বলিবার সীমা না থাকিলেও উহার তো তৈল ধারণ করিবার তো সীমা রহিয়াছে। তৈল মর্দনের ঠেলায় বাজারের চাহিদার তুলনায় যোগান কমিয়া যাওয়ায় অমূল্য তৈলের মূল্য বৃদ্ধি ঘটিয়াছে।
300854
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : শীতের সকালে শরীরে সরিষার তৈল মাখলে শরীর গরম হয় সে কারণে বোধহয় Tongue
300873
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২৪
sarkar লিখেছেন : আমলারা যেভাবে সরকারের চরণে তৈল মাখিতে শুরু করিয়াছে তাতে চাহিদার তুলনায় যোগান কাটতি রহিয়াছে।তাই নয় কি?
300900
২০ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
প্রেসিডেন্ট লিখেছেন : তৈলমর্দনে কার্যসিদ্ধি সহজ হয়।

কাজ কম কথা বেশি,
হাতে রাখবেন তেলের শিশি।
300927
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৩
হতভাগা লিখেছেন : সরকার বিরোধীদের ''আদর-সেবা'' করিবার জন্য ডান্ডাতে খাঁটি সরিষার তৈল মাখা হইতেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File