গুম-খুন থেকে উদ্ধারে আল্লাহর রহমত কামনা করুন
লিখেছেন লিখেছেন ইবনেআদম ০১ মে, ২০১৪, ০৮:৩০:১৯ রাত
আমার সোনার বাংলা-আমি তোমায় ভালোবাসি। আজ আমার সেই সোনার বাংলা গুম-খুনের কারণে এক আতংকের জনপদে পরিণত হয়েছে। দেশের মানুষ আজ পণবন্দী হয়ে আছে সন্ত্রাসীদের কাছে।মানুষের কোথাও নিরাপত্তা নেই, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, মাঠ-ঘাট,বাজার, অফিস-আদালত সবখানে আজ নিরাপত্তার অভাব। এই অবস্থায় মানুষ তার বেড রুমেও নিরাপত্তাবোধ করছে না।চারিদিকে এক অজানা আতংক বিরাজ করছে। সরকার ও রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বরং কোন কোন ক্ষেত্রে সরকার ও তাদের দলীয় লোক এই সব গুম-খুনে সন্ত্রাসীদের সহায়ক ভূমিকা পালন করছে।
যেহেতু আজ এই আতংকগ্রস্থ নাগরিকদের উদ্ধারে কেউ এগিয়ে আসছেন না তাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন সবার উচিত আল্লাহর কাছে দোয়া করা, মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করা। যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। হে আল্লাহ আপনি আমাদের দেশের মানুষদের জীবনে শান্তি ফিরিয়ে দিন। আমাদের দেশকে রক্ষা করুন। আমিন
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন