'' ঝরা পাতা ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ৩১ মে, ২০১৪, ০৪:৪৮:১৮ বিকাল
"হৃদয়ের কাছে এসে হাতটা দিলাম বাড়িয়ে,
কষ্টের নীল আকাশে দুঃখ দিলাম উড়িয়ে,
কল্পনার সাত রঙে তোমার ছবি আঁকা,
ভালবাসার স্মৃতি গুলো হলো ঝরা পাতা।
বন্ধু তুমি, মিত্র তুমি, ভাল মন্দের সাথী,
তোমায় ভুলে কেমন করে বলো আমি থাকি,
শ্রাবণ মেঘের বর্ষার দিনে রংধনুতে আঁকা
অপেক্ষারি প্রহর গুণে হলাম ঝরা পাতা।
বাসার পাখি বাসায় ফিরে সন্ধ্যা বেলার সাজে,
মনের পাখি ফিরলো না তো তোমায় পাবার খোঁজে,
অভিমানী বন্ধু রইয়েছো তুমি কোথায়,
আজও আমি একা, খুঁজি তোমায় রাতের জোছনায়,
হৃদয়ের মনি কোঠায়, তুমি আছো স্মৃতির মায়া,
আজও বুঝিনি আমি, সব ছিল শেষ বিকেলের ঝরা পাতা ।
৩১-০৫-২০১৪ ইং____ পারভেজ রুমি ''
বিষয়: সাহিত্য
১৩৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন