'' অজানা গন্তব্যে ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১০ মে, ২০১৪, ০২:১৫:৫২ দুপুর
'' আজ বড় ক্লান্ত হয়ে গেছি,
অজানা পথে রেখেছি পা.....
শেষটা আজও হয়নি,তবুও চলেছি পথে,
সামনের দিকে থাকায়,ভেবে না পাই,
চললাম কোথায় ,অজানা গন্তব্যে.......।
ক্লান্ত শরীর, ফুরফুরে মন,
করতে হবে সাফল্য অর্জন......
আশার প্রদীপ জ্বালিয়ে রেখে,
চেয়ে আছি পথের দিকে,
তবু চললাম,অজানা গন্তব্যে.......।
হয়তো এই পথের ,নেই কোন শেষ,
চলতে চলতে ক্লান্ত শরীর হলো নিরুদেশ.....
তবুও চাই না,ব্যর্থ হোক এই মন,
জীবনের এইটা হবে সাফল্য অর্জন......।
মরন যদি আসেও এই পথে,
চলিব আমি চলিব,এই অজানা গন্তব্যে......!!!
বিষয়: সাহিত্য
১১৬০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন