''আমি আজও বুঝিনি''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৯ মে, ২০১৪, ০৪:০৯:৩৮ বিকাল



অজানা মনে,অজানা ক্ষনে,

দিয়েছি তোমায় মন.......

কাছে মানুষ ভেবে তোমায়,

করেছি আপন জন.......!!!

প্রথমে তুমি তো আমাই সুখের পরশ দিলে,

তবে এখন কেন কষ্টের সাগরে ভাসালে.......

আমার সময় কেটেছে,তোমার ভালবাসাই,

সব সময় তোমাকে ,আমার আপন জানতাম.........

তবে কেন তুমি বদলে গেলে,

এই রকম তুমি কেন করলে............

কখনো যদি বর্ষার মেঘ হয়ে আসি,

তোমায় যদি দেখি,আমার দু'চোখ ভরে.........

কেউ তো নেই আমার তুমি ছাড়া,

আমার পথ চলা তো সবই এর মাঝে.........

সুরে সুরে গান কবিতাই,

তোমাকে খুঁজে এই মন.......

মনের অনুরাগে বাজে এই কোন রাগেনি,

কাছে এসে কেন,কাছে আসতে পারিনি.......

আমি আজও বুঝিনি...... !!!

বিষয়: সাহিত্য

১৩১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219452
০৯ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
১০ মে ২০১৪ রাত ০৪:৪৩
167431
ইচ্ছা পূরণ লিখেছেন : ধন্যবাদ..... আপনাকে
219454
০৯ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
পরিচিত লিখেছেন : স্মৃতীর মাঝে নিজের কষ্টের সাথে কোথপকথন-- খুব ভাল ভাবে খেলতে পেরেছেন লেখার মাঝে-- ভাল লাগল-- ধন্যবাদ।
১০ মে ২০১৪ রাত ০৪:৪৪
167432
ইচ্ছা পূরণ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ...।
219460
০৯ মে ২০১৪ বিকাল ০৫:০৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুরে সুরে গান কবিতাই,
তোমাকে খুঁজে এই মন.......
মনের অনুরাগে বাজে এই কোন রাগেনি,
কাছে এসে কেন,কাছে আসতে পারিনি.......
আমি আজও বুঝিনি...... !!!

এইটুকু তো একটা গান। আপনি নকল করেছেন কেনো তার জবাব দিন।
১০ মে ২০১৪ রাত ০৪:৪৬
167433
ইচ্ছা পূরণ লিখেছেন : হ্যাঁ শেষের এইটা গান থেকে নেয়া,কিন্তু সেইটা ও আমার মনের প্রকাশ..... ধন্যবাদ
219511
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
নীল জোছনা লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান
১০ মে ২০১৪ রাত ০৪:৪৭
167434
ইচ্ছা পূরণ লিখেছেন : ধন্যবাদ.......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File