প্রথম পাতার লিখা প্রকাশের সুযোগ দেয়ার আবেদন।
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০২ মে, ২০১৪, ০৪:১৪:৪৬ রাত
''মাতাল হাওয়া''
দক্ষিনা হাওয়া মন কেড়েছে,
পাল তুলেছি নায়ে......
মনের সুখে গান ধরেছি,
মাতাল হাওয়ার টানে.........
স্বপ্নে ভিবোড় মনটা আমার,
ভাসে দক্ষিনা হাওয়াই.....
মাতাল হাওয়াই ভেসে বেড়াই,
সাদা মেঘের ভেলাই.......
শিশির ভেজা সকাল আমার,
ফুটে শিউলি ফুল......
শরৎ কালের ,মাতাল হাওয়া,
ঝরে পড়ে ,সাদা মাটা ফুল......
মাতাল হাওয়াই,মনটা আমার,
খুঁজে বেড়াই সুখ......
দুঃখ এলে মনের মাঝে,
হাওয়াই ভাসি নিজে......
জীবনটা মোর অনেক ছোট,
স্বপ্ন অনেক বড়......
তাই তো আমি গান ধরেছি,
মাতাল হাওয়ার টানে......... !!!
বিষয়: সাহিত্য
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন