আলহামদুলিল্লাহ তুরস্কের নিয়ন্ত্রন এখন বিপ্লবী ইসলামপ্রিয় জনগণের হাতে (সর্বশেষ আপডেট)

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৬ জুলাই, ২০১৬, ১০:০৮:৪৭ সকাল



















































১। বিভিন্ন শহরের পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে আসার খবর পাওয়া যাচ্ছে।

২। সেনা প্রধান এখনো বিদ্রোহী সেনাদের হাতেই জিম্মি হয়ে আছেন।

৩। রাজধানী আংকারার সেনা ডিভিশন এর নিয়ন্ত্রন এখনো বিদ্রোহীদের হাতে।

৪। রাষ্ট্র্বপতি এরদোগানের মুখ্যসচিব এখনো নিখোজ।

৫। এরদোগানের পক্ষ থেকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশের পরও কোন বিদ্রোহী সেনাই ব্যারাকে ফিরে যাচ্ছে না।

৬। বিদ্রোহী সেনাদের হাতে থাকা এফ-১৬ বিমান কিছুক্ষণ পরপর আকাশে উড়ার খবর পাওয়া যাচ্ছে।

৭। জনগণ সেনাদের ট্যাংক ঘিরে রেখে মুহুর্মুহু শ্লোগান দিয়ে যাচ্ছে।

৮। শুধু আংকারাতেই ৪২ জনের খবর পাওয়া গেছে।আপাতত এ ক্যু সফল হবার সম্ভাবনা খুব ক্ষীন হলেও বিদ্রোহীরা এখনো হাল ছেড়ে দেয় নি।।

প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুল এয়ারপোর্টে অবতরণকালীন সময়ে মিডিয়াগুলোর ভাষ্যমতে ৩/৪ মিলিয়ন মানুষ এয়ারপোর্টে ছিলেন এবং প্রত্যেক বড় বড় শহরে লাখ লাখ মানুষ জমা হয়েছে, মিছিল দিচ্ছে। এখনো সবাই রাস্তায় আছে। এ বিদ্রোহ সফল হলে আরেক পাঁ চাটা সিসির জন্ম নিত। কিন্তু আলহামদুলিল্লাহ, তুরস্কে ইসলাম অনেক বেশী শক্তিশালী হল। আজ প্রতিবাদকারীরা (সাধারণ জনতা) সমস্বরে তাকভীর, আল্লাহু আকবর বলছিল।তুরস্কের প্রায় প্রতিটি মসজিদ থেকে রাত ১ টা থেকে টানা আজান, দুরুদ এবং মহল্লার সবাইকে বের হওয়ার জন্য আহবান জানাচ্ছিল। তাকভীর, আল্লাহু আকবের এত বড় মিছিল আমি আর দেখিনি।

ঘটনা শুরু নয়টা-দশটার দিকে। এরদোয়ান একটি মিডিয়ার সাথে কথা বলতে স্বক্ষম হইছেন ১২.৩০-১.০০ টার দিকে তাও স্কাইপি দিয়ে। এর পূর্বে প্রধানমন্ত্রী কয়েকবার কথা বলছেন

কিন্তু এরদোয়ানের বক্তব্য, "আপনারা মাঠে আসুন.... এয়ারপোর্টে আসুন..... আমি আপনাদের সাথে আসছি.." বলার ১০-১৫ মিনিটের মধ্যে চারপাশ দিয়ে লোকজন রাস্তায় বের হয়ে আসে যা আমি স্বচক্ষে দেখছি। যেটা ঐতিহাসিক।

সবমিলিয়ে রাজনৈতিক দলগুলোর মুহুর্তেই এক হয়ে যাওয়া, জনতার জীবন বাজি রেখে ট্যাঙ্কের সামনে আশ্রয় নেয়ার (আমি স্ব-চক্ষে দেখছি) এই সাহসী প্রদক্ষেপের মাধ্যমে ক্যু দমন এ যুগের একটি ইতিহাস হয়ে থাকবে।

মহান আল্লাহ ষড়যন্ত্রকারীদের যড়যন্ত্রকের নস্যাৎ করে দিন (আমিন)

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374729
১৬ জুলাই ২০১৬ সকাল ১১:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
জনগন যদি সচেতন হয় কোন অপশক্তি তাদের বিরুদ্ধে দাড়াতে পারে না। আল্লাহ তায়লা হিফাজত করুন তুরুস্ককে। জনগনই আজকে প্রতিরোধ করেছে। সঠিক নেতৃত্ব যে কোন সমস্যা কে প্রতিরোধ করতে পারে। তুরুস্ক তার উদাহরন।
374742
১৬ জুলাই ২০১৬ দুপুর ০৩:৩৬
হতভাগা লিখেছেন : অভিশপ্ত জাতিরা পৃথিবীতে অশান্তির বিস্তার করেই যাচ্ছে । হিটলারের মত কেউ আসবার সময় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে ।
374763
১৬ জুলাই ২০১৬ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : স্যালুট জানাই তুর্কী মুসলীমদের।
377342
০৮ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File