আসুন দেখি নিই, ৯ম (IPL-2016) আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট লিগে কে কোন দলে?
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৬ এপ্রিল, ২০১৬, ০৩:৪০:৩২ দুপুর
৯ম এপ্রিল শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল ক্রিকেটের নবম সংস্করণ। মোট ৫১ দিনের টুর্নামেন্টে ৬০টি ম্যাচ খেলা হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্রথম ম্যাচ খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এবারের আইপিএলের বিশেষত্ব হলো চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্য়ালস দলকে দুই বছরের জন্য সাসপেন্ড করায় নতুন দুটি দল গুজরাত লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্টস নামে নতুন দুটি দলের অন্তর্ভুক্তি হয়েছে।
মোট ৮টি দলের এই আকর্ষণীয় টুর্নামেন্টে কোন দলে শেষ পর্যন্ত কোন খেলোয়াড়ের ঠাঁই হয়েছে তা একঝলকে দেখে নিন।
গুজরাত লায়ন্সঃ
মোট ২৪ জন সদস্য। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৭ জন বিদেশি।
সুরেশ রায়না (ব্যাটসম্যান)
ব্রেন্ডন ম্যাকালাম (ব্যাটসম্যান, উইকেটকিপার)
ডোয়েন ব্র্যাভো (অল রাউন্ডার)
জেমস ফকনার (অল রাউন্ডার)
প্রবীণ কুমার (বোলার)
ডেল স্টেইন (বোলার)
দিনেশ কার্তিক (উইকেটকিপার)
ডোয়েন স্মিথ (অল রাউন্ডার)
ধবল কুলকার্নি (বোলার)
অ্যারন ফিঞ্চ (ব্যাটসম্যান)
একলব্য দ্বিবেদী (উইকেটকিপার)
অ্যান্ড্রু টাই (অল রাউন্ডার)
ঈশা কিষণ (উইকেটকিপার)
প্রদীপ সাঙ্গওয়ান (অল রাউন্ডার)
প্রবীণ তাম্বে (বোলার)
পরশ ডোগরা (ব্যাটসম্যান)
শিভিল কৌশিক (বোলার)
সরবজিত লাড্ডা (বোলার)
উমঙ্গ শর্মা (ব্যাটসম্যান)
জয়দেব শাহ (অল রাউন্ডার)
শাদাব জাকাতি (অল রাউন্ডার)
অমিত মিশ্র (বোলার)
অক্ষদ্বীপ নাথ (অল রাউন্ডার)
দিল্লি ডেয়ার ডেভিলসঃ
মোট ২৭ জন খেলোয়াড়। ১৮ জন ভারতীয় ও ৯ জন বিদেশি।
জাহির খান (বোলার)
ময়াঙ্ক আগরওয়াল (ব্যাটসম্যান)
মোহাম্মদ শামি (বোলার)
শাহবাজ নাদিম (বোলার)
শ্রেয়স আইয়ার (ব্যাটসম্যান)
অমিত মিশ্র (বোলার)
জেপি ডুমিনি (অল রাউন্ডার)
কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটসম্যান)
নাথন কুল্টার নাইল (বোলার)
জয়ন্ত যাদব (অল রাউন্ডার)
পবন নেগি (অল রাউন্ডার)
ক্রিস মরিস (অল রাউন্ডার)
কার্লোস ব্রেথওয়েট (অল রাউন্ডার)
সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
করুণ নায়ার (ব্যাটসম্যান)
ঋষভ পান্থ (উইকেটকিপার)
জোয়েল প্যারিস (বোলার)
স্যাম বিলিংস (উইকেটকিপার)
চামা মিলিন্দ (বোলার)
প্রত্যুষ সিং (অল রাউন্ডার)
মহিপাল লোমরোর (অল রাউন্ডার)
সাঈদ খলিল আহমেদ (অল রাউন্ডার)
অখিল অরবিন্দ হেরওয়াড়কর (অল রাউন্ডার)
পবন সুয়াল (বোলার)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ
মোট ২২ জন খেলোয়াড়। ১৫ জন ভারতীয় ও ৭ জন বিদেশি।
ডেভিড মিলার (ব্যাটসম্যান)
গ্লেন ম্যাক্সওয়েল (অল রাউন্ডার)
মিচেল জনসন (বোলার)
শন মার্শ (ব্যাটসম্যান)
মোহিত শর্মা (বোলার)
কাইল অ্যাবট (বোলার)
কেসি কারিয়াপ্পা (বোলার)
মার্কাস স্টোইনসিস (অল রাউন্ডার)
ফারহান বেহারডিন (অল রাউন্ডার)
প্রদীর সাহু (অল রাউন্ডার)
আরমান জাফর (ব্যাটসম্যান)
স্বপ্নিল সিং (অল রাউন্ডার)
অক্ষর প্যাটেল (অল রাউন্ডার)
অনুরীত সিং (বোলার)
গুরকীরত সিং (অল রাউন্ডার)
মনন ভোহরা (ব্যাটসম্যান)
মুরলী বিজয় (ব্যাটসম্য়ান)
নিখিল নায়েক (ব্যাটসম্যান)
ঋষি ধাওয়ান (অল রাউন্ডার)
সন্দীপ শর্মা (বোলার)
শর্দুল ঠাকুর (বোলার)
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)
কলকাতা নাইট রাইডার্সঃ
মোট ২২ জন সদস্য। ১৩ জন ভারতীয় ও ৯ জন বিদেশি।
গৌতম গম্ভীর (ব্যাটসম্যান)
কুলদীপ যাদব (বোলার)
মনীশ পান্ডে (ব্যাটসম্যান)
পীযূষ চাওলা (অল রাউন্ডার)
রবীন উথাপ্পা (ব্যাটসম্যান)
শেলডন জ্যাকসন (ব্যাটসম্যান)
সূর্যকুমার যাদব (ব্যাটসম্যান)
উমেশ যাদব (বোলার)
ইউসুফ পাঠান (অল রাউন্ডার)
আন্দ্রে রাসেল (অল রাউন্ডার)
সুনীল নারিন (বোলার)
ব্র্যাড হগ (বোলার)
ক্রিস লিন (ব্যাটসম্যান)
সাকিব আল হাসান (অল রাউন্ডার)
মর্নি মর্কেল (বোলার)
জয়দেব উনাদকাট (বোলার)
অঙ্কিত সিং রাজপুত (বোলার)
জন হেস্টিংস (বোলার)
জেসন হোল্ডার (অল রাউন্ডার)
কলিন মুনরো (অল রাউন্ডার)
রাজাগোপাল সতীশ (অল রাউন্ডার)
মনন অজয় শর্মা (অল রাউন্ডার)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ
মোট ২৬ জন সদস্য। এর মধ্যে ১৮ জন ভারতীয় ও ৮ জন বিদেশি।
রোহিত শর্মা (ব্যাটসম্যান)
শ্রেয়স গোপাল (অল রাউন্ডার)
সিদ্ধেশ লাড (ব্যাটসম্যান)
উন্মুক্ত চাঁদ (ব্যাটসম্যান)
আর বিনয় কুমার (বোলার)
পার্থিব প্যাটেল (উইকেটকিপার)
নীতীশ রানা (অল রাউন্ডার)
জসপ্রীত বুমরাহ (বোলার)
জে সূচিত (বোলার)
হার্দিক পাণ্ড্য (অল রাউন্ডার)
হরভজন সিং (বোলার)
অম্বাতি রায়াডু (ব্যাটসম্যান)
অক্ষয় ওয়াখাড়ে (বোলার)
কোরি অ্যান্ডারসন (অল রাউন্ডার)
মিচেল ম্যাকক্লেনাগন (বোলার)
কায়রন পোলার্ড (অল রাউন্ডার)
লেন্ডল সিমন্স (ব্যাটসম্যান)
লাসিথ মালিঙ্গা (বোলার)
মার্চেন্ট ডি লাঞ্জ (বোলার)
জোস বাটলার (উইকেটকিপার- ব্যাটসম্যান)
নাথু সিং (বোলার)
টিম সাউদি (বোলার)
কৃনাল পাণ্ড্য (অল রাউন্ডার)
কিশোর প্রমোদ কামাথ (অল রাউন্ডার)
দীপক পুনিয়া (অল রাউন্ডার)
জীতেশ শর্মা (উইকেটকিপার)
রাইজিং পুনে সুপার জায়ান্টসঃ
মোট সদস্য ২৩ জন। এর মধ্যে ১৬ জন ভারতীয় ও ৭ জন বিদেশি।
মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার-ব্যাটসম্যান)
আর অশ্বিন (বোলার)
অজিঙ্ক রাহানে (ব্যাটসম্যান)
স্টিভ স্মিথ (ব্যাটসম্যান)
ফাফ ডু প্লেসি (ব্যাটসম্যান)
মিচেল মার্শ (অল রাউন্ডার)
এম অশ্বিন (বোলার)
ইশান্ত শর্মা (বোলার)
কেভিন পিটারসন (ব্যাটসম্যান)
ইরফান পাঠান (অল রাউন্ডার)
তিসারা পেরেরা (অল রাউন্ডার)
রজত ভাটিয়া (অল রাউন্ডার)
অশোক দিন্দা (বোলার)
স্কট বোল্যান্ড (বোলার)
আরপি সিং (বোলার)
পিটার হ্যান্ডসকম্ব (উইকেটকিপার)
অ্যাডাম জাম্পা (বোলার)
ঈশ্বর পাণ্ডে (বোলার)
অঙ্কিত শর্মা (অল রাউন্ডার)
দীপক চাহার (অল রাউন্ডার)
জসকরণ সিং (বোলার)
অঙ্কুশ বেইনস (উইকেটকিপার)
সৌরভ তিওয়ারি (ব্যাটসম্যান)
অ্যালবি মর্কেল (অল রাউন্ডার)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ
মোট ২৫ জন সদস্য। এর মধ্যে ১৬ জন ভারতীয় ও ৯ জন বিদেশি।
বিরাট কোহলি (ব্যাটসম্যান)
শ্যেন ওয়াটসন (অল রাউন্ডার)
যুজভেন্দ্র চাহাল (বোলার)
স্টুয়ার্ট বিনি (অল রাউন্ডার)
কেন রিচার্ডসন (বোলার)
স্যামুয়েল বদ্রি (বোলার)
ট্রাভিস হেড (ব্যাটসম্যান - উইকেটকিপার)
এবি ডেভেলিয়ার্স (ব্যাটসম্যান - উইকেটকিপার)
ডেভিড ওয়েইস (অল রাউন্ডার)
অ্যাডম মিলনে (বোলার)
ক্রিস গেইল (ব্যাটসম্যান)
মিচেল স্টার্ক (বোলার)
প্রবীণ দুবে (অল রাউন্ডার)
বিক্রমজিত মালিক (বোলার)
ইকবাল আবদুল্লা (অল রাউন্ডার)
শচীন বেবি (ব্যাটসম্যান)
অক্ষয় কারনেওয়ার (অল রাউন্ডার)
বিকাশ টোকাস (বোলার)
কেএল রাহুল (ব্যাটসম্যান)
পারভেজ রসুল (অল রাউন্ডার)
আবু নেচিম (বোলার)
হর্শল প্যাটেল (বোলার)
কেদার যাদব (ব্যাটসম্যান)
মনদীপ সিং (ব্যাটসম্যান)
সরফরাজ আহমেদ (ব্যাটসম্যান)
শ্রীনাথ অরবিন্দ (বোলার)
বরুণ অ্যারন (বোলার)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ
মোট ২৫ জন সদস্য। এর মধ্যে ১৮ জন ভারতীয় ও ৭ জন বিদেশি।
যুবরাজ সিং (অল রাউন্ডার)
আশিস নেহেরা (বোলার)
দীপক হুডা (অল রাউন্ডার)
মুস্তাফিজুর রহমান (বোলার)
ডেভিড ওয়ার্নার (ব্যাটসম্যান)
মোয়েস এনরিকেস (অল রাউন্ডার)
ইয়ন মর্গ্য়ান (ব্যাটসম্যান)
কেন উইলিয়ামসন (ব্যাটসম্যান)
ট্রেন্ট বোল্ট (বোলার)
আদিত্য তারে (উইকেটকিপার)
বারিন্দর সিং শ্রন (বোলার)
বেন কাটিং (অল রাউন্ডার)
বিজয় শঙ্কর (অল রাউন্ডার)
অভিমন্যু মিথুন (বোলার)
তিরুমালাশেট্টি সুমন (ব্যাটসম্যান)
আশিস রেড্ডি (ব্যাটসম্যান)
ভুবনেশ্বর কুমার (বোলার)
বিপুল শর্মা (বোলার)
করণ শর্মা (বোলার)
নমন ওঝা (উইকেটকিপার- ব্যাটসম্যান)
রিকি ভুঁই (ব্যাটসম্যান)
শিখর ধাওয়ান (ব্যাটসম্যান)
সিদ্ধার্থ কউল (বোলার)।
বিষয়: বিবিধ
১২২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন