এই ছবির মানুষগুলো মুসলিম, এদের জন্য সমবেদনা থাকতে নেই!

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৬ নভেম্বর, ২০১৫, ১০:১০:৫১ সকাল

এই ছবির মানুষগুলো মুসলিম, এদের জন্য সমবেদনা থাকতে নেই, এদের মানবাধিকার থাকতে নেই, কারণ এরা স্বাধীনতাকামী, মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস রক্ষার বীর সৈনিক।

























































★ হায়রে! বাঙ্গাালী মুসলমান, নবীর জন্য কাঁদে না মন, কাঁন্দে মন তার জন্য ফ্রান্স। আমার কাছে মনে হলো আমরা হুজুগে বাঙ্গালী, জন্মসুত্রে গরুর গোসত খাওয়া মুসলিম!

আজ কয়েকটা রাস্ট্রের ফেবু আইডি ঘুরে যতটুকু দেখলাম,তাতে বাংলাদেশি মুসলমানদের মত ভয়াবহ অন্য কোন মুসলিম দেশ গুলোর বা মুসলমানদের প্রোফাইল পিকের চেঞ্জ তেমন একটা চোখে পড়লো না। আহ্! এমন কিছু মানুষের প্রোফাইল পিকে ফ্রান্সের হামলার সমবেধনা স্বরূপ ফ্রান্সের পতাকা দেখলাম, যারা কিনা বিগত দিনের ফিলিস্তিনের গাজা, মিসর, আফগানিস্তান, লিবিয়া, ইরাক, চীনের উইঘুর মুসলিম, সিরিয়া ও বার্মার রোহিংঙ্গা মুসলিমদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদ ইস্যুতে তাদের প্রোফাইল অথবা ওয়ালে নির্যাতিত মুসলমানেদর প্রতি সমবেধনা বা প্রতিবাদ স্বরূপ এর কোন চিহ্নই দেখলাম না।

তাহলে বুঝুন আমরা কোথায় আছি?

আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন?

যখন রাসুল (সঃ) কে নিয়ে ফ্রান্সে শার্লি এবদো বাংঙ্গাত্মক কার্টুন ছাপালো মুসলমানেরা প্রতিবাদের ঝড় তুললো তখন কি ফেবু কর্তৃপক্ষ কোন সাপোর্ট চেয়েছিল? আপনারা কি তখনর আপনাদের প্রোফাইলে কালেমার পতাকা দিয়েরবা ওয়ালে প্রতিবাদ করেছিলেন? ইসরাইল যখন গাজার নিরহ নারী শিশুর উপর বোমা মেরে শত শত মানুষ হত্যা করলো, ফেবুকের জুকারবার্গ কি তখন গাজার নিরহ মানুষের জন্য সাপোর্ট চেয়েছিল? আপনারা কি ফিলিস্তিনের পতাকা প্রোফাইলে দিয়ে সমবেধনা জানিয়েছিলেন? না জানায় নি, কারন ফিলিস্তিনিরা তারা ফ্রান্সের ১৫০ জনের মত রক্তে মাংসে গড়া মানুষ না, তারা মুসলমান তাই এখনো গাজায়, সিরিয়ায় প্রতিনিয়ত বোমা হামলা হচ্ছে, গুলিতে আমার নিরহ মুসিলিম ভাই বোনেদের কে হত্যা করা হচ্ছে।

কই? যারা ফ্রান্সের পতাকা প্রোফাইলে দিচ্ছেন, তাদেরকে তো একদিনও সে দেশের পতাকা টানিয়ে সমবেধনা জানাতে দেখলাম না? না টানবেন না,টানাইলে তো আবার দেশদ্রোহী বা জংগী হয়ে যাবেন।

★★ এর মানে এই নয় যে আমি এই হামলাকে সাপোর্ট করতেছি বা এই হত্যাকান্ডে খুশি হয়েছি! আমি কোন দেশেই সন্ত্রাসীদের হামলাকে সাপোর্ট করি না। ইসলাম কোন রকম সন্তাসী কাজকে কখনোই সমর্থন করে না।

বিষয়: বিবিধ

১৬৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349908
১৬ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৯
অপি বাইদান লিখেছেন : কাঁন্নাকাটি করে কি হবে? এগুলো দাঙ্গাবাজ মুসলিমদের শিয়া, সুন্নি, ইয়াজিদী আভ্যন্তরিন কাইজ্যা, ফ্যাসাদ এবং আত্মঘাতি বোমাবাজীর ফল মাত্র।
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৬
290379
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : এরা সবাই ফিলিস্তিনের নিরিহ জনগণ, তাই বলে কি এদের মানবাধিকার থাকতে নাই?
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৯
290388
অপি বাইদান লিখেছেন : কিসের মানবাধিকার? যারা খোদ মাসজিদের ভিতর খুন খারাপি, বোমাবাজি করে প্রতিদিন মানুষ হত্যা করে।
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৫
290389
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ফিলিস্তিনিরিা কখনোই বোমাবাজি করে নাই!
349915
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৯
শফিউর রহমান লিখেছেন : যতদিন না আমরা বংশীয় মুসলমান থেকে বেরিয়ে প্রকৃত মুসলমান হতে পারবো এবং মুসলমানের আসল পরিচয়, উদ্দেশ্য এবং কর্তৃব্য সম্পর্কে সম্যাক অবহিত হয়ে সেই অনুযায়ী নিজেকে গঠণ করে সমাজ ও ব্যাক্তিকে পূণর্গঠনের কাজে ব্যাপৃত না হবো ততদিন মুসলমান নামের এই মানুষগুলো সাগরের ভাসমান ফেনার মতো এভাবেই ভাসতে ভাসতে বিলীন হতে থাকবে এবং নতুন ফেনারও জন্ম হতে থাকবে...
১৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
290396
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, আপনার সাথে ১০০% সহমত!
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
290430
শফিউর রহমান লিখেছেন : শুকরান। লিখতে থাকুন...
349919
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৭
মিশু লিখেছেন : হে আমাদের আল্লাহ। আমাদের ভুল-ত্রুটি ও অক্ষমতাকে ক্ষমা কর, আমাদের কাজে কর্মে তোমার নির্দিষ্ট সীমা যা কিছু লংঘন হয়েছে, তা মাফ কর, আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবিলায় আমাদের সাহায্য কর।
ইমরান-১৪৭
349924
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।- মাহমুদুর রহমান।
১৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
290397
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : স্যারের বইটি যতই ততই বর্থমানের সাথে মিল খুজে পাই।
349926
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
মোঃজুলফিকার আলী লিখেছেন : মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।- মাহমুদুর রহমান।..... সহমত। এইতো বিশ্ব! এইতো বিচার!এইতো মানসিকতা!
১৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৩
290398
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সব বিচারকের বিচারক, মহান আল্লাহ এইসব অবিচারের বিচার একদিন করবেন, ইনশাআল্লাহ!
349947
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাদের দর্শনই হচ্ছে পৃথিবী শুধু ধনিদের ভোগ্য বস্ত সেখানে আর কি আশা করা যায়!!
349985
১৬ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ মুসলমানদের ঈমানকে মযবুত করুন নইলে মুসলমানরা আরো মাইর খাবে
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File